01/08/2023
"কাশের বনে দোল লেগেছে
শুভ্র মেঘের ঘনঘটা
উমা আসছেন ঘোড়ায় চড়ে
মহানগরী জুড়ে রূপকথা...।"
বিগত বছরের বিপুল সাফল্যের পর এ বছরও *মহানগরী সরোদ শ্রেষ্ঠ সম্মান,* পৌছেবে আপনাদের পাড়ায়, মহানগরীর শ্রেষ্ঠ ,উৎকর্ষে পরিপূর্ণ এবং শিল্পকলায় সমৃদ্ধ বিভিন্ন আঙ্গিকের মহানগরীর পুজো গুলির কাছে।।
বিচারকদের বিচারে শ্রেষ্ঠতর থেকে শ্রেষ্ঠতম দের হাতেই উঠবে এবারের *"মহানগরী শারদ শ্রেষ্ঠ সম্মান"* এর নানান বিভাগীয় পুরস্কার। সুতরাং আর দেরি কেনো !
মা দশভূজার অশ্বাগমন হোক শিল্প ভাস্কর্য ও শ্রেষ্ঠত্বে
সৃজনশীল সুস্থ লড়াই এর মাধ্যদিয়ে।
নাম নথিভুক্ত করবার জন্য যোগাযোগ করুন নিম্নলিখিত নম্বর এ!
৯৮৩৬৪৩৪৭১১ / ৯১২৩০১৭৬৭২
#শারদসম্মান