Kaliyaganj confessions

Kaliyaganj confessions জীবনের কোন গোপন কথা আছে ?কাউকে বলতে পারছেন না ?এখানে নির্দ্বিধায় শেয়ার করুন। নাম ঠিকানা গোপন থাকবে।
(1)

01/01/2024

सुख,शान्ति एवम समृद्धि की मंगलमयी कामनाओं के साथ
आप एव आप के परिवार-जनों को नव बर्ष की हार्दिक मंगल-कामनाएं ।
।। नव बर्ष 2024।।
की
।।हार्दिक शुभकामनाएं।।

12/11/2023

On this auspicious occasion, may the glow of happiness and prosperity brighten your life. Happy Diwali!

19/10/2023

শুভ শারদীয়ার প্রিতী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

28/05/2023

298
M 25
Kolkata

পরিবারের সকলকে খুব ভালোবাসি। কিন্তু কখনো কখনো খুব দম বন্ধ লাগে।
শুনেছি বড় হলে বাবা মা এর সাথে সম্পর্ক সহজ হয়ে যায়।
কিন্তু আমি বোধহয় এক্ষেত্রে ভিন্ন উদাহরণ।
বাবা মায়ের বয়স হচ্ছে বুঝতে পারি, সব সময় মানিয়ে চলার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো আমারও সহ্যসীমা অতিক্রম করে যায়। তখন হয়তো রেগে যাই, কিন্তু কখনই মা বাবা কে অশ্রদ্ধা করিনি।
ছোটবেলা থেকে জেনে এসেছি, মানুষ কখনই ১০০ শতাংশ ঠিক নয়, কিন্তু আমাদের ছোটো বড় সকলের থেকেই ভালো শিক্ষাটুকু নেওয়া উচিত।
কিন্তু আমার মা খুবই দাম্ভিক হয়ে ওঠেন এক এক সময়।
খুব সাধারণ একটা কথা, বয়সকালে মায়ের দেখাশুনার অভাব না হয় এই নিয়ে মা এবং আমার মধ্যে কথা হচ্ছিল। তখন মা হঠাৎ বলে ওঠে "আমি যতদিন বাঁচবো, আমিই সঠিক, আমার ওপর তুমি কখনও কিছু বলতে আসবে না।"
আমি বলি "আর মা যদি তুমি কখনো ভুল করো, কারণ মানুষ মাত্রেই ভুল হয়।"
উত্তর আসে "যেদিন তুমি আমাকে সঠিক টা শেখাবে, সেদিন থেকে তুমি আমাকে ভুলে যেও।"

এটা আমি আশা করিনি, মাকে সবথেকে বেশি ভালোবাসি।
মা অনেক লড়াই করে আমাকে বড় করে তুলেছে, এখনো করছে। আমি তার অবদান অস্বীকার করতে পারবো না।
কিন্তু এক এক সময় মায়ের এই ধরনের ব্যবহার এক এক সময় মনে হয় আত্মহত্যা করে নিই।
জানিনা আপ্নারা যখন এটা দেখবেন তখন আমি কি অবস্থায় থাকবো, আদেও থাকবো কিনা।
তবে আমি আজও মাকে ভালোবাসি, আর ভবিষ্যতে যেখানেই থাকি মাকে ভালোবাসবো।

14/05/2023

297
M 25
Kolkata

আমাকে কেউ সিদ্ধপীঠ মন্দিরের সন্ধান দিতে পারবেন ?
আমাকে সিদ্ধপীঠে পুজো দিতে বলেছেন এক পুরোহিত এবং এক astrologer।
কিন্তু আমি সিদ্ধপীঠ কোন মন্দির গুলোকে বলে, তা জানিনা।

04/05/2023

296
M 31
Uluberia

আমি একজন নিম্ন মধ্যবিত্ত চাকুরিজীবি। বিয়ে হয়েছে দুই বছর। বর্তমানে পারিবারিক নানা সমস্যায় দেনায় জর্জরিত। আমার কন্যাসন্তানের পাঁচ মাস বয়স। সামান্য মাইনের চাকরি করি। বাড়ি থেকে চাপ দিচ্ছে ঘটা করে অন্নপ্রাশন করতে হবে। এই মুহুর্তে আমার ঘটা করে অন্নপ্রাশন করার মতো সামর্থ্য নেই। কেউ বলবেন, হিন্দু সনাতনী রীতিতে কিভাবে নুন্যতম খরচে অন্নপ্রাশণ করতে পারি? ( কোনো উগ্র-কমিউনিষ্ট বা নাস্তিকদের কমেন্ট চাই না)।

আরেকটি কথা include করতে চাই, কন্যাসন্তান হয়েছে বলে আমি অত্যন্ত খুশি। আমার চোখে পুত্র-কন্যা কোনো ভেদাভেদ নেই। শুধু অর্থের সমস্যায় আছি বলে এই কনফেশন লিখলাম।

03/05/2023

295
From Admin
Kaliyaganj

গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে উপযুক্ত পরিমাণ confessions সময়মতো না পাওয়ার কারনে এই Kaliyaganj confessions পেজটি আগামী 7 দিন পরে deactivate করে দেওয়া হবে। যে কয়েকটি confessions জমে আছে, সেগুলো এই 7 দিনে প্রকাশ করা হবে।
ভবিষ্যতে যদি এই সমস্যা মেটে, তাহলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।
বন্ধুরা যারা সাথে ছিলেন তাদের ধন্যবাদ জানাই।
সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।
অলমিতি।

21/04/2023

294
M 26
Alipurduar

আমার ব্যাপারে কিচ্ছু জানাবো না....জানাবো ছোটোবেলার এক অদম্য ইচ্ছের কথা, শুনবেন...শুনুন তবে 👇

একটা বৃদ্ধাশ্রম তৈরির ইচ্ছে আছে সীমিত ক্ষমতায়। জানিনা কতটা বা কবে পারব আমার ছোটবেলার স্বপ্নটা বাস্তবায়িত করতে.. সবার থেকে ভিক্ষা করে চরণ ধূল নেব.. নাম হবে ""সদাই ফকিরের আশ্রম""। আপনাদেরও পাশে চাইব কিন্তু তখন...থাকবেন তো?

পথে, ঘাটে কিংবা স্টেশনে বসে ভিক্ষা করা ঠাকুমা–দাদু কিংবা ছেলে মেয়ে তাড়ানো বুড়ো বুড়ি সেখানে রাজা–রানীর মত থাকবে..। সোফা, বাগান, ঠান্ডা রাখার এসি, বিনোদনের জন্য টিভি, ঠাকুমাকে সাজানোর জন্য বিউটি পার্লার, ইমারজেন্সি মেডিক্যাল ফেসিলিটি, সব থাকবে.. সঅঅঅব..।

আপনি যখন ডিপ্রেসড থাকবেন, মনে যখন কেউ ব্যথা দেবে, মনে হবে সবাই থেকেও আপনি একা, গোলাপের প্রলোভন দেখিয়ে মানুষ নষ্ট করার সমাজ নামক এই সংসারে যখন আপনি অতিষ্ঠ, তক্ষুনি মন ভালো করতে ""সদাই ফকিরের আশ্রম "" থেকে ঘুরে যাবেন.. দেখবেন, ওদের ফোকলা হাসির ম্যাজিক,আর তাদের দু-হাত ভড়া আশির্বাদে আপনার আগামীর দিনগুলো কতটা ভালো করে দেবে... 😁

স্বপ্ন সত্যির অপেক্ষায় দিন গুনছি আপাতত....🤗

ভীষণ ইচ্ছে আমার সত্যি। সত্যি কে বাস্তবায়িত করতেই হবে আমায়,করতেই হবে। 🙏

এই কনফেশন পড়ে অনেকেই হাসতেই পারেন; তা হাসুন, হিংসেও করতে পারেন; তা করুন, আবার অপমান ও করতে পারেন কমেন্ট বক্সে; সেটাও না হয় করুন, কিন্তু ভালোবাসা টা কমাবেন না।

হিংসা, ঘৃণা, অপমান, বিদ্বেষ এগুলোর আমাদের চারিপাশে কোনো অভাব নেই। তার বদলে বরং ভালোবাসা ছড়ান। বিশ্বাস করুন ভালোবাসা ছড়ানোর জন্যে কোনোরকম কোনো অর্থের প্রয়োজন হয় না। সামান্য একটু মনুষ্যত্ব থাকলেই হয়। সেটাই যথেষ্ট। ❤️

মনে রাখবেন, এই পৃথিবীতে কিন্তু ভালোবাসার কখনো কোনো গায়ের রঙ হয় না... 🙂

19/04/2023

293
F 29
Birbhum

কলেজের সাধারণ বন্ধুত্বের পর ওর তরফ থেকেই প্রপোজাল আসে তারপরে দীর্ঘ ছয় বছরের সম্পর্ক। এরমধ্যে সাড়ে পাঁচ বছর দুজনেরই নিজের নিজের ক্যারিয়ারে দাঁড়ানোর স্ট্রাগলটা চলছিল । আমার ফ্যামিলি থেকে কোনদিনই আমাদের সম্পর্কটাকে অমত করা হয়নি বরং আমার বাবা-মা ভীষণভাবে ওকে সাপোর্ট দিয়েছে ভরসা যুগিয়েছে, নিজের ছেলে হিসাবে ভালোবেসে গেছে।

আমি বাবা-মায়ের একমাত্র মেয়ে, বাবা পদস্থ সরকারি কর্মচারী ,ভীষণ ভালোবাসায় ,যত্নে, আদরে বড় হয়েছি (তবে বিলাসিতার অভ্যাসে অভ্যস্ত করেননি তারা)।
ওর চাকরি পাওয়ার পরেই ও বিয়ের জন্য বলে।দুই বাড়িতে কথা হয় যদিও ওর বাবা-মায়ের তরফ থেকে কিঞ্চিৎ অপছন্দ ছিল কারণ ছেলের বাড়ি ব্রাহ্মণ এবং আমরা অব্রাহ্মণ পরিবার। বিয়ের আগে আমার পরিবারের সাথে ওর যথেষ্ট কথা এবং সুসম্পর্ক থাকলেও আমি ওর বাড়ির সাথে কথা বলতে চাইলে ও কোন না কোন ভাবে এড়িয়ে যেত ,বাড়ির সকলে ব্যস্ত আছে এরকম বলে। কখনোই সরাসরি ওর বাড়ির লোকের সাথে আমার কথা বলাতে চাইতো না ।আমিও বিষয়টাকে অত গভীরভাবে কখনো ভেবে দেখিনি।

যাই হোক ওদের পরিবারে ওই প্রথম সরকারি চাকরিরত , ওর বাবা একটি ছোট প্রাইভেট কোম্পানিতে কাজ করে। একটা অভাবী পরিবার থেকে এসে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর লড়াইটা ওর প্রতি আলাদা একটা সম্মান তেরী করেছিল আমার মনে । আমার কিছু আত্মীয়-স্বজন আশীর্বাদে গিয়ে ওদের বাড়ি ঘর দেখে এসে অখুশি হয়েছিল , আমার বিয়ে ওখানে ঠিক হয়েছে বলে। ওর উপরে বিশ্বাস রেখে আমি আর আমার বাবা-মা এই সব কোন ব্যাপারে কান দিই নি।
বর্তমানে আমরা দুই বছরের বিবাহিত ।অনেকটা মানসিক টানাপোড়নের মধ্যেই এটা লিখতে শুরু করলাম।

বিয়ের পরেই গিয়ে কিছু অদ্ভুত ব্যবহারের সম্মুখীন হ্ই। বিয়ের পর গিয়ে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তো পরিবারের কেউ একবার আমার খোঁজ পর্যন্ত নেয়নি এবং তাদের কিছু কথাবার্তা আমাকে নিয়ে কিছু টোন টিটকারি যেগুলো আমায় খুব কষ্ট দিত সেগুলো আমি ওকে জানাতাম । কারণ বিয়ের আগে ও আমাকে বলেছিল আমি যেন কখনো কারোর উপরে একটা কথা না বলি, আমার যা কিছু কষ্ট দুঃখ সেগুলো যেন আমি ওর সাথেই শেয়ার করি। কিন্তু ওকে বাড়ির সকলের ব্যবহার সম্পর্কে বলায় ও আমাকে দোষারোপ করতে শুরু করে এবং হঠাৎ করে সিদ্ধান্ত নেয় ও আর বাড়িতে থাকবে না বাইরে একটা বাড়ি ভাড়া নিয়ে কর্মস্থলের কাছাকাছি দুজনে থাকবো।তখনো বুঝিনি এর প্রভাবটা আমার জীবনে কতটা মারাত্মক ভাবে আসতে চলেছে ।এরপরে আমরা বাড়ি ভাড়া নিয়ে চলে যাই এবং প্রতি সপ্তাহেই বাড়ি আসতাম।
এরপর থেকেই সবকিছু চোখের সামনে বদলাতে শুরু করল। সম্পর্কে থাকাকালীন যে মানুষটা ওর নিজের পরিবারকে চাকরির স্ট্রাগলিং ফেজে পাশে না পাওয়ায় অসন্তোষ , দুঃখ প্রকাশ করতো।সেই ছেলেই আমাকে দোষারোপ করতে শুরু করে এই বলে যে বিয়ে হতে না হতেই আমি ওকে আলাদা করেছি, ঘরছাড়া করেছি।
সাথে সাথেই পরিবারে , লোকজনের সামনে আমাকে নানাভাবে হেয় করা,মজার ছলে অপমান করা, অপ্রস্তুতে ফেলা শুরু হয়। বিয়ের আগের সেই ছেলেটা আর বিয়ের পরের মানুষটার মধ্যে কোন মিল নেই। আমার প্রতি চরম অবহেলা আমার জ্বর, শরীর খারাপ একবার আমার দিকে তাকাইনি পর্যন্ত, এত অবহেলা আমি ওর কাছ থেকে পাবো কখনো কল্পনাও করিনি।

আস্তে আস্তে বুঝতে পারলাম পরিবারের সকলে বড়ো বেশিই অনুভূতিহীন। উনারা শুধু নিজেদের টুকু বোঝেন। বিয়ের কিছুদিন পর থেকে ও আর শ্বশুরবাড়ি যেতে চায় না অনেক বার অনুরোধ করলে বলে টাকা নেই টাকা দিলে তবে যাবে।আমার শশুর শাশুড়ি আমার বাবা মাকে নানা কথায় ব্যঙ্গ বিদ্রুপ করেন(যেখানে শিক্ষাগত দিক থেকে মানবিকতার দিক থেকে উনারা আমার বাবার পায়ের নখের যোগ্য নন বলতে বাধ্য হচ্ছি) ব্রাহ্মণ হওয়ার অহংকার ওনাদের প্রতি কথায়।
যাকে ভরসা করে এলাম সে কোনদিন এগুলোর বিরুদ্ধে মুখ খুলল না।প্রতিটা দিন যাচ্ছে আর ওর আমার প্রতি অবহেলা অবজ্ঞা বেড়ে চলেছে আর ওর বাড়ির লোকের আমার প্রতি করা ব্যবহারগুলো ও দেখেও দেখতে পারে না । বলতে গেলে উল্টে সবকিছুতে আমাকে দোষারোপ করতে থাকে।
কিছু বললে একটাই কথা বলে বাবা মা আমাকে জন্ম থেকে খাইয়ে পড়িয়ে এই জায়গায় নিয়ে এসেছ তাই তাদের ওপর কথা বলবো কেনো আর তুমি আমার জীবনে কয়েক বছর এসেছো নতুন বউ হিসেবে তোমাকে এই সমস্ত কিছু মানিয়ে নিতেই হবে। বিগত ৪-৫ মাস কোন কথাই কথার জায়গায় থাকছে না কোন কথা বলতে গেলেই ঝগড়া অশান্তি এবং সেখান থেকে মারধর। আমার বাড়িতে এসব জেনে আমার বাবা-মা অসুস্থ হয়ে পড়ছে।

ওর আমার প্রতি এই অবহেলা, বিদ্বেষ আমি বুঝেই উঠতে পারছি না কারণগুলো। ও আমাকে সহ্য করতে পারছে না। কিন্তু বাড়ির লোক হাজার কথা বললেও তার একটা টু শব্দের উত্তর দেয় না।
বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীদের সাথে এত ভালোভাবে আচরণ করে যে আমি কাউকে বললেও কেউ বিশ্বাস করবে না ওর এই আচরণগুলোর কথা। কারণ ও ভীষণ মৃদুভাষী,পরোপকারী,শান্ত স্বভাবের একজন মানুষ ।
ভাড়া বাড়িতে কিছু কেনার কথা বললেই বলে টাকা নেই, কিন্তু বাড়ি এসে যথেষ্ট পয়সা খরচা করে, সবার হাতে টাকা দেয়। আমি যেহেতু চাকরি করি তাই আমার আর্থিকভাবে ওর ওপরে কখনোই নির্ভরশীলতা ছিল না। কিন্তু মানসিকভাবে আমি ভীষণ নির্ভরশীল ওর প্রতি। সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবতে পারছি না...আমার দম বন্ধ লাগছে ।শশুর শাশুড়ির প্রতি মন উঠে গেছে ।ভীষণ দিশেহারা লাগছে।
ঈশ্বরের কাছে প্রার্থনা ওকে সুবুদ্ধি দিক, সম্পর্কটা ঠিক করে দিক আমি আর পারছি না।

18/04/2023

292
M 30
Kolkata

আমার বাবা কে নিয়ে পড়েছি এক সমস্যায়। মাঝে মাঝে এমন কাজ করে যাতে আমায় লজ্জায় পড়তে হয়। কয়েক বছর আগে বাবা facebook e account খুলে পাগলামি শুরু করে। embarrassing photo video post করতে শুরু করে । আজ দেখি বাবা নিজের bathroom e স্নান করার video post করেছে। কিছু বললেও শুনছে না। আমি report করে দিয়েছি। school e পড়তেও বাবার অদ্ভুত কিছু আচরনের জন্য সবাই আমাকে troll করতো। এছাড়াও আরো অনেক পাগলামি করে। হয়তো বাড়িতে অনেক কাজ আছে, তা ছেড়ে একটা বিশেষ political party r rally , বা ধর্ণায় গিয়ে বসে থাকবে। বাবা retired, আমার মা মারা গেছে। কয়েকদিন পর থেকে আমি বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করবো। তারা যদি বাবার facebook পাগলামি দেখে তো আমার বিয়ে হবে না। কি করবো বুঝতে পারছি না। please help ।

15/04/2023

291
F 25
Malda

২০২০ থেকে একটি সম্পর্কে আছি।বয়ফ্রেন্ড খুব ভালো মানুষ এবং আমাকে খুব ভালোবাসে আমিও তাই ।আগামী বছর বিয়ের প্ল্যান রয়েছে । ও চাকরির জন্য কলকাতা তে থাকে এবং আমি মালদা তে ,শুরু থেকেই ,বছরে ১-২ বার দেখা হয় ।২০২২ এ দুজন প্রথম শা/রীরিক ভাবে মিলিত হতে গেলে সমস্যা হয় , ও pe*****te করতে পারেনি।দুজনেরই প্রথম বার তাই এটা নিয়ে বেশি ভেবে দেখিনি ।কিছুদিন আগে আমরা আবার দ্বিতীয়বার মিলিত হলে সেই একই সমস্যা। ওর irrection হয় না ,বাকি সব ঠিক আছে ।এগুলো কি normal?। তাড়াতাড়ি বিয়ের প্ল্যান রয়েছে ,বিয়ের পর কি এগুলো সমস্যা সৃষ্টি করতে পারে, ডক্টর এর সাথে কি আমাদের consult করা উচিত নাকি আমরা দুজনেই বেশি চিন্তা করছি ?প্লিজ সাহায্য করবেন এবং খিল্লি করবেন না। ধন্যবাদ 🙏

13/04/2023

290
F 29
Kolkata

বাড়ি থেকে আমার বিয়ে দিতে চাইছে, যদিও আমি বিয়ে করতে চাইছি না। কিন্তু, বাড়ির লোক আমার কথা শুনতে চাইছে না। যারা দেখতে আসছে তারা হয় কেউ ঘুরিয়ে পণ চাইছে নয়তো বলছে আমায় চাকরি ছেড়ে দিতে হবে।

আমার এর আগে দুটো রিলেশনশিপ ছিল। প্রথমটা কলেজে পড়ার সময় একটা কেরিয়ারিস্টিক ছেলের সাথে। সে অর্ধেক সময় অফিসের কাজের কথা বলে ডেট ক‍্যানসেল করত বাকি সময় ডেটে এসে তার অফিসের গল্প শোনাত। আমার জন‍্য তার কাছে কোন সময় ছিল না। গল্প করা, বেড়াতে নিয়ে যাওয়া দূরে থাক, আজ মেসেজ করলে কাল তার উত্তর দিত। তার যে জবের সাথেই বিয়ে হয়ে গেছিল আমি বুঝতে পারিনি। বিদেশে অ্যাসাইনমেন্ট পেতেই ব্রেকআপ করে দৌড়ল, তখন ছোট ছিলাম বুঝতে পারিনি। খুব ভেঙে পড়েছিলাম। ভেবেছিলাম আমার দোষ বুঝি।

দ্বিতীয়টা একটা বেকারের সাথে যে নিয়মিত ফুটবল খেলা দেখতে মাঠে যেত। এ ছিল আগের লোকটার উল্টো। এ না এক পয়সা ইনকাম করত আর না কোন ইচ্ছা ছিল। খালি প্রিয় ক্লাবের ফুটবল ম‍্যাচ দেখে সময় কাটাত। ডেটে আসা মানে রেস্টুরেন্টের বিল, সিনেমার টিকিটের পয়সা আমি দেব আর উনি শুধু ওনার ক্লাবের কথা বকবক করে কানের পোকা বের করে দেবেন। এমন ছেলেরা জগতের বোঝা। একে আমিই লাথিয়েছিলাম।

আমার কপালটাই খারাপ। দুটো ছেলেই ছ‍্যাঁচড়া ছিল আর নীচ, ইতর প্রকৃতির লোকদের থেকে এখন যেসব সম্বন্ধগুলো আসছে তাদের কথা বলার কোন মানে হয় না। আমার চাহিদা খুব বেশি ছিল না। সুস্থ, স্বাভাবিক, ফিট, ভাল দেখতে, ভাল ইনকাম করে, হাই অ্যাম্বিশন আছে, দায়িত্ববান সাথে আমায় প্রায়োরিটি দেবে এমন একটা ছেলে।

ভাল ছেলে এখন আর নেই, যে কটা আছে তারা ডুমুরের ফুলের মতো দুর্লভ। বাকি ৯৯% ছেলে জগতের বোঝা।

এসব বুঝেই আমি বিয়ে করতে চাই না। যেটা চাই সেটা হচ্ছে বাড়ির লোককে রাজি করাতে যাতে আমায় বিয়ে না করতে হয়। ফালতু খিল্লি করবেন না, এই ব‍্যাপারে আমায় ভালো কাজে লাগাতে পারব এমন সাজেশন দিন।

06/04/2023

289
F 25
Falakata

আমার বিয়ে ঠিক হয়েছে। সম্বন্ধ করে বিয়ে। দুজনে আপাতত টুকটাক ফোনে কথা বলি। ডিসেম্বর মাসে বিয়ে হবার কথা। বলে রাখি আমি আজন্ম সিঙ্গেল। তাই এখন তার সাথে কথা বলতে গিয়ে আমি আটকে যাচ্ছি। কি বলব না বলব বুঝে পাইনা। মোট কথা আমাদের মধ্যে এখন ব্যাপারটা না ফ্রেন্ডশিপ না কাপল টাইপ। কেমন যেন দুজনেই ভেবেচিন্তে কথা বলি, অনেকটা ওই ইম্প্রেশন জমানো টাইপ। আমি কিন্তু চাইছি দুজনে খুলে কথা বলি, i mean মন খুলে। তাতে হয়তো দুজনে দুজনকে ভালো ভাবে বুঝতে পারবো। আমি অনেক টপিক ভেবে রাখি বলার জন্য কিন্তু কথা বলার সময় আর বলতে পারি না। তখন কেমন যেন গুটিয়ে যাই। কাল জিগ্গেস করেছিল আমার বেবি নেবার ব্যাপারে কি প্ল্যান। আমি আকাশ থেকে পড়ি! মনে মনে ভাবি আমি নিজেই একটা ধেইরা বাচ্চা আর আমার বেবি কবে হবে সেটা কিকরে বলবো! এবার ওই প্রসঙ্গে কথা বলতে বলতে পিরিয়ডের কথা ওঠে‌ । আমার তখন লজ্জায় কান গরম যায়, হাত ঘেমে যায়, কথা জড়িয়ে যায়! পরে ভাবি আমি কতটা ভেড়া! তো আমি জানতে চাইছি এটা কি নর্মাল নাকি আমি বেশি লেভেন্ডুশ!

04/04/2023

288
M 24
Bardhaman

Admin please লেখাটা দেবেন।
আমি কাজের সূত্রে বর্ধমান শহর থেকে একটু দূরে ঘর ভাড়া নিয়ে থাকি।
এই ঘর টা তে আমি একাই থাকি।
ঘর এর মালকিন কে একটু খারাপ মনে হয়েছিল আগেই শাড়ি ঠিক ভাবে পড়তো না কাঁধে হাত দিয়ে কথা বলতো গা ঘেঁষে।
কিছু দিন আগে আমি তার রুমে ভাড়া দিতে গেলে সরাসরি শারীরিক সম্পর্ক এর প্রস্তাব দেয়। আমি তেমন ছেলে না এ সব পচ্ছন্দ করি না তাই আমি না করি কয়েক বার ই এমন না বলার পর আমাকে হুমকি দেয় সে বাইরের সবাই কে বলবে আমি তার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করেছি আমি তেমন smart টাইপ ছেলে না আমি তখন প্রচন্ড ভয় পেয়ে যায় এই কথা শুনে প্রায় জ্ঞান হারানোর মতো,এর পর সে বিবস্ত্র হলে আমার p*nis erect হয়েছিল,আমার কোন ইচ্ছা ছিলনা কিন্তু সে দিন উনি যা করার করেছিলেন।এর পর আমি বাড়ি বদলাতে চাই তখন সে বলে আমি যদি বাড়ি বলদাই সে এবার সত্যি সত্যি ধর্ষণ মামলা করবে আর এখন মেডিকেল এ ও প্রমান হয়ে যাবে আর আমি সত্যি টা বললেও কেউ বিশ্বাস করবে না না
আমি এখন এই বাড়িতে ই থাকতে বাধ্য হয়েছি এবং আরো দু বাই ঐ কাজ হয়েছে ।
আমি এ সব কিছু চাই না , আমি বেরোতে চাই কেউ কি বলতে পারবেন মেডিকেল এ কি ধর্ষণ ই দেখাবে ওটা??
আমি কাউকে জিজ্ঞেস করতে পারছি না
মেডিকেল যদি সত্যি টা দেখায় আমি বেরোতে সাহস পাবো please বলবেন

29/03/2023

287
F 27
Howrah

আজ ভীষণ যন্ত্রণা নিয়ে কনফেশনটা লিখছি। লেখাটা আমার বেস্ট ফ্রেন্ড কে নিয়ে যাকে আমি নিজের বোনের মতো মেনেছি এতোদিন, কিন্তু কাল একটা ঘটনার পর আর মেনে নিতে পারছিনা।
ওর বিয়ে হয়েছে তিন বছর হলো। ওর স্বামী খুব ভালো মানুষ। শ্বশুর শাশুড়ি ও খুব ভালো। মানে প্রত্যেকটা মেয়ে যেমন শাশুড়ি চায়।
তো ও কাজ করে একটা নার্সিংহোমে। যার নার্সিংহোম সেই ডাক্তারের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। সেটা শা/রীরিক অবস্থায় চলে যায়। এমন হয়ে গেছে সে স্বামীকে পছন্দ করে না, এমনকি অনুভূতিও পায়না।
ও সব ছেড়ে দিতে চাইছে, নিজের বাবা-মা কে ও পর্যন্ত।
অনেক বুঝিয়েছি কিছুতেই শুনছেনা। যে ডাক্তারের সাথে সম্পর্ক সে কিছুতেই তার স্ত্রী কে ডিভোর্স দেবেনা পরিস্কার বলে দিয়েছে, কিন্তু ও রেডী ওর বর কে ডিভোর্স দেবে বলে।
আমাকে বলেছে সাহায্য করতে কিন্তু এসব জানার পর আমি কোনো ফোনের উত্তর দিইনি। বলাবাহুল্য ও সব ছেড়ে চলে গেছে ঐ ডাক্তারের সাথে থাকতে। ওর বর এখনও কিছু জানেনা, আমায় জানাতে বলেছে, কিন্তু আমি এসবের মধ্যে থাকতেই চাইনা। কাউকে এই কষ্টের কথা বলতে পারছিনা, বাড়িতেও ওকে খারাপ করতে চাইনা, কিন্তু ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছি আমার সব থেকে প্রিয় বান্ধবী কিভাবে এটা করলো। এখন বলছে ওর বরের সাথে এর স্টেটাস মেলেনা, বর কে আর শ্বশুর শাশুড়ি কে পরিচয় দিতে ওর লজ্জা লাগে।
আমি এসব শুনে ওর সাথে বন্ধুত্ব টাও রাখতে চাইনা কিন্তু এতোদিনের বন্ধু সুখ দুঃখে পাশে ছিলো বন্ধুত্ব ভাঙবো কিভাবে।
আপনারা কিছু সাজেশন দিন, আমি নাহলে এই চিন্তাতেই অসুস্থ হয়ে যাবো।

27/03/2023

286
F 31
Kolkata

*এক্স এর বিয়ের নিমন্ত্রণ*

আচ্ছা এক্স এর দিদি নিমন্ত্রণ করেছে বিয়েতে যাওয়ার জন্য। তিনি আমাদের বেপারে যেহেতু কিছুই জানেন না বন্ধু হিসেবেই চেনেন তাই নিমন্ত্রণ করেছে, আর জোর করছে যাওয়ার জন্য বারে বারে বলছে যেতে। আপনাদের কি মতামত আমার কি যাওয়া উচিত? আমার মন একবার বলছে যেতে না খুব কষ্ট হয়েছিলো শোনার পর, আবার কখনো মন বলছে শেষ দেখা দেখে আসি আর তো কোনোদিনও দেখাও হবে না কথাও হবে না কি করি কিছুই বুঝতে পারছি না।
আপনারাই বলুন কি করা উচিত... 🤔

26/03/2023

285
M 25
Kolkata

প্রথমেই বলে রাখি, এই সমস্যা আমার নয়, আমার এক দাদার, আমি লিখছি দাদার হয়ে।

এ কেমন ধর্মসংকট বুঝতে পারছি না। আপনারাই সমাধান দিন।
আমার দাদা ৫ বছর আগে, একটি মেয়ের থেকে প্রেম প্রস্তাব পায়, এবং সম্পর্ক প্রাথমিক ভাবে এগোলেও, দুজনেই তখন অপরিপক্ক মানসিকতার হওয়ার জন্য সম্পর্ক এগোয়নি।

৫ বছর পর, দাদা একটি নতুন সম্পর্কতে জড়ায়, এবং পারিবারিক ভাবেও তা মান্যতা পায়।

কিন্তু গল্পে নতুন মোর আসে যখন সেই প্রাক্তনীর কথা জানতে পারে দাদা যে সেই বিচ্ছেদের পরে, আজ অব্দি মেয়েটি আর কারোর প্রতি আগ্রহ দেখায়নি। বরং সে এখনো অপেক্ষা করে আছে, দাদা কবে ফিরবে।
এই অবস্থায় দাদাও ব্যাপারটি জানতে পারে এবং তার পুরোনো টান সে আবার অনুভব করছে।

কিন্তু দাদার বক্তব্য সে যেকোনো এক দিকেই মন দিতে চায়।

বলে রাখা ভালো, দাদার বর্তমান সম্পর্ক যে মেয়েটির সাথে, সেও দাদাকে অগাধ ভালোবাসে।

এই দুই রমনীর অগাধ ভালোবাসায় আমার দাদাটি নাজেহাল, সে কোনদিকে যাবে, কোনদিকে গেলে সে ভালো থাকবে, আপনারাই বিচার করুন।

অগ্রিম ধন্যবাদ। ❤️

22/03/2023

284
F 24
Kolkata

বুঝতে পাচ্ছি ভীষণ ভুল করে একটা সম্পর্কে ঢুকে পরেছি...
নিম্ববিত্ত ফ্যামিলি তে যা হয় আর কি ছোটো থেকে দেখেছি বাবা কে কি পরিমাণ পরিশ্রম করতে এবং মা, বাবার ওই অল্প টাকায় তিলে তিলে কি সুন্দর সংসার টা চালিয়েছে তারপর আমাদের পড়াশোনা।
সেই কারনে আমার মধ্যেও একটা সঞ্চয়ী ভাব এসে গেছে তার একটা কারণ খুব ছোটো বয়স থেকে চাকরি করছি,সাথে মাস্টার্স Complete চাকরি চলাকালীন করেছি।এখন যা earn করি তাতে দিব্যি চলে যায় কিন্তু ওই যে ছোটো থেকে দেখে এসছি বলে টাকার ভ্যালু টাও ভীষণ ভাবে জানি...
কিছু মাস হলো একটা ছেলের সাথে রিলেশনে যায়, তিনি আবার A gazetted officer।
তিনি ই তার ফিলিংস শেয়ার করে এবং আমার ও যে খারাপ লাগতো তা নয় কারণ দীর্ঘদিন চিনতাম উনা কে ফেসবুকের কল্যাণে।
এখন ব্যাপার টা হচ্ছে, আমি খেয়াল করে দেখেছি আমি সাথে থাকলে ও আমার প্রতি টা জিনিস খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে,এই ধরুন আমি কোন ব্যান্ডের রিস্ট ওয়ার্চ পরেছি, ব্যাগ টা কোন ব্যান্ডের, ফোন টা দামী নয় কেনো,দামী দামী পোশাক কেনো কিনি না,এইসব।

প্রায় কথা বলতে বলতে ও বলে বসে ও মা কত টাকার দামে শাড়ি,ব্যাগ ইউস করে,কয়েক টা ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন।

কাল ই ওর সাথে একটা ক্যাফে তে বসে আছি ভীষণ নির্জন জায়গা টা ও আমার ব্যাগ গুলো নিয়ে ভিতরে কি আছে দেখছে তারপর জিজ্ঞাসা করছে এটা কি উডল্যান্ড এর?কত টাকা দাম নিয়েছে গো?আমি বলি নাহ এটা বেহালা থেকে কেনা ২০০ টাকা নিয়েছিলো বোধয় ঠিক খেয়াল নেই ২০২০ তে কিনেছিলাম,
আমার মুখে কথা টা শুনে ও জেনো আকাশ থেকে পরলো এবং বললো, জানো এই কিছু দিন আগে আমার মা কে প্যান্টালুন থেকে একটা ব্যাগ দিই সাড়ে তিন হাজার টাকা নেয়।
জাস্ট ওর দিকে তাকিয়ে হাসলাম একটু আর কথা বাড়াইনি, মনে মনে ভাবলাম এই সাড়ে তিন হাজার টাকা একটা নিম্ববিত্ত ফ্যামিলির মাসিক মুদিখানা বাজার হয়ে যাবে।

আর একটা ঘটনা বলি,এ-বছর সরস্বতীপূজায় ওর সাথে বার হয়েছি একটা ঢাকাই জামদানী পরে ভীষণ মিষ্টি কালার টা।
ও আমায় দেখে বলে বাহ শাড়ি টা তো সুন্দর কোথা থেকে নিয়েছো?মার জন্য একটা নেবো,দাম কত?
আমি বলি ১৭০০ টাকা, ও আবার চমকে যায় তারপর জিজ্ঞাসা করে হ্যাঁ গো তাহলে আমার মা কি শাড়ি কেনে যে এতো টাকা করে দাম নেয় এই তো একটা শাড়ি নিলো ১১ হাজার টাকা দাম।

আমি জানি ও যে pay স্কেলে চাকরি করে এইগুলো সাধারণ ব্যাপার কিন্তু আমি তো অতো ইনকাম করি না সেই কারনে লাক্সারি জীবন যাপন করার মতোন ইচ্ছে এবং ক্ষমতা কোনো টা ই নেই।আমার গোটা ফ্যামিলি আমার উপর নির্ভরশীল।
দামী দামী ফোন কেনার থেকে আমার মনে হয় ওই টাকায় কিছু স্কিল এর কোর্স এ এডমিশন নিই বিভিন্ন বিষয় এর উপর বই কিনি।
টাকা ফালতু খরচা করতে গায়ে লাগে সেই কারনে নিজের যতটুকু দরকার ওই ততটুকু খরচা করি ভগবানের অশেষ কৃপা যে স্ক্রিন ও দিয়েছে এমন যে বেশি কিছু ইউস করতে হয় না মেকাপ তো একদম ই না খুব ন্যাচারাল লুক টা ই আমাকে ভীষণ মানায়,তার মানে বলছি না মেকাপ করা খারাপ কিন্তু আমি করি না actually যায় না আমার সাথে সেই কারনে দামী দামী কসমেটিক ও লাগে না।

এখন বুঝি সম্পর্ক সমানে সমানে হয় তাই ভাবছি কি করবো আমার কি এই সম্পর্ক টা থেকে বেড়িয়ে আসা উচিৎ?
ও দেখেছি আমায় সব সময় কিছু না কিছু দিতে চাই কিন্তু সুন্দর ভাবে avoid করি। ও রাগ করে কিন্তু বিশ্বাস করুন আমার আত্নসন্মানে লাগে কারণ আমি তো ওকে কখনো ই ও যে লাইফস্টাইল লিড করে সেই রকম জিনিস দিতে পারবো না,কখনো ই ৪/৫ হাজার টাকার শার্ট গিফট করতে পারবো না।
কি করবো বুঝতে পাচ্ছি না ।

18/03/2023

283
F 27
Balurghat

গোটা পাড়া, প্রতিবেশী রা সবাই আমার শত্রু হয়ে উঠেছে। ওনাদের সবার কাছে আমি এমন একটা মেয়ে যে চাকরি পায়নি, বিয়ে করছে না এদিকে রাস্তার ৮ টা বিড়াল কে খাওয়ায় সঙ্গে ৩ টে কুকুর। দোষ একটাই আমার, আমি ওদের কে সকালে আর রাতে ২ বেলা খেতে দেই। আমি টিউশন করি। সেই টাকা তে মানে নিজের টাকা তেই খাওয়াই। ওরা কেউ পাড়ায় ভিড় করে থাকে না। শুধু খওয়ার সময় গুলো তে আমার বাড়ির সামনে এসে বসে। আমি বিড়াল গুলো কে আমার নিজের বাড়ির বারান্দায় খেতে দেই। আর কুকুর গুলো কে একটু দূরেই দেই। কিন্তু পাড়ার সবাই বলছে এগুলো চলবে না আর। ওনাদের বাড়িতে নাকি ওরা গিয়ে বমি, পায়খানা এসব করে মাঝে মাঝে। হয়তো করে একদিন। কিন্তু ওরা বলে এমনভাবে যেনো রোজ করে। আমি এত কথা শুনতে পারছি না আর। আজকে একটা কাকিমা বলেই দিল আমাকে তুই এত খারাপ মেয়ে তো ছিলিস না, এরকম কেনো হয়ে গেলি? আচ্ছা আমি কী করবো? আমি পাড়ায় এত কথা শুনেও ভালোভাবে ছাড়া একটা কথা বলিনি। কারণ আমার বাবা মা বাঁধা দিচ্ছে। বলছে যে পাড়ায় থাকতে হবে আমাদের। সবার শত্রু হয়ে থাকতে পারবো না। জানিনা কতদিন কি করতে পারবো আমি। শুধু এটুকু জানি আমি খেতে না দিলে ওরা না খেয়ে মারা যাবে। বিশেষ করে দুটো বিড়াল। ওরা কোনোদিনও খুঁটে খাওয়া কি জিনিস জানেইনা। মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীটা আমার জন্যই না। অবলা প্রাণী দের দেখে কারো এতটুকুও কষ্ট কেনো হয় না। আর আমার কেনো হয়?

17/03/2023

282
M 23
Siliguri

সম্পর্কে আছি, দুজনেই একটা ক্রনিক মানসিক সমস্যায় ভুগছি, কাউন্সেলিংয়ের দ্বারস্থ হওয়ার আগে একটু পরামর্শ প্রয়োজন।
আমার প্রেমিকা, বাস্তবিক Wouldbe, আমারই সমবয়সী, এবং ওর Late Night Anxiety-র সমস্যা আছে। এবং Long distance হওয়ার ফলে সে/ক্সুয়াল স্টার্ভেশনও আছে। সাইকোলজিক্যাল কারণে বলি, দুজনেই এখনো ভার্জিন, যদিও ইন্টিমেসি আছে, এবং সেক্ষেত্রে দুজনেই সমান active.
এখন প্রকৃতিগতভাবে আমার প্রেমিকা একটু সোশ্যালি রিজার্ভড এবং বন্ধু কম, নিজের সমস্যা খুব কম জনের কাছেই রিভিল করে। এখন কিছু কারণে ও কার্যত ওর শহরেই আছে, যেখানে আমি চাকরিসূত্রে অন্য শহরে। এখন সন্ধ্যে থেকে রাত্রের দিকে ওর মধ্যে প্রচণ্ড ক্রেভিং তৈরি হচ্ছে। সে/ক্সুয়াল নয়, একটা কাছের কাউকে না পাওয়ার তীব্র আকুতি, একাকীত্ব থেকেই। ফলে ও প্রচণ্ড পাগলামো করছে, অ্যাগ্রেসিভ হয়ে পড়ছে। অন্যদিকে, আমিও আপ্রাণ চেষ্টা করছি নিজেকে এবং ওকে সামলানোর, কিন্তু শেষে আমিও আক্রমণাত্মক হয়ে যাচ্ছি। কী করব কিছু বুঝতে পারছি না। দুজনেরই প্রচণ্ড তাগিদ সম্পর্কটা ধরে রাখার এবং ভালোবাসাটাও প্রচণ্ড আছে। কিন্তু যখন এরকম প্রবলেম হয় তখন দুজনের কেউই নিজেকে সংযত করতে পারি না। কী করা উচিত?

16/03/2023

281
M 25
Alipurduar

জয় রাধে...

আমার কনফেশন টা এরকম যেটা কাউকে বলতেও পারছি না । লজ্জা লাগছে ভীষন ,জীবনে 3 টা প্রেম করেছি ঠিকই কিন্তু 3বার ব্যার্থ হয়েছি, সবাই ছেড়ে চলে গেছে (1জন কে আমি ছেড়ে ছিলাম তার কারণ ছিল যদিও) এখন 25বছর বয়সে একটা মেয়ের প্রেমে পড়েছি ভীষণ ভাবে, যদিও পরে জানতে পারি মেয়ে টা ক্লাস ৮ পরে । এটা জানার পর ভীষণ লজ্জা লাগছে ভেবেছিলাম কথা বলবো কিন্তু আর হবে না মনে হচ্ছে, মেয়েটা যেমন সুন্দরী তেমন বডি ল্যাঙ্গুয়েজ, ভালো নাচতেও জানে এমনকি অভিনয়েও পারদর্শী, মেয়ে টা প্রথম দিকে আমাকে ইগনোর করলেও এখন আমাকে ইশারায় কিছু বলতে চায় , আমি বুঝতে পারছি যে মেয়ে টাও আমাকে পছন্দ করে কিন্তু কি করে একটা ছোটো মেয়েকে প্রপোজ করবো বুঝতে পারছি না, আমার থেকে 12বছরের ছোট, তার চেহারা আর পার্সোনালিটি দেখে আগে মনে হয় নি ওর বয়স কম । মেয়ে টা কে আমার বাড়ির লোকের খুব পছন্দ হয়েছে ,আমাদের বাড়িতে এসেছিল ,যদিও আমি না প্রপোজ করলে অন্য কেউ পটিয়ে নেবে , তো বন্ধুরা প্রস্তাব কি দেওয়া যায়?

15/03/2023

280
M 30
Kolkata

Make up করা মেয়ে দেখলে আমার একটাই প্রশ্ন মাথায় আসে, যে কিনা নিজের আসল চেহারাটা পছন্দ করে না, তাকে অন্য ছেলেরা পছন্দ করে কি করে? এখন মেয়েদের একথা বললে বলবে যে ওরা নিজের জন্য সাজে। তাই যদি হয় বাড়িতে 24 ঘন্টা সেজে গুজে বসে থাকে না কেন? আসলে প্রকৃতিতে নারীর তুলনায় পুরুষ বেশী সুন্দর। ময়ূরের পেখম আছে, ময়ূরীর নেই, মোরগের ঝুটি আছে, মুরগীর নেই, সিংহের কেশর আছে, সিংহীর নেই। তেমনই ছেলেদের make up দরকার হয় না, মেয়েদের হয়, কারন তারা কম সুন্দর। কিন্তু সমস্যা হল ছেলেরা নিজের value না বুঝে সেই make up করা মামনির পিছনেই ছুটবে।

13/03/2023

279
F 24
Joka

এমন সমস্যা কারো হয় কি না জানি না। আমার বর মারাত্মক রকম কিপ্টে। মানে এমন লেভেলের কিপটে বাস্তবে হয় তাই জানতাম না। বিয়ের আগে যখন কথা হয়েছিল ইনডায়রেক্টলি জানতে চেয়েছিলাম নেশা টেশা বিষয়ে। হেসে বলেছিল তুমি ভাবছ কি করে পয়সা খরচ করে আমি মদ সিগারেট কিনব। তখন ভেবেছি মজা করছে। হিউমার দেখে খুশিই হয়েছিলাম। এখন টের পাই মানে এসব হাড়ে হাড়ে সত্যি কথা। বছরে বারো জিবি ডাটার একটা প্যাক ভরে মোবাইলে। সে মোবাইল অন্তত পাঁচ বছর আগের মডেল। তাকে কেস টেস দিয়ে রাখে, প্রয়োজন শেষ হলেই ডাটা অফ করে রাখে। সিনেমা দেখতে হলে পুরনো দুটো হার্ড ড্রাইভ বার করে, নাকি কলেজ পড়ার সময় কলেজ ওয়াইফাই দিয়ে ওগুলো ভরতি করে মুভি জমিয়ে রেখেছে সেগুলোই দেখে। ভয়ে ফেসবুক করে না যদি নেশা হয়ে যায় আর ডাটা ইউজ করতে হয়। ঘরের লাইট ফ্যান কতবার যে বন্ধ করে ঠিক নেই। আমার ত সহ্য হয় না। আমি ওকে কিপ্টে বলে ঝগড়া করলে বলে নিশ্চয় আমি গর্বিত আমি কিপ্টে, আমার বাবাও কিপ্টে আমার ঠাকুরদাও কিপ্টে। এরপর কি বলার থাকে। শাশুড়ি কে বললে বলে আমিও এ বাড়িতে এসে ধীরে ধীরে এমনই হয়ে গেছি তুমিও হয়ে যাবে। সবচেয়ে মুশকিল হল আমি চাকরি করি না কিন্তু ও নিজের বেতনের টাকা দিব্যি আমায় বিশ্বাস করে দিয়ে দেয়। শুধু বলে সাবধান খুব মেপে খরচ করবে। আমিও সাবধান হতে গিয়ে কিছুই খরচ করতে পারি না। এর চেয়ে টাকা না দিলে ঝগড়া করা যায়। সব দিয়ে দিচ্ছে তারপর নিজের বিবেকে আটকে যাই। মহা সমস্যা।

10/03/2023

278
M 31
Kolkata

আমার স্ত্রী অত্যন্ত অপরিণত এবং ইমোশনাল টাইপের । কিন্তু সমস্যাটা হলো আমি ফেসবুকে একটি মেয়ের সাথে কথা বলি, যাকে আমি বোন বলি, সেও আমায় দাদা বলে। আমাদের একে অপরের সাথে কথা বলতে ভালো লাগে তাই ইনবক্সে আর হোয়াটসঅ্যাপে নিয়মিতই চ্যাট হয়। যদিও আমার বৌকে দেওয়া সময়ের তুলনায় সেই বোনকে দেওয়া সময় অত্যন্ত কম। যদি আমার বৌ এর সাথে ফোনে চল্লিশ মিনিট কথা বলি এই বোনের সাথে রোজ চার মিনিট কথা হয় কিনা সন্দেহ। বৌকে যদি রোজ 50 টা মেসেজ করি তাহলে বোনকে হয়তো রোজ 20-25 টা করতাম। কিন্তু বৌ সন্দেহ করায় বিগত দশদিন হলো তার সঙ্গে কথাবার্তা বলতে পারছি না। আমার বৌ এর বক্তব্য হলো, ফেসবুকে পাতানো দাদা-বোন সম্পর্কের কোনো গুরুত্ব নেই। তাই এটা যে কোনো সময় নাকি প্রেমের রূপ নিতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য আমি এবং আমার সেই বোন বিগত পাঁচ বছর ধরে একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থক ও ফেসবুকে সেই সূত্রেই আলাপ। আমার বৌ আবার কোনো রাজনৈতিক দলকেই সমর্থন করে না, রাজনীতিকে ভীষণ ঘৃণা করে তাই ওর সাথে কোনো রাজনৈতিক কথাবার্তা বলাই যায় না। রোজকার কথাবার্তা ও আমার সেই "পাতানো" বোনের প্রতি আড্ডাটা মিস করছি। বোন তুই ভালো থাকিস। আমার স্ত্রী অনুমতি না দিলে হয়তো কোনোদিনই কথা বলার সাহস করে উঠতে পারবো না। কিভাবে এই মনঃকষ্ট থেকে মুক্তি পাবো, সকলে যদি একটু পরামর্শ দেন ভালো হয়...

08/03/2023

277
M 24
Durgapur

আমাদের প্রায় 7 বছরের রিলেশন। এপ্রিলে engagement. কিন্তু একটা জিনিস আমি খুব ভাবছি। আমরা প্রায় সবকিছুতেই দুজন দুজনের উল্টো। কোনো কিছুতেই এক না। মানে আমি একটু expensive জিনিস পছন্দ করি ও ফুট ছাড়া কিছু নেবে না। আমি পাবে যেতে পছন্দ করি ও কোথাও বেরোবে না আর লাস্ট মোমেন্ট এ ডিসিশন নেবে।(বোলপুর যাবো বলে ড্রেস পরিয়ে দুটো সেলফি তুলে বলে হয়ে গেছে খুব রোদ)। আমি একটু খরচ করতে ভালো বাসি ও আমার কাছে দু টাকার হিসেব নেয়। আমি একটু simple মডার্ন লাইফ স্টাইল পছন্দ করি ও নিজের মতো।( Exmp আমি শর্টস ও টিশার্ট পড়বো বললে পরতে দেয় না) আর নিজে বিরাট ঝুল ঝুল ড্রেস পরে যাবে সব খানে, যেমন সবখানেই বিয়ে বাড়ি)। আমি সিগারেট খাবো ও(ডক্টর) ক্যান্সার এর গল্প শুনাবে। আমি মদ খাবো বলি ও বলে একসাথেই খাবো। আবার নিয়ে আনলে মাথায় বোতল ভেঙে দেবে জানি। আমি নন ভেজ ছাড়া বাঁচবো না ও বলে এবার নাকি নন ভেজ খাওয়া ছেড়ে দেবে (ছাড়লে আমাকেও খেতে দেবেনা)। সব কিছুতেই ওর ডিসিশন ই শেষ কথা আমি কিছু বললে বলে আমি নাকি বুঝিনা। ওর বাড়িতেও সবার সামনে আমার সাথে বাচ্চাদের মতো ট্রিট করে। আমার এনগেজমেন্ট আমি জানছি সব কিছু প্ল্যানিং হয়ে যাওয়ার পর। বিয়ে করাটা কি ঠিক হবে? যদি করতে না চাই তো কি করে কাটাবো?

06/03/2023

276
M 32+
Kolkata

আমি এবং আমার স্ত্রী দুইবছর হলো বিবাহিত, তিনমাস আগে আমাদের একটি পুত্রসন্তান হয়েছে। কিন্তু সমস্যাটা হলো সরকারি হাসপাতালে ডেলিভারির সময় আমাদের বিনা অনুমতিতে স্ত্রীর শরীরে কপাটি (জন্মনিয়ন্ত্রক, সঠিক বানানটা জানি না) লাগানো হয়। এখন প্রশ্ন হলো এই কপাটি কি পুরোপুরি সেফ? এই কপাটি লাগানোর পর থেকে আমার স্ত্রী অস্বাভাবিক পরিমাণে রক্তক্ষরণে ভুগছে। বিগত এক সপ্তাহ আগে ডাক্তার দেখাই এবং ডাক্তারের প্রেসক্রিপশন মতো চিকিৎসা চলছে। কিন্তু বিগত দুইদিন আগে থেকে আমার স্ত্রী পিরিয়ড মিস করে এবং গা বমি বমি ভাব চলতে থাকে। এখন এই কপাটি সম্পর্কে কেউ যদি কিছু দিশা দেন, এটি কি যৌন সঙ্গমের ক্ষেত্রে পুরোপুরি নিরাপদ? হাসপাতালে না জানিয়েই যদিও আমাদের দেওয়া হয়েছিল, তবুও ওরা বলেছিল, এটি পুরোপুরি নিরাপদ এবং ভিতরে ফেললেও অসুবিধা নেই। ওদের কথা ঠিক কিনা জানতে চাই। ওরা যদিও তিন বছর পর এটা খুলে দেবে বলেছে তবুও এই তিন বছরের মধ্যে আবার কপাটিজনিত যদি কোনো অসুস্থতা হয় তাহলে কি সরকারি জায়গায় এটা নিতে পারবো?
যেহেতু আমাদের তেমন আর্থিক সামর্থ্য নেই তাই সরকারি জায়গায় এটা খোলার সুবিধা আছে কিনা জানতে চাই।

04/03/2023

275
F 23
Kolkata

তথাকথিত এক সেলিব্রেটির প্রেমে পড়েছি । না সেটা নতুন কথা নয় .. সেলেব ক্রাশ সবার ই থাকে ... আমার ক্ষেত্রে ব্যাপার টা একটু অন্যরকম। আমি ২০১৭ থেকে এনার ফ্যান‌ এবং উনি ছাড়া দ্বিতীয় কোনো ক্রাশ জীবনে কখনো আসেনি, ঘটনা চক্রে এক মাস আগেই আলাপ করার একটা সুযোগ পেয়ে সেটার সদব্যবহার করি।এরপর ই ঘটে বিপত্তি... আসলে আমি এতদিন জানতাম যে উনি বিবাহিত... এবার জানলাম যে ভুল জানতাম... (না Google এ ভুরি ভুরি তথ্য পাওয়া যাবে এমন জায়গায় এখনো পৌঁছান নি তবে ভালোরকম ফ্যানবেস আছে) তবে আরো একটা ব্যাপার হল ভদ্রলোক নিপাট ভালোমানুষ আর বড্ডো কেয়ারিং.. আর এখানেই কেস জন্ডিস .. এতোদিন আর পাঁচটা মানুষের মতো চিনেছি এবার পার্সোনালি চিনে নিয়ে আরো ভালো লেগে যাচ্ছে।প্রেমে হাবুডুবু খাচ্ছি অথচ বলার সাহস হচ্ছে না। অনেকে বার ভেবেছি কথা বলব না কিন্তু দেখে দেখে ঐ দিন গুলোতে ই নিজে থেকে ম্যাসেজ করছেন। আর আমি দিনে একটা ম্যাসেজ পেয়েই ঘোরে ডুবে যাচ্ছি। জানি ওনার অনেক সুন্দরী ফ্যান আছে... আমি সেরকম সুন্দরী নই... উনি হয়তো বোনের চোখেই দেখেন ... তাও একটা কিন্তু থেকে যায় ... আমি বড্ডো কনফিউজড।

02/03/2023

274
F 25
Jalpaiguri

গুনগুন সুরে গান গাওয়া টা একটা মুদ্রাদোষ হয়ে গেছে বলা চলে।পথে ঘাটে এমনকি ভীষণ কষ্টের মধ্যে থাকলেও নিজের অজান্তেই গুনগুন সুর ভিতর থেকে বেরিয়ে আসে।কিছুদিন আগেই ফেসবুকে একটা গান আসে ""কু ত্তার বা/চ্চা ফুটুফুটে সুন্দর"",ফেমাস কিছু গানের মতো এটাও বহুবার স্ক্রল করতে গিয়ে পাই।তো সেদিন মা কিছু একটা জিজ্ঞেস করছিল,সেইসময় দুর্ভাগ্যবশত মুখ দিয়ে বেরিয়ে গেল""কু ত্তার বা/চ্চা...""তারপর মা যেভাবে তাকালো আমার দিকে বাকিটা ভুলেই গিয়েছিলাম, তাতে হ্যাপা আরো বাড়লো, মা ভাবলো মা কে ওই সম্বোধন টা করেছি। এমনি চোখের সমস্যা,আবার BMD স্ক্যানে ধরা পড়ে শরীরে ক্যালসিয়াম টা খুব কম, তারওপর মায়ের একখানি থাপ্পড় খেয়ে মনে হচ্ছিল কেন ফেসবুক টা খুললাম আর কেনই গানটা আসলো।এমন অবস্থা হয়েছিল যে ওটা যে একটা গান ছিল সেটা বলার ও শক্তি গায়ে ছিলনা।আজকে আমি মাকে গানটা শোনাব ফোনে সেভ করে রেখেছি😁।

01/03/2023

273
M 29+
Paschim Medinipur

বাড়ির সবার এগ্রেসিভ হাব ভাব দেখে যা বুঝতে পারছি এবার আমাকেও শহীদ হয়ে যেতে হবে l l যদিও বয়েসটাও কম হলোনা এককুড়ি দশ ছুঁই ছুঁই ! বন্ধুদের গ্রুপে খুব কমই বাকি আছি আমরা, সেই 25 বছর বয়স থেকে বিয়ে দেবার চেষ্টা কে বানচাল করে আসছি, এবার আর কোন excuse খুঁজে পাচ্ছিনা ; এসব শুনে অনেকেরই সন্দেহ হতে পারে ফি/জিক্যাল কিছু সমস্যায়, না বরং উল্টোটা চরম ইচ্ছে আছে ওসবে, কিন্তু বিয়ে হয়ে যাবে শুনলেই/ভাবলেই ভয় পায় l মনে হয় আমি তো এখনও চকলেট, গুঁড়োদুধ, বাতাসা যা পায় তাই খেয়ে নি, জোরেই bike চালায়, frankly কথা বলি, এসব বাড়িতে usual হলেও বৌ এসে কি ভাববে, এতো বাচ্ছা ছেলে!! আমি মানছি, ঠিক হাসব্যান্ড type serious ভাবটা এখনও আসেনি আমার মধ্যে, দায়িত্ব নেবো কিভাবে অন্যের l আমি যতটুকু বুঝেছি আমাকে সামলাতে একজন mature এবং আমার থেকে স্থির কাউকে চাই ; কিন্তু সম্বন্ধ করে বিয়ে তে এসব বোঝার কোন রাস্তায় নেই 😔 সমন্ধ করে বিয়ে তে যেমন suspnse থাকে তেমনি এক্সিডেন্ট হবার সম্ভাবনাও বেশি থাকে l কচি বয়েসে মানে 19yrs to 22 yrs একটা relation ও ছিলো তারপর ঠিক সেভাবে কারো প্রতি মন থেকে ফিলিংস আসেনি l চাইলেই সুযোগ ছিলো কিন্তু পারিনি সম্পর্কে জড়াতে lএমতবস্থায় কি করা উচিৎ!!!

Address

Kaliyaganj
Raiganj
733129

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kaliyaganj confessions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Party Entertainment Services in Raiganj

Show All