Golpo-kotha - গল্পকথা

  • Home
  • Golpo-kotha - গল্পকথা

Golpo-kotha - গল্পকথা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Golpo-kotha - গল্পকথা, Wedding planning service, .
(4)

কাশ ফুলের মতো যার পরিধান, প্রফুল্ল পদ্মের মতো যার মুখ, উন্মত্ত হাঁসের ডাকের মতো রমণীয় যার নূপুরের শব্দ, পাকা শালি ধানের ...
07/08/2022

কাশ ফুলের মতো যার পরিধান, প্রফুল্ল পদ্মের মতো যার মুখ, উন্মত্ত হাঁসের ডাকের মতো রমণীয় যার নূপুরের শব্দ, পাকা শালি ধানের মতো সুন্দর যার ক্ষীণ দেহলতা, অপরূপ যার আকৃতি সেই নববধূর মতো শরৎকাল আসে।’

ঢাকা জুরাইন এ আমাদের গল্প কথা টিমের কাজ ছিল, সকলে আন্তরিকতার সঙ্গে কাজ টা করেছে।
রিমা আপু আমাকে অনেক আগে বলেছিলেন কাশফুলের সঙ্গে ছবি তুলবেন। চেষ্টা করছি সুন্দর কিছু জীবন্ত ছবি তুলে দিতে।
সকল মেয়ের ই মন কাশফুলের মত মলিন তাই তো সিন্ধমাখা দিনে বিকাল টা রঙিন কর রাখতে চায়।

উত্তাল বর্ষার পর আগমন ঘটে শুভ্র ঋতু শরতের। নীল আকাশে সারি সারি সাদা মেঘ উড়ে বেড়ায় এলোমেলো। আকাশের মেঘ যেন পেঁজা তুলোর মতো নেমে আসে ধরণীতে, কাশফুল হয়ে!

07/08/2022
 #লোকেশন: ঢাকা বাংলাদেশ.!!🙃✋
07/08/2022

#লোকেশন: ঢাকা বাংলাদেশ.!!🙃✋

- শুভ ভাইয়ের হলুদ সন্ধা.!!🍯🥀
07/08/2022

- শুভ ভাইয়ের হলুদ সন্ধা.!!🍯🥀

- যে কোন ফটোগ্রাফি ও ইভেন্ট!- এর জন্য আমরা আছি আপনার পাশে!!🙂✋
07/08/2022

- যে কোন ফটোগ্রাফি ও ইভেন্ট!
- এর জন্য আমরা আছি আপনার পাশে!!🙂✋

 #লোকেশন: যশোর খুলনা বাংলাদেশ.!!🙃✋
01/08/2022

#লোকেশন: যশোর খুলনা বাংলাদেশ.!!🙃✋

 #লোকেশন: নড়াইল.!!😊✋
01/08/2022

#লোকেশন: নড়াইল.!!😊✋

 #উদ্দীপ্ত_একুশযশোরের সনামধন্য  এম এম কলেজের ২১ সালের পরীক্ষাথী আমরা,সময় টা বেশি না সেদিন কলেজে ভর্তি হলাম, কখন যে সময় ট...
01/08/2022

#উদ্দীপ্ত_একুশ
যশোরের সনামধন্য এম এম কলেজের ২১ সালের পরীক্ষাথী আমরা,সময় টা বেশি না সেদিন কলেজে ভর্তি হলাম, কখন যে সময় টা ফুরিয়ে গেল বুজতে পারলাম না,সেই চেনা চেনা মুখ গুলা আর দেখতে পারবো না,হবে না আর হাবলার চত্বরে আড্ডা,কলেজ ছুটির পর মামার দোকানের আড্ডা টা বড়ই মিস করবো,তার থেকে ও বেশি মিস করবো তোদের,জানি তোরা আসিস থাকবি,বন্ধু 😑,বিদায় দিতে না চাইলে ও সময় এর স্রোতে বিদায় ঘন্টা টা আমাদের বেঝেই গেল, তোদের ছাড়া থাকতে বড়ই কষ্ট হবে,তোরা ও আমার একটা পরিবার,এ কলেজ টা আমাদের অহংকার যে, মন ভাল রাখার প্রিয় স্থান, আশা করি ভাল করবি সবাই, পরীক্ষা শেষ হলে আবার দেখা হবে হয়তো বা নাও হতে পারে দেখা,কিন্তুু এ দেখা শেষ দেখা নয়,সবার জন্য দোয়া রইলো আমরা যেন সবাই ভাল করি এ আশা নিয়ে অপেক্ষা ভাল কিছু করবার,যেখানে যাস চিনিস বা না চিনিস বলিস আমরা ২১😎,

যশোর শহরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট কলেজ এ অধ্যায়ন করতে পেরে আমরা গর্ববোধ করছি,হয়তো বা আজ শেষ দিন বা নয়, ...
27/07/2022

যশোর শহরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট কলেজ এ অধ্যায়ন করতে পেরে আমরা গর্ববোধ করছি,হয়তো বা আজ শেষ দিন বা নয়, করোনার জন্য কলেজ প্রান্গনে দিন টা শেষ করতে পারিনি কিন্তুু ভাল সময় আসলে আবারো আমরা সবাই মিলিত হবো।২ বছর কেমন করে চলে গেলে কিছু বুঝে উঠতে পারেনি, আশা করি সকলে ভাল ফলাফলের মাধ্যমে কলেজের নাম বরাবর এর মত উজ্জ্বল করবো।আমরা হয়তো ৭০-৮০জন কিন্তুু সকলের এক প্রাণ, আমরা ২১, আমরা সাহসী,আমরা করবো ✌ জয়।
দিনটা মনে থাকবে বহুকাল,টেকঅফ এ রেগ ডে টা পালন করেছিলাম।
গল্প-কথা টীম কে ধন্যবাদ আমাদের এ দিনটা সুন্দর করে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে,ভালবাসা নিস আমার সকল বন্ধু, তোদের অনেক ভালবাসিরে, এ বিদায় বেলায় যেতে নাহি দিতে হয় তবু যেতে হয়, পরীক্ষার পর সকলে আবার এক হবো,সকলের জন্য দোয়া রইলো।
ভালবাসা নিস।
এ দিনের কথা ভুলবো না, প্রিয় কলেজে তোদের সাথে আড্ডা, কলেজ ছুটির পর মামার দোকানে কত সময়,কলেজ ক্যান্টিনে কত মজা না করছি,সকলে আবার মজা করবো তোদের সাথে এ সময় জীবনের সেরা সময় আমার।
দোয়া আর ভালবাসা থাকলো সকলের জন্য।
জোরে একটা বার গলায় গলা রেখে বলতে চায় আমরা ২১,আমরা করবো ✌ জয়।

৯ বছর পূর্ণ  হলো আজ।আজ আমি আমাদের খুনসুটি নয় বরং  আমার দেখা আনরোমান্টিক এক পুরুষ মানুষের গল্প বলব।পুরুষ মানুষ কারো কারো ...
26/07/2022

৯ বছর পূর্ণ হলো আজ।
আজ আমি আমাদের খুনসুটি নয় বরং আমার দেখা আনরোমান্টিক এক পুরুষ মানুষের গল্প বলব।
পুরুষ মানুষ কারো কারো ভরসার সর্বোত্তম মানব আবার কারো কাছে জগৎ নিকৃষ্ট অসুর স্বরূপ। তবে আমার কাছে পুরুষ মানুষ বলতেই আনরোমান্টিকতাকেই বোঝায়।
আমার পুরুষ মানুষ,,,,,,,,,
বাকি আট দশটা পুরুষের মতো দিনে হাজার বার ভালোবাসি,,, ভালোবাসি,,,, বলে বলে "ভালোবাসা " শব্দটিকে সাধারণ করে তোলে না। কিন্তু দিন গড়িয়ে ক্লান্তরাতে বাড়ি ফিরার পথে কাঁটা ছেঁটে লাল গোলাপ আনতে কখনোই ভুল করে নি।
এতোটাই সেকেলে যে, বউয়ের জন্মদিনে বয়স সংখ্যার সমানুপাতিক উপহার দিয়ে যে বউকে আকাশের চাঁদ বানিয়ে ফেলতে হয়,এসব ট্রেন্ড সম্পর্কে তার বিন্দু পরিমাণও টনক নেই।
তবে,,,,,,,,,,,রাত বারোটায় নিজ হাতে কেক বানিয়ে,সেই আধপোড়া কেক দিয়ে বউকে উইশ করতে একটি বারের জন্যও সে ভোলেনি।
সে বড্ডই পুরাতন, কেননা আধুনিক পুরুষরা নিজেদের বউয়ের ফিগার ঠিক রাখতে বিশাল এক ডায়েট লিস্ট ধরিয়ে দিতে বিন্দু পরিমাণও ভুলে করে বসে না।
কিন্তু,,,,,,,,আজকাল ফাস্টফুড বেশি খাই বলে সে পাশের গলির রেস্টুরেন্টের নিজের নামে একটা বাকির খাতা খুলে দিয়েছে।
বরাবরই রসায়নবিহীন একজন পুরুষ, যে কখনো বলেনি যে আজকে এটা, কালকে ওটা রান্না করো।বরং সেইদিন তো মুচকি হাসি দিয়ে বলছিলো যে,,, "তোমার হাতের রান্না খেতে খেতে এতটাই মোটা হচ্ছি যে শার্টের শেষ বোতামটাও লাগাতে আজকাল বেশ কষ্ট হয়।
কখনো বলে নি যে সারাদিন বাসায় থাকো তো বাচ্চাদের রেজাল্ট এত্তো খারাপ হয় কি করে?..বরং ৫০নম্বর পেলেও বলতে শুনেছি যে " কইগো কোন দোকানের সন্দেশ আনবো আজ?"...
হ্যাঁ বারবার এই আনরোমান্টিক পুরুষ মানুষের সাথে পথ চলার এই ৯টি বছর মোটও দীর্ঘ মনে হচ্ছে না। দীর্ঘতার মাত্রা তো সেই দিন অতিক্রম হবে, যেইদিন বার্ধক্য পেরিয়ে একসাথে বেলা ফুরোবে।

- সুমনা আপুর হলুদ সন্ধা.!!🍁🥀
22/07/2022

- সুমনা আপুর হলুদ সন্ধা.!!🍁🥀

- লোকেশন: নড়াইল.!!😊✋
21/07/2022

- লোকেশন: নড়াইল.!!😊✋

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Golpo-kotha - গল্পকথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share