কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি
পৌলমী ঘোষ
কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি
Riyansika Das
Rabindrajayan
RABINJAYANTI
আজ সন্ধ্যা 6 টা 30 মিনিটে আমাদের রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠান শুরু হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কবিগুরুকে স্মরণ করে শ্রদ্ধা জানাবো। সকলকে অনুরোধ করছি আপনাদের পরিচিতদের আমাদের অনুষ্ঠান দেখার জন্যে আমন্ত্রণ করুন 🙏🏻। কেউ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে ইনবক্স করুন
অনুষ্ঠানটি আমাদের ফেসবুক পেজে সরাসরি দেখা যাবে।
'ছোটদের সবটাই আসল' এই কথাটাই কবিতায় গানে ও গল্পে ছোটরা বলতে চেয়েছে ।যে যে কবির লেখনী ওরা নিয়েছে তারা হলেন কবি তরুনকান্তি বারিক , কবি সুমন চট্টচাধ্যায় , লেখক সুকুমার রায় । সমগ্র অনুষ্ঠান ভাবনায় ও পরিচালনায় ।।।অঞ্জনা ভৌমিক ।
মোর প্রিয়া হবে এসো রানী দেব খোঁপায় তারার ফুল
কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল।।
কণ্ঠে তোমার পরাবো বালিকা
হংস –সারির দুলানো মালিকা
বিজলী জরীণ ফিতায় বাঁধিব মেঘ রঙ এলো চুল।।
জোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়
রামধনু হতে লাল রঙ ছানি’ আলতা পরাবো পায়।
আমার গানের সাত সুর দিয়া
তোমার বাসর রচিব প্রিয়া।
তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল।।
কণ্ঠ -
রবীন্দ্র-নজরুল সন্ধ্যা
প্রথম পর্ব
1. ঋদ্ধিকা
2. মায়াঙ্কা
3. অর্ণেশ
4. দেবমাল্য
5. রচয়িতা
6. পিহুনা
7. আয়ুষ্মান
8. শ্রীদাত্রী
9. ময়ূখ
10. অর্কিতা
11. বৈশালী
12. অরিন্দম মিস্ত্রী
পরিবেশনায় অশোক কুমার মিস্ত্রী
ছায়া ঘনাইছে বনে বনে
পরিবেশনায় Saraynna
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
অঙ্কুরের প্রাণপুরুষ শ্রীযুক্ত অশোক মিস্ত্রী র নিবেদন।
আকাশভরা সূর্য তারা
পরিবেশনায় Arindita Mistry..
আমার হৃদয় তোমার আপন হাতে
কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলী
শিল্পী অশোক কুমার মিস্ত্রী
।।ছোট্ট রিয়ানসিকার কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি।।
দেশভাগ সেতো অনেকদিন আগের ঘটনা, কিন্তু তার যন্ত্রনা আজো আমাদের কুঁড়ে কুঁড়ে খায়, আমাদের মতো বুড়ো খোকারা আজ হয়তো আপসোস করে । ছোট্ট অর্ণেশ দেশ ভাগের কিছুই বোঝে না, কিন্তু বুড়ো খোকারা আজো কি কিছু বোঝে। কবি অন্নদাশঙ্কর রায়ের কবিতা খোকা ও খুকু ।