13/08/2020
SPILL THE INK
Contestant - বহ্নিদীপ চক্রবর্ত্তী
Location - Purba Bardhaman
Rules to follow 👇
Follow us on Instagram - https://instagram.com/visightevents.official?igshid=1g35kwn8rkyqs
Follow us on Facebook - https://www.facebook.com/visighteventsofficial/
স্ব-অধীনতা~
टूटे थे जो सितारे फ़ारस के आसमां से फिर ताब दे के जिसने चमकाए कहकशां से बदहत की लय सुनी थी दुनिया ने जिस मकां से मीरे-अरब को आई ठण्डी हवा जहां से मेरा वतन वही है, मेरा वतन वही है
~ইকবাল।
ধরুন আপনার লেখার অভ্যাসটা বহুকাল চলে গেছে এবং বিজ্ঞানের আলিঙ্গন আপনাকে টেনে নিয়ে চলেছে কোন এক যান্ত্রব ভবিষ্যতের দিকে, তাহলে সেই আমিই যদি হঠাৎ করে একসকালে ঘুম থেকে উঠে brush করে, ছাতুর সরবত খেয়ে, কিছু একটা লিখতে বসি- বিশ্বাস করুন খুব একটা সহজ ব্যাপার নয় সেটা। বিষয় হিসেবে "ব্যক্তিগতস্তরে স্বাধীনতার অর্থ" এমন কিছু uncommon নয়,পরীক্ষায় এলে হয়তো ৫০০ বা ১০০০শব্দ সীমা কখন ছিঁড়ে ছারখার করে দিতাম কিন্তু এ যে পরীক্ষা নয়!কিন্তু মনস্থির যখন করেছি তখন দায়িত্বশীল নাগরিক হিসেবে independence day এর আগে কিছু একটা লিখবই, সে তার অবয়ব যেমনই দাঁড়াক না কেন!
আমি চারজনের কথা বলি,আমার মা(house wife) বাবা (retired employe) এক বন্ধু(politically opinionated but only in fb) এক বান্ধবী(would be doctor)
"মা,তোমার কাছে স্বাধীনতা মানে কি?”সোজা প্রশ্ন ছুঁড়ে দিয়ে আমার অপেক্ষা।
" আজ আবার পটলের তরকারি কেন!"এই ধরনের প্রশ্ন শুনে শুনে অভ্যস্ত হয়ে যাওয়া মা চমকে ওঠে,উত্তর দেয়-"রুটি খাবি না?”
" উহ্ মা! স্বাধীনতার মানে কি তোমার কাছে??? সোজাসুজি সেটুকুই বল।"
বেশিক্ষণ সময় না নিয়ে মা এবার সপাটে উত্তর ছুঁড়ে দিলো,"যদি তোরা বাপ-ব্যাটা রোজ যা বানাবো বেশি ভ্যানতারা না করে চুপচাপ সেটাই খেয়ে নিস এটাই আমার independence"শুনে থম মেরে গেলাম,মায়েদের চাওয়াটা কি সত্যিই এতো কম! নাকি কম করে দিয়েছি আমি,আমরা।
মায়ের কাছে এহেন উত্তর পেয়ে এবার বাবাকে জিজ্ঞেস করার পালা,একটু ভয় তো লাগেই,যাই হোক করলাম প্রশ্ন।
"দেখ স্বাধীনতা বলে সত্যি করে কি কিছু হয়?নিজের ইচ্ছায় অন্যের জন্য বা অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও অন্যের জন্য compromise আর sacrifice এটা আর যাই হোক স্বাধীনতা নয়,নিজের জন্য কি আছে!একটা ছেলের জীবনে নিজের জন্য অনেক কিছু করার সুযোগ থাকে কিন্তু কখনও কি সে নিজের ইচ্ছার সবটা পূরণ করতে পারে?ওই যে responsible হতেই হবে ছেলেদের বুঝলি,চাপটা সেই একটু জ্ঞান বুদ্ধি হবার পর থেকে continuous বইতে হয়।" যেটা এতোদিন একসাথে থেকেও দেখিনি আজ হঠাৎ বাবার চোখে সেটাই দেখলাম,এক ক্লান্ত অথচ স্থির সৈনিক,চলছে লড়াই এখনও।
এবার সেই বন্ধুর পালা,phone করলাম বেশ কিছু দিন পর,
phone এ callertune টা বেশ কানে লাগে,
-ভাই কি খবর?
-কি রে ভাই?হঠাত?
-না মানে এই,কেমন আছিস?
-*** এর দেশে আর কেমন থাকবো বল!
_কি ভাই নিজের দেশকে এমন বলছিস!!
-দেখ ভাই,দেশ কে ভালবাসি কিন্তু তার মানেই দেশের কোন সমালোচনা করব না এটা ভুল।
-কিন্তু ভালোও অনেক কিছু আছে,সেটুকু positivity নেই?
-কি ভালো?আমার graduation এর degree টা পড়ে আছে,একটা চাকরি খুব দরকার কিন্তু পাচ্ছি না,pg করার কোন ভালো chance নেই,তার ওপর corona এর করুনা,বল এবার যদি ভালো কিছু থাকেও কি ভাবে দেখব?ধর তোর কাছের কেউ মারা গেছে তুই তখন কপিল শর্মার jokes ভেবে হাসতে পারবি?
-না ভাই,ঠিকই বলেছিস,"ক্ষুধার রাজ্যে..../পূর্নিমার চাঁদ যেন...”(আমিও একটু intellectual সাজি)
আজ অবধি যার ফেবু রাজনৈতিক সক্রিয়তা নিয়ে ঠাট্টা করেছি সত্যি করেই তো তাকে কোনদিন বোঝার চেষ্টা করিনি,কি অল্প দাবী, খুব ন্যায্য, হয়তো প্রত্যেকের দাবী,কিন্তু কজনার দাবী পূর্ন হবে?হঠাৎ ওর caller tune টা যেন কানে বেজে ওঠে,
Azadi
Bhukhmari se, azadi
Haan bhed bhaav se, azadi
Haan pachhwaad se, azadi
Hum leke rahenge, azadi
Tum kuchh bhi kar lo, azadi
এবার কথা বললাম এক বান্ধবীর সাথে,আগে থেকেই জানি তার মতো স্পষ্ট অথচ সহজ ভাবে জীবনকে কেউ দেখে না,to be very honest i always have a great respect towards her.কথোপকথনের বিশেষ অংশ তুলে দেবার চেষ্টা করছি,
-দেখ independence হল ভীষণ রকম relative একটা বিষয়,মানে গড়পড়তা পাঁচটা মেয়েকে জিজ্ঞেস কর বলবে রাত বারোটায় রাস্তায় বেড়নোটা independence, আবার ধর যারা nationalists ছিলেন তাদের কাছে ব্রিটিশদের তাড়ানোটাই আবার ধর তুই,ওই পুঁজিবাদ হেনা তেনা এসব থেকে স্বাধীন হওয়া....কিন্তু আমার কাছে ব্যাপারটা ভীষন রকমের মানষিক,একটা example দি,ধর তুই ট্রেনে যাচ্ছিস,ভীড় হয়েছে,তোর ফাটা গলায় গান গাইবার ইচ্ছা হল,তুই চেঁচাতে লাগলি আর লোকে তোকে পেটালো..কিন্তু একজন ভিখারী ধর বেসুরো গলায় ট্রেনে গান গাইছে কিন্তু কেউ কিছু তাকে বলবে না উপরন্তু ৫/১০ টাকা ধরে দেবে,অথচ গান গাওয়া দুজনারই স্বাধীনতার মধ্যে পড়ে,তালে দেখ humanity define করে দিচ্ছে কোনটা বেয়াদপী আর কোনটা প্রয়োজন। এই মানবিক ভাবে সব কিছুকে দেখা বিচার করাই প্রকৃত স্বাধীনতার স্বাদ দেয় আমায়।জানিস আমাদের হোস্টেলে এক মেয়ে ছিলো, নাম দীপা(পরিবর্তিত) মেয়েটা অতো শহুরে আদপ কায়দায় অভ্যস্ত ছিলো না,ভয়ে ভয়ে থাকতো, কখনো কারো সাতে পাঁচে ছিলো না কিন্তু দেখ constant gossiping, trolling, bullying এগুলো without any reason শুরু হল,মেয়েটা su***de করলো আর হ্যাঁ মেয়েটা অবশ্যই over sensitive and depressed ছিলো প্রথম থেকেই,treatmentও হয়েছিলো কিন্তু রাত ১২ টায় বেড়তে চাওয়া স্বাধীনতাকামী মেয়ে গুলো জোড় করে অন্য একজনার জগতে নিজেদের আদপ কায়দার আধিপত্য দেখাতে গেলো, জানতো ওর অসুস্থতার কথা কিন্তু ওই যে বললাম মানবিকতা! ওটা থাকলে না কেউ কারো স্বাধীনতা কাড়ে না,চেষ্টাও করে না,কিন্তু এই একখান গুনেরই অভাব। লিখে ওরাই এখন আবার.... নিজেকে introspect কর বুঝলি,সংবেদনশীল হ,স্বাধীন হবি।
সত্যিই আমার কিছু বলার ছিলোনা,এখনও না।
সত্যিই তো আমার চারপাশের সবাই এখনও স্বাধীনতার জন্য লড়ে যাচ্ছে,আমি নিজেও কিন্তু এতোদিন তা ভেবে দেখা হয়নি,নিজের ভেতরের আলোটা যে নিজেরই অন্ধকারের কাছে পরাধীন একথা ভাবতে হয়তো ভালো লাগেনা, কিন্তু বাস্তব তো সেটাই,আমি ভাবছি,বাকিরাও ভাবুন-ভাবা practice করুন।
ধন্যবাদ।