22/04/2020
সমস্ত ডেকোরেটরদের পক্ষ থেকে-----------
গোটাদেশে লকডাউ নের আজ 30 তম দিন।একমাস সবাই ঘরবন্দি,তবে কতটা ঘরবন্দি সেটা তর্কের ব্যাপার।লকডাউনে প্রধানমন্ত্রী ও আমাদের পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী খুব ভালো কাজ করছেন।কাজের ফিরিস্তি না হয় থাক,তারা আজকের দিনে কাউকে কাউকে ছাড় দিয়েছেন কাজ করে বাঁচার তাগিদে।
কিন্তুএমন একটা শিল্প আছে(যদিও শিল্পের ছাড় পত্র মেলেনি সরকারি ভাবে) বা একদল মানুষ আছে যার দিকে কারোরই নজর পরে নি।এমনকি মিডিয়ার ও,যারা নাকি এই লকডাউনের সময় একদম টাটকা টাটকা খবর পরিবেশন করছেন।
মজার ব্যাপার হলো লকডাউন উঠেগেলেই সর্বস্তরের মানুষের প্রয়োজন পড়বে এদের।এরা ছাড়া একপাও চলতে পারবেনা কেউ,সে যেই হন,যে সম্প্রদায়ের হন,যতোবড়ো মানুষই হননা কেন।
কারা বলুন তো?------হ্যাঁ ঠিক ধরেছেন 'ডেকোরেটর'।
ডেকোরেটিংশিল্পের সঙ্গে জড়িত অসংখ্য মানুষ,যারা দিন রাত এককরে খেটে কোন কিছুর তোয়াক্কা না করে সর্বস্তরের মানুষকে পরিষেবা দিয়ে থাকে।
আশ্চর্যের বিষয় সবাই এমনকি মিডিয়াও বেমালুম ভুলে গেলো এদের কথা।
আচ্ছা ভেবে দেখুনতো এদের জন্য কি ভাবা বা কিছু করা কি উচিত নয়?
এরাকি কি সবাই মানুষের বাইরে আলাদা গোত্রের,ভিন গ্রহের প্রাণী?নাকি এরাও মানুষ?
এরা কি সবাই এক একজন শিল্পপতি?
আর এর সঙ্গে জড়িত শ্রমিকগুলোকি বিরাট অর্থের অধিকারী?যে এদের কোনো অভাব নেই?
গোটা রাজ্যে লক্ষ লক্ষ মানুষ এই ব্যাবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িয়ে আছে।
অনেক ডেকোরেটরই সামান্য পুঁজি নিয়ে এই ব্যবসাটা করেন,কিছু লোকের অন্নসংস্থান করেন।কাজ করলে তবেইতো টাকা পাবে,তাদের চলবে কি করে?তাদের পরিবারের কি হবে?
একটু ভাবা যায় না?
আমরা ডেকোরেটররাও তো তার সঙ্গে জড়িত মানুষগুলো একটু ছার ও একটু সহনাভূতি আশা করতেই পারি সরকারের কাছে থেকে।
আমাদের সমস্যা গুলো মিডিয়া তুলে ধরুন; সর্বসমক্ষে আনুন,এটা চাইতেই পারি নাকি?
আমরাও মানুষ, আমরাওতো বাঁচতে চাই।
আমাদের দিকটা কি মানবিক ভাবে বিবেচনা করা যায় না?
সবাই ভালো থাকুন,ঘরে থাকুন।--------------------
অনেক অনেক শেয়ার করুন।