Sowaib Sijan

Sowaib Sijan আমি সুখে থাকি কিবা দুঃখে থাকি"আলহামদুলিল্লাহ"

Uttara University  এর পক্ষ থেকে  শহীদ সাইফুল্লাহ ইসলাম আলিফ ভাইয়ের গাইবানা জানাজা সম্পূর্ণ করা হল। এবং একই সাথে তার হত্...
27/11/2024

Uttara University এর পক্ষ থেকে শহীদ সাইফুল্লাহ ইসলাম আলিফ ভাইয়ের গাইবানা জানাজা সম্পূর্ণ করা হল।
এবং একই সাথে তার হত্যাকারীর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ইসকন কে নিষিদ্ধ করার দাবি জানানো হলো। একই সাথে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা জোর দাবি জানানো হলো।

সবার প্রিয় গীতিকার আব্দুল কাদের হাওলাদার দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। "ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" সকলেই তা...
20/11/2024

সবার প্রিয় গীতিকার আব্দুল কাদের হাওলাদার দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। "ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" সকলেই তার জন্য দোয়া করবেন আল্লাহতায়ালা যেন তার জীবনের ভুলগুলো ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।

𝐆𝐨𝐨𝐝 𝐝𝐚𝐲 𝐢𝐧 𝐦𝐲 𝐦𝐢𝐧𝐝⚜️©️ Imtiaz Sohan𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚𝙙 𝐨𝐧 𝐦𝐲 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 𝙔𝙤𝙪𝙏𝙪𝙗𝙚 𝙘𝙝𝙖𝙣𝙣𝙚𝙡_https://youtube.com/?si=rO92xnANwE9H7BC8
07/11/2024

𝐆𝐨𝐨𝐝 𝐝𝐚𝐲 𝐢𝐧 𝐦𝐲 𝐦𝐢𝐧𝐝⚜️

©️ Imtiaz Sohan
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚𝙙 𝐨𝐧 𝐦𝐲 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 𝙔𝙤𝙪𝙏𝙪𝙗𝙚 𝙘𝙝𝙖𝙣𝙣𝙚𝙡_
https://youtube.com/?si=rO92xnANwE9H7BC8

𝐒𝐢𝐫𝐚𝐚𝐭 𝐒𝐞𝐦𝐢𝐧𝐚𝐫 𝟏𝟒𝟒𝟔 𝐇𝐢𝐣𝐫𝐢সীরাত সেমিনার ১৪৪৬ হিজরীUttara University𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚𝙙 𝐨𝐧 𝐦𝐲 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 𝙔𝙤𝙪𝙏𝙪𝙗𝙚 𝙘𝙝𝙖𝙣𝙣𝙚𝙡_https://yout...
16/10/2024

𝐒𝐢𝐫𝐚𝐚𝐭 𝐒𝐞𝐦𝐢𝐧𝐚𝐫 𝟏𝟒𝟒𝟔 𝐇𝐢𝐣𝐫𝐢

সীরাত সেমিনার ১৪৪৬ হিজরী
Uttara University
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚𝙙 𝐨𝐧 𝐦𝐲 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 𝙔𝙤𝙪𝙏𝙪𝙗𝙚 𝙘𝙝𝙖𝙣𝙣𝙚𝙡_
https://youtube.com/?si=rO92xnANwE9H7BC8

শরতের প্রথম ভালোবাসা “কাশফুল” 🤍𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚𝙙 𝐨𝐧 𝐦𝐲 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 𝙔𝙤𝙪𝙏𝙪𝙗𝙚 𝙘𝙝𝙖𝙣𝙣𝙚𝙡_https://youtube.com/?si=rO92xnANwE9H7BC8
01/10/2024

শরতের প্রথম ভালোবাসা “কাশফুল” 🤍

𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚𝙙 𝐨𝐧 𝐦𝐲 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 𝙔𝙤𝙪𝙏𝙪𝙗𝙚 𝙘𝙝𝙖𝙣𝙣𝙚𝙡_
https://youtube.com/?si=rO92xnANwE9H7BC8

যত চুপ—তত সুখ ❣️©️ Md Rakib Khan 𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚𝙙 𝐨𝐧 𝐦𝐲 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 𝙔𝙤𝙪𝙏𝙪𝙗𝙚 𝙘𝙝𝙖𝙣𝙣𝙚𝙡_https://youtube.com/?si=rO92xnANwE9H7BC8
21/09/2024

যত চুপ—তত সুখ ❣️

©️ Md Rakib Khan
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚𝙙 𝐨𝐧 𝐦𝐲 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 𝙔𝙤𝙪𝙏𝙪𝙗𝙚 𝙘𝙝𝙖𝙣𝙣𝙚𝙡_
https://youtube.com/?si=rO92xnANwE9H7BC8

20/09/2024

#জাতীয়_মাসজিদ!

আমরা যখন বাকরুদ্ধ হই, তখন প্রিয় নবীজি (স) এর হাদিসগুলো তার সবটুকুই ব্যখ্যা করে যা আমরা বলতে চাইছি আর যা বলতে পারছি না! বাইতুল মুকাররমের আজকের ঘটনার পর হাদিসটি আরেকবার মোতায়ালা করলাম। আপনারাও পড়ে দেখতে পারেন!

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” يُوشِكُ أَنْ يَأْتِيَ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَبْقَى مِنَ الْإِسْلَامِ إِلَّا اسْمُهُ، وَلَا يَبْقَى مِنَ الْقُرْآنِ إِلَّا رَسْمُهُ، مَسَاجِدُهُمْ عَامِرَةٌ وَهِيَ خَرَابٌ مِنَ الْهُدَى، عُلَمَاؤُهُمْ شَرُّ مَنْ تَحْتَ أَدِيمِ السَّمَاءِ مَنْ عِنْدَهُمْ تَخْرُجُ الْفِتْنَةُ وَفِيهِمْ تَعُودُ

‘আলী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

শীঘ্রই মানুষের ওপর এমন এক যুগ আসবে, যখন
শুধু নাম ব্যতীত ইসলামের কিছুই অবশিষ্ট থাকবে না।

সেদিন কুরআনের শুধুমাত্র অক্ষরটুকুই অবশিষ্ট থাকবে।

তাদের মাসজিদগুলো তো বাহ্যিকভাবে চাকচিক্যময় (আবাদ) হতে থাকবে, কিন্তু (ভেতরথেকে) হবে হিদায়াতশূন্য।

তাদের আলিমগণ হবেন আকাশের নীচে সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি!

তাদের নিকট হতেই দ্বীনের ফিতনাহ্-ফাসাদ সৃষ্টি হবে। অতঃপর এ ফিতনা তাদের দিকেই ফিরে আসবে।

রেফারেন্স :
শুয়াবুল ঈমান লিলবায়হাকী, হাদীস নং-১৭৬৩

🖋️ Abu Taw Haa Muhammad Adnan

মেধাবীরা: ভাই খাবার কেমন??মাজলুম: আল্লাহর রহমতে ভালো।,🥺মানুষ কতটা নির্দয় 😒 কি ভাবে একজন মানুষ অন্য জনকে মারে, আমার বুঝে...
19/09/2024

মেধাবীরা: ভাই খাবার কেমন??
মাজলুম: আল্লাহর রহমতে ভালো।,🥺

মানুষ কতটা নির্দয় 😒 কি ভাবে একজন মানুষ অন্য জনকে মারে, আমার বুঝে আসেনা,😭

লেখাটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপ থেকে কপি করা।

ফজলুল হক হল বাসী ,উনি চোর ছিলো না!

বরগুনা, পাথরঘাটার সন্তান, মেধাবী সন্তান তোফাজ্জেল ভাই! ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন। ঠিক ঐ সময় তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয়।তা কপালে সয় নাই ঐ মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়! বিধাতাও তার মা- বাবাকে এক মাসের মাথায় পৃথিবী থেকে তুলে নিয়ে যায়!

এই অবস্থা আপনি আমি ও পাগল হয়ে যেতাম ।
শোকে কষ্ট সে পাগল হয়ে বেড়ায়। বড় ভাই ছিলেন পুলিশের এসআই। তিনি তার শেষ অভিভাবক।তাকে চিকিৎসা করাচ্ছিল। মরণ এসে তাকেও তুলে নেয়।

কেবল পরে থাকে কপাল পোড়া পাগলাটা!!!!
এরমধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজের ও অনার্সে ভর্তি হয়! ভাগ্য তাকে ছাড়ে নাই!

পাগল হয়ে আমাদের স্কুলগুলোতে, বাজারে ঘুরে বেড়াতো!
কে খোঁজ নিবে ? হয়তো খাবারের খোজে আসছিলো, আর চোর বানাইলেন!
ওরে ভাত খাওয়াইয়া মারলেন!
পাগলের উপর শরীয়ত নাই!
এই নিষ্পাপ পাগলটারে এতো এতো কষ্ট দিয়া মারা হলো!!!!
ভাইটার তাজা প্রান ছিনিয়ে নিলো!😭😭

 #কেনজবাব? ১.সম্পূর্ণ নগ্ন অবস্থায় জন্মিত শিশুকে চাদরে জড়ানো হয়, আবার সম্পূর্ণ নগ্ন মৃতকেও জড়ানো হয় কাফনে।জন্ম থেকে মৃত্...
10/09/2024

#কেন

জবাব?

১.
সম্পূর্ণ নগ্ন অবস্থায় জন্মিত শিশুকে চাদরে জড়ানো হয়, আবার সম্পূর্ণ নগ্ন মৃতকেও জড়ানো হয় কাফনে।
জন্ম থেকে মৃত্যু কিংবা সৃষ্টি থেকে কিয়ামাত মহান আল্লাহ আমাদের শালীন, আবৃত ও সতর ঢাকতে আদেশ করেছেন। তাই সালটা ০০০১ হউক বা ২০২৪ নারীদের সর্বদাই আবশ্যিকভাবে পর্দা করতেই হবে।

২.
আর আমাদের প্রতিটি নারীই আমাদের রাজকুমারী, আমাদের মণিমুক্তা! আর প্রতিটি মুক্তাই নিরাপদ প্রাচীরে বেষ্টিত থাকে।

৩.
আমরা আমাদের নারীদের দেহ বেশ্যাখানার পতিতাদের ন্যায় প্রদর্শন করি না। কারণ তারাই আমাদের পোষাক, আর আমরা তাদের!

আরও শিখতে ও বুঝতে চাইলে আপনাকে পবিত্র হয়ে, জুতা খুলে, হাঁটু গেরে, মাথা নিচু করে আহলে ইলমদের মাজলিসে বসতে হবে। কারণ জ্ঞানের কাছে আসতে হয়,জ্ঞান কারো কাছে যায়না!

✍️ আবু ত্ব - হা মোহাম্মদ আদনান ❤️

06/09/2024

আমার দাদা,জয়নাল স‍্যারের স্ত্রী,
(আমার দাদী মোর্শেদা বেগম) ১১:৩০ মিনিটে শেষ নিশ্বাস ত‍্যাগ করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..!
আল্লাহ আপনি জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করে দিন।

ইচ্ছের পান্ডুলিপি তুলে রেখেছি পোকা ধরা কফিনে! 🥀💙📷 Md. Sakib Mullah𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚𝙙 𝐨𝐧 𝐦𝐲 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 𝙔𝙤𝙪𝙏𝙪𝙗𝙚 𝙘𝙝𝙖𝙣𝙣𝙚𝙡_https://yout...
04/09/2024

ইচ্ছের পান্ডুলিপি তুলে রেখেছি
পোকা ধরা কফিনে! 🥀💙

📷 Md. Sakib Mullah
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚𝙙 𝐨𝐧 𝐦𝐲 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 𝙔𝙤𝙪𝙏𝙪𝙗𝙚 𝙘𝙝𝙖𝙣𝙣𝙚𝙡_
https://youtube.com/?si=rO92xnANwE9H7BC8

আলহামদুলিল্লাহ আলজেরিয়া বিশ্ব কুরআন প্রতিযোগিতায়১ম স্থান অধিকার করেছে বাংলাদেশের হাফেজ হুজায়ফা।
31/08/2024

আলহামদুলিল্লাহ
আলজেরিয়া বিশ্ব কুরআন প্রতিযোগিতায়
১ম স্থান অধিকার করেছে বাংলাদেশের হাফেজ হুজায়ফা।

❝আমি কতদিন আলো-বাতাস দেখি না, আল্লাহর দুনিয়া দেখি না, ওরা আমাকে আযান শুনতে দেয় নাই। আমার এই গামছাটা তে আমি যেই পরিমাণ ...
09/08/2024

❝আমি কতদিন আলো-বাতাস দেখি না, আল্লাহর দুনিয়া দেখি না, ওরা আমাকে আযান শুনতে দেয় নাই। আমার এই গামছাটা তে আমি যেই পরিমাণ চোখের পানি মুছেছি, ওই পানি জমাইলে একটা দিঘি বানানো যেতো!❞

~ 'আয়না ঘর' থেকে ফেরার পর সাবেক বিগ্রেডিয়ার জেনারেল আযমী।

দেশে ফিরে আবু সাঈদের কথা স্মরণ করে কাঁদলেন ড. মুহাম্মদ ইউনুস
08/08/2024

দেশে ফিরে আবু সাঈদের
কথা স্মরণ করে কাঁদলেন
ড. মুহাম্মদ ইউনুস

একাল-সেকাল
02/08/2024

একাল-সেকাল




History repeatsRemember 14 December 1971…?Raise voice for our teacher   ✅  ✅   ✅  ✅
01/08/2024

History repeats
Remember 14 December 1971…?

Raise voice for our teacher

✅ ✅

আজ রক্তে রঙিন হয়ে গেছে দেখো আমার ভাইয়ের বুকআমি বলবো কথা পারবো না তো ধরবে চেপে মুখ।
31/07/2024

আজ রক্তে রঙিন হয়ে গেছে দেখো
আমার ভাইয়ের বুক
আমি বলবো কথা পারবো না তো
ধরবে চেপে মুখ।

Address

Barishal
জিপকোড

Alerts

Be the first to know and let us send you an email when Sowaib Sijan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sowaib Sijan:

Videos

Share

Nearby event planning services


Other Barishal event planning services

Show All