06/07/2023
সিঙ্গেল স্ক্রিন থেকে কত টাকা আয় হয় এইটা নিয়ে নানান আলোচনা হচ্ছে। বিস্তারিত বলতে গেলে অনেক হিসাব বলতে হয়, ছোট করে বললে সিনেমার মানের উপর নির্ভর করে যে সিনেমা হল কত টাকা প্রযোজকদের দিবেন । প্রিয়তমার ক্ষেত্রে বেশীর ভাগ হল থেকে ঈদের আগেই আমরা একটা এককালিন বড় টাকা নিয়ে নিয়েছি, যাকে বলে টেবিল মানি। সেটা সকল হলের রেকর্ড পরিমান ছিল। আর বাকী বড় যতগুলো হলের সাথে আমরা রেভিনিউ শেয়ারে গিয়েছি তার মধ্যে ৯০ ভাগ সিনেমা হলের সাথে আমাদের চুক্তি কাউন্টার সেলের ৫০/৫০। মানে কাউন্টারে যে টাকায় টিকেট বিক্রি হচ্ছে তার অর্ধেক আমাদের আর অর্ধেক হল মালিকদের। আবার ঢাকার কিছু হল কাউন্টার সেলের ৫০ ভাগের একটু কম। ঈদ ছাড়া বা সিনেমার হাইপ কম থাকলে এইটা অন্য হিসাব হয়। গত ৭ দিনে সারা বাংলাদেশে প্রিয়তমার প্রায় ৩২০০ শো প্রদর্শনী হয়েছে যার ৯০% হাউসফুল ছিল। এই হিসেব অনুযায়ী আমরা প্রিয়তমা কে সুপারহিট বলছি। ভাবে মনে হচ্ছে আগামী সপ্তাহে এইটা ব্লক বাষ্টারের দিকে এগিয়ে যাবে। আজকেও ৮০ ভাগ শো হাউজফুল। আমরা আশা করছি এইটা ঝড় ১ মাস চলবে। তাতে প্রিয়তমা কে আপনারা অলটাইম সুপার ব্লক বাষ্টারের তালিকায় নিয়ে যাবেন! ঈদে সকল সিনেমা ব্যবসা করুক। হল মালিক, প্রযোজক বা দর্শক, সবার মুখে হাসি ফুটুক। - শাকিব খান