Helal Bhola

Helal Bhola 1

30/01/2024

সাধকসহ আধ্যাত্মিক জগত গোপন। এই জগত অর্জনের পর নিজকে জাহির করলে তা আর আধ্যাত্মিকতা থাকে না শরীয়ত হয়ে যায় ও কেরামতি বিলুপ্ত হয়

28/01/2024
আল্লাহর এক আজব দুনিয়া
02/01/2024

আল্লাহর এক আজব দুনিয়া

21/12/2023

তুমি আসবে বলে আমি
ধূসর পথটি চেয়ে থাকি
তোমায় নিয়ে স্বপ্ন ঘুড়ি
আমি রংতুলিতে আকি

এই আকাশে উড়বে ঘুড়ি
নাটাই তোমার হাতে
ইচ্ছে হলেই পথ হারাবো
তোমায় নিয়ে সাথে,

ইচ্ছে হলে অভিমানে
দেশের দিবো পাড়ি
কাছে আসার জন্য নাহয়
হোক খানিকটা আড়ি

হৃদয় ভাঙ্গার গল্প গুলো
অল্প নয়ন স্রোতে
আমরা দুইজন কইবো কথন
ব্যাথায় কাতর ঠোঁটে

মান অভিমান যতই আসুক
আমাদের এই দেশে
বেলা শেষে আমার গাঁয়ে
দেখবো রানীর বেশে,

√ কাব্য
🖋️helal Bhola❤️💛✈️

ছড়িয়ে থাকা মোহ মায়াজড়িয়ে রাখা আবেগ,বন্দীদশায় কুঁকড়ে মরেহেরে যাওয়া বিবেগ।অলীক সুখের স্বপ্নে বিভোরকল্পকথার আঁচড়, আপন নীড়ে ...
19/12/2023

ছড়িয়ে থাকা মোহ মায়া
জড়িয়ে রাখা আবেগ,
বন্দীদশায় কুঁকড়ে মরে
হেরে যাওয়া বিবেগ।
অলীক সুখের স্বপ্নে বিভোর
কল্পকথার আঁচড়,
আপন নীড়ে দুঃখ বিলাস
ভাঙছে বুকের পাঁজর।

হেলাল😭😭

মহান বিজয় দিবস উপলক্ষে সমস্ত শহীদদের প্রতি আত্মার মাগফেরাত কামনা করতেছি
15/12/2023

মহান বিজয় দিবস উপলক্ষে সমস্ত শহীদদের প্রতি আত্মার মাগফেরাত কামনা করতেছি

তুমি আসবে বলে আমিধূসর পথটি চেয়ে থাকিতোমায় নিয়ে স্বপ্ন ঘুড়ি আমি রংতুলিতে আকিএই আকাশে উড়বে ঘুড়ি নাটাই তোমার হাতেইচ্ছে হলেই...
15/12/2023

তুমি আসবে বলে আমি
ধূসর পথটি চেয়ে থাকি
তোমায় নিয়ে স্বপ্ন ঘুড়ি
আমি রংতুলিতে আকি

এই আকাশে উড়বে ঘুড়ি
নাটাই তোমার হাতে
ইচ্ছে হলেই পথ হারাবো
তোমায় নিয়ে সাথে,

ইচ্ছে হলে অভিমানে
দেশের দিবো পাড়ি
কাছে আসার জন্য নাহয়
হোক খানিকটা আড়ি

হৃদয় ভাঙ্গার গল্প গুলো
অল্প নয়ন স্রোতে
আমরা দুইজন কইবো কথন
ব্যাথায় কাতর ঠোঁটে

মান অভিমান যতই আসুক
আমাদের এই দেশে
বেলা শেষে আমার গাঁয়ে
দেখবো রানীর বেশে,

সে আমার নয়,✈️✈️         😭  তবুও আমার করে পেতে ইচ্ছে হয়।  সে হারিয়ে যায়,          আর আমি খুঁজে বেড়ায় তাকে ঘন কুয়াশায়।কুহে...
12/12/2023

সে আমার নয়,✈️✈️
😭 তবুও আমার করে পেতে ইচ্ছে হয়।
সে হারিয়ে যায়,
আর আমি খুঁজে বেড়ায় তাকে ঘন কুয়াশায়।
কুহেলি যে তাকে জড়িয়ে রয়েছে উত্তরীর তলে,
তবু কেন আমি খোঁজ নিয়ে যায় চিলেকোঠার ঘরে।

কত ঋতুই যে পার হয়ে যায়,
কেন জানি আমার মনে শীতই রয়ে যায়।
বয়ে যায় কত বেলা!
সন্ধ্যাে হলে মনে হয়,
এই বুঝি তোমায় নিয়ে কবিতা লেখার পালা।

যে মন দেখতে পারে,তার কাছে চেহারা মেটার করে না।যে ভালোবাসতে জানে,তার কাছে বাহ্যিক সৌন্দর্য কিছুই না।প্রকৃত ভালোবাসা কখনোই...
09/12/2023

যে মন দেখতে পারে,
তার কাছে চেহারা মেটার করে না।
যে ভালোবাসতে জানে,
তার কাছে বাহ্যিক সৌন্দর্য কিছুই না।

প্রকৃত ভালোবাসা কখনোই-
ধন-সম্পদ কিংবা রুপ যৌ'বন দেখে হয় না,
ভালোবাসা সে তো মনের ব্যাপার!
এখানে কারোরই হাত থাকে না।

কাউকে ভালোবেসে আগলে রাখার জন্য-
একটি সুন্দর মনের বিকল্প কিছুই হয়না,
সে ভালোবাসার ঘরে হয়তো বিলাসিতা থাকে না,
কিন্তু! সে ঘর হয় একটি মানসিক শান্তির ঠিকানা।

ভালোবাসা সুন্দর, ভালোবাসা ভীষণ সুন্দর!
যদি মানুষ দুটি সঠিক হয়।
একে অপরকে আগলে রাখতে জানলে -
সারাজীবনই সম্পর্ক অটুট রয়।

"প্রকৃত ভালোবাসায় বাহ্যিক সৌন্দর্য কখনোই মেটার করে না"

__ রুমা রাণী ঘোষ - Ruma Rani Ghosh

#রাত #মিছিল #রুমারাণীঘোষ #উক্তি #লেখা #বাণী #লেখাঃ #লেখালেখি #গল্প #কবিতা #জীবন #বিষাক্ত
#কান্না

08/12/2023

" বাবার মৃত্যুর পর তোর সাথে আমার কোন রকমের সম্পর্ক থাকবে না পুতুল!
'পরশ ভাই এসব করার কি খুব প্রয়োজন?
তোকে সারাজীবনের জন্য মেনে নিতে পারবো না।এই মূহুর্তে তোকে বিয়ে করা ছাড়া উপায় নেই। তাই চুপচাপ সাইন কর এগ্রিমেন্ট পেপারে।

'আমাকে এতোই যখন ঘৃণা কর তাহলে বিয়ে কেন করছো? তুমি বরং জুলিয়াকে বিয়ে করো।জুলিয়া দেখতেও সুন্দরী।
আমি কাকে বিয়ে করবো সেটা নিয়ে তোকে ভাবতে হবেনা। তুই তোর কাজ কর।

পুতুল কাগজে সই করে দিলো। সবে ক্লাস টেনে উঠেছে পুতুল। পরশ তার আপন বড় চাচার ছেলে এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে।
পুতুল আর এক মূহুর্ত দেরি না করে নিজের মায়ের রুমে চলে আসলো।
সুফিয়া বেগম নিজের গয়নার বাক্স বের করে পুতুলের জন্য গয়না দেখছে। পুতুল পেছন থেকে সুফিয়া বেগম কে জড়িয়ে ধরে বলে আম্মু আমি বিয়ে করবো না।
'সে কি কথা পুতুল তোর বড় আব্বুর শেষ ইচ্ছে তোর আর পরশের বিয়ে দেখে যাবে।আর তোকে তো কোথাও নিয়ে যাচ্ছে না। তুই তো এখানেই থাকবি।তোর আটারো বছর হলে তখন আবার ধুমধাম করে বিয়ে দিয়ে পরশের ঘরে পাঠাবো।

'আমি পরশ ভাইয়াকে বিয়ে করবো না। তুমি জুলিয়াকে বিয়ে দাও।
'বালাই ষাট। আর এমন অলুক্ষুনে কথা মুখে আনবি না। পরশ হচ্ছে আমাদের হিরের টুকরো ছেলে।
পুতুল এবার কেঁদেই দিলো। পুতুল কি করে বোঝাবে পরশ তাকে পছন্দ করেনা। পরশ তো পুতুলকে দেখতেই পারেনা। সুফিয়া বেগমকে ছেড়ে দিয়ে দৌঁড় চলে আসলো দো তলায়। নিলুফা বেগম শুয়ে ছিলেন। পুতুল তার পাশে বসে তার হাত ধরে বলে,ও বড় মা বড় মা।আমি পরশ ভাইয়াকে বিয়ে করবো না।
নিলুফা বেগম ধড়ফড়িয়ে উঠে বসলেন। এই বাড়িতে আসার পর থেকে পুতুলকে তার ভিষন পছন্দ।
কিরে সে কি কথা মা! তুই পরশকে বিয়ে কেন করবি না।

'পরশ ভাইয়ার সাথে জুলিয়ার বিয়ে দাও খুব মানাবে।
',ওরে পাকা বুড়ি। তুই কি বুঝবি কি মানাবে আর কি মানাবে না। তোর সাথে পরশকে দারুণ মানাবে।
নীলুফা বেগমের রুমে আসতে চাইলে পুতুলের কথা শুনে দাঁড়িয়ে পরে পরশ। পুতুলের সব কথা শুনে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়।

পুতুল এবার নিলুফা বেগমকে জড়িয়ে ধরে বলে, আমি করবো না বিয়ে বড় আম্মু। পরশ ভাইয়াকে দেখলেই আমার ভয় করে। কেমন করে যেন আমার দিকে তাকায়!
- আগে ভয় পেতে কারন তখন তোর বড় ভাই ছিলো।এখন ভয় কেটে যাবে কারণ এখন সে তোর বর।
- আমি করবো না বিয়ে তুমি জানো একবার পরশ ভাইয়া আমাকে কি শাস্তি দিয়েছিলো!
- তোকে আবার কবে শাস্তি দিলো?
- তখন আমি ক্লাস থ্রিতে পড়ি। আমাদের ক্লাসের রাজু ছিলো

যে আঁখিতে আমায় নিয়ে লেখা হাজার উপন্যাস,,📖✍️সে আঁখিতে হোকনা আমার চিরদিনের বসবাস। 🥰
08/12/2023

যে আঁখিতে আমায় নিয়ে
লেখা হাজার উপন্যাস,,📖✍️
সে আঁখিতে হোকনা আমার
চিরদিনের বসবাস। 🥰

🥀❤️💛🥀🧡🧡🧡
25/10/2023

🥀❤️💛🥀🧡🧡🧡

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুগণ কেমন আছেন আপনারা
16/08/2023

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুগণ কেমন আছেন আপনারা

15/06/2023

কে বলতে পারে দেখি

11/06/2023

কখন জানি বলে টয়লেটে টিস্যুর পরিবর্তে সিরিজ কাগজ ব্যবহার করতে!😭😱😭😱😭😱

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Helal Bhola posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share