Kazi Muhammad Isha Mahmud

  • Home
  • Kazi Muhammad Isha Mahmud

Kazi Muhammad Isha Mahmud Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kazi Muhammad Isha Mahmud, Performance & Event Venue, .

16/12/2023

বিজয় দিবস
স্মৃতি সৌধ দর্শন

26/11/2023

আলহামদুলিল্লাহ
আমাদের ভাগিনা ২০২৩ এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে (GPA-5) প্রাপ্ত হওয়ায় তাকে অভিনন্দন জানাচ্ছি।

এর পাশাপাশি আরও যারা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে তাদের সকলকে জানাই অভিনন্দন।

সবাই তার জন্য দোয়া করবেন।

26/11/2023

আল্লাহর রঙ যাকে ছুঁয়েছে
সত্যের পথে সে-ই ডেকেছে
সাহসী হয়ে জাগো একবার
এই পথে নিয়োজিত ছিলো আবরার
ওমর-খালিদেরা ফিরেছে আবার
মুক্তির মিছিলে সম্মুখে ওই
দেশপ্রেম জাগ্রত বন্ধু আমার
দুর্দিনে কাঁধে কাঁধ-একসাথে রই
সীসাঢালা প্রাচীরেই-বিজয়টা অচিরেই
আসবে আবার।
সাহসের বাতি জ্বেলে ডাকে আবরার।

সংগ্রামী তরুণ ওই করে আহ্বান
মানুষের জাগরণে ওঠে কলতান
ওগো বন্ধু ঘুমন্ত-
জনপদে আবরার গেয়ে যায় গান।

ঘাতকেরা নিলো মা নয়নের মণি
আবরার আবরার শোনো এ ধ্বনি
জান্নাত হতে আসে মানিক তোমার
শতো শতো আবরার শোনো আগমনী
শহিদেরা মরেনা গো-মুছে ফেলো চোখ মাগো
কেঁদো নাগো আর।
সাহসের বাতি জ্বেলে ডাকে আবরার।

Song : ABRAR | আবরার
Lyrics : Kazi Isha Mahmud
Tune : H Ahmed
Vocal : Sadman | Abir | Hasib
Humming Voice : Hasan Nakib

Sound Design : Studio Bass
Video Maker : R Zaman

YouTube link:
https://youtu.be/9l9oHWy4sAc?si=pbIpJhbPetdaZcvR

20/11/2023

একটি অনিবার্য বিপ্লবের ইশতেহার

19/11/2023

চায়ের দোকানে ফুল এক কাপ চা কবে খেয়েছেন?
🤔🤔🤔

14/11/2023

আমার সন্তানকে রান্না শিখাতে কে অধিকার দিয়েছে।

28/10/2023

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২৮ অক্টোবরের মহাসমাবেশ।

06/10/2023

রেগে গিয়ে চিৎকার করে কথা বলা লোক গুলো সরল হয়, কিন্তু রেগে গিয়েও হেসে হেসে কথা বলতে পারে এমন লোক গুলোই ভয়ংকর হয়।

05/10/2023

আমিরে জামায়াতসহ সকল কারাবন্দীদের মুক্তির দাবিতে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের বিক্ষোভ মিছিল।

29/09/2023

স্বামীরা পরিবর্তন হয়ে যাওয়ার সব কয়টি কারণের মধ্যে প্রধান কারণ হচ্ছে -
"স্বামীর মুখে মুখে তর্ক করা"

26/09/2023

হাড্ডি কখনো গোস্ত হয় না
ছেলে-মেয়ে কখনো দোস্ত হয় না

25/09/2023

'চলো হারিয়ে যাই অজানা কোন ঠিকানায়'
না আপনি হারাতে না পারলেও হারিয়ে যাচ্ছে পরীক্ষার নম্বর। থাকছে না গ্রেড বা ডিভিশন।

অবশেষে দুই যুগ পর বাতিল হতে যাচ্ছে জিপিএ সিস্টেম।আর থাকছেনা জিপিএ ৫, গোল্ডেন এ+ সিস্টেম....!
২০২৬ সাল থেকে উঠে যাচ্ছে জিপিএ নম্বর, শুরু হবে চিহ্নভিত্তিক মূল্যায়ন।

🔲 চতুর্ভূজ
দেখে বুঝবেন তার যত্ন প্রয়োজন।

⚫ বৃত্ত
দেখে বুঝবেন তার উন্নতি হচ্ছে।

🔺 ত্রিভুজ
দেখে বুঝবেন অসাধারণ হয়েছে।

আসুন নতুন করে চতুর্ভূজ, বৃত্ত আর ত্রিভূজের ভিতরে লুকিয়ে থাকা রহস্য জানি, শিখি এবং মনে রাখি!

অবশেষে কবির ভাষায় বলতেই হয়-
"চলো মোরা মানুষ দেখতে চিড়িয়াখানায় যাই"।

19/05/2023

সীমাহীন জীবন
কাজী ইসা মাহমুদ

একাকী আনমনে বসেছিলাম নির্জনে,
দখিনা হাওয়া হুহু করে বইছে,
হৃদয়ে চিন চিন করে ব্যাথার গুঞ্জরণ।
আমি তো একা বড়ই একাকী
আলোর মাঝেও যেন অন্ধকার দেখি।
আমি আর আলোতে ফিরতে পারবো না এটা সুনিশ্চিত,
তবুও কে যেন পিছু ডাকে পথের বাঁকে,
ওই তো দেখো আলোর মিছিল আসছে,
মিছিলের মানুষগুলোকে যেন চেনা চেনা লাগছে।
আমি কি ওদের বন্ধু ছিলাম?
আজ কি ওরা আমায় দেখে চিনতে পারবে?
আমায় দেখে কি ওরা হাত বাড়িয়ে দেবে?
আমি তো জানি আমি অনেক দূরে চলে গেছি।
একদিন সবাইকে ছেড়ে চির বিদায় নিব
এমন কি কাজ করেছি আমি যার কারণে বন্ধুরা আমায় মনে রাখবে?
আমি তো পারিনি আমার নিজের হক আদায় করতে।
পারিনি প্রতিবেশী আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের হক আদায় করতে।
তবুও আমায় চলে যেতে হবে
চলে যেতে হবে বহুদূরে, সীমানা ছেড়ে কোন এক সীমাহীন জীবনে।
আমি কি সে জীবনের জন্য কিছু করতে পেরেছি?
সে জীবনে কি আমায় আফসোস করতে হবে?

মকবুল আহমাদকাজী মুহাম্মদ ঈসা মাহমুদমজলুম কাফেলার দুর্দিনের রাহাবার আমার প্রিয় ভাই মকবুল আহমাদমজলুম কাফেলা ভুলবে না কোনদ...
15/04/2021

মকবুল আহমাদ
কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ

মজলুম কাফেলার দুর্দিনের রাহাবার
আমার প্রিয় ভাই মকবুল আহমাদ
মজলুম কাফেলা ভুলবে না কোনদিন
শোধ কভু হবে না তোমার এই ঋণ।

শহীদি কাফেলার শহীদি মঞ্জিলে
কবুল করে নাও হে রহমান
দ্বীন কায়েমের নিবেদিতপ্রাণ
চলে গেল বাজিয়ে দুঃখের বীণ।

ভুলগুলো ফুল বানিয়ে
কবুল করিও দিনের আঞ্জাম
দুয়াগুলো কবুল করো হে সোবাহান
জান্নাতের শ্রেষ্ঠ মাকামে করিও আসীন।।

26/03/2021

রক্তে বিনিময় স্বাধীনতা
কাজী মুহাম্মাদ ঈসা মাহমুদ

চারিদিকে লাশ আর লাশ
ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত
ছবিগুলো যেন চেনা চেনা
এ যেন আমার বাবা ভাই বোন
আমারই আপন জনা।

পৈশাচিক বর্বরতার সীমা ছাড়িয়ে
রক্তের গঙ্গায় রাজপথ রাঙিয়ে
হানাদার মিলিটারির আক্রমণ
রাতের অন্ধকারে নিরীহ মানুষের প্রতি
সশস্ত্রবাহিনীর জুলুম নির্যাতন।

অকাতরে জীবন বিলিয়ে দিয়ে
ওরা খুঁজেছে মুক্তির পথ
ওরা সাহসী বীর সৈনিক
ওরা বাংলা মায়ের দামাল ছেলে
ওদের জন্য সাজিয়ে রাখি রথ।

অত্যাচারের গল্প শুনেছি কত
ইতিহাস সাক্ষী শত শত
দেখিনি ব্রিটিশ বাহান্ন একাত্তর
দেখেছি স্বাধীন দেশে ভাইয়ের প্রতি
জুলুম নির্যাতন অবিরত।

স্বাধীন দেশের স্বাধীন পতাকা
কলঙ্কিত যাদের হাতে
ওরা হায়না নরপশুর দল
ওদের সাথে নেই কোনো আপস
ওদের হঠাবো প্রতিঘাতে।

বসন্তের প্রকৃতি কাজী মুহাম্মদ ঈসা মাহমুদবাহারি রঙের পরশ ছড়িয়ে ফিরে এসেছে ঋতুরাজ বসন্ত,হিমেল হাওয়া নীরব আজিখুঁজে পেয়ে...
17/02/2021

বসন্তের প্রকৃতি
কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ

বাহারি রঙের পরশ ছড়িয়ে
ফিরে এসেছে ঋতুরাজ বসন্ত,
হিমেল হাওয়া নীরব আজি
খুঁজে পেয়েছে বিচ্ছেদের সীমান্ত।।

শিমুলের রক্ত মাখা মুখের হাসি
পলাশও আগুন ঝরায় রাশি-রাশি,
হরেক রকম ডালিয়ায় হৃদয় দোলে
কোকিলের মধুর সুর মনটা খুলে।।

নতুন পাতায় দোল খায় দখিন হাওয়া
শীতে আর থামে না পুকুরে ডুবিয়ে নাওয়া,
সবুজে ভরে গেছে আঙিনার চারদিক
হরিৎ পাতার মাঝে লাল ফুলের ঝিলিক।।

ভীমরাজ পাখির সাথে লাল ফুলের মিতালী
ফুলে ফুলে খাবার সন্ধানে ব্যস্ত বুলবুলি,
লাল ঠোঁটে ফুলের সঙ্গে একাকার শালিক
ফাগুনের ভোরে সোনা রোদের ফিক ফিক।।

গাঁদা ফুলের মালার অপেক্ষায় শহীদ মিনার
কনকচাঁপা সন্ধ্যামালতী ছড়ায় রূপের বাহার,
ফাগুনকে রাঙাতে জুঁই বকুল মাধবীলতা মধুমঞ্জুরী
কনকলতা পরিজাত দেবকাঞ্চন রূপায়িত করেছে প্রকৃতি।।

15/12/2020

বিজয় পতাকা
কাজী মোহাম্মদ ঈসা মাহমুদ

নীলিমার বুকে সবুজের ঢল
সবুজের মাঝে সূর্যটা লাল
রক্তের লাল সবুজে মাখা
সেই তো আমার বিজয় পতাকা।

এই পতাকা গায় জড়িয়ে
জীবন দিল আমার ভাইয়ে
হার মানেনি লাখো জনতা
রক্ত দিয়ে বিজয় লেখা।।

লাখ লাখ জীবনের বিনিময়ে
পেয়েছি একটি স্বাধীনতার দেখা
লাখো মা সম্ভ্রম হারিয়ে
এনেছে একটি বিজয় শিখা।।

মৌলিক চাহিদা পূরণ করতে
জীবন দিয়েছি আমরা বাংলাদেশী
জুলুম সহিনা জীবন বিলাই
দেশ মাতাকে বড় ভালোবাসি।

স্বাধীনতা হোক সবার জন্য
পাক সবাই সমান অধিকার
বিজয় কারো একার নয়
বিজয় দেশ মাটি জনতার।

আল্লামা নূর হোসাইন ক্বাসেমী আল্লাহ তায়ালার জিম্মায়। | http://krtvbangla.blogspot.com/2020/12/blog-post_13.html?m=1
13/12/2020

আল্লামা নূর হোসাইন ক্বাসেমী আল্লাহ তায়ালার জিম্মায়। | http://krtvbangla.blogspot.com/2020/12/blog-post_13.html?m=1

আল্লামা নূর হোসাইন ক্বাসেমী আল্লাহ তায়ালার জিম্মায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তায়ালা তাঁ...

আল্লামা নূর হোসাইন ক্বাসেমী আল্লাহ তায়ালার জিম্মায়।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতের...
13/12/2020

আল্লামা নূর হোসাইন ক্বাসেমী আল্লাহ তায়ালার জিম্মায়।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।
আল্লামা নূর হুসাইন কাসেমী ছিলেন একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ধর্মীয় বক্তা ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি একাধারে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, আল হাইআতুল উলয়ার সহ-সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি এবং জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা ও জামিয়া সোবহানিয়া মাহমুদ নগরের শায়খুল হাদিস ও মহাপরিচালক ছিলেন। হেফাজত আন্দোলন, খতমে নবুয়ত আন্দোলনসহ প্রভৃতি আন্দোলনে তিনি নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছিলেন এবং ইসলামি নেতা হিসেবে মুসলিম জনসাধারণের মাঝে তার ব্যাপক পরিচিতি ছিল। এছাড়াও তিনি প্রায় ৪৫টি মাদ্রাসা পরিচালনার কাজে যুক্ত ছিলেন।
জন্ম: ১০ জানুয়ারি ১৯৪৬
মৃত্যু: ১৩ ডিসেম্বর ২০২০
জন্ম স্থান: কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার চড্ডা নামক গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

03/12/2020

হৃদয় নিংড়ানো ভালোবাসা কবি আই জামান চমকের প্রতি।

30/10/2020

ফ্রান্স বয়কট এবং রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর অবমাননার প্রতিবাদে সাভারের কলমা এলাকার মিছিলের একাংশ। সকলের কাছে শেয়ার কামনা করছি

💖আহমাদ শফী স্মরণে💖কাজী মুহাম্মদ ঈসা মাহমুদআকাশে বাতাসে শুনি কান্নার আওয়াজলাখো ভাই দিয়ে যাচ্ছে স্ট্যাটাস,হৃদয়ে অঝোরে ঝ...
19/09/2020

💖আহমাদ শফী স্মরণে💖
কাজী মুহাম্মদ ঈসা মাহমুদ

আকাশে বাতাসে শুনি কান্নার আওয়াজ
লাখো ভাই দিয়ে যাচ্ছে স্ট্যাটাস,
হৃদয়ে অঝোরে ঝরছে রক্ত ক্ষরণ
শূন্যতা শূন্যই রবে হবে না পূরণ।।

চোখের জলে আঁখি ছল ছল
জানাজায় মানুষের উপচে পড়া ঢল,
কার জানাজা কে যাচ্ছে আজ
কে দেবে এমন বুখারীর রেওয়াজ।।

বয়োবৃদ্ধ অভিভাবক কওমি অঙ্গনের
চল্লিশ বছর আলো দিল জ্ঞানের,
তাকে জানাবো শেষ বিদায়ের ধ্বনি
যিনি ছিলেন ইসলামের মহাজ্ঞানী।।

বাংলা আর পাবে না এমন আলেম
যাকে দিল আল্লাহ সাগরসম এলেম,
আজ তার চলে যাওয়ার দিন
দিয়ে গেল মানুষকে আলোর ঋণ।।

আলোকিত মানুষেরা ছড়িয়ে যায় আলো
দূর করে দুনিয়ার আধার-কালো,
লাখো লাখো আলেমের ভালোবাসায় সিক্ত
তোমার বিদায়ে আজ আমরা রিক্ত।।

যুগে যুগে জন্ম হোক মহাজ্ঞানী
বলিষ্ঠ কণ্ঠে বলুক তাকবীর ধনী,
সবখানে পৌঁছে দিক কোরআনের বাণী
নতুন আলোয় ভরে যাক ধরণী।।

*****%মজার ভাদ্র%*****কাজী মুহাম্মাদ ঈসা মাহমুদভাদ্র মাসে হঠাৎ বৃষ্টির ফাঁকে ফাঁকে রোদ,শিয়াল নাকি বিয়ে করবে তাই বেঁধেছ...
10/09/2020

*****%মজার ভাদ্র%*****
কাজী মুহাম্মাদ ঈসা মাহমুদ

ভাদ্র মাসে হঠাৎ বৃষ্টির
ফাঁকে ফাঁকে রোদ,
শিয়াল নাকি বিয়ে করবে
তাই বেঁধেছে জোট।।

রোদ-বৃষ্টির খেলার মাঝে
পাকছে গাছে তাল,
তালের পিঠার সেই মজাটা
পাইনা কতকাল।।

সকাল হলেই গাছ তলাতে
তালের খোঁজে দৌড়,
দুধের সাথে তালের মজা
স্বাদে ফুলের মৌ'র।।

তালের সাথে ভাদ্র মাসের
হয়না কভু আড়ি,
কাঁঠাল পাতায় তালের পিঠা
খাইতে যাবো বাড়ি।।

মাগো তুমি শুনছো নাকি
আমার আসার খবর,
ছোট বেলার মজার পিঠায়
জমিয়ে দেবো আসর।।

ভাইয়ে ভাইয়ে করব মোরা
ভিশন মাতামাতি
গল্পকথায় কাটিয়ে দেবো
দিন কিংবা রাতি।।

ভাদ্র মাসে কৃষকের সেই
কাজের শেষের শান
গাইতো তারা মনটা খুলে
জারি সারি গান।।

শেষ ভাদ্রের বেকার সময়
হয়না তো আর দেখা
স্মৃতির পাতায় ভর করে
হচ্ছে ছড়া লেখা।

Address


Telephone

01719877566

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Muhammad Isha Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share