Arijit Basu Creative window

  • Home
  • Arijit Basu Creative window

Arijit Basu Creative window platform for cultural , educational and social communication .Infotainment window.

নববর্ষের সকালে টিম শ্রুতিশৈলী চিরচেনা চিরনতুন
14/04/2024

নববর্ষের সকালে টিম শ্রুতিশৈলী
চিরচেনা চিরনতুন

মহিষাদলের বিভিন্ন জনবহুল রাস্তার পাশে আমাদের অনুষ্ঠানের হোডিং
28/09/2023

মহিষাদলের বিভিন্ন জনবহুল রাস্তার পাশে আমাদের অনুষ্ঠানের হোডিং

তোমাকে ওই আদরের চেয়ে বেশি কিছু বলা যায় কি?✍তিতাস বন্দোপাধ্যায়
21/09/2023

তোমাকে ওই আদরের চেয়ে বেশি কিছু বলা যায় কি?
✍তিতাস বন্দোপাধ্যায়

 #শ্রুতিশৈলী    #সকলের_কথা ানে_পুরোনো_হয়_না_কোনোদিনই রবিবার হলদিয়ার "খোলা আকাশ" -এ সকলের কথা পরিবারের আমন্ত্রণে টিম শ্রু...
09/09/2023

#শ্রুতিশৈলী #সকলের_কথা
ানে_পুরোনো_হয়_না_কোনোদিনই
রবিবার হলদিয়ার "খোলা আকাশ" -এ সকলের কথা পরিবারের আমন্ত্রণে টিম শ্রুতিশৈলীর আবৃত্তি প্রযোজনা "আদর এখানে পুরোনো হয়না কোনদিনই"

14/01/2023

কিছুটা পথ অন্তত একসাথে হাঁট
পল্লব সেনগুপ্ত

সবটা না হোক, কিছুটা পথ অন্তত একসাথে হাঁট,
হাওয়ারা হাত ধরে চলুক পাশাপাশি,
চিনাও নিজের গন্ধ,
দূর কখনও কখনও ভুল তথ্য দেয়,
চলতে চলতে কিছুটা উষ্ণতা ভাগাভাগি করে দেখো,
কতটা আদুরে মনে হয় কাছের সময়, ভাল লাগে কিনা? ছেড়ে যদি যাও, যাও, সমন্বয় যদি লাগে করে নাও,
যদি মানানসই হয় পরিকল্পনা মাফিক নদীটা পেরোও,
সব কিছু কখনও পরিকল্পনা মাফিক হয় না
হাঁটতে হাঁটতে শিখে নাও ভালবাসা
চলতে চলতে জানো
অমিল মিলিয়ে নাও,
এক শ এক শ কিছুই মিলবে না
ছাড় দিয়ে দেখ উদারতা তোমাকে পথ দেখায় কিনা?
অন্যকে গুরুত্ব দিয়ে নিজেকে গুরুত্বপূর্ণ করে নাও,
সবটা না হোক কিছুটা পথ অন্তত একসাথে হাঁটো
ভাগাভাগি করে দেখো কিছুটা সময়
তারপর না হয় ঠিক করে নাও কতটা এগুবে?

জানুয়ারি ১৫ ২০২৩

Regard to Respected D.M. PURBA MEDINIPUR Anchoring on stage ....Mahishadal press corner Bosonto utsav
25/12/2022

Regard to Respected D.M. PURBA MEDINIPUR
Anchoring on stage ....Mahishadal press corner Bosonto utsav

25/12/2022

বড়দিনের বড় আশা
শিখা ঘোষ

আজ পঁচিশে ডিসেম্বর,
মহামানব যীশু খ্রিস্টের জন্মদিন,
নতুনভাবে সেজে উঠেছে গির্জা সহ প্রাঙ্গণ।
আলো, ফুল ,পাতা আরও নানান সম্ভারে সাজানো,
নতুন করে রং করা গির্জা ঝকমক করছে যেন।
সামনের সাজানো মাঠে চলছে নানা রকম খেলাধুলা- মজা ,অনুষ্ঠানের আয়োজ ।
উপস্থিত সুসজ্জিত ঝলমলে নানা বয়সী মানুষজন।
গীর্জার সামনের রাস্তার দুধারে বসেছে নানান খাদ্য সামগ্রী ও জিনিসের মেলা।
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আরও বেশি উজ্জ্বল উচ্ছল হয়ে ওঠে সমস্ত জায়গাটা।
তারই মাঝে গির্জার প্রধান ফটকের এক কোণে , কোনও রকমে একটু জায়গা জোগাড় করে ,বসে আছে ছেলেটি।
সামনে রাখা আছে কিছু টুপি,
যদি কেউ কেনে সেই আশায় ।
কনকনে ঠান্ডায় শতশ্চ্ছিন্ন চাদরে ঢাকা ছেলেটিকে এড়িয়ে,
উৎসব মুখরিত মানুষজন ঢুকে যায় গির্জায়
এক প্রায় নগ্ন মহাপুরুষের উদ্দেশ্যে।
ছেলেটির অনন্ত অপেক্ষা ,যদি কিছু টুপি বিক্রি হয়,
একটি মোমবাতি কিনে জ্বালবে সে,
মহাপুরুষের পায়ের কাছে,
বিশ্বের সকলের শান্তি কামনায়।
ছোট্ট ছেলের বড় আশা পূর্ন কর হে প্রভু ।

25/12/2022

বড়দিন।

শুভ্রাশ্রী মাইতি।

আজ বড়দিন।
বিবর্ণ, ধূসর, কেজো দিনগুলোকে বাক্সবন্দী করে
আজ ব্যাগের ভেতর গুছিয়ে ভরেছি বেশ কিছু
আলোরঙা কেক, আনন্দগন্ধী মিষ্টি, খুশীমাখা দুষ্টু মিষ্টি চকোলেট
আর পাখিডানার মতো হালকা হাওয়া ভরা বেলুন...
ছোট ছোট টুং টাং সোনালী ঘন্টাও নিয়েছি বেশ কিছু মনে করে।

“আশ্রয়"-এর মরচেধরা বড় গেটের সামনে এসে দাঁড়াতেই
রঙচটা ছেঁড়া-ফাটা পুরানো জীবনটাকে পেছনে ফেলে
প্রতিবারের মতো হই হই করে ছুটে এল
সরলতা মাখা এক দল ছোট,ছোট মাটির যীশু...
ঘাম, নুন, রক্ত আর খিদের কালো কালো দাগ সারা শরীর জুড়ে,
অদৃশ্য ক্রুশের মতো তাদের শরীরে বেঁধানো
দারিদ্র্য, অবহেলা, ঘৃণা আর অবিচারের শক্ত কঠিন পেরেক।
তবু ভালোবাসা দিয়ে সেটুকু জয় করবে বলে
আলোর হাসিতে হেসে ওঠে তারা খিলখিলিয়ে...
মাটি যেভাবে ভিজে ওঠে আকাশের মেঘ দেখে
নদী যেভাবে নেচে ওঠে মোহনার ঢেউ দেখে
বৃক্ষ যেভাবে হেসে ওঠে ফলের সম্ভার দেখে...
ঠিক যেভাবে এক আলোর শিশু হেসে উঠেছিল
বেথেলহেমে আস্তাবলের মাটিতে মানুষকে ভালোবেসে...

এখন আমার চারপাশে শুধু রঙিন ফুলের মেলা
একরাশ প্রজাপতি ডানার আশ্চর্য ওড়াওড়ি
আনন্দ গড়িয়ে পড়ছে ফুল থেকে ফুলে ফোঁটায় ফোঁটায়
মধু যেভাবে গড়িয়ে পড়ে মৌচাক থেকে টপটপিয়ে...

খুশীরঙা বেলুনগুলো নীল আকাশে উড়িয়ে দিতেই
বাতাসে বাতাসে কাপাস তুলোর মতো ছড়িয়ে গেল
জিংগল বেলসের আশ্চর্য মায়াময় সুর...
"আশ্রয়"-এর মোরাম বিছানো লাল পথ জুড়ে
সাদা তুষারের নরম মাখন প্রলেপ।
স্বপ্নে দেখা সেই আশ্চর্য শ্লেজগাড়ীটা এগিয়ে আসছে ক্রমশঃ সাদা তুষারপথে
ক্রিসমাস ক্যারোল বেজে উঠল কোথাও আনন্দ সুরে...

গাড়ী থেকে নেমে আসছেন এক দীর্ঘদেহী, অনিন্দ্যসুন্দর আলোক পুরুষ
স্নেহ ঝরছে তাঁর শান্ত দু'চোখের পাড় ধরে
পরনে তাঁর সেই চিরপুরাতনী আনন্দঘন পোশাক
খুশির লাল রঙ লেগেছে আকাশের লাজুক গালেও...
বিরাট উপহারের থলি থেকে বেরোচ্ছে একের পর এক
আশ্চর্য সোনা মাখা উপহার---
প্রেম, ক্ষমা, আনন্দ, ভালোবাসা আর আবেগ...
পাখির মতো মেঘডানা মেলে তারা ঢেকে দিচ্ছে
আনাচে কানাচে জমে ওঠা সবটুকু অপমান আর অন্ধকারের আবর্জনা
বিবর্ণ ক্রুশের গায়ে এসে পড়ছে নরম তুলতুলে আলো,ভালোবাসার...

একটা উপহারের আশায় হাত পেতে বসে আছি আমিও।
চোখের জলের ঢেউয়ে ভেসে যাচ্ছে আমার নদীবুক
আসবেন... তিনি আসবেন...ঠিক...
তাঁর হাতের পাতায় স্পষ্ট দেখেছি
পেরেকের শুকিয়ে আসা প্রতিটি ক্ষতের উৎসমুখ...

আজ বড়দিন, তবু চার্চে যাওয়া হয়ে ওঠেনি আর
তাঁর অনন্ত ছায়াময় আশ্রয়ে এসে দাঁড়ালে
তেল-কালি-মাখা সমস্ত ছোট,ছোট দিন
বড়দিন হয়ে ওঠে, এভাবেই, বার বার...

____________________________________________

08/09/2022

Song: Mera kuchh SamanSinger: Asha BhosleLyricist : GulzarMusic Director : RD BurmanMovie : Ijajat সবাই শুনবেন, প্রত্যেকের মূল্যবান মন্তব্য আমাকে সামনের দিকে...

07/09/2022

❤❤❤

04/09/2022

Bangla Kabita | Office Time | অফিস টাইম | Chandrima Kundu Dutta | Santanu Dey PoemsPoem - Office Time | অফিস টাইমRecited By - Chandrima Kundu DuttaPoet - Sa...

31/08/2022
31/08/2022

It's a Bharatnatyam recital, combination of two small pieces. 1st is Ganesh Mantra..Lyrics:-Vakratunda mahakaayaSuryakoti samaprabhaNirvighnam kuru me devaSa...

08/08/2022

Original song creditSong: Sivuni anaAlbum/Movie: Bahubali-The beginningArtist name: Prabhash, Anushka, Tamannaah, Rana Daggubat, Satya Raj, Ramya Krishnan, N...

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Arijit Basu Creative window posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share