10/01/2024
খুব নিরুপায় হয়ে পোস্ট করছি , Please পুরোটা পরবেন , মা কুকুর লালির তিনটি বাচ্চা বেঁচে আছে দুটি মারা যায় , বেঁচে থাকা তিনটি বাচ্চা কে যত তাড়াতাড়ি সম্ভব adoption এ দিতে চাই , এরা সকলেই Street Dog , আমি ব্যক্তিগত ভাবে লালিকে তিনবার পেট ভরে খাবার দেই , কিন্তু বিষয় হলো আমি এখানে থাকি না , কর্মসূত্রে রোজ আসি ,ছুটির দিন হলে আসিনা , আসলে খাবার দেই , না আসলে আমার মা দিতো , মায়ের পায়ের অবস্থা এতটাই খারাপ ডাক্তার বলেছে অপারেশন করতে , পেটের সমস্যার কারণে ব্যাথার ওষুধ খাওয়া যায় না , কোনো রকম লাঠি নিয়ে চলেন , আর্থিক কারণে নিজেদের ঠিকমতো চিকিৎসা না হলেও ওদের কম বেশী ওষুধ ও চিকিৎসা করি , এমতো অবস্থায় আর একটি বাচ্চারাও দায়িত্ব নিতে অপারক , এ ছাড়াও ব্যাক্তিগত প্রচুর অস্বাভাবিক সমস্যায় আমি দিন কাটাচ্ছি , প্রতিদিন 11 টি কুকুর বেড়াল দায়িত্ব নিয়ে আছি আর একটিও নিতে পারবো না , আমি নিরূপায় , বাচ্চাগুলো আমার কাছে অমূল্য তাই আপনাদের কাছে অনুরোধ যদি কেউ কেউ একটি করে ও বাচ্চা নিয়ে সহায়তা করেন আজীবন কৃতজ্ঞ থাকবো 🙏 বাচ্চাগুলো ছবি আমি এডিট করে একটু পরেই দিচ্ছি , আরও কিছু জানার থাকলে 7044048051 এই নম্বর এ শুধু whats app করবেন আগ্রহী হলেই , সত্যতা যাচাই করতে নিজে এসে দেখে যেতে পারেন , স্থান Hindmotor Bhadrakali , আশা রাখি এত বড়ো পৃথিবীতে একটা নিরাপদ আশ্রয় ওরা পাবে