26/07/2022
৯ বছর পূর্ণ হলো আজ।
আজ আমি আমাদের খুনসুটি নয় বরং আমার দেখা আনরোমান্টিক এক পুরুষ মানুষের গল্প বলব।
পুরুষ মানুষ কারো কারো ভরসার সর্বোত্তম মানব আবার কারো কাছে জগৎ নিকৃষ্ট অসুর স্বরূপ। তবে আমার কাছে পুরুষ মানুষ বলতেই আনরোমান্টিকতাকেই বোঝায়।
আমার পুরুষ মানুষ,,,,,,,,,
বাকি আট দশটা পুরুষের মতো দিনে হাজার বার ভালোবাসি,,, ভালোবাসি,,,, বলে বলে "ভালোবাসা " শব্দটিকে সাধারণ করে তোলে না। কিন্তু দিন গড়িয়ে ক্লান্তরাতে বাড়ি ফিরার পথে কাঁটা ছেঁটে লাল গোলাপ আনতে কখনোই ভুল করে নি।
এতোটাই সেকেলে যে, বউয়ের জন্মদিনে বয়স সংখ্যার সমানুপাতিক উপহার দিয়ে যে বউকে আকাশের চাঁদ বানিয়ে ফেলতে হয়,এসব ট্রেন্ড সম্পর্কে তার বিন্দু পরিমাণও টনক নেই।
তবে,,,,,,,,,,,রাত বারোটায় নিজ হাতে কেক বানিয়ে,সেই আধপোড়া কেক দিয়ে বউকে উইশ করতে একটি বারের জন্যও সে ভোলেনি।
সে বড্ডই পুরাতন, কেননা আধুনিক পুরুষরা নিজেদের বউয়ের ফিগার ঠিক রাখতে বিশাল এক ডায়েট লিস্ট ধরিয়ে দিতে বিন্দু পরিমাণও ভুলে করে বসে না।
কিন্তু,,,,,,,,আজকাল ফাস্টফুড বেশি খাই বলে সে পাশের গলির রেস্টুরেন্টের নিজের নামে একটা বাকির খাতা খুলে দিয়েছে।
বরাবরই রসায়নবিহীন একজন পুরুষ, যে কখনো বলেনি যে আজকে এটা, কালকে ওটা রান্না করো।বরং সেইদিন তো মুচকি হাসি দিয়ে বলছিলো যে,,, "তোমার হাতের রান্না খেতে খেতে এতটাই মোটা হচ্ছি যে শার্টের শেষ বোতামটাও লাগাতে আজকাল বেশ কষ্ট হয়।
কখনো বলে নি যে সারাদিন বাসায় থাকো তো বাচ্চাদের রেজাল্ট এত্তো খারাপ হয় কি করে?..বরং ৫০নম্বর পেলেও বলতে শুনেছি যে " কইগো কোন দোকানের সন্দেশ আনবো আজ?"...
হ্যাঁ বারবার এই আনরোমান্টিক পুরুষ মানুষের সাথে পথ চলার এই ৯টি বছর মোটও দীর্ঘ মনে হচ্ছে না। দীর্ঘতার মাত্রা তো সেই দিন অতিক্রম হবে, যেইদিন বার্ধক্য পেরিয়ে একসাথে বেলা ফুরোবে।