শান্তির পথ ইসলাম

  • Home
  • শান্তির পথ ইসলাম

শান্তির পথ ইসলাম শান্তির পথ ইসলাম। আসুন ইসলামকে জেনে বুঝে আমল করি, সুখি সুন্দর জীবন গড়ি।

12/05/2024

এগিয়ে যাও 🥰 একজন সফল উদ্দোক্তা হও।

26/04/2024

জুম্মা মোবারক 🥰

দেশ ও দেশের বাইরে আমার সকল ভাই, বন্ধু আত্মীয় স্বজনদের জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। **ঈদ মোবারক।।সকল ...
10/04/2024

দেশ ও দেশের বাইরে আমার সকল ভাই, বন্ধু আত্মীয় স্বজনদের জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা।

**ঈদ মোবারক।।

সকল প্রতিকূলতার মাঝেও প্রত্যেকের জীবনে Eid বয়ে আনুক নির্মল আনন্দ,,,,,,,সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

ঘুমোলে মুখের ত্বক সুন্দর হয় কেনো?ছবির এই আণুবীক্ষণিক প্রাণীটিকে বলা হয় মাইট।  এটা আমাদের চোখের পাতার ভিতরে বাস করে।  আম...
04/04/2024

ঘুমোলে মুখের ত্বক সুন্দর হয় কেনো?

ছবির এই আণুবীক্ষণিক প্রাণীটিকে বলা হয় মাইট। এটা আমাদের চোখের পাতার ভিতরে বাস করে। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন এটি রাতে বেরিয়ে আসে। এরা নর-নারী সঙ্গম করে এবং আমাদের মুখে পরাগায়ন করে। এর স্ত্রীরা আমাদের চোখের পাপড়ির প্রতিটি লোমকূপের ভিতরে ২০ থেকে ২৪ টি ডিম পাড়ে। এই মাইটের কাজ হল আমাদের মুখের মরা চামড়া খাওয়া প্রতিদিন পুনর্নবীকরণ করা, যেটি আমরা ঘুমিয়ে থাকাকালীন একটি প্রাকৃতিক প্রসাধনী প্রক্রিয়া সম্পাদন করে।তাই ঘুমোলে মুখের ত্বকের লাবণ্যতা বেড়ে সুন্দর হয়।

কুরআনের বাণীঃ

সূরা আর রহমানঃ
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

১.
الرَّحْمَنُ

পরম দয়ালু (আল্লাহ)।

২.
عَلَّمَ الْقُرْآنَ

তিনিই শিক্ষা দিয়েছেন কুরআন,

৩.
خَلَقَ الْإِنسَانَ

তিনিই সৃষ্টি করেছেন মানুষ,

৪.
عَلَّمَهُ الْبَيَانَ

তিনিই শিখিয়েছেন মনের কথা প্রকাশ করতে,

৫.
الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ

সূর্য ও চন্দ্র আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী।

৬.
وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ

এবং তৃণলতা ও বৃক্ষাদি (তাঁরই জন্য) সিজদারত আছে।

৭.
وَالسَّمَاء رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ

তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন (ন্যায়ের) মানদন্ড।

৮.
أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ

যাতে তোমরা মানদণ্ডে সীমালংঘন না কর।

৯.
وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ

সুবিচারের সঙ্গে ওজন প্রতিষ্ঠা কর এবং ওজনে কম দিও না।

১০.
وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ

আর তিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন (তাঁর) সৃষ্টজীবের জন্য।

১১.
فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ

এতে আছে নানান ফলমূল এবং বহিরাবরণবিশিষ্ট খেজুর গাছ।

১২.
وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ

আর আছে খোসা ও ডাটা বিশিষ্ট শস্য ও সুগন্ধি গাছ।

১৩.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

১৪.
خَلَقَ الْإِنسَانَ مِن صَلْصَالٍ كَالْفَخَّارِ

তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক পচা কাদা হতে।

১৫.
وَخَلَقَ الْجَانَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ

আর জ্বিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন হতে।

১৬.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

১৭.
رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِ

তিনিই দুই উদয়াচল ও দুই অস্তাচলের নিয়ন্ত্রক।

১৮.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

১৯.
مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ

তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন।

২০.
بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ

উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না।

২১.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

২২.
يَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُ

উভয় দরিয়া থেকে বের হয় মুক্তা ও প্রবাল।

২৩.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

২৪.
وَلَهُ الْجَوَارِ الْمُنشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ

দরিয়ায় বিচরণশীল পর্বত সম জাহাজসমূহ তাঁরই (নিয়ন্ত্রণাধীন)।

২৫.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

২৬.
كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ

ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল,

২৭.
وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ

কিন্তু চিরস্থায়ী তোমার পালনকর্তার চেহারা (সত্তা) ছাড়া- যিনি মহীয়ান, গরীয়ান।

২৮.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

২৯.
يَسْأَلُهُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ

নভোমণ্ডল ও ভূমণ্ডলের সবাই তাঁর কাছেই চায়। তিনি সর্বদাই কোন না কোন কাজে নিয়োজিত।

৩০.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

৩১.
سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَا الثَّقَلَانِ

(হে জ্বিন ও মানুষ!) আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করব।

৩২.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

৩৩.
يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنسِ إِنِ اسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانفُذُوا لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ

হে জ্বিন ও মানুষ!, তোমরা যদি নভোমণ্ডল ও ভূমণ্ডলের প্রান্ত অতিক্রম করতে পার তবে অতিক্রম কর। কিন্তু (আল্লাহর) ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না।

৩৪.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

৩৫.
يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّن نَّارٍ وَنُحَاسٌ فَلَا تَنتَصِرَانِ

(অতিক্রম করতে চাইলে) তোমাদের দিকে ছাড়া হবে অগ্নিস্ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জ, তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না।

৩৬.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

৩৭.
فَإِذَا انشَقَّتِ السَّمَاء فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ

যখন আকাশ দীর্ণ বিদীর্ণ হবে আর সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মত হয়ে যাবে।

৩৮.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

৩৯.
فَيَوْمَئِذٍ لَّا يُسْأَلُ عَن ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌّ

সেদিন না মানুষকে না জ্বিনকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে।

৪০.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

৪১.
يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ

অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকেই; অতঃপর তাদের মাথার ঝুঁটি ও পা ধরে টেনে নেয়া হবে।

৪২.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

৪৩.
هَذِهِ جَهَنَّمُ الَّتِي يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُونَ

এটা সেই জাহান্নাম, যাকে অপরাধীরা মিথ্যা মনে করেছিল।

৪৪.
يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ آنٍ

তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে ঘুরপাক খেতে থাকবে।

৪৫.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

৪৬.
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ

আর যে ব্যক্তি তার পালনকর্তার সামনে হাজির হওয়ার ভয় রাখে, তার জন্যে রয়েছে দু’টি উদ্যান।

৪৭.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

৪৮.
ذَوَاتَا أَفْنَانٍ

উভয় উদ্যানই ঘন শাখা-পল্লববিশিষ্ট।

৪৯.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

৫০.
فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ

উভয় উদ্যানেই আছে বহমান দুটি ঝর্ণা।

৫১.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

৫২.
فِيهِمَا مِن كُلِّ فَاكِهَةٍ زَوْجَانِ

উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে।

৫৩.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!)তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

৫৪.
مُتَّكِئِينَ عَلَى فُرُشٍ بَطَائِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ وَجَنَى الْجَنَّتَيْنِ دَانٍ

তারা তথায় রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। উভয় উদ্যানের ফল হবে তাদের নিকটবর্তী।

৫৫.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

৫৬.
فِيهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ

তথায় থাকবে সতীসাধ্বী সংযত-নয়না রমণীগণ, কোন জিন ও মানব পূর্বে যাদের স্পর্শ করেনি।

৫৭.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

৫৮.
كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرْجَانُ

তারা যেন প্রবাল ও পদ্মরাগ সদৃশ (রমণী)।

৫৯.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

৬০.
هَلْ جَزَاء الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ

উত্তম কাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে?

৬১.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

৬২.
وَمِن دُونِهِمَا جَنَّتَانِ

এই দু’টি ছাড়া আরও দু’টি উদ্যান রয়েছে।

৬৩.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

৬৪.
مُدْهَامَّتَانِ

ঘন সবুজ এ বাগান দুটি।

৬৫.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

৬৬.
فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ

তথায় আছে উদ্বেলিত দুটি ঝর্ণাধারা।

৬৭.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

৬৮.
فِيهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ

তথায় আছে ফলমূল, খেজুর ও ডালিম।

৬৯.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

৭০.
فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ

সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী (কুমারী)রা।

৭১.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

৭২.
حُورٌ مَّقْصُورَاتٌ فِي الْخِيَامِ

তাঁবুতে অবস্থানকারিণী সুন্দরীরা।

৭৩.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

৭৪.
لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ

কোন জ্বিন ও মানুষ পূর্বে তাদেরকে স্পর্শ করেনি।

৭৫.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

৭৬.
مُتَّكِئِينَ عَلَى رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِيٍّ حِسَانٍ

তারা সবুজ মসনদে আর সুন্দর সুসজ্জিত গালিচায় হেলান দিয়ে বসবে।

৭৭.
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব, (হে জ্বিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

৭৮.
تَبَارَكَ اسْمُ رَبِّكَ ذِي الْجَلَالِ وَالْإِكْرَامِ

কত পূণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

03/04/2024
দরিদ্রতা থেকে মুক্তির শক্তিশালী দোয়া।‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজজিল্লাতি, ওয়া আউজুবিকা মি...
31/03/2024

দরিদ্রতা থেকে মুক্তির শক্তিশালী দোয়া।

‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজজিল্লাতি, ওয়া আউজুবিকা মিন আন আজলিমা আও উজলামা।’
অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাইছি দরিদ্রতা থেকে, আপনার কম দয়া থেকে ও অসম্মানী থেকে। আমি আপনার কাছে আরো আশ্রয় চাইছি জুলুম করা থেকে অথবা অত্যাচারিত হওয়া থেকে।’
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) সব সময় এই দোয়া করতেন।
(বুখারি, হাদিস : ১৫৪৪)

30/03/2024

ইয়াহুদী, নাসারা, খ্রিস্টান, অত:পর হিন্দু সকলের টার্গেট মুসলমানদের ধংস্ব করা। আর আমরা আছি সুন্নাত, বেদায়াত, কিসসা-কাহিনি নিয়া।

26/03/2024

পয়গম্বরের গায় হাত দেয়ার শাস্তি কি হওয়া উচিৎ? Prophet Yousuf। ゚viral

ফিলিস্থিন-ই পৃথিবীর একমাত্র রাষ্ট্র যাদের রোজা আছে ইফতার নেই,তারাবী আছে সেহরী নেই। ইয়া আল্লাহ তাদের জন্য কুদরতি রিজিক দা...
18/03/2024

ফিলিস্থিন-ই পৃথিবীর একমাত্র রাষ্ট্র যাদের রোজা আছে ইফতার নেই,
তারাবী আছে সেহরী নেই। ইয়া আল্লাহ তাদের জন্য কুদরতি রিজিক দান করুন।
আমিন।
#

17/03/2024

বদর যুদ্ধের ইতিহাস। হুজুরকে আমার খুব ভাল লাগে তাই টাইম লাইনে রেখে দিলাম।

25/06/2023

কোরবানীর গোস্ত কতদিন খেতে পারবেন?
https://youtube.com/shorts/eglo8R8StnU?feature=share

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

14/10/2022

Address


Alerts

Be the first to know and let us send you an email when শান্তির পথ ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শান্তির পথ ইসলাম:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share