New Hanif

New Hanif Benapole-Pathorghata

04/03/2023

েনাপোলে_উদ্বোধন_হবে

েট
--------------------------------
✅ যশোরের বেনাপোল স্থলবন্দরে ইলেকট্রনিক গেট (ই-গেট) স্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরের মতো এ গেট স্থাপন করে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতে যাতায়াতকারীদের জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার।
✅ প্রথম পর্যায়ে ছয়টি গেট করা হয়েছে। এর মধ্যে ভারতে প্রবেশের জন্য তিনটি ও ভারত থেকে আসা যাত্রীদের জন্য তিনটি গেট নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে এ গেট বাড়ানো হবে।

✅ জানা গেছে, স্থলবন্দর হিসেবে দেশের মধ্যে এ প্রথম যশোরের বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশনে উদ্বোধন করা হচ্ছে ইলেকট্রনিক গেট। ফলে ভারতে যাতায়াতকারী পাসপোর্টযাত্রীদের ভোগান্তি অনেকটাই কমে আসবে। যাত্রীরা গেটে পাসপোর্ট প্রদর্শন করলে স্বয়ংক্রিয়ভাবে গেট খুলে যাবে।
✅ প্রত্যেক যাত্রীর গেট পেরোতে সময় লাগবে মাত্র ৪০ সেকেন্ড। আগে যাত্রীদের ইমিগ্রেশন করতে কমপক্ষে পাঁচ থেকে ১০ মিনিট সময় লাগতো। পাসপোর্টবিহীন কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন না।
✅ আগামী শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তারপর মন্ত্রী সাড়ে ৪টায় বেনাপোল ফুটবল মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। পরে বিকেল সাড়ে ৫টায় চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে বিজিবি-বিএসএফের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

✅ বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব গণমাধ্যমকে জানান, দেশের প্রথম স্থলবন্দর হিসেবে বেনাপোলে ইলেকট্রনিক গেট উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যাত্রীরা তাদের পাসপোর্ট দেখালেই অটোমেটিক গেট খুলে যাবে। একজনের পাসপোর্ট আরেকজন দেখালে গেট খুলবে না। এতে করে যাত্রীরা আরও সহজে ইমিগ্রেশনের কাজ করতে পারবেন। মাত্র ৪০ সেকেন্ড সময় লাগবে এ কাজ করতে। তিনি আরও জানান, বেনাপোল দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন সাত হাজার পাসপোর্টযাত্রী ভারত-বাংলাদেশে যাতায়াত করে থাকেন। এ গেট উদ্বোধন হলে আমাদের কাজও সহজ হয়ে যাবে।

16/09/2022
30/03/2022

আজ থেকে বাই রোডে ইন্ডিয়ান
টুরিস্ট ভিসা খুলে দেওয়া হলো ✌️

দেখে নিন ভারতীয় টুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন ⤵️

ট্যুরিস্ট ভিসা করতে যা যা প্রয়োজনঃ
১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি
২। এপ্লিকেশন ফর্ম
৩। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি
৪। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি।
৫। লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) অথবা ডলার এনডোর্সমেন্ট।
৬। পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স ইত্যাদি) স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড -!
৭। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৮। পাসপোর্ট কপি
৯। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
১০। ৮৪০৳ ফি (UPAY)

*** কাগজ গুলো উপরের সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দিবেন।

নিউ হানিফ পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্খীদের জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন  Happy New Year 2022
01/01/2022

নিউ হানিফ পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্খীদের জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন Happy New Year 2022

27/08/2020

ভারতে প্রবেশের জন্য নতুন নিয়ম চালু হয়েছে। কি কি নিয়ম একবার চোখ বুলিয়ে নিন।
#রুলসসমুহ
√ যাদের ভিসা জুলাই মাসের পর থেকে নেওয়া হয়েছে বা পরে নিবেন তাদেরকে অবশ্যই ভারতীয় হাইকমিশন থেকে বিশেষ অনুমতি নিতে হবে নতুবা যেতে পারবেন না।
√ ট্যুরিস্ট/মেডিকেল/বিজনেস এই ৩ ক্যাটাগরির ভিসা আপাতত দেওয়া হবে। পরবর্তীতে সমস্ত ক্যাটাগরিতে ভিসা দেওয়া শুরু করবে।
√ ভ্রমণ শুরুর ৭২ ঘন্টা আগে কোভিড -১৯ টেস্ট রিপোর্ট নেগেটিভ হতে হবে এবং সার্টিফিকেট সাথে রাখতে হবে।
√ কোন অবস্থাতেই ভ্রমণ করার ৫/৬/৭ দিন আগের টেস্ট করা রিপোর্ট গ্রহনযোগ্য নহে অর্থাৎ এমন সময়ে টেস্ট করার জন্য স্যাম্পল দিবেন যাতে ভ্রমণ শুরু হওয়ার ৭২ ঘণ্টা/৩ দিনের মধ্যে পেয়ে যান।
√ যাদের ভিসার মেয়াদ শেষ তারা নতুন করে যমুনা ফিউচার পার্ক ভিসা এম্বাসিতে ভিসার জন্য এপ্লাই করতে পারবেন তবে এপ্লাই করার ৩/৪ দিন আগে মেইল করে অনুমতি নিতে হবে।
√ মেডিকেল ভিসার জন্য অবশ্যই ভারতীয় হাসপাতাল এর ইনভাইটেশন লেটার বা ডাঃআ্যপয়েন্টমেন্ট লেটার কপি থাকা বাধ্যতামূলক অর্থাৎ এই লেটার + মেডিকেলের পেপারস (ডাঃ প্রেস্ক্রিপশন, কিছু টেস্ট রিপোর্ট ও পাসপোর্ট কপি স্ক্যান কপি) সহ মেইলে বিস্তারিত লিখে দিবেন অর্থাৎ কেন যাওয়া জরুরী।
ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে নিচের ইমেইলে পাসপোর্ট কপি স্ক্যান + পূর্বে যদি ভিসা থাকে সেটার কপি দিয়ে বিস্তারিত লিখবেন অর্থাৎ কেন এখন ভারতে ঘুরতে যাবেন এবং এপ্লাই করার পর ৩/৪ দিন অপেক্ষা করুন ফিরতি রিপ্লাইয়ের জন্য। পেলে ভালো, না পেলে কিছুই করার নেই।
√ আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলোর স্ক্যানকপি ইমেইল করবেন [email protected] (অবশ্যই এম্বাসিতে যাওয়ার ৩/৪ দিন আগে ইমেইল করবেন)। আপনাকে যদি অনুমতি দেই অর্থাৎ মেইলে রিপ্লাই করে জানিয়ে দিবে তবেই ভিসা এম্বাসিতে যেতে পারবেন সেটা #মেডিকেল/ট্যুরিস্ট/বিজনেস ভিসার জন্য প্রযোজ্য।
যদি অনুমতি না পান তাহলে নেক্সট আবার মেইল করুন অথবা করোনা স্বাভাবিক হলে তখন স্বাভাবিক নিয়মে এপ্লাই করে যাবেন কারণ এখানে একমাত্র ভারতীয় এম্বাসি ঠিক করবে অর্থাৎ কাকে ভিসা দিবে আর কাকে দিবে না। এক্ষেত্রে কোন পরামর্শ দেওয়ার কিছু নেই।
#বিঃদ্রঃ
√ ভারতের ডমেস্টিক ফ্লাইট পুরোদমে ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হয়েছে, কবে চালু হবে সেটা ২৭/২৮ আগষ্ট জানিয়ে দেওয়া হবে।
√ এখন বিশেষ ভাবে মাত্র ২৩০ টি ট্রেন চালু আছে এবং বাকি ৭৫০০+ ট্রেন আপাতত বন্ধ আছে এবং কবে চালু হবে সেটাও পরে জানিয়ে দেওয়া হবে।
আপনি এখন ভারতে যাবেন কি যাবেন না, বা এখন গেলে সমস্যা হবে কিনা বা ভালো ডাক্তার পাবো কিনা সে বিষয়ে কারো মতামত নেওয়ার আগে বাংলাদেশের চিত্রের সাথে তুলনা করলেই উত্তর পেয়ে যাবেন।
উপরের নিয়মগুলো মনযোগ দিয়ে পড়ুন তবেই বুঝবেন
ভ্রমণ হবে সহজে
তথ্যঃ- কালেক্টেড

01/08/2020

— ┏━━━━ ﷽ ━━━━┓
꧁🕌ঈদ মোবারক🕌꧂
┗━━━━ ﷽ ━━━━┛
সকলকে পবিত্র ইদুল আজাহার শুভেচ্ছা,,!

Hino 1J Chair coachSeat: 45 SeatAC: NoSound system: YesSuitable for Daylong tour,Field Visit, Family vacationContact:019...
21/11/2019

Hino 1J Chair coach
Seat: 45 Seat
AC: No
Sound system: Yes
Suitable for Daylong tour,Field Visit, Family vacation
Contact:01973-686461

Address

Benapole
7431

Telephone

+8801916389531

Website

Alerts

Be the first to know and let us send you an email when New Hanif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to New Hanif:

Share

Category



You may also like