Mr Md Rofiq Chowdhory

  • Home
  • Mr Md Rofiq Chowdhory

Mr Md Rofiq Chowdhory event planning

মন্তব্য কখনো গন্তব্য টেকাতে পারবেনা...
11/10/2023

মন্তব্য কখনো গন্তব্য টেকাতে পারবেনা...

জীবন কখনো করো জন্য থেমে থাকে না,হয়তো কষ্ট হয়,অসুবিধা হয়,কিন্তু কোন না  কোন ভাবে ঠিক চলে যায়,মানুষ সে আর বাঁচে কয়দিন।ন...
09/10/2023

জীবন কখনো করো জন্য থেমে থাকে না,
হয়তো কষ্ট হয়,
অসুবিধা হয়,
কিন্তু কোন না কোন ভাবে ঠিক চলে যায়,
মানুষ সে আর বাঁচে কয়দিন।
নিজেদের মানুষ দের সময় দেও ভালো থাকো এইতো আর কি ।

যদি সময়কে আপনি ভালোবাসতে পারেন,তবে সময়ই হবে আপনার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা..
08/10/2023

যদি সময়কে আপনি ভালোবাসতে পারেন,
তবে সময়ই হবে আপনার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা..

একটুখানি পায়ের ব্যথায় সজ্জাসায়ী আমি, এখন বুঝি সুস্থতা সে কত্তো বড় দামী?ব্যথায় অবশ পায়ের হাটু সামনে সে না চলে,বিছানাতে শু...
06/10/2023

একটুখানি পায়ের ব্যথায় সজ্জাসায়ী আমি,
এখন বুঝি সুস্থতা সে কত্তো বড় দামী?
ব্যথায় অবশ পায়ের হাটু সামনে সে না চলে,
বিছানাতে শুয়ে বুঝি দুঃখ কাকে বলে?
দিন পনেরো গত হল ব্যথা সে না সারে,
ডাকলে এখন সময় মতন কেউ আসে না ধারে।
স্বজনেরা দূরে সরে যাচ্ছে ধীরে ধীরে,
ভাবছি আমি সুদিন আবার আসবে সে কি ফিরে?
মিছে মায়ার পৃথিবীটা মিছে সকল আশা,
কোন ভরসায় কেন বাঁধি বালু চরে বাসা?
ঘুমায় গেলে আত্মা আমার পালিয়ে যায় দূরে,
স্বার্থ নেশায় দেহের মাঝে আবার আসে ঘুরে।
সুযোগ পেলে আত্মা আমার যাবে চিরতরে,
শত চেষ্টায় আসবে না আর ফিরে দেহের ঘরে।
আমার দেহ নয়রে আমার তবে আমি কার?
এই কথাটা এখন থেকে ভাবছি বারে বার।।

01/10/2023
আপনার বিয়ের ফুল,কার ছাগলে খাইছে!ফিহা সমীকরণ ভবিষ্যতের গল্প,স্থান,কাল উল্লেখ করা তেমন জরুরি মনে করছি না।যা জরুরি তা হচ্ছ...
25/09/2023

আপনার বিয়ের ফুল,কার ছাগলে খাইছে!

ফিহা সমীকরণ ভবিষ্যতের গল্প,
স্থান,কাল উল্লেখ করা তেমন জরুরি মনে করছি না।
যা জরুরি তা হচ্ছে এই গ্রন্থে 'সময়' সম্পর্কিত যেসব তথ্য ব্যবহার করা হয়েছে তার কোনোটিই মনগড়া নয় ।
আমি বৈজ্ঞানিক কল্পকাহিনি লিখতে চেয়েছি।
ফ্যান্টাসি নয় ।
বইটি খুব আনন্দ নিয়ে লিখেছি ।
পাঠকরা আমার সেই আনন্দের ভাগ পাবেন বলেই মনে হয় ।

No one leaves a promise.Some people fight every day and stay until the end!কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়.আবার কেউ রোজ ঝ...
24/09/2023

No one leaves a promise.
Some people fight every day and stay until the end!
কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়.আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অব্দি থেকে যায়!

Male human care is extremely beautifulIf you qualify...
22/09/2023

Male human care is extremely beautiful
If you qualify...

নিজের সবটায় কাউকে রাখতে নেই।কিছু জায়গা নিজের জন্য রাখুন,একান্তই নিজের।যেখানে কারো উপস্থিতি,অনুপস্থিতির রূপ নিলেও আপনাকে ...
20/09/2023

নিজের সবটায় কাউকে রাখতে নেই।
কিছু জায়গা নিজের জন্য রাখুন,
একান্তই নিজের।
যেখানে কারো উপস্থিতি,
অনুপস্থিতির রূপ নিলেও আপনাকে কষ্ট স্পর্শ করতে পারে না।

some peopleChanged without reasonBlame the situation!
20/09/2023

some people
Changed without reason
Blame the situation!

সব কথার জবাব দিতে নেই,কিছু কথা সময়ের জন্য রেখে দিতে হয়।
20/09/2023

সব কথার জবাব দিতে নেই,
কিছু কথা সময়ের জন্য রেখে
দিতে হয়।

আমি তোমাকে অসম্ভব রকম ভালোবাসি তা কি তুমি বুঝো..? নাকি অযথায় আমায় খুঁজো...!!
19/09/2023

আমি তোমাকে অসম্ভব রকম ভালোবাসি তা কি তুমি বুঝো..?
নাকি অযথায় আমায় খুঁজো...!!

After suffering there is happinessYou may not knowMaybe you were happily marriedNot a friend of sufferingIf you could ha...
19/09/2023

After suffering there is happiness
You may not know
Maybe you were happily married
Not a friend of suffering
If you could have thought of the pain as your own, then the happiness would have been yours and never lost
no

বুকের ভেতর চাপা একটা গল্প আছে, কিছুটা আমার,আর পুরোটাই তোমার কাছে। তোমার নামে,তোমার বেনামে বোবা একটা সাদা খামে....
18/09/2023

বুকের ভেতর চাপা একটা গল্প আছে,
কিছুটা আমার,আর পুরোটাই তোমার কাছে।
তোমার নামে,
তোমার বেনামে
বোবা একটা সাদা খামে....

বিশ্বাস কর..              এমন পর্যায় পৌঁছে গেছি 😵               হাসি কান্না কিছুই পায় না । 💔
15/09/2023

বিশ্বাস কর..
এমন পর্যায় পৌঁছে গেছি 😵
হাসি কান্না কিছুই পায় না । 💔

বন্ধুই তো ছিলা🙂শত্রুতামি না করলেও পারতা..!
15/09/2023

বন্ধুই তো ছিলা🙂
শত্রুতামি না করলেও পারতা..!

To keep women captiveThe world does not need expensive gifts.Women want a little love and respect.The world is so beauti...
12/09/2023

To keep women captive
The world does not need expensive gifts.
Women want a little love and respect.
The world is so beautiful because there are women.
Those who disrespect women ever
Real humanity cannot be connected people.

I don't care what u think of MeI was not born to impress u!😆😂😜😇
12/09/2023

I don't care what u think of Me
I was not born to impress u!
😆😂😜😇

বয়স দেখে বন্ধুত্ব হয় না,বন্ধুত্ব হয় হৃদয়ের টান থেকে...
10/09/2023

বয়স দেখে বন্ধুত্ব হয় না,
বন্ধুত্ব হয় হৃদয়ের টান থেকে...

ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভালো।বিয়ে হলে মানুষটা থাকে ভালোবাসা থাকে না।আর যদি বিয়ে না হয় তাহলে হয়ত বা...
07/09/2023

ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভালো।
বিয়ে হলে মানুষটা থাকে ভালোবাসা থাকে না।
আর যদি বিয়ে না হয় তাহলে হয়ত বা ভালোবাসাটা থাকে,
শুধু মানুষটাই থাকে না।
মানুষ এবং ভালোবাসা এই দুয়ের মধ্যে ভালবাসাই হয়ত বেশি প্রিয়।

😴 Sleep is an important part of your health and is vital for your mind and body. Here are 5 tips to help you get a good ...
06/09/2023

😴 Sleep is an important part of your health and is vital for your mind and body. Here are 5 tips to help you get a good nights sleep 👇🏼

⏰ Go to bed and wake up at the same time each day, even on weekends
🛏️ Make your sleeping area quiet, dark, relaxing and a comfortable temperature
📺 Limit your screen time before bed
☕️ Avoid large meals, caffeine and alcohol before bed
🏃🏻‍♀️ Get exercise during the day

মায়া বড়ই অদ্ভুত জিনিষযা মানুষকে বেচে থাকতেই মৃত্যুর স্বাদ বুঝিয়ে দেয়।
05/09/2023

মায়া বড়ই অদ্ভুত জিনিষ
যা মানুষকে বেচে থাকতেই
মৃত্যুর স্বাদ বুঝিয়ে দেয়।

খুব ছোটবেলায় দুহাত ভরে সবাই চকলেট দিতসে আনন্দ ধরে কে!অথচ প্রাপ্ত বয়সে কোন চকলেট না পেলেমনের ভেতরটা কেমন একটা করে!!!কাউ...
04/09/2023

খুব ছোটবেলায় দুহাত ভরে সবাই চকলেট দিত
সে আনন্দ ধরে কে!
অথচ প্রাপ্ত বয়সে কোন চকলেট না পেলে
মনের ভেতরটা কেমন একটা করে!!!
কাউকে বলতে পারা যায় না মন খারাপ হয়।
কাউকে দেখানো যায় না চোখের টলোমলো জল।
এক জীবনে সকলে যে চকলেট বয় হবে এমন কোন কথা নেই।
দুফোঁটা মধু কেউ মুখে দেয়নি জন্মকালীন বোধহয়
নচেৎ এমন চকলেটহীন জীবন হয় আমার?
সবচেয়ে কাছের বন্ধুটির নিজের হাতে চকলেট খেতে পারার সৌভাগ্যতে
পৃথিবীটা কেমন যেন হঠাৎই মিষ্টি হয়ে গেল।
সে উপহার কোন পার্থিব জিনিসের সাথে তুলনা হয় না।
তোমরা একে খুব সামান্য ভাবলে ভাবতে পার আমি কিন্তু না।

যারা মনে আ'ঘা'ত করে-তারা সারাজীবন পাশে থাকে না।তাদের দেওয়া আ'ঘা'ত গুলো-সারাজীবন মনে করিয়ে দেয়!সহজে মানুষকে বি'শ্বা'স করত...
04/09/2023

যারা মনে আ'ঘা'ত করে-
তারা সারাজীবন পাশে থাকে না।
তাদের দেওয়া আ'ঘা'ত গুলো-
সারাজীবন মনে করিয়ে দেয়!
সহজে মানুষকে বি'শ্বা'স করতে নেই।

অনেক পুরুষ নারীর সঙ্গে তর্ক করে না,এর মানে এই না যে তারা পারে না।নারীর সঙ্গে তর্ক করে না,কারণ নারীরা তর্কের শুরুতে ২-০ গ...
03/09/2023

অনেক পুরুষ নারীর সঙ্গে তর্ক করে না,এর মানে এই না যে তারা পারে না।
নারীর সঙ্গে তর্ক করে না,কারণ নারীরা তর্কের শুরুতে ২-০ গোলে এগিয়ে থাকে।

ধরেন,নারীর সঙ্গে তর্ক করতে করতে সেই তর্ক মা রা মা রির পর্যায়ে চইলা গেল। তখন নারী আপনাকে থাবড়া মা র লে সমাজের লোকেরা আপনার দিকে তাকাইয়া হাসবে আর বলবে- হে হে হে...
বেডিগো হাতে মা ই র খাইছে রেহ...!
অন্যদিকে আপনি যদি ওই বেডিরে থাবড়া মা রে ন, উল্টা আপনিই কেইস খাইয়া যাইবেন।
তখন ওই হাসাহাসি করা লোকেরাই আইসা বলবে-বেডি মানুষের গা য়ে হাত তুললা ! ছিঃ!
মানে কী দাঁড়াইল? মানে দাঁড়াইল- নারী পুরুষের সমতা এমন জায়গায় গিয়া ঠেকেছে যে পুরুষ শুধু থা ব ড়া খাবে, কিন্তু পাল্টা থা ব ড়া দেওয়া যাবে না।
মানে নারী তর্কের শুরুতেই ২-০ গোলে আগায়া থাকে।
নারী সিম্প্যাথি কে কাজে লাগিয়ে।

তা ছাড়া নারীদের 'মাগনা ভা ta রের' অভাব হয় না।
রণে বনে জঙ্গলে সব জায়গায় নারীদের কিছু মাগনা ভা ta র পয়দা হয়,
যারা সব সময় নারীদের পক্ষই নেয়।
নারী ঠিক বলতেছে নাকি বেঠিক বলতেছে সেই জাজমেন্ট তারা করে না।
আসলে এরাই পাশে দাঁড়াতে গিয়ে শুতে চায়।
ফলে এইদিক দিয়াও নারী আগায়া।
মানে নারীরা ত র্কে র শুরুতেই ২-০ গোলে আগায়া।
এসব কারণে নারীদের সঙ্গে ত র্কে জড়ায় না অনেক পুরুষ।।
আর সেইসব নারীরা নিজেদের বিশাল বড়ো হনুদাস ভাবে 😁
এতই যখন ক্ষমতা তাহলে সমানে সমানে আসুক তারা ,
পাবলিক এর নারী সিম্প্যাথি,
একতরফা আইন সুযোগ কাজে না লাগিয়ে।

Do you love me
03/09/2023

Do you love me

ভালোবাসা বুঝে হোক কিংবা না বুঝে,কিন্তু ভালোবাসা তো ভালোবাসাইছোট ভাইদের সাথে কিছু সময় ভালো থাকিস তোরা সব সময়....
02/09/2023

ভালোবাসা বুঝে হোক কিংবা না বুঝে,
কিন্তু ভালোবাসা তো ভালোবাসাই
ছোট ভাইদের সাথে কিছু সময় ভালো থাকিস তোরা সব সময়....

মানুষভর্তি মানুষের পৃথিবীতে আমাকে ভালোবাসার মতোন মানুষ কই!
02/09/2023

মানুষভর্তি মানুষের পৃথিবীতে
আমাকে ভালোবাসার মতোন মানুষ কই!

কাউকে ঠকিয়ে নিজেকেবড় ভেবো না.!!সময়ের ব্যবধানে তুমি ও একদিন ঠকে যাবে।Deceive yourselfDon't be afraid!!In time you will st...
01/09/2023

কাউকে ঠকিয়ে নিজেকে
বড় ভেবো না.!!
সময়ের ব্যবধানে তুমি ও একদিন ঠকে যাবে।
Deceive yourself
Don't be afraid!!
In time you will stumble one day.

মানুষকে অনেক ভালোবাসি। কিন্তু বিশ্বাস করি না.....শুভদুপুর।
01/09/2023

মানুষকে অনেক ভালোবাসি। কিন্তু বিশ্বাস করি না.....
শুভদুপুর।

একাকীত্বই সুন্দর!না আছে কাউকে পাবার ইচ্ছে না আছে কাউকে হারানোর ভয় ..
01/09/2023

একাকীত্বই সুন্দর!
না আছে কাউকে পাবার ইচ্ছে না আছে কাউকে হারানোর ভয় ..

ভালো নেই রাজনীতি,ভালো নেই দেশটা,সীমাহীন দুর্নীতি,খেলো পরিবেশটা।হিংসা ও বিদ্বেষে,দেশ হলো ভরপুর,প্রেম-প্রীতি নেই দেশে,ঠিক ...
28/08/2023

ভালো নেই রাজনীতি,ভালো নেই দেশটা,
সীমাহীন দুর্নীতি,খেলো পরিবেশটা।
হিংসা ও বিদ্বেষে,দেশ হলো ভরপুর,
প্রেম-প্রীতি নেই দেশে,ঠিক যেনো কর্পূর।
দিশ হারা দেশবাসী
পিস পেতে কাঙাল,
দেশ খোঁজে শেষ হাসি,দশ মুখে এক গাল।

একটি প্রশ্ন ঘুরেফিরে আসে,কে আগে প্রস্তাবটা দেবে?এ ধরনের চিন্তা মোটেও করবেন না।সময় অনেক গুরুত্বপূর্ণ।হ্যাঁ,প্রেমময় আবেগ প...
28/08/2023

একটি প্রশ্ন ঘুরেফিরে আসে,
কে আগে প্রস্তাবটা দেবে?
এ ধরনের চিন্তা মোটেও করবেন না।
সময় অনেক গুরুত্বপূর্ণ।
হ্যাঁ,প্রেমময় আবেগ প্রকাশে এত দেরি করতে নেই।
নিজের ওপর এবং নিজের আবেগের ওপর ভরসা রাখুন।
যদি ভেতর থেকে অনুভব হয়, ওই তিন শব্দ বলা দরকার;তবে বলে ফেলুন।

একটি কথা কিন্তু মনে রাখতে হবে,
‘আই লাভ ইউ’ কীভাবে বলবেন,
তা জানার জন্য কোনো পাঠ্যবই বা গাইড নেই।
আসলে এটা কোনো ছকবন্দি বিষয় নয়।
নিজের আবেগের সত্যতা উপলব্ধি করুন।
সঙ্গীর মন বোঝার চেষ্টা করুন।
যা করছেন, হৃদয় দিয়ে করুন।
ধরা যাক, আপনার আবেগে সাড়া দিল না সঙ্গী,তো কী হয়েছে?
আপনার মনোবাসনা তো আর মিথ্যে নয়!

আপনার ব্যক্তিগত জীবন আপনার আচরণের মাধ্যমেই প্রকাশ পায়
28/08/2023

আপনার ব্যক্তিগত জীবন আপনার আচরণের মাধ্যমেই প্রকাশ পায়

That's I will did.But I told that also I am human being.So time always are not going to support me.Sometimes out of mind...
27/08/2023

That's I will did.
But I told that also I am human being.
So time always are not going to support me.
Sometimes out of mind it's normal but not always.
It's depend on sisuation

I am one of you.Doesn't matter I can't did wrong.i am human being obviously I have wrong something sometimes.But I have ...
27/08/2023

I am one of you.
Doesn't matter I can't did wrong.
i am human being obviously I have wrong something sometimes.
But I have availability to settle it also.

কবি বলেছেন নিজের প্রেম না করতে পারলে অন্যের প্রেমের ঝামেলা লাগিয়ে দাও
24/08/2023

কবি বলেছেন নিজের প্রেম না করতে পারলে অন্যের প্রেমের ঝামেলা লাগিয়ে দাও

বয়সটা কোনো ফ্যাক্টই না,যাকে যত আগে বাস্তবতা আঘাত করবেসে ততো আগে ম্যাচিউর হবে..
23/08/2023

বয়সটা কোনো ফ্যাক্টই না,
যাকে যত আগে বাস্তবতা আঘাত করবে
সে ততো আগে ম্যাচিউর হবে..

কয়েক দিন থেকে একটা নিয়মিত পোষ্ট দেখছি নারী কিসে আটকায়!এমনকি প্রথম আলো ও ছারেনি পোষ্ট করতে,পুরুষ কিসে আটকায় সেটা নিয়ে আমি...
22/08/2023

কয়েক দিন থেকে একটা নিয়মিত পোষ্ট দেখছি নারী কিসে আটকায়!
এমনকি প্রথম আলো ও ছারেনি পোষ্ট করতে,
পুরুষ কিসে আটকায় সেটা নিয়ে আমি গবেষণা করতে চাই না।
কারন কিছু পুরুষের রুচি পরিবর্তনশীল।
তাই তারা নিজেরাও জানে না কোথায় তাদের আটকানো উচিত।
তবে বেশির ভাগ নারী অনেক কিছুতেই আটকায় সেটা বলতে পারি।

প্রেম করা কালীন প্রেমিকের পাগলামিতে আটকায়।
বিয়ের পর স্বামীর যত্নে আটকায়।
স্বামী ভালো না হলেও তার মায়ায় আটকায়।
সহ্যের সীমা অতিক্রম করলেও সমাজ কি বলবে তাতে আটকায়।
ডিভোর্স হলে কোথায় গিয়ে দাঁড়াবে তাতে আটকায়।
সন্তান হওয়ার পর তার মায়ায় আটকায়।
এরকম হাজার টা কারন লেখা সম্ভব।
কিন্তু সো কল্ড শিক্ষিত যারা তারা না বুঝে যেকোন ট্রেন্ড পেলেই হয়,
টেনে টুনে নারিভুরি বের করে ছারে,
আমরা একটা অসুস্হ্য জাতি যাদের কমনসেন্স খুবি কম।
আমরা সুযোগ পেলে বাবা মাকেও ছারি না,

সব শেষে আবারো বলি নারী নিজের জন্য কম-পরের জন্যেই বেশি আটকায়।
আর এভাবেই তার জীবনের পাতা শেষ হয়ে যায়।
আশাকরি এই পোস্টটা দেখার পরে আর কেউ জানতে চাইবেন না নারী কিসে আটকায়...

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr Md Rofiq Chowdhory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share