31/12/2021
শেষ চিঠি
#লেখক আদ্রিয়ান আহমেদ ইমন::
কোন এক নভেম্বরের সকাল, শীত আসি আসি করছে, শীতের শুষ্কতার মত, আমার মনটাও শুকিয়ে গেছে, যেদিন থেকে বুঝতে শিখেছি ভালোবাসা মানে কি। প্রেমিকা মানে কি। সেদিন থেকে তাকে ভীষণ আপন ভেবেছিলাম, কিন্তু সে যখন, ৩ সত্যি নামক ছুরি দিয়ে সম্পর্কটা কেটে দিলো তখন নিজেকে পৃথিবীকে বাঁচিয়ে রাখার কোন ইচ্ছা ছিল না। কিন্তু আমাকে বাঁচতে হবে আমি জানি এই স্বার্থপর পৃথিবীতে আর কেউ নেই। সে আবেগের বশে ভুল করতেই পারে কিন্তু সেটা ভাঙ্গানোর দায়িত্ব আমার, সে আমার সুখের সময় পাশে থাকলেও আমি তার দুঃখের সময় পাশে থাকতে চাই।
তো যাই হোক এরকম একটা শীতের সকালে দাঁড়িয়ে আছি প্রাক্তন এর বাসার জানালার নিচে , মেঘলাকে একটা চিঠি দেওয়ার জন্য আমার মনের সমস্ত শক্তি এক করে আজকে এই চিঠিটা দিতে এসেছি। কারন আমি একদিন মেঘলাকে জিজ্ঞেস করেছিলাম আমি যদি তোমাকে একটা চিঠি দিয়ে সেটা কি তুমি নিবে??????? সে বলেছিল না।
আমি কারো থেকে রিসেট হলে দ্বিতীয় বার তার কাছে যায় না, কিন্তু মেঘলা সে একটু আলাদা তাই তার কাছে আবারও এসেছি শেষ চিঠিটা নিয়ে।
চিঠিতে লেখা নিচে তুলে ধরা হলো।
প্রিয় মেঘলা
আশা করি ভালো আছো। ভালো থাকারই কথা আমি ছিলাম তোমার জীবনে অশান্তির কারণ তুমি খুব ভালো করেছো তোমার জীবন থেকে আমি নামক কাটাটা কে দূর করে দিয়ে। কিন্তু কি বলতো এই স্বার্থপর পৃথিবীতে তুমি আমার সাথে যেটা করেছো সেটা অন্য আরেকজন তোমার সাথে করবে। তাইতো খোদার কাছে প্রতি মোনাজাতে বলি আমার সাথে যা হয়েছে তোমার সাথে যেন তা না হয়, বিশ্বাস করো সেটা তুমি সহ্য করতে পারবে না জীবনে জীবিত মানুষরা হারিয়ে গেলে যে কত বেদনা সেটা যে হারিয়েছে সেই বুঝবে. যাইহোক পত্রের শুরুতে আমার ভালোবাসা নিও, আমি জানি!!! তোমাকে ভালোবাসা জানানোর মতো কোনো অধিকার আমার নেই কিন্তু আমার কাছে তুমি এমনই একজন যাকে শুধু ভালবাসতে ইচ্ছা করে। তাই দয়া করে রাগ করোনা অন্তত দশটা মিনিট এই পাগলটাকে সহ্য করো। কথা দিচ্ছি তুমি না চাইলে আর কখনো সামনে আসব না।
দেখো তুমি যদি জীবনে সুখী হও তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আমার সুখের জন্য তোমাকে ধরে রাখাটা হবে স্বার্থপরতা। আর যাই করি কখনো তোমার কাছে স্বার্থপর অপবাদ শুনতে পারবো না। কিন্তু বলতো জীবনে তোমাকে সুখ দেওয়ার মতো সামর্থ্য আমার ছিল, কিন্তু তার পরেও তুমি চলে গেছো, ভয় নেই তাই বলে তোমায় বলবো না অপরাধী বলবো না বেইমান, কারণ যাই হোক দিন শেষে তুমি আমার ভালোবাসা, তোমার অপমানটা আমার গায়ে বাঁধে। তুমিহীনা যখন আমার জীবন আধার কালো অন্য সূর্যকে তোমার আকাশ তখন ঝলমলে আলো। তবে একটা কথা প্রথম যেদিন তুমি বলেছিলে সম্পর্ক শেষ সেদিন ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না, কিন্তু দেখো প্রায় একটা মানুষ কাটিয়ে ফেলেছি সময় সময়ের গতিতে এগিয়ে চলছে তোমাকে ছাড়া আমার জীবন চলছে। প্রকৃতি কখনো শুন্যস্থান পছন্দ করে না সে হয়তো তোমার জায়গা অন্যকে দিয়ে পূরণ করে দেবে। কিন্তু আমার কাছে তোমার অভাব কখনোই পূরণ হবার নয় কখনো তোমাকে ভোলা আমার পক্ষে সম্ভব নয় শুধুমাত্র মৃত্যু ছাড়া, সেদিনই তোমায় আমি ভুলে যাব যেদিন মৃত্যু আমাকে আপন করে নেবে, তোমার নাম আমার দেহের প্রতিটি শিরায়-উপশিরায় গাঁথা রয়েছে, যা মৃত্যু নামের রাবার ছাড়া মোছা সম্ভব নয়।
তোমার মূল্যবান সময় নষ্ট করব না কিছু প্রশ্ন করছি পারলে উত্তরটা দিও।
যদি ছেড়ে যাওয়ার ছিল তাহলে কেন ঝরিয়েছিলে মিথ্যে মায়ায়????
আর হঠাৎ তোমার এত পরিবর্তন এর কারণটা কি???
আমি সত্যি বিশ্বাস করি তুমি যে পর্যায়ে আছে তার থেকে অনেক ভাল মেয়ে কিন্তু তাহলে কেন তোমার এত পরিবর্তন???
তাহলে সবই কি তোমার চারপাশের পরিবেশের প্রভাব।
তুমি দিনে দিনে আরও খারাপ পথে চলে যাচ্ছ যা পরবর্তীতে তোমার জীবনে হুমকি হয়ে দাঁড়াবে, তোমাকে নিয়ে তোমার বাবা-মা এবং আমার অনেক স্বপ্ন, আমি চাই এবং তারাও চাই তুমি যেন জীবনের উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারো, আমার স্বপ্নটা পূরণ না করলেও তুমি তাদের স্বপ্নগুলো পূরণ করুক তারাই তোমার সব পৃথিবীর মানুষগুলো বড়ই স্বার্থপর কেউ তোমার পাশে থাকবে না শুধুমাত্র তোমার বাবা মা ছাড়া। নিজের একটা ভুলের জন্য কখনো নিজের বাবা-মাকে হারিও না তাদের কষ্ট দিও না। তুমি শুধু ভাবো আমার কি নেই অন্য কেউ যদি পারেন তাহলে আমি কেন পারব না সেও মানুষ আমিও মানুষ সে পারলে আমি অবশ্যই পারবো।
আর জীবন চলার পথে কখনো বাধা পেলে নিজের বিবেক কে প্রশ্ন করবে, বিবেক এ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত যেখানে কখনো ভুল বিচার হয় না, বিবেকহীন মানুষ পশুর মত।
আশা করি কথাগুলো মনে রেখে জীবনে অনেক সফল হবে
আর জীবনে অসৎ সঙ্গ ছেড়ে দেবে কারণ কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস।
ভালো থেকো সুস্থ থেকো বিদায় প্রিয় মেঘলা
ইতি
তোমার শুভাকাঙ্ক্ষী
আদ্রিয়ান আহমেদ ইমন।
এটা আমার প্রথম গল্প যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর বানান ভুল ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ।