29/04/2023
Heartfelt Birthday Wish for Respected Campus Head Prof. Bhaskar Chakraborti by Sumangshu Roy Lahiri , Student, BBA(H) 1st Year.
অপার উচ্চতায় পৌঁছে যেতে যেতে, আমি দাঁড়িয়েছি কিছুদুর, কিছুপথ, কিছুক্ষণ।
পিছনে দেখিনি আমি, শুনিনি আমি তাদের কথাগুলি, আমি এগিয়ে গিয়েছে, একটা একটা করে।
আচ্ছা, পেছনে তাকানোটা কি সত্যিই বড়ো জরুরি? নাকি সমস্তটা ম্যানেজ করে, এগিয়ে চলাটা শ্রেয়? ঠিক কোনটা? আমি জেনেছি।
আমি জেনেছি, আপনার পদধ্বনিতে।
আমি জেনেছি, বিশ্বাস কাহারে কয়? বিশ্বাস সত্যিই নিজের প্রতিও করা যায়।
আমি বুঝেছি, আসল জীবন কি? যুগ-যুগান্তর আমার প্রতি কি চায়? আমি শিখেছি, আমি বুঝেছি আপনার ধুলি হতে।
হ্যাঁ আমি কিঙ্করসম দূর্ভেদ্য এক প্রাচীর, তবু, আপনি রাখেন ক্ষমতা, আমারে গুড়িয়া দিয়া, বক্ষে জড়ায়ে লইতে।
আসলে কি জানেন, আপনি শুধু মানুষ নন, কারণ শুধু মানবজাতির এক চিহ্ন হয়ে টেকা যায়?
আপনি তা নন। আপনি এই নশ্বর ধরিত্রীতে ঈশ্বরসম এক প্রাণ।
হে মহান, হে অতিমানব, জন্মদিবসে লহ হে প্রনাম।
আমি নশ্বর আপনার প্রতি।
আমি কিঙ্করসম, আপনার প্রতি।
আপনি গোটা বিশ্বব্রহ্মাণ্ড লয়ে বাঁচেন আপনাতে।
আমি গর্বিত সেখানই পরিবেশে বাঁচি।
আমি উৎফুল্ল, জীবনধারায় ধুয়ে,
আনন্দ আজি সয়েছি বারংবার।
আমি গর্বিত, বর্ধিত কোকনদ আজি,
শুভ জন্মদিবসে, ধন্যবাদ হে মহারাজি।।
মোরা নশ্বর, মোরা লোভী এক এক কন্ঠ,
আপনি উদার, উন্মুক্ত একখানি সুর।
মোরা আকন্ঠ পুরেছি সে সুর, কন্ঠ মাঝারে।
মোরা আপনার উপস্থিতিতে হয়েছি ভরপুর।
হে ঈশ্বর, হে মহীরুহ ঐ ভগবান,
এই মানবেরে দাও উড়ানখানি স্বপ্নের।
এ মানব, এই অতিমানব, সে উড়ান ভরিবে জগৎ কাঁপায়ে।।
ঈশ্বর তুমি দেখে নিও আজকাল।।