Rakip khan

Rakip khan এগিয়ে যাওয়ার পথে পাসে থাকতে হয় Support কর?

ভুলে যাও আগে কেমন ছিলাম।শুধু এখন দেখো যাও কেমন হচ্ছি ।  over time 🤘🤘💫
14/04/2024

ভুলে যাও আগে কেমন ছিলাম।
শুধু এখন দেখো যাও কেমন হচ্ছি ।
over time 🤘🤘💫

14/08/2023

আজ ১৫ আগস্ট ২০২৩ স্বাধীনতার ৭৬ তম মহোৎসব (Independence Day of India ) । ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছে এবং তাই আজকে আমরা ভারতের স্বাধীন নাগরিক।

কিন্তু এই লড়াই, অনেক কষ্টের ছিল এবং যারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন সেই সমস্ত বীর মহা সংগ্রামীদের আজকে আমরা শতকোটি প্রমান জানাই।

গান্ধীজী, নেতাজি সুভাষ চন্দ্র বসু, ভগৎ সিংহ, ঝাঁসির রাণী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরার,সর্দার বল্লভভাই প্যাটেল, জোহর লাল নেহরু, থেকে শুরু করে বাবাসাহেব আম্বেদকর, মৃত্যুঞ্জয় ক্ষুদিরাম এবং হাজারো হাজারো সাধারণ মানুষ সংঘবন্ধ লড়াই এনেছে ভারতের স্বাধীনতা।

আজকের এই দিনে ওই সমস্ত মহান বীরদের স্বরণ করার দিন। এবারের 76 তম ভারতের স্বাধীনতা দিবস, ১৯৪৭ থেকে ২০২৩।

১৯৪৭ সালের ১৫ আগস্ট দিল্লির লালকেল্লায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জোহর লাল নেহরু জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই থেকেই ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হিসাবে মানা হয় ও "তেরঙা" পতাকা স্কুল, কলেজ, যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান এবং বাড়িতে বাড়িতে, হাতে হাতে এই দিনে জাতীয় পতাকা দেখতে পাওয়া যায়।

কিন্তু আমাদের এই পতাকার আসল অর্থ ও ব্যবহার জানতে হবে। এই পতাকা যেন আমাদের মনের, ঋদয়ের পতাকা হয়।

ভারতের জাতীয় পতাকা
চিত্র : ভারতের জাতীয় পতাকা

উপরে গেরুয়া রঙ নিচে সবুজ মাঝে সাদা এবং সবার মাঝে অশোক চক্র - এই নিয়েই আমাদের জাতীয় পতাকা। প্রত্যেকটি রঙের এক একটি অর্থ আসছে….

গেরুয়া : গেরুয়া রঙ ত্যাগ ও বৈরাগ্যের প্রতীক।

এরই মধ্যেই আমরা খুঁজে পাই স্বাধীনতা সংগ্রামী মানুষদের ত্যাগ ও বৈরাগ্যেকে।

সাদা : আমাদের আত্মনিয়ন্ত্রণ ও স্বভাবের পথপ্রদর্শক সত্যপথ ও আলোর প্রতীক।

সাদা শান্তির ও সৎপথের জীবনকে নিয়ে যাওয়ার প্রতীক।

সবুজ : সবুজ মৃত্তিকা তথা সকল প্রাণের প্রতীক। সবুজ মানেই মৃত্তিকা ফসল যা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। সবুজ প্রাণকে আমাদের বুঝতে হবে।

অশোক চক্র : অনুশাসনের প্রতীক ও গতিশীলতার প্রতীক। অশোকচক্র গতিশীলতার প্রতীক এগিয়ে যাওয়া, কখনো থেমে না থেকে এগিয়ে যাওয়া।

এই হল আমাদের দেশ ভারত মাতার দেশ। হিন্দু মুসলিম, শিখ সমস্ত ধর্মকে সমান সন্মান ও ভালোবাসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।

༆আব্বে ওই মাইয়া শোন! এতো ভাব নিবিনা আমি আবডেট পোলা বুঝলি༆!
30/06/2023

༆আব্বে ওই মাইয়া শোন! এতো ভাব নিবিনা আমি আবডেট পোলা বুঝলি༆!

I have reached 500 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
12/05/2023

I have reached 500 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

18/12/2022

30/11/2022

thoda badal gaya hu mai

17/11/2022

....😆😆😆😆 My life full damage 😖😖😖😖

17/11/2022

....🥀🥀🥀🥀

14/08/2022

❤️

22/02/2022

🥰🥰🥰

19/11/2021

& Irfan
Friends Video Share karo

10/06/2021

হয়তো একটু দেরিতে বুঝেছি
কিন্ত খুব ভালো ভাবে বুঝেছি
পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ
আপন হয় না 💔💔💔https://youtube.com/channel/UCP8HMYGwntDS6BO-sqm6Swg

A beautiful view gives  joy atroughout  life ❤❤❤that is life love
05/06/2021

A beautiful view gives joy atroughout life ❤❤❤that is life love

Address

Alipurduar
735213

Alerts

Be the first to know and let us send you an email when Rakip khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rakip khan:

Videos

Share


Other Party Entertainment Services in Alipurduar

Show All