MD mazharule islam

  • Home
  • MD mazharule islam

MD mazharule islam Truth is always unpopular with everyone

অপেক্ষারর প্রহর.....
02/10/2022

অপেক্ষারর প্রহর.....

02/10/2022
স্বপ্ন পুরনের আর একটু বাকী
17/09/2022

স্বপ্ন পুরনের আর একটু বাকী

14/09/2022

কালকে ইংরেজি পরিক্ষা 🥺🥺 তাই হালকা বিনোদন 🥱🥴

ইয়া আল্লাহ! আপনি সিলেটবাসীর উপর রহম করুন।
18/06/2022

ইয়া আল্লাহ! আপনি সিলেটবাসীর উপর রহম করুন।

28/05/2022

আপনার প্রফেশনাল ডিগ্রি আপনাকে হয়তো সুন্দর একটা দুনিয়া দিবে!

আর সঠিক ধর্মীয় জ্ঞান আপনাকে সুন্দর একটি পরকাল দিবে।
া_আল্লাহ!

আমাদের কাছে পাবেন আস্থা যোগ্য ফ্রেশ কন্ডিশন TipTop বাইক  ।বিশ্বস্থের সাথে থাকছে সমস্ত কাগজ পত্রের ১০০% বৈধ্যতার গ্যারান্...
11/05/2022

আমাদের কাছে পাবেন আস্থা যোগ্য ফ্রেশ কন্ডিশন TipTop বাইক ।

বিশ্বস্থের সাথে থাকছে সমস্ত কাগজ পত্রের ১০০% বৈধ্যতার গ্যারান্টি ।

🎗 বিশেষ দৃষ্টান্ত 🎗 বাইক দেখে টেষ্ট ড্রাইভ দেয়ার জন্য শো-রুম এ আসার আমন্ত্রণ রইলো‌ ।।।।

দেখে শুনে বাইক কিনুন, সকল যামেলা থেকে এড়িয়ে চলুন, সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি, আপনার আস্থা ও বিশ্বাসের স্থানই আমাদের অন-লাইন প্রতিষ্ঠান,
""
খাঁন মটরস্"

ক্রেতা আর্গ্রহীদের কে নিচের নাম্বার এ যোগাযোগ করার আমন্ত্রণ রইলো,

⭕ ঠিকানা :-আলম সুপার মার্কেট, ঝাড়বাড়ী হাট,বীরগঞ্জ, দিনাজপুর
মোবাইলঃ০১৭২১৯১৭০৮০

✅তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।💖💖পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা💖💖      💞💝"ঈদ মুবারাক"💝💞ঈদ আপনার পরিবারে বয়ে আনুক অনাব...
28/04/2022

✅তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

💖💖পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা💖💖

💞💝"ঈদ মুবারাক"💝💞

ঈদ আপনার পরিবারে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি। সারাবিশ্বে ছড়িয়ে পড়ুক শান্তির পরশ এই কামনায়....

শুভেচ্ছান্তে:-
মোঃ মাজহারুল ইসলাম

20/04/2022

ফিরবে না আর কোন দিন - আলমগীর আযাদ (মামা) রমজানের বরকতে তেনাকে এবং আমাদেরকে ক্ষমা করুন।

আমি তো যেমনি ছিলাম তেমনি আছি।
15/04/2022

আমি তো যেমনি ছিলাম তেমনি আছি।

ডিসকভার ১২৫  লাভারদের জন্য থাকছে এবার ঈদে নতুনের কন্ডিশনের বাইক।তাই দেরি না করে চলেআসুন আমাদের নিকট ভিজিট করে যান আমাদের...
15/04/2022

ডিসকভার ১২৫ লাভারদের জন্য থাকছে এবার ঈদে নতুনের কন্ডিশনের বাইক।
তাই দেরি না করে চলেআসুন আমাদের নিকট ভিজিট করে যান আমাদের শো রুম টি
খাঁন মটরস্ ঝাড়বাড়ী হাট
আলম সুপার মার্কেট
প্রয়োজনে যোগাযোগ
01707410106

21/03/2022

#সচেতনতামূলক
গলি, সড়ক বা মহাসড়কে রাতের বেলা চলার পথে যদি রাস্তার পার্শ্বে দেখেন মোবাইল পড়ে আছে এবং লাইট জ্বলছে,
ভুলেও লোভে পড়ে দাঁড়াবেন না। এটা একটা ফাঁদ ! মোবাইলের কেসিনের নীচে ম্যাচ (গ্যাস) লাইটারের ছোট্ট লাইট টি জ্বালিয়ে রেখে আপনাকে ফাঁদে ফেলার কৌশল এটি । ছিনতাই কারী আশেপাশে অবস্হান করে।
আপনি মোবাইল উঠানোর জন্য দাড়ালে সবর্স্ব ছিনিয়ে নিবে চোখের পলকে।
সাবধান থাকুন সচেতন হয়ে পথ চলুন।

12/03/2022

মধ্যবিত্ত শিক্ষিত বাংলাদেশিদের একটা উল্লেখযোগ্য অংশ দেশে পড়াশুনা শেষ করে,কয়েকবছর ভালো চাকরি করার পরও বিদেশে মাইগ্রেট করে চলে যাচ্ছে !! আমার পরিচিত অনেকেই চলে গেছে কিংবা যাওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে।

চলে যাওয়া মানেই প্রস্থান নয় সেটা জানি। অনেকেই বাইরে থেকেও দেশের জন্যে কাজ করে যাচ্ছে সেটাও দেখতে পাচ্ছি।

কিন্তু কেন জানি মেধাবী বাংলাদেশিদের চলে যাওয়াটা আমাকে কষ্ট দেয়। একটু হলেও খারাপ লাগে।দেশে থাকলেই দেশপ্রেম বেশি সেটাও বলছি না। কিন্তু মধ্যবিত্ত শিক্ষিত জনগোষ্ঠী দেশ ছেড়ে পরবাসী হয়ে যাওয়ার এই প্রবণতাটা আমাকে খুব ভাবাচ্ছে।

10/03/2022

"যে দুনিয়ায় প্রকৃত বাস্তবতা উপলব্ধি করতে পেরেছে, সুখের সময় সে আত্মহারা হয় না, আবার দুঃখের সময়ও খুব একটা বিষণ্ণ হয় না। "

11/02/2022

আমাদের কাছে পাবেন আস্থা যোগ্য ফ্রেশ কন্ডিশন TipTop বাইক ।

বিশ্বস্থের সাথে থাকছে সমস্ত কাগজ পত্রের ১০০% বৈধ্যতার গ্যারান্টি ।

🎗 বিশেষ দৃষ্টান্ত 🎗 বাইক দেখে টেষ্ট ড্রাইভ দেয়ার জন্য শো-রুম এ আসার আমন্ত্রণ রইলো‌ ।।।।

দেখে শুনে বাইক কিনুন, সকল যামেলা থেকে এড়িয়ে চলুন, সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি, আপনার আস্থা ও বিশ্বাসের স্থানই আমাদের অন-লাইন প্রতিষ্ঠান,
""
খাঁন মটরস্"

ক্রেতা আর্গ্রহীদের কে নিচের নাম্বার এ যোগাযোগ করার আমন্ত্রণ রইলো,

⭕ ঠিকানা :-আলম সুপার মার্কেট, ঝাড়বাড়ী হাট,বীরগঞ্জ, দিনাজপুর
মোবাইলঃ০১৭২১৯১৭০৮০

 #উত্তরবঙ্গের কুখ্যাত মোটরসাইকেল চোর বাটুল গতকাল সন্ধ্যায়  দিনাজপুর সদর উপজেলার চাকার বাজারে মোটরসাইকেল চুরি করতে গিয়ে গ...
10/02/2022

#উত্তরবঙ্গের কুখ্যাত মোটরসাইকেল চোর বাটুল গতকাল সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার চাকার বাজারে মোটরসাইকেল চুরি করতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু হয়।
খানসামা উপজেলার ভান্ডারদহ গ্রামের বকুলতলা পাড়ার বাসিন্দা বাটুল।

আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ আমার ভালোবাসা আমার অহংকার আমার প্রশান্তির আঁধার, দোয়া ভালোবাসা নিরন্তর।
06/02/2022

আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ
আমার ভালোবাসা আমার অহংকার আমার প্রশান্তির আঁধার, দোয়া ভালোবাসা নিরন্তর।

আপিল বিভাগে গিয়ে যেন এই রায় হারিয়ে না যায়।সব ধরনের হত্যাকাণ্ডের বিচার এভাবেই নিশ্চিত হোক।তবেই বলতে পারি দেশে আইনের শাসন ...
31/01/2022

আপিল বিভাগে গিয়ে যেন এই রায় হারিয়ে না যায়।

সব ধরনের হত্যাকাণ্ডের বিচার এভাবেই নিশ্চিত হোক।
তবেই বলতে পারি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। নজর এখন আপিল বিভাগ।
তবেই খুশি হতে পারি।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when MD mazharule islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share