08/05/2024
ঃ- নতুন করে দেশ পরিচালনার জন্য কিছু পরামর্শ ঃ-
১। আজীবনের জন্য নির্দলীয় পরিক্ষীত জনমতের ভিত্তিতে তত্তাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা পর্যন্ত সেনাবাহিনী ক্ষমতা রাখবেন, সর্বোচ্চ ২ বছর মেয়াদ কাল।
২। দেশের স্বার্থে জনমতের ভিত্তিতে দলীয় প্রধান, কিংবা দল হতে মননীত ব্যক্তি পর পর ২ বারের বেশী ক্ষমতায় আসতে পারবেন না।
৩। সকল বিচার বিভাগ কে পুরোপুরি স্বাধীন ভাবে কাজ করতে দিতে হবে। কোন রাজনৈতিক দলের নেতা Special কোন সিকিউরিটি পাবেন না।
৪। স্বাধীন এবং নির্দলীয় নির্বাচন কমিশন গঠন করতে হবে। প্রয়োজনে সারা দেশ হতে ১০০ জনের জুরি বোর্ড গঠন করতে হবে।
৫। রাষ্টীয় কোন খাতেই কোটার ব্যবস্থা থাকতে পারবে না। শুধু মাত্র দেশের সেনাবাহিনীর জন্য কিছু কোটা রাখা যেতে পারে। আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব। তারা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করতে গিয়ে শহীদ হন।
৬। রাজনিতি বাপ দাদার সম্পত্তি মনে করে জেনারেশনের পর জেনারেশন যেন রাজনিতি না করতে পারে সে জ্ন্য ও প্রতি দলের নিবন্ধন সংষ্কার করে তা হাল নাগাদ করতে হবে। তা হলে আর কেউ পারিবারিক ভাবে রাজনীতিতে আসার জন্য উত্সাহিত হবে না এবং দেশে মেধার বিকাশ গঠবে॥
৭। যারা বর্তমানে এবং অতীতে এবং ভবিষ্যতে ২ বার ক্ষমতার সাঁধ গ্রহণ করেছেন বা করবেন, তারা আর ক্ষমতা গ্রহন করতে পারবেন না।
৮। সারা দেশের বিদেশী সকল চাকুরীজীবি প্রত্যাহার করে দেশের বেকার সমস্যার সমাধান করতে হবে।
যদি তাতে আমরা বহিরাগত পেশাজীবি দরকার মন করি, তবে তা কেন, কারণ জানাতে হবে।
৯। যোগ্যতা অনুযায়ী চাকুরির Circulation জারি করতে হবে। তা সরকারী ভাবে গেজেট প্রকাশ করতে হবে সকল প্রতিষ্টানের জন্য। কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা দরকার।
১০। বিদেশে অবস্থান রত সকল প্রবাসী আমাদের দেশের মূল শক্তি। যারা দেশকে ভালবাসে এবং দেশকে উন্নতির জন্য কাজ করে। তাদের কে বিমান বন্ধরে হয়রানি বন্ধ করা, তাদের পরিবারের জন্য সরকারী ভাব কিছু সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে।
১১। সরকারী অফিস আদালতের অনিয়ম এবং কোন প্রকার দুর্নীতি জিরো টলারেন্স করতে হবে এবং ৬০ দিনের মধ্যে বিচারের আওতায় আনতে হবে।
১২। আইন বিভাগের ওভার লুক করার জন্য কমিশন ঘঠন করতে হবে এবং কোন মানুষ যেন অহেতুক হয়রানীর স্বীকার না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। প্রয়জনে তাদেরকে ও আদালতে জবাব দিহি করতে হবে এবং দোষী হলে সাজা খাটতে হবে। কোন মানুষ কে হয়রানি করা যাবে না।
২য় পর্ব আসবে যদি আপনার চান।
————————————————- জেমী ডায়মন্ড