02/11/2024
বাংলাদেশ ইউনানী মেডিক্যাল অ্যাসোসিয়েশন রংপুরে বিভাগীয় জাতীয় সেমিনার ও সম্মেলন-২০২৪ অদ্য ২ নভেম্বর, ২০২৪ তারিখ রোজ শনিবার, বেলা ১১ ঘটিকায় হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক ডা. মোহাম্মদ আহসান হাবীব।
সেমিনারে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন অ্যাসোসিয়েশনের মহাসচিব হাকিম আ. খ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ পরিদর্শক জনাব মোহাম্মদ মোকসেদুল আমিন।
বৈজ্ঞানিক অধিবেশনে পেপার প্রেজেন্ট করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক হাকীম রুহুল আমিন মিলন।
অনুষ্ঠানে সভাপিতত্ব করেন রংপুর জেলা শাখার সভাপতি হাকীম মোঃ মোকছেদুল আলম। আরো উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভিন্ন জেলা শাখার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা হাকীম নাসির উদ্দীন।