21/04/2023
294
M 26
Alipurduar
আমার ব্যাপারে কিচ্ছু জানাবো না....জানাবো ছোটোবেলার এক অদম্য ইচ্ছের কথা, শুনবেন...শুনুন তবে 👇
একটা বৃদ্ধাশ্রম তৈরির ইচ্ছে আছে সীমিত ক্ষমতায়। জানিনা কতটা বা কবে পারব আমার ছোটবেলার স্বপ্নটা বাস্তবায়িত করতে.. সবার থেকে ভিক্ষা করে চরণ ধূল নেব.. নাম হবে ""সদাই ফকিরের আশ্রম""। আপনাদেরও পাশে চাইব কিন্তু তখন...থাকবেন তো?
পথে, ঘাটে কিংবা স্টেশনে বসে ভিক্ষা করা ঠাকুমা–দাদু কিংবা ছেলে মেয়ে তাড়ানো বুড়ো বুড়ি সেখানে রাজা–রানীর মত থাকবে..। সোফা, বাগান, ঠান্ডা রাখার এসি, বিনোদনের জন্য টিভি, ঠাকুমাকে সাজানোর জন্য বিউটি পার্লার, ইমারজেন্সি মেডিক্যাল ফেসিলিটি, সব থাকবে.. সঅঅঅব..।
আপনি যখন ডিপ্রেসড থাকবেন, মনে যখন কেউ ব্যথা দেবে, মনে হবে সবাই থেকেও আপনি একা, গোলাপের প্রলোভন দেখিয়ে মানুষ নষ্ট করার সমাজ নামক এই সংসারে যখন আপনি অতিষ্ঠ, তক্ষুনি মন ভালো করতে ""সদাই ফকিরের আশ্রম "" থেকে ঘুরে যাবেন.. দেখবেন, ওদের ফোকলা হাসির ম্যাজিক,আর তাদের দু-হাত ভড়া আশির্বাদে আপনার আগামীর দিনগুলো কতটা ভালো করে দেবে... 😁
স্বপ্ন সত্যির অপেক্ষায় দিন গুনছি আপাতত....🤗
ভীষণ ইচ্ছে আমার সত্যি। সত্যি কে বাস্তবায়িত করতেই হবে আমায়,করতেই হবে। 🙏
এই কনফেশন পড়ে অনেকেই হাসতেই পারেন; তা হাসুন, হিংসেও করতে পারেন; তা করুন, আবার অপমান ও করতে পারেন কমেন্ট বক্সে; সেটাও না হয় করুন, কিন্তু ভালোবাসা টা কমাবেন না।
হিংসা, ঘৃণা, অপমান, বিদ্বেষ এগুলোর আমাদের চারিপাশে কোনো অভাব নেই। তার বদলে বরং ভালোবাসা ছড়ান। বিশ্বাস করুন ভালোবাসা ছড়ানোর জন্যে কোনোরকম কোনো অর্থের প্রয়োজন হয় না। সামান্য একটু মনুষ্যত্ব থাকলেই হয়। সেটাই যথেষ্ট। ❤️
মনে রাখবেন, এই পৃথিবীতে কিন্তু ভালোবাসার কখনো কোনো গায়ের রঙ হয় না... 🙂