Single Bangladeshi

  • Home
  • Single Bangladeshi

Single Bangladeshi Number 1 most trusted matrimony service for Bangladeshi brides & grooms.

01/10/2022

বিয়ে তাকে করো না.
যে তোমাকে শুধু দামি দামি অলংকার বা শাড়ি কিনে দিবে!
"বরং বিয়ে তাকে করো
যে তোমাকে জীবন টাকে আরো সহজ এবং সুন্দর কারে সাজাবে।

30/09/2022

জীবনসঙ্গীর জন্য দুআটা এমন হোক!
হে রব!
আমায় এমন কাউকে দান করুন, যিনি দুনিয়া ও আখেরাতে আমার সঙ্গী হবে। আমাকে দ্বীনের পথে আগলে রাখবে। খুব করে ভালোবাসবে। এমন ভালোবাসা, যা পছন্দ করেন আপনি এবং আপনার রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হে রব!
উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দিন। যে হবে আপনার রঙে রঙ্গিন। আর ভালোবেসে রাঙিয়ে দেবে আমাকেও আপনার রঙে।
ওগো রব!
বাহ্যিক দ্বীনদারিত্ব অনেককেই আজ ঘায়েল করে বসেছে। উপরে দ্বীনদারিত্বের মোড়কে নিজেকে আগলে নিলেও, দিলে দ্বীনদারিত্ব আগলে নিতে পারেনি অনেকে। এমন লোক থেকে রব আমাকে হেফাজত করুন। এমন জীবনসঙ্গী দান করুন, যিনি দ্বীনদার, আর আমাকেও দ্বীনদার বানিয়ে আপনার পথে হাঁটতে শেখাবে।
হে অন্তরের মালিক!
ইলমহীন অন্তর একদম শূন্য। যেকোনো সময় শয়তান ধোঁকা দিতে পারে। এমন একজন জীবনসঙ্গী আমাকে দান করুন, যিনি দ্বীন পালনের মতো সঠিক জ্ঞান রাখে। এমন জ্ঞান যা সমাজে ফিতনা সৃষ্টি করে না। ঈমান ধ্বংস করে না। যার ইলম নিজেকে দ্বীনের পথে রাখতে পারে না তার থেকে আমাকে হেফাজত করুন!
এমন একজনকে দান করুন, যিনি শুধু ইলমের অধিকারী না, আমলেরও করেন যথাযথ পাবন্দি।
হে কা'বার মালিক!
ফিতনা ভরা যোগে একাকী ঈমান আগলে বাঁচা কঠিন।
হে পরওয়ারদিগার! এমন কাউকে দান করুন, যিনি ফিতনা থেকে আমাকে আগলে রাখবে। নিজেও ফিতনা থেকে বেঁচে থাকবে।
আমি যে একাকী আর ফিতনার সাথে লড়তে পারছি না মালিক!
আমাকে আপনার পছন্দের কাউকে মিলিয়ে দিন, যিনি শুধু আমাকে ভালোবাসবে না, সাথে আপনাকেও ভালোবাসতে শেখাবে। রব আমি যে আপনাকে ভীষণ ভালোবাসতে চাই! চাই প্রিয়মানুষটাকে সঙ্গে নিয়ে আপনার সিজদায় মন ভরে কাঁদতে।
হে আরশের অধিপতি!
এমন কাউকে দান করুন, যার মাধ্যমে পৃথিবীতে আসবে নেক সন্তান! যে হবে ইলমের ময়দানে আলিমগণের রাহবার আর জি-হা-দের ময়দানে মু-জা-হিদদের সিপাহসালার!
হে মালিক!
আমাদের এমন সন্তান দান করুন! যে জন্ম দেবে আপনার ঘর মসজিদে আকসা উদ্ধারকারী সন্তান। যে হবে গজওয়াতুল হিন্দের অংশীদার।
হে রব!
দ্বীনের পূর্ণতা দানে আমার জীবনসঙ্গীকে উত্তমরূপে আমার জীবনে মিলিয়ে দিন। সে যেন হয় সম্ভ্রান্ত পরিবারের সন্তান। যাকে দেখে এক দেখায় আমার মন ভরে যাবে। আর তখন আপনার দুয়ারে কৃতজ্ঞতা আদায় করে বলব—মালিক আলহামদুলিল্লাহ! আমি জিতেছি, চাওয়া জিনিসটা থেকেও আপনার কাছে ভীষণ বেশি পেয়েছি।
~আদিব সালেহ।

29/09/2022

নেককার স্ত্রী পেতে হলে...
আপনাকে আগে আল্লাহভীরু হতে হবে!

28/09/2022

যে মানুষটা সারাক্ষণ চিৎকার করে বলে বেড়ায়, আমি ব্যক্তিত্বের প্রেমে পড়ি আমি ব্যক্তিত্বের প্রেমে পড়ি!
দিনশেষে ওই মানুষ টাই সবার আগে সৌন্দর্যের প্রেমে পড়ে।

লেখা: সুমাইয়া আক্তার শিলা

28/09/2022

কখনো কখনো গন্তব্য নয়
গতিটা জরুরী,
কখনো আবার গতিতে কিছু যায় আসে না
গন্তব্য প্রয়োজন

27/09/2022

শতবার বুঝানোর পরও যে বুঝলো না।মনে করবে, তার বুঝশক্তি কম ছিল না।মূলত তার বুঝার কোন ইচ্ছেই ছিলো না!
লেখা: আদনান মাহমুদ

আমাদের প্যাকেজ সমুহ।
27/09/2022

আমাদের প্যাকেজ সমুহ।

দাম্পত্য জীবনে ব্যর্থ যে নারী!এককথায় একগুঁয়ে ও জেদী নারীরাই দাম্পত্য জীবনে ব্যর্থ এবং এমনকি আত্মীয়দের সাথেও সুসস্পর্ক গড়...
27/09/2022

দাম্পত্য জীবনে ব্যর্থ যে নারী!
এককথায় একগুঁয়ে ও জেদী নারীরাই দাম্পত্য জীবনে ব্যর্থ এবং এমনকি আত্মীয়দের সাথেও সুসস্পর্ক গড়তে ব্যর্থ। যে নারী সম্পর্ক গড়ার ক্ষেত্রে আবেগ-ভালোবাসা আর নমনীয়তার বিচক্ষণতা হারিয়েছে আর নিজের মতামত ও জিদকে প্রাধান্য দিয়েছে, সেই দাম্পত্য জীবনে সবচেয়ে বেশী ব্যর্থ হয়েছে। কিন্তু কেন?
(১) কেননা তখন সে স্বামীর সাথে টানাটানি ও ঠেলাঠেলিতে প্রবেশ করবে।বিজয়ের জন্য নিজের আমিত্বকে জাহির করতে চাইবে। আর তখনই সে স্বামীর জিদের সামনে পরাজিত হবে।এমনকি তার বিরুদ্ধে নিকটস্থ ব্যক্তিরাও জেদী হয়ে উঠবে। কেননা পুরুষরা জেদী স্ত্রী বা একগুঁয়ে বোনের সামনে আরো বেশী কঠোর ও জেদপ্রবণ হয়ে উঠে। কিন্তু নমনীয় নারীর সামনে তারা হয় কোমল।
(২) জেদী নারী ধারণা করে,সে যদি নিজের মতামতের উপর দৃঢ় থাকে এবং দ্বন্দ্বের ঝড়ে অটল থাকতে পারে,তবে সে বিজয়ী হবে। কিন্তু একথা ভুলে যায় যে,নিজের মতের ক্ষেত্রে জিদ করে যদি একটা বিজয় পেয়েও যায় কিন্তু বিপরীত দিকে সে এমন একটি হৃদয় হারাবে যে তাকে ভালোবাসতো।
(৩) অধিকাংশ ঘটনায় পণ্ডিতগণ সহজ-সরল নম্র ও আবেগপ্রবণ স্বামীভক্ত নারীদের প্রশংসা করেছেন।যে নারী নম্রতার সাথে স্বামীকে সঙ্গ দেয় ও তার ভালোবাসা আদায় করার কৌশল বুঝে,তাকেই স্বামী অধিকভালোবাসে ও তাকে আঁকড়ে রাখে।
(৪) ঝড় উঠলে তা চলে যাওয়ার জন্য যে নারী মাথা নামিয়ে নুয়ে পড়ে,সেই বুদ্ধিমান ও জ্ঞানী, তার পক্ষেই সংসারকে চিরকাল আঁকড়ে রাখা সম্ভব।কিন্তু যে নারী শুকনো গাছের মত মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে,সে মচকে যায় বা এমনভাবে ভেঙ্গে যায়- যা আর জোড়া লাগে না।
(৫) নিজের মতের উপর অটল জেদী নারীর বিশ্বাস হচ্ছে, আমিই বিজয়ী হব, তুমি পরাজিত হবে। এ নারী মূলত: অন্যকে ধ্বংস করার পূর্বে নিজেকেই ধ্বংস করে। সর্বদা আফসোসের জীবন অতিবাহিত করে। যার তিক্ততা সে ভোগ করে দুনিয়া ও আখেরাতে।
(৬) পারিবারিক কনসালটেন্সি বিভাগে কাজ করে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে:
একগুঁয়ে ও জেদী নারীদের পরিণাম শেষ হয় তালাকের মাধ্যমে। ফলে তারা পারিবারিক ও সামাজিক জীবনে হয় ব্যর্থ।
(৭) এক বেদুঈন নারী তার কন্যার বিদায়ের দিন যে উপদেশ দিয়েছিল তা অত্যন্ত চমৎকার প্রজ্ঞাপূর্ণ কথা এবং পরিক্ষীত সত্য। সফল স্ত্রীরা এর বাস্তবতাকে প্রমাণ করেছেন। উপদেশটি হচ্ছে: “ তুমি স্বামীর সামনে নিজেকে একজন দাসীতে পরিণত কর। দেখতে পাবে অচিরেই সে তোমার দাসে পরিণত হয়ে যাবে।”
ভালো পুরুষরা ধৈর্যশীল ও উদার হয়ে থাকে, কিন্তু নির্বোধ ও একগুঁয়ে-জেদী নারীরা তাদেরকে শত্রুতে পরিণত করে।
প্রফেসর আমীনা মাসআদ আল হারবী
সহকারী প্রফেসর, কিং আবদুল আযীয বিশ্ববিদ্যালয়, সৌদী আরব।
দাম্পত্য, পরিবার ও সমাজ বিষয়ক পরামর্শদাতা।
অনুবাদ: শাইখ আব্দুল্লাহ আল কাফী।

26/09/2022

কারো কাছ থেকে সম্মান ভালোবাসা বিশ্বাস
এগুলো জোর করে পাওয়া যায় না,
বরং এগুলো অর্জন করে নিতে হয়!

26/09/2022

'বোঝতে' এবং 'বোঝাতে' না পারার কারণে আজকাল অনেক সম্পর্ক'ই ভেঙে যাচ্ছে।

25/09/2022

জীবনসঙ্গীর জন্য দুআটা এমন হোক!

হে রব!
আমায় এমন কাউকে দান করুন, যিনি দুনিয়া ও আখেরাতে আমার সঙ্গী হবে। আমাকে দ্বীনের পথে আগলে রাখবে। খুব করে ভালোবাসবে। এমন ভালোবাসা, যা পছন্দ করেন আপনি এবং আপনার রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

হে রব!
উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দিন। যে হবে আপনার রঙে রঙ্গিন। আর ভালোবেসে রাঙিয়ে দেবে আমাকেও আপনার রঙে।

ওগো রব!
বাহ্যিক দ্বীনদারিত্ব অনেককেই আজ ঘায়েল করে বসেছে। উপরে দ্বীনদারিত্বের মোড়কে নিজেকে আগলে নিলেও, দিলে দ্বীনদারিত্ব আগলে নিতে পারেনি অনেকে। এমন লোক থেকে রব আমাকে হেফাজত করুন। এমন জীবনসঙ্গী দান করুন, যিনি দ্বীনদার, আর আমাকেও দ্বীনদার বানিয়ে আপনার পথে হাঁটতে শেখাবে।

হে অন্তরের মালিক!

ইলমহীন অন্তর একদম শূন্য। যেকোনো সময় শয়তান ধোঁকা দিতে পারে। এমন একজন জীবনসঙ্গী আমাকে দান করুন, যিনি দ্বীন পালনের মতো সঠিক জ্ঞান রাখে। এমন জ্ঞান যা সমাজে ফিতনা সৃষ্টি করে না। ঈমান ধ্বংস করে না। যার ইলম নিজেকে দ্বীনের পথে রাখতে পারে না তার থেকে আমাকে হেফাজত করুন!
এমন একজনকে দান করুন, যিনি শুধু ইলমের অধিকারী না, আমলেরও করেন যথাযথ পাবন্দি।

হে কা'বার মালিক!

ফিতনা ভরা যোগে একাকী ঈমান আগলে বাঁচা কঠিন।
হে পরওয়ারদিগার! এমন কাউকে দান করুন, যিনি ফিতনা থেকে আমাকে আগলে রাখবে। নিজেও ফিতনা থেকে বেঁচে থাকবে।
আমি যে একাকী আর ফিতনার সাথে লড়তে পারছি না মালিক!
আমাকে আপনার পছন্দের কাউকে মিলিয়ে দিন, যিনি শুধু আমাকে ভালোবাসবে না, সাথে আপনাকেও ভালোবাসতে শেখাবে। রব আমি যে আপনাকে ভীষণ ভালোবাসতে চাই! চাই প্রিয়মানুষটাকে সঙ্গে নিয়ে আপনার সিজদায় মন ভরে কাঁদতে।

হে আরশের অধিপতি!
এমন কাউকে দান করুন, যার মাধ্যমে পৃথিবীতে আসবে নেক সন্তান! যে হবে ইলমের ময়দানে আলিমগণের রাহবার আর জি-হা-দের ময়দানে মু-জা-হিদদের সিপাহসালার!

হে মালিক!
আমাদের এমন সন্তান দান করুন! যে জন্ম দেবে আপনার ঘর মসজিদে আকসা উদ্ধারকারী সন্তান। যে হবে গজওয়াতুল হিন্দের অংশীদার।

হে রব!
দ্বীনের পূর্ণতা দানে আমার জীবনসঙ্গীকে উত্তমরূপে আমার জীবনে মিলিয়ে দিন। সে যেন হয় সম্ভ্রান্ত পরিবারের সন্তান। যাকে দেখে এক দেখায় আমার মন ভরে যাবে। আর তখন আপনার দুয়ারে কৃতজ্ঞতা আদায় করে বলব—মালিক আলহামদুলিল্লাহ! আমি জিতেছি, চাওয়া জিনিসটা থেকেও আপনার কাছে ভীষণ বেশি পেয়েছি।

~আদিব সালেহ।

25/09/2022

আপনি যত বিনয়ী হবেন, সম্পর্কগুলো ততটাই সুন্দর এবং টেকসই হবে।
আর আপনি যদি বদমেজাজি হোন, কাছের বন্ধুরাও একটা সময় পর আপনার থেকে দূরত্ব বাড়াবে এবং আপনি নিঃসঙ্গতায় ভুগবেন।

"ভালোবাসা হলো একে অপরকে ক্লান্ত করা, কিন্তু কেউ হাল ছাড়ে না।"
23/09/2022

"ভালোবাসা হলো একে অপরকে ক্লান্ত করা, কিন্তু কেউ হাল ছাড়ে না।"

১. বিরক্ত হওয়ার বা করার কোন সুযোগ নেই২. সকল প্রোফাইল শতভাগ ভেরিফাইড৩. আপনার আপনার পছন্দমত ব্যক্তিকে আপনার তথ্য শেয়ার কর...
22/09/2022

১. বিরক্ত হওয়ার বা করার কোন সুযোগ নেই
২. সকল প্রোফাইল শতভাগ ভেরিফাইড
৩. আপনার আপনার পছন্দমত ব্যক্তিকে আপনার তথ্য শেয়ার করতে পারবেন।
৪. আমাদের সব গুলো প্রফাইল আপডেট
৫. ওয়েবসাইটটি ব্যাবহার করা খুবি সহজ
৬. বয়স, উচ্চতা, পেশা, অবস্থান ইত্যাদি সার্চ ফিল্টার এর মধ্য দিয়ে খুঁজে নিন আপনার জীবন সঙ্গীকে

www.singlebangladeshi.com

22/09/2022

সৎ সঙ্গী না থাকলে একা থাকাই উত্তম
সৎ সঙ্গী থাকলে সঙ্গী নিয়ে থাকাই উত্তম
- সিংগেল বাংলাদেশী

21/09/2022

সবার এমন একটা মানুষ থাকুক
কতটা ভালো আছে
ঠোঁটের হাসিতে নয়, চোখ দেখে জানুক

Single Bangladeshi is a free online match-making platform that is formed with the intention of bridging the gap that Mus...
20/09/2022

Single Bangladeshi is a free online match-making platform that is formed with the intention of bridging the gap that Muslim men and women face in finding a free matrimonial service that caters to their needs.
https://www.singlebangladeshi.com

20/09/2022

ভালোবাসা' কখনো বলে বুঝানো যায় না, শুধু মনের গভীরতা দিয়ে সেটা অনুভব করতে হয়। আর যে ভালোবাসাটা অনুভব করতে পারে সে সকল পরিস্থিতিতে শেষ অবধি পর্যন্ত প্রিয় মানুষটির পাশে থেকে যায়

19/09/2022

গায়ের রং ফর্সা হলে'ই মানুষ সুন্দর হয় না,
মানুষ সুন্দর হয় তার চরিত্রে, স্বভাবে
প্রতিষ্ঠানের বড় বড় ড্রিগ্রি থাকলেই মানুষ
শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বের দ্বারা

19/09/2022

উচিত এবং সত্য কথা বলতে গেলে,
যে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে,
সে সম্পর্ক নষ্ট করে দেওয়ায় উত্তম

18/09/2022
18/09/2022

তোমার প্রতি রাগ অভিমান জমে পাহাড় হয়ে যায় অথচ এই অভিমান এই রাগের
তোমার কোনো আগ্রহ নেই, আমি বুঝি না তোমার ভালোবাসা প্রিয়
তার চেয়ে বরং তুমি ভালোবাসি না বলিও
শত ব্যথা লুকিয়ে যখন আমি বলি ভালো আছি
অথচ তা মেনে নিয়ে তুমি কোনো প্রশ্ন করো না
এই গ্লানি চোখ
বিষণ্ণ চেহারা, ঠোঁটের মিথ্যে হাসি দেখেও
তুমি বুঝো না, আমি কেমন আছি
আমিও বুঝি না তোমার ভালোবাসা প্রিয়, তার চেয়ে বরং তুমি ভালোবাসি না বলিও ৷
যখন বড্ড নিঃসঙ্গতায় ভোগি, যখন এই নিঃসঙ্গতায় তোমাকে ভীষণ প্রয়োজন হয়
তখন তুমি ব্যস্ততার অজুহাতে দূরত্ব বাড়াও
আমি বুঝি না তোমার ভালোবাসা প্রিয়, তার চেয়ে বরং
তুমি ভালোবাসি না বলিও ৷
কখনো এই আকাশে মেঘ জমলে, অশ্রু ঝরলে
এক ফোটা রৌদ্র এনে দিয়ে
এই অশ্রু শুকাতে পারো'নি, বরং ঝড় আসার সম্ভবনা দেখিয়েছো, কখনো আঁধারে ডুবে গেলে
এতটুকু আলো নিয়ে এসে পাশে দাঁড়াওনি
আমি বুঝি না তোমার ভালোবাসা প্রিয়, তার চেয়ে বরং তুমি ভালোবাসি না বলিও ৷
তোমার ভালোবাসা দেখে, আমি ভালোবাসার
সংজ্ঞা ভুলে গেছি
কবির কবিতা পড়ে দেখেছি
আমি ভালোবাসার ভুল পথে হাঁটছি, এই ভালোবাসা
শুধু'ই একতরফা
এবার নিচ্ছি বিদায় প্রিয়, তার চেয়ে বরং তুমিও ভালোবাসি না বলিও ৷
তার চেয়ে বরং ভালোবাসি না বলিও

মুগ্ধ করার মতো সমস্ত সৌন্দর্য ধারণ করেও নিজেকে পর্দার আড়ালে রাখার সিদ্ধান্ত নিতে পারা, সৃষ্টিকর্তার অপূর্ব এক ‘রিযিক’। অ...
17/09/2022

মুগ্ধ করার মতো সমস্ত সৌন্দর্য
ধারণ করেও নিজেকে পর্দার আড়ালে
রাখার সিদ্ধান্ত নিতে পারা,
সৃষ্টিকর্তার অপূর্ব এক ‘রিযিক’।
অমূল্য এক ‘নেয়ামত’।

15/09/2022

একবার ঠকে যাওয়া মানানসই কিন্তু বার বার ঠকে যাওয়া বোকামি। বিশ্বাস একবার করা যায় কিন্তু বার বার নয়।বিশ্বাস তাকেই করো যে বিশ্বাসের মূল্য বুঝে।

14/09/2022

বিয়ে করলে এমন একজনকে দেখে শুনে বিয়ে করুন। যে কিনা

৥আপনার হক ঠিক মত আদায় করবে।
৥আপনাকে চিন্তা মুক্ত রাখবে।
৥আপনার সাথে সদাচারণ করবে।
৥যার স্পর্শে আপনার ঈমান বৃদ্ধি পাবে
৥আপনাকে আল্লাহর জন্য অন্তর থেকে ভালবাসবে।
৥আপনার বিপদ-আপদে আপনাকে সাহায্য করবে, সবর ধারণ করার শক্তি যোগাবে এবং সঠিক পরামর্শ দিবে।

14/09/2022

বিয়ে করতে হলে প্রতিষ্ঠিত হতে হবে কেন?
মানিয়ে নেয়ার মত একজন হলেই জীবন সুন্দর।
প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিজ প্রচেষ্টা এবং আল্লাহর রহমত!

13/09/2022

শুধু মাত্র দৈহিক নয় বরং অন্তরের
সৌন্দর্যকেই গুরুত্ব দেওয়া উচিত!
তারচেয়েও মূল্যবান হচ্ছে
বিশ্বস্ত ও দ্বীনদার জীবনসঙ্গী!

বিয়ে হচ্ছে দুটি মনের পবিত্র মিল বন্ধন ও স্বামী-স্ত্রী একে অপরের সাথে সারাজীবনের সুখে থাকার প্রতিশ্রতি। জীবনের এই নতুন অধ...
12/09/2022

বিয়ে হচ্ছে দুটি মনের পবিত্র মিল বন্ধন ও স্বামী-স্ত্রী একে অপরের সাথে সারাজীবনের সুখে থাকার প্রতিশ্রতি। জীবনের এই নতুন অধ্যায় শুরু করার জন্য প্রয়োজন দুজনের আস্থা, ভালোবাসা ও সৎ মানসিকতা। মনের মত প্রিয় জনকে খুজঁতে ভিজিট করুন

Welcome to Single Bangladeshi. We're committed to helping our members find the best possible matches. There are plenty of online matching websites to choose from but what makes Single Bangladeshi unique is our exclusive focus on catering to Bangladeshis seeking matching and marriage while adhering t...

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Single Bangladeshi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share