M A TALEB

M A TALEB Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from M A TALEB, Party Entertainment Service, .

অনেকে ই প্রশ্ন করছেন,, বিএমইটি রেজিষ্ট্রেশন করবো কীভাবে.?  তাদের বলবো, আপনি চাইলে আপনার ফোন থেকেই করতে পারেন,,,এজন্য আপন...
14/06/2022

অনেকে ই প্রশ্ন করছেন,, বিএমইটি রেজিষ্ট্রেশন করবো কীভাবে.? তাদের বলবো, আপনি চাইলে আপনার ফোন থেকেই করতে পারেন,,,
এজন্য আপনাকে গুগল প্লেস্টোর থেকে "আমি প্রবাসী " এপস্ ইনস্টল করে পাসপোর্ট অনুযায়ী সকল তথ্য এবং দেশ মালেশিয়া সিলেক্ট করে আপনার দক্ষতা বাছাই করে সিলেক্ট করুন এবং পরবর্তী ধাপ গুলো সঠিক ভাবে অনুসরণ করুন,, ৩০০/- টাকা অনলাইন ব্যাংকিং বিকাশ /নগদ এর মাধ্যমে পরিশোধ করলেই আপনার বিএমইটি রেজিষ্ট্রেশন হয়ে যাবে এবং একটি রেজিষ্ট্রেশন নাম্বার পাবেন....
ধন্যবাদ ❤

For Help: 01738 217263

03/06/2022

*মালেয়েশিয়া যাওয়ার প্রাথমিক প্রস্তুুতি কি কি?*

*১)অবশ্যই পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম১৮ থেকে ২৪ মাস!*

*২)* মালয়েশিয়া যাওয়ার বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে কোন সমস্যা নেই তবে কিছু কিছু কোম্পানি ৩৮ বছর বা ৪০ বছরের নিতে পারে!

*৩)* মালয়েশিয়া যেতে অবশ্যই টিকা দিয়ে যেতে এবং ২ ডোজ টিকা, চিনোফারমা, ফাইজার, মডার্না,এস্টাজেনিকা এই গুলোর যেই কোন ২ ডোজ! আপনি মালেয়াশিয়া যেতে চাইলে আজই টিকার আবেদন করুন!

*৪)* যারা ধরা খেয়ে বা স্পেশাল পাশ নিয়ে আসছেন তারা ৫ বছরের মধ্যে যেতে পারবেন না,এবং যদি দেশে আসার বয়স ৫ বছরের বেশি হয় তাহলে আবেদন করতে পারবেন, নিজে নিজে হিসাব করুন!

*৫)* মালয়েশিয়া কত বছরের কন্টাক্ট হবে?
মালয়েশিয়া ৩ বছরের কন্টাক হবে তবে আপনার শারীরিক কোন সমস্যা না হলে ১০ বছর পর্যন্ত থাকতে পারবেন!

*৬)* মালেয়েশিয়া বেসিক নূন্যতম কত? মালেয়েশিয়া আজকের হিসাবে নূন্যতম বেসিক ১৫০০ রিঙ্গিত ৮ ঘন্টা প্রতিদিন ২৬ দিনের হিসাবে!

*৭)* থাকা-চিকিৎসা যাতায়াত এগুলো কোম্পানি দিবে!

*৮)* আপনি টিকা আগে দিয়ে দিলেও সমস্যা নেই শুধু টিকার সার্টিফিকেট উঠানোর সময় পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন।

*৯)* মালয়েশিয়া মেডিক্যাল করলে কেমন সময় লাগবে? মেডিক্যাল করার পরে আশাকরি ২-৩ মাসের মধ্যে যেতে পারবেন তবে সেটা নির্ভর করবে পুরো প্রক্রিয়া চালু হওয়ার পর!

*১০)* কত টাকা লাগতে পারে?সেটা মেডিক্যাল শুরু হওয়ার পরেই সব ঠিকঠাক করে দিবে সরকার!

*১১)* মালেয়াশিয়া কি কি কাজের ভিসার অনুমোদন হয়েছে,
১) ফ্যাক্টরি ২)কনস্টাকশন ৩)এগ্রিকালচার ৪) প্লানটেশন ইত্যাদি । ধন্যবাদ।

*প্রয়োজনে যোগাযোগ করুন*
📲+88 01738217263

ব্রেকিং নিউজ। দীর্ঘ বিরতির পর খুললো মালেশিয়ার শ্রমবাজার।মালেশিয়ায় কর্মী প্রেরণে সৃষ্ট সংকট নিরসনে ঢাকা- কুয়ালালামপুর যৌথ...
02/06/2022

ব্রেকিং নিউজ।
দীর্ঘ বিরতির পর খুললো মালেশিয়ার শ্রমবাজার।

মালেশিয়ায় কর্মী প্রেরণে সৃষ্ট সংকট নিরসনে ঢাকা- কুয়ালালামপুর যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের সিদ্ধান্ত।

* একবছরে মধ্যে দুই লাখ কর্মী মালেশিয়া যাবে।

* বাংলাদেশ থেকে ৫ বছরে ৫ লাখ কর্মী নিতে ইচ্ছুক মালেশিয়া।

* যাদের মিনিমাম বেতন ১,৫০০ রিংগিত।

* দেশের বৈধ ১৫২০ টি এজেন্সির তালিকা মালেশিয়া সরকারকে সরবরাহ করা হয়েছে। সেই তালিকা থেকেই মালেশিয়া ঠিক করবে তারা কার মাধ্যমে কর্মী গ্রহণ করবে।

* কর্মী প্রেরণের এই প্রক্রিয়াকে জিরো কষ্ট মাইগ্রেশন বলছে দুই দেশের প্রতিনিধিরা।

* এই খরচ বহন করবে মালেশিয়ার নিয়োগ দাতা ও বিদেশ গামী কর্মী।

* কর্মীদের মালেশিয়ায় যাওয়া ও ফিরতি টিকেট দেবে মালেশিয়ার নিয়োগ দাতারা।

আরও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন।

এয়ার কিং ট্রাভেল অ্যান্ড টু্্যরস।
+88 01738 217263

হজের খরচ আরও ৫৯ হাজার টাকা বাড়ল,,বেসরকারি পর্যায়ে আগে ছিল ৪ লাখ ৬৩ হাজার টাকা। এখন হবে ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।--------...
26/05/2022

হজের খরচ আরও ৫৯ হাজার টাকা বাড়ল,,বেসরকারি পর্যায়ে আগে ছিল ৪ লাখ ৬৩ হাজার টাকা। এখন হবে ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।
--------------------------------------------------------------------------
এবারের হজ প্যাকেজে সৌদি আরবের খরচের বিবরণী পাওয়ার পর প্যাকেজপ্রতি আরও ৫৯ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

সৌদি আরবের খরচের বিবরণী পাওয়ার পর হজের প্যাকেজ খরচ আরও ৫৯ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৬ মে) সচিবালয়ে কমিটির সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, আগামী সোমবারের (৩০ মে) মধ্যে হজের টাকা জমা দেবেন হজযাত্রীরা। এ জন্য তফসিলি ব্যাংকগুলো শনিবারও খোলা থাকবে।

হজ প্যাকেজ ১-এ আগে ছিল ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। এখন তা বেড়ে হবে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা। অন্যদিকে, প্যাকেজ ২- এ আগে ছিল ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। এখন তা বেড়ে হবে ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা।

এছাড়া, বেসরকারি পর্যায়ে আগে ছিল ৪ লাখ ৬৩ হাজার টাকা। এখন হবে ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।

ব্রেকিং নিউজহজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজ মৌসুম শুরু উপলক্ষে আজ থেকে মক্কা নগরীতে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। তবে ...
26/05/2022

ব্রেকিং নিউজ

হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজ মৌসুম শুরু উপলক্ষে আজ থেকে মক্কা নগরীতে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। তবে যেসকল সৌদী নাগরিক বা রেসিডেন্টের উমরা বা হজ্বের পারমিট আছে কিংবা যারা মক্কা নগরীতে কাজ করেন তারা প্রবেশ করতে পারবেন।

হজ শেষ হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

25/05/2022

2 জুন মনে হয় ভাল খবর আসতে পারে

মালয়েশিয়া শ্রমবাজার ইস্যুতে ২৬ মে’র বৈঠক হবে ২ জুন: প্রবাসী কল্যাণমন্ত্রী
24/05/2022

মালয়েশিয়া শ্রমবাজার ইস্যুতে ২৬ মে’র বৈঠক হবে ২ জুন: প্রবাসী কল্যাণমন্ত্রী

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when M A TALEB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share