Cholo Khai

Cholo Khai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cholo Khai, Event Planner, KOLKATA.

Theism Events and Mahesh Jagannath Mandir present the food festival Cholo Khai - ja debe ange tai jabe songe (চলো খাই - যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে), an event in the heart of Serampore for all food lovers.

27/12/2024

দারুণ জমেছিল এবারের ‘চলো খাই’ । তার রেশ এখনও কাটছেই না। Theism Events India এবং Mahesh Jagannath Mandir-এর উদ্যোগে পাঁচটা দিন রঙিন হয়ে গিয়েছিল শ্রীরামপুর মাহেশের।

২১ থেকে ২৫ ডিসেম্বর সেই রঙিন পাঁচটা দিনের আরও কিছু ঝলক রইল এখানে।

শেষ বলে সত্যিই কিছু হয় না। কিন্তু তার পরেও কখনও কখনও সবচেয়ে ভালো জিনিসকেও সাময়িক বিরতি নিয়ে হয়। ঠিক যেমন ‘চলো খাই’  । শে...
25/12/2024

শেষ বলে সত্যিই কিছু হয় না। কিন্তু তার পরেও কখনও কখনও সবচেয়ে ভালো জিনিসকেও সাময়িক বিরতি নিয়ে হয়। ঠিক যেমন ‘চলো খাই’ । শেষ হয়েও হইল না শেষ! আপাতত বিরতি।

শ্রীরামপুর মাহেশে ২৫ ডিসেম্বর বড়দিনের রাত সাক্ষী থাকল বঙ্গদেশের অন্যতম সেরা খাদ্যমেলার। Theism Events India এবং Mahesh Jagannath Mandir-এর উদ্যোগে ২১ তারিখ যে মেলা শুরু হয়েছিল, ২৫ ডিসেম্বর সন্ধ্যা থেকে সেখানে যেন জনজোয়ার। মেলার কুপন শেষ। উদ্যোক্তারা আর কাউকে ভিতরে ঢুকতে দিতে পারছেন না। তার পরেও গেটের বাইরে দাঁড়িয়ে অসংখ্য মানুষ। ইচ্ছা একটাই। অসাধারণ একটা ইভেন্টের সাক্ষী থাকার। এখানে রাখা হল সেই ২৫ ডিসেম্বরের বেশ কিছু মুহূর্তের ছবি।

মেলার শেষে সকলের একটাই প্রশ্ন— এর পরে আবার কবে? যে কথা বলে শুরু করেছিলাম, শেষ বলে কিছু হয় না। বিশেষ করে ভালো জিনিসের। যা থাকে, তা হল আপাত বিরতি। কত সময়ের বিরতি? মাসের? নাকি বছরের? সেটা জানার জন্য চোখ রাখুন এই পেজে।

24/12/2024

আগামী কাল তো বড়দিন, মানে ক্রিসমাস! কাল তো ছুটি। কী করছেন সারাটা দিন? কী বলছেন? ‘চলো খাই’ আসছেন? বাহ্! চমৎকার।

কেউ কেউ আবার বলছেন, এখন ঠিক করে উঠতে পারেননি শীতের ছুটির দিনটা কী করবেন? প্রশ্নটা সহজ। আর উত্তরও তো জানা। কাল অবশ্যই চলে আসুন শ্রীরামপুর মাহেশে ‘চলো খাই’ -এ। বছর শেষের সবচেয়ে বড় আনন্দের দিনটা উপভোগ করার এর চেয়ে ভালো উপায় আর হতেই পারে না।

Theism Events India আর Mahesh Jagannath Mandir-এর উদ্যোগে দারুণ একটা ইভেন্টের সাক্ষী থাকল গোটা এলাকা। যাঁরা এলেন, দেদার খেলেন আর গানবাজনা উপভোগ করলেন। ভিডিয়োটায় ধরা থাকল তেমনই কিছু দৃশ্য।

মেলা সংক্রান্ত আরও কিছু তথ্য এখনও জানতে চান? তাহলে যোগাযোগ করতে পারেন Piyal Chakrabortyy-র সঙ্গে

22/12/2024

শুরু হয়ে গিয়েছে ‘চলো খাই’। শ্রীরামপুর মাহেশের এই -এ বৃষ্টি মাথায় নিয়েই হাজির হয়েছিলেন তাবড় ব্যক্তিত্বরা। কী বললেন তাঁরা? এখান থেকেই শুনে নিন।

আর হ্যাঁ, ২৫ ডিসেম্বর পর্যন্ত কোনও কাজ রাখেননি তো? কারণ সন্ধ্যাটা কিন্তু মেলার মাঠে আসতেই হবে। শীতে জমিয়ে খাওয়াদাওয়া, সঙ্গে গানবাজনা— দুইয়ে মিলে দারুণ কাটবে সময়। Theism Events India আর Mahesh Jagannath Mandir-এর উদ্যোগ বলে কথা! এই মেলায় না এলে অনেক কিছুই মিস করবেন।

মেলা সংক্রান্ত আরও কিছু তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন Piyal Chakraborty-র সঙ্গে

22/12/2024

জমে উঠেছে ‘চলো খাই’ । শ্রীরামপুর মাহেশ পুরো গমগম করছে। একদিকে মঞ্চে দুর্দান্ত সব গান পরিবেশন করছেন শিল্পীরা, অন্যদিকে মাঠে নামী ব্র্যান্ডের স্টলে মানুষের ঢল! এই না হলে খাদ্যমেলা!

গতকাল অর্থাৎ ২১ ডিসেম্বর শুরু হয়েছে এই মেলা। চলবে ২৫ তারিখ পর্যন্ত। উদ্য়োক্তা Theism Events India এবং Mahesh Jagannath Mandir। দেখে নিন মেলার কিছু ঝলক।

মেলা সংক্রান্ত আরও কিছু তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন Piyal Chakraborty-র সঙ্গে

সব অপেক্ষার শেষ! শ্রীরামপুর মাহেশে এবার শুরু হচ্ছে সেই দুর্দান্ত   ‘চলো খাই’। খাওয়াদাওয়ার পাশাপাশি থাকছে দারুণ গানবাজনার...
20/12/2024

সব অপেক্ষার শেষ! শ্রীরামপুর মাহেশে এবার শুরু হচ্ছে সেই দুর্দান্ত ‘চলো খাই’। খাওয়াদাওয়ার পাশাপাশি থাকছে দারুণ গানবাজনার ব্যবস্থা। রসনাতৃপ্তির সঙ্গে কাদের গান শুনে মন ভরাবেন জানেন? এখানে রইল সেই তালিকা।

এই খাদ্যমেলার এক উদ্যোক্তা Theism Events India সব সময়েই নতুন শিল্পীদের নিয়ে কাজ করতে ভালোবাসে। অন্যদিকে যা কিছু চিরন্তন, তার উপস্থিতি আর এক উদ্যোক্তা Mahesh Jagannath Mandir-এর নামেই। দুইয়ে মিলে ‘চলো খাই’-এর ময়দান হয়ে উঠছে বাঙালির সংস্কৃতির এক দর্পন।

এবার দেখে নেওয়া যাক, এই দারুণ উৎসবে কোন কোন শিল্পীর গান হাওয়ায় ভাসবে। অংশুমান চট্টোপাধ্যায়, অনিরুদ্ধ সরকার, অভি দত্ত, বিবেক মুখার্জি, দেবারতি দাশগুপ্ত সরকার, মধুবন্তি বসু জিনিয়া, মধুরিমা বসু, মৈনাক পালধি, মৌমিতা দেবনাথ, পায়েল মজুমদার, শ্রীশান, সুজয় ভৌমিক, সুমিতা সুমি ঘোষ, সুরিন্দম মুখার্জি, তমা দে, তামান্না ঘোষ-সহ আরও অনেকে।

আর এই শিল্পীদের গান শুনতে শুনতে সমস্ত ধরনের খাবার উপভোগ করার সুযোগ পাবেন আপনি। মেলায় আপনার জন্য প্রচুর অফার থাকবে। শহরের প্রচুর নামী দামি ব্র্যান্ড হাজির হচ্ছে এই ‘চলো খাই’-এ।

আরও তথ্য চান? তাহলে নীচের ফোন নম্বরগুলোয় দ্রুত যোগাযোগ করুন:

স্টল বুক করার জন্য: +91 99035 88694
মঞ্চে কিছু পারফর্ম করতে চাইলে WhatsApp-এ যোগাযোগের নম্বর: +91 98368 70777
বিজ্ঞাপন এবং স্পনসরশিপের জন্য যোগাযোগ: +91 99035 88694 / Piyal Chakraborty 98367 62826 / 98306 14546

আপনাদের প্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু কোথায় আসছেন জানেন? শ্রীরামপুর মাহেশের ‘চলো খাই’ উৎসবে। উৎসবের উদ্বোধনটাও উনি করবেন। ত...
19/12/2024

আপনাদের প্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু কোথায় আসছেন জানেন? শ্রীরামপুর মাহেশের ‘চলো খাই’ উৎসবে। উৎসবের উদ্বোধনটাও উনি করবেন। তবে একা তিনি নন, অনুষ্ঠানের সঞ্চালনায় আর এক জনপ্রিয় মুখ। অমিতাভ দাশগুপ্ত। সঞ্চালনার দায়িত্বে থাকছেন প্রাণতোশ মণ্ডলও। এর পরে এই উৎসব থেকে দূরে থাকবেন কী করে?

ছোট করে বিষয়টা জেনে নিন। ২১ থেকে ২৫ ডিসেম্বরে শ্রীরামপুর মাহেশে শুরু হচ্ছে এই । দায়িত্ব Theism Events India এবং Mahesh Jagannath Mandir। খাওয়াদাওয়া, গানবাজনা— সব মিলিয়ে এলাহি ব্যবস্থা পাঁচ দিন ধরে। প্রাঙ্গন কীভাবে সেজে উঠছে, সেটাও দেখতে পাবেন পোস্টের ভিডিয়োটা থেকে।

আরও তথ্য জানতে চান? তাহলে নীচের ফোন নম্বরে দ্রুত যোগাযোগ করে নিন।


স্টল বুক করার জন্য: +91 99035 88694
মঞ্চে কিছু পারফর্ম করতে চাইলে WhatsApp-এ যোগাযোগের নম্বর: +91 98368 70777
বিজ্ঞাপন এবং স্পনসরশিপের জন্য যোগাযোগ: +91 99035 88694 / Piyal Chakraborty 98367 62826 / 98306 14546

18/12/2024

স্টল বানানোর কাজ প্রায় শেষ। গেটও তৈরি হয়ে গিয়েছে। এবার শুরু হল বলে ‘চলো খাই’ । অপেক্ষা এখন শুধু আপনার। আসছেন তো?

২১ থেকে ২৫ ডিসেম্বর কোনও কাজ রাখা চলবে না। শ্রীরামপুর মাহেশে আসতেই হবে। পেট ভরে খাওয়া আর মন ভরে গানবাজনা— দুটো মিলে শীতের সন্ধ্যাগুলো জমে যাবে। ও হ্যাঁ, আর এই জন্য কিন্তু Theism Events India আর Mahesh Jagannath Mandir-এর একটা ধন্যবাদ প্রাপ্য। ওরা না থাকলে ‘চলো খাই’-এর আয়োজনই হত না।

উৎসব নিয়ে আরও বিশদে জানতে চান? তাহলে জরুরি ফোন নম্বরগুলো এখান থেকে জেনে নিন।

স্টল বুক করার জন্য: +91 99035 88694
মঞ্চে কিছু পারফর্ম করতে চাইলে WhatsApp-এ যোগাযোগের নম্বর: +91 98368 70777
বিজ্ঞাপন এবং স্পনসরশিপের জন্য যোগাযোগ: +91 99035 88694 / Piyal Chakraborty 98367 62826 / 98306 14546

প্রতি দিনের ঘরোয়া রান্না, তার সঙ্গেই যদি এক চিমটে ম্যাজিক মিশিয়ে দেন, তাহলে কী হবে? এই ধরুন, বাড়িতে বানানো পোলাও কিংবা ...
17/12/2024

প্রতি দিনের ঘরোয়া রান্না, তার সঙ্গেই যদি এক চিমটে ম্যাজিক মিশিয়ে দেন, তাহলে কী হবে? এই ধরুন, বাড়িতে বানানো পোলাও কিংবা কষা মাংস, অথবা পাড়ার মিষ্টির দোকানের চেনা রসগোল্লাটা কি তাহলে বদলে যাবে? উত্তরটা হল— হ্যাঁ। আর বদলে গিয়ে কী হবে?

যেটা হবে, সেটার নাম ‘চলো খাই’। শ্রীরামপুর মাহেশের । গোটা উৎসবের প্রতিটা পদে ম্যাজিক। খাওয়াদাওয়া তো হবেই, সঙ্গে আবার গানবাজনার ব্যবস্থাও থাকছে।

আর এই ম্যাজিক পরিবেশনের দায়িত্বে Theism Events India আর Mahesh Jagannath Mandir। ২১ থেকে ২৫ ডিসেম্বর চলবে এই উৎসব।

আরও বিশদে জানতে চান? তাহলে নীচের নম্বরগুলোয় এখনই যোগাযোগ করুন।

স্টল বুক করার জন্য: +91 99035 88694
মঞ্চে কিছু পারফর্ম করতে চাইলে WhatsApp-এ যোগাযোগের নম্বর: +91 98368 70777
বিজ্ঞাপন এবং স্পনসরশিপের জন্য যোগাযোগ: +91 99035 88694 / Piyal Chakraborty 98367 62826 / 98306 14546

নামের লিস্ট-টা দেখেছেন? এটা এবার Cholo Khai  -এর বিশিষ্ট অতিথিদের তালিকা! চমকে যাচ্ছেন নাকি? তাহলে পুরোটা ভালো করে পড়ে ...
16/12/2024

নামের লিস্ট-টা দেখেছেন? এটা এবার Cholo Khai -এর বিশিষ্ট অতিথিদের তালিকা! চমকে যাচ্ছেন নাকি? তাহলে পুরোটা ভালো করে পড়ে নিন।

শ্রীরামপুর মাহেশে ডিসেম্বরের ২১ তারিখ থেকে শুরু হচ্ছে এই উৎসব। চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। আয়োজনে Theism Events India আর Mahesh Jagannath Mandir।

এবার ভালো করে দেখে নিন বিশিষ্টদের নামের তালিকা। অনুষ্ঠানের উদ্বোধন করবেন অভিনেতা বিশ্বনাথ বসু। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকছেন অমিতাভ দাশগুপ্ত ও প্রাণতোষ মন্ডল। আর আসছেন সুজয় ভৌমিক, দেবারতি দাশগুপ্ত সরকার, অনিরুদ্ধ সরকার, মৈনাক পালধি, তমা দে, অভি দত্ত, চ্যালেঞ্জাস দ্য ব্যান্ড, মধুরিমা বসু, সুরিন্দম মুখার্জি, শ্রীশান, পায়েল মজুমদার, তামান্না ঘোষ, বিবেক মুখার্জি, সুমিতা সুমি ঘোষ, মৌমিতা দেবনাথ ও অংশুমান চট্টোপাধ্যায়।

আরও বিশদে জানতে চান? তাহলে নীচের ফোন নম্বরগুলোয় যোগাযোগ করুন।
স্টল বুক করার জন্য: +91 99035 88694
মঞ্চে কিছু পারফর্ম করতে চাইলে WhatsApp-এ যোগাযোগের নম্বর: +91 98368 70777
বিজ্ঞাপন এবং স্পনসরশিপের জন্য যোগাযোগ: +91 99035 88694 / Piyal Chakraborty 98367 62826 / 98306 14546

তুরস্ক বেড়াতে যেতে চান? টার্কি, মানে তুরস্কের আইসক্রিম খুব বিখ্যাত, জানেন তো? তবে শুধুই খেতেই নয়, ওটার পরিবেশনও আছে আলা...
15/12/2024

তুরস্ক বেড়াতে যেতে চান? টার্কি, মানে তুরস্কের আইসক্রিম খুব বিখ্যাত, জানেন তো? তবে শুধুই খেতেই নয়, ওটার পরিবেশনও আছে আলাদা মজা! ভিডিয়ো ওই আইসক্রিম পরিবেশেন দেখেই মজা পান? তাহলে আপনাকে সারপ্রাইজ দিতে তুরস্কই চলে আসছে আপনার কাছে। শ্রীরামপুর মাহেশে। উপলক্ষ্য ‘চলো খাই’ ।

তবে শুধু আইসক্রিমে তো পেট ভরবে না, তার সঙ্গে আরও হরেক কিসিমের খাবার, পানীয়ের ব্যবস্থা থাকছে এই খাদ্যমেলায়। আর থাকছে গানবাজনার আয়োজনও। ২১ থেকে ২৫ ডিসেম্বর চলবে এই খাদ্য মেলা।

গোটা উৎসবের দায়িত্ব নিয়েছে Theism Events India এবং Mahesh Jagannath Mandir। আরও বিশদে জানতে চান? তাহলে নীচের ফোন নম্বরগুলোয় যোগাযোগ করুন।

স্টল বুক করার জন্য: +91 99035 88694
মঞ্চে কিছু পারফর্ম করতে চাইলে WhatsApp-এ যোগাযোগের নম্বর: +91 98368 70777
বিজ্ঞাপন এবং স্পনসরশিপের জন্য যোগাযোগ: +91 99035 88694 / Piyal Chakraborty 98367 62826 / 98306 14546

কাবাবের নাম শুনলেই জিভে জল আসছে নাকি? কিংবা পাতুরির কথায় মনটা চঞ্চল হচ্ছে? নাকি শীতের দুপুরে গরম গরম ইলিশ বিরিয়ানি? এর ম...
14/12/2024

কাবাবের নাম শুনলেই জিভে জল আসছে নাকি? কিংবা পাতুরির কথায় মনটা চঞ্চল হচ্ছে? নাকি শীতের দুপুরে গরম গরম ইলিশ বিরিয়ানি?

এর মধ্যে কোনটা বেছে নেবেন আপনি? কী বলছেন? খুব কঠিন প্রশ্ন! কোনটা ছেড়ে কোনটাকে বাছবেন, বুঝতে পারছেন না? ওহ! তাহলে ব্যাপারটা সহজ করে দেওয়া যাক। সবগুলোই আপনার পাতে পড়ুক। তবে তার জন্য আসতে হবে শ্রীরামপুর মাহেশে। ‘চলো খাই’ -এ।

শুনেই দারুণ লাগছে তো? তাহলে ডিটেলটাও জেনে নিন। ২১ থেকে ২৫ ডিসেম্বর হবে এই খাদ্য মেলা। তবে খাবারটা শুধু পেটের নয়, মনেরও। কারণ জমিয়ে গানবাজনাও হবে এখানে।

গোটা উৎসবের দায়িত্ব নিয়েছে Theism Events India এবং Mahesh Jagannath Mandir। আরও বিশদে জানতে চান? তাহলে নীচের ফোন নম্বরগুলোয় যোগাযোগ করুন।

স্টল বুক করার জন্য: +91 99035 88694
মঞ্চে কিছু পারফর্ম করতে চাইলে WhatsApp-এ যোগাযোগের নম্বর: +91 98368 70777
বিজ্ঞাপন এবং স্পনসরশিপের জন্য যোগাযোগ: +91 99035 88694 / Piyal Chakraborty 98367 62826 / 98306 14546

খাবারে পেটের খিদে মেটে আর গানে মনের। আর দুটোই যদি একসঙ্গে হয়, তাকে কি বলে জানেন? ‘চলো খাই’ উৎসব। বাঙালিদের মন জয় করার সব...
13/12/2024

খাবারে পেটের খিদে মেটে আর গানে মনের। আর দুটোই যদি একসঙ্গে হয়, তাকে কি বলে জানেন? ‘চলো খাই’ উৎসব।

বাঙালিদের মন জয় করার সব রকম বন্দোবস্ত নিয়ে হাজির এই । শ্রীরামপুর মাহেশের এই উৎসবের আয়োজন করেছে Theism Events India এবং Mahesh Jagannath Mandir। ২১ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিন ধরে চলবে এই উৎসব।

খাওয়াদাওয়া গানবাজনা মিলিয়ে দুর্দান্ত এই আয়োজনের সঙ্গী যদি হতে চান, তাহলে যাবতীয় ফোন নম্বর এখান থেকে জেনে নিন।

স্টল বুক করার জন্য: +91 99035 88694
মঞ্চে কিছু পারফর্ম করতে চাইলে WhatsApp-এ যোগাযোগের নম্বর: +91 98368 70777
বিজ্ঞাপন এবং স্পনসরশিপের জন্য যোগাযোগ: +91 99035 88694 / Piyal Chakraborty 98367 62826 / 98306 14546

12/12/2024

মাঠ কীভাবে সেজে উঠছে দেখছেন? ভাবছেন, কী হতে চলে এখানে? আরে ‘চলো খাই’-এর আয়োজন শুরু হয়ে গিয়েছে তো! হ্যাঁ, এই সময়ের সেরা ।

তবে শুধু খাদ্যমেলা বললে কিন্তু হবে না। ‘চলো খাই’ আসলে একটা পুরোদস্তুর উৎসব। খাবার আর গানবাজনার পারফেক্ট মেলবন্ধন।

আর এরকম একটা দুর্দান্ত উৎসবের আয়োজন করার জন্য ধন্যবাদ দিতেঅ হবে Theism Events India আর Mahesh Jagannath Mandir-কে। তাদের উদ্যোগেই হতে চলেছে এই মেলা। চলবে ২১ থেকে ২৫ ডিসেম্বর। স্থান শ্রীরামপুর মাহেশ।

আপনি কি আরও বিশদে জানতে চান এই উৎসব সম্পর্কে? তাহলে নীচের ফোন নম্বরগুলো রইল:

স্টল বুক করার জন্য: +91 99035 88694
মঞ্চে কিছু পারফর্ম করতে চাইলে WhatsApp-এ যোগাযোগের নম্বর: +91 98368 70777
বিজ্ঞাপন এবং স্পনসরশিপের জন্য যোগাযোগ: +91 99035 88694 / Piyal Chakraborty 98367 62826 / 98306 14546

Address

Kolkata
700030

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cholo Khai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category