A to Z Event Management,Bogura

A to Z Event Management,Bogura Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A to Z Event Management,Bogura, Event Planner, Majhira, Sajahanpur, Bogura.

18/12/2023

এখানে একদিনের মুরগির বাচ্চা পাওয়া যায়।
আজকের মুরগির বাচ্চার রেট
১৮/১২/২৩
#সোনালী-১৭
#সোনালী ৯০% মোরগ-২৩
#ক্ল্যাসিক-২১
#ক্ল্যাসিক ৯০% মোরগ-২৮
#সুপার হাইব্রিড-২৬
#সুপার হাইব্রিড প্লাস-২৮
যোগাযোগ করুন :০১৭৩৭৩৩৩৫৯৯

17/12/2023

এখানে একদিনের মুরগির বাচ্চা পাওয়া যায়।
আজকের মুরগির বাচ্চার রেট
১৭/১২/২৩
#সোনালী-১৭
#সোনালী ৯০% মোরগ-২৩
#ক্ল্যাসিক-২১
#ক্ল্যাসিক ৯০% মোরগ-২৮
#সুপার হাইব্রিড-২৬
#সুপার হাইব্রিড প্লাস-২৮
যোগাযোগ করুন :০১৭৩৭৩৩৩৫৯৯

12/07/2021
13/12/2020

"বাসেই যখন হঠাৎ বিয়ে"

সত্যি অসাধারণ খবর..শুনে এত ভাল লাগছে😍

সন্ধ্যা ৬টায় হানিফ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দ্যেশ্যে কিছু যাত্রী নিয়ে টেকনাফ থেকে রওনা দেয়।
দমদমিয়া-সেন্টমার্টিন ঘাট থেকে অনেক যাত্রী উঠে।
হ্নীলা,হোয়াইকং,উখিয়া এর পর লিঙ্ক রোড,চকরিয়া,চট্টগ্রাম থেকে অনেক যাত্রী উঠানামা করে।
রাত ১টা।
চট্টগ্রাম শহর ছাড়িয়ে হু হু করে বাস এগিয়ে চলেছে ঢাকার দিকে।
সদ্য বানানো মসৃণ রাস্তা। বেশির ভাগ যাত্রী সিটে বসে ঢুলছে। সামনের সিটে এক বৃদ্ধ তাঁর মেয়েকে নিয়ে বসেছেন। অভিজাত জামাকাপড় পরে আছেন তাঁরা।

হঠাৎ উঠে দাঁড়িয়ে অন্য সব যাত্রীর দিকে মুখ করে বলতে শুরু করলেন তিনি —
‘প্রিয় যাত্রী মহোদয়, আমার পোশাক-আশাক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ভিখারি নই। প্রভু আমাকে অনেক দিয়েছেন, কিন্তু কেড়ে নিয়েছেন আমার স্ত্রী সাবিহাকে। বিধির বিধান কে খণ্ডাতে পেরেছে, বলুন?
কিছুদিন আগে আমার ফ্যাক্টরিতে আগুন ধরে সব ছারখার হয়ে যায়। এর কিছু দিনের মধ্যে আমার এক্সপোর্ট-ইম্পোর্টের ব্যবসাও লাটে ওঠে। হঠাৎ করে এতটা ক্ষতি আমি সইতে পারিনি। তাই হয়তো কিছুদিন পরই আমার হার্ট অ্যাটাক করে। যেসব আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব আগে আমার কাছে এসে বসে থাকত, তারা আমার এই দুর্দিনে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। আমি দিন দিন হতাশ হয়ে পড়ি। শরীরও খারাপ হতে থাকে। একসময় ডাক্তার জানায়, আমার জীবনে খুব বেশি দিন অবশিষ্ট নেই। যেকোনো সময় ডাক এসে যেতে পারে। আমার এই যুবতী মেয়ে মিথিলা। দেখতেই পাচ্ছেন আপনারা। সে বেশ সুন্দরী। আমার অবর্তমানে এই মেয়ে নিষ্ঠুর পৃথিবীর বুকে একলা থাকলে তার কী যে দুর্দশা হবে, সে কথা ভেবেই আমি শিউরে উঠি!’ এই কথা কয়েকটি বলতে বলতেই বৃদ্ধের হেঁচকি ওঠা শুরু হয়। মেয়ে মিথিলা বাবাকে ধরে আবার সিটে বসিয়ে দেয়।

এমন সময় বাসের পেছনের সিটে বসা এক ভদ্রলোক দাঁড়িয়ে পড়েন এবং বাসে বসে থাকা লোকদের সম্বোধন করে বলা শুরু করেন -
ভদ্র মহোদয়গণ, আমি পেশায় ব্যবসায়ী। আমার দুই ছেলে। বড় ছেলে ডাক্তার, বিবাহিত। এই আমার ছোট ছেলে। দুই বছর হলো ইঞ্জিনিয়ারিং পাস করে একটি প্রাইভেট কম্পানিতে চাকরি করছে। আমি এর বিয়ের জন্য পাত্রী খুঁজছি। প্রভুর অশেষ দয়া, আমি এই বাসে এক সুন্দরী সুশীলা পাত্রীর দেখা পেলাম। আমি ওই বৃদ্ধকে অনুরোধ করছি, তিনি যদি আমার ছোট ছেলেকে উপযুক্ত মনে করেন, তবে আমি তাঁর মেয়েকে নিজের পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে রাজি আছি। আপনাদের সবার সামনে শপথ করছি, ওনার মেয়ে আমার বাড়িতে আমার পুত্রবধূ নয়, মেয়ে হয়েই থাকবে।’এ পর্যায়ে সুপুরুষ ছোট ছেলে নিজের সিট ছেড়ে দাঁড়িয়ে বলে উঠল, ‘মেয়ে আমার পছন্দ হয়েছে। আমি বিয়েতে রাজি।’

এক অনাবিল মুহূর্তের সাক্ষী হতে পেরে সবার ঘুম গেছে ছুটে! বাসের অন্য যাত্রীরা হাততালি দিয়ে এই সম্বন্ধকে স্বীকৃতি জানাল। এরই মধ্যে

নাটকীয়ভাবে এক লোক দাঁড়িয়ে বললেন -আপনাদের সবাইকে অনেক অভিনন্দন! বাসেই যদি এই বিয়ের কার্যক্রম হয়ে যায়, তাহলে এর চেয়ে আনন্দের আর কী হতে পারে। আমি পেশায় কাজি। বিয়ে পড়াই। আমি এই বিয়েটা পড়াতে পারলে মনে করব জীবনের সবচেয়ে আকর্ষণীয় বিয়ে পড়াতে পারলাম।’

যাত্রীরা একসঙ্গে বলে উঠল, দারুণ! মারহাবা...সেই উত্সাহপূর্ণ হট্টগোলের মাঝে কাজি সাহেব বিয়ের কাজ শুরু করলেন। কিছুক্ষণের মধ্যে সব আচার-অনুষ্ঠান শেষ হয়ে গেল।

এ পর্যায়ে এক মধ্যবয়স্ক যাত্রী তাঁর সিটে দাঁড়িয়ে বললেন -‘অনেক দিন পর আমি আমার মেয়ে-জামাইয়ের বাড়িতে যাচ্ছি। নাতি-নাতনিরা মিষ্টি পছন্দ করে। তাদের জন্য পাঁচ কেজি রসগোল্লা নিয়েছি। কিন্তু এই আনন্দের মুহূর্তে এই মিষ্টির সদ্ব্যবহার এই বাসেই হোক। পাত্রী তো আমার কন্যাসম।’

বক্তব্য শেষ করে ভদ্রলোক কন্যার বাবার দিকে চেয়ে তাঁর অনুমতির অপেক্ষা করতে লাগলেন। মেয়ের বাবা ড্রাইভারের উদ্দেশে বলেন, ‘ড্রাইভার সাহেব, পাঁচ মিনিটের জন্য গাড়ি থামান দয়া করে। সবাই আগে মুখ মিষ্টি করুন। তারপর আমরা আবার যাত্রা শুরু করব ঢাকার দিকে।’
ঠিক আছে স্যার’ বলে ড্রাইভার বাস থামিয়ে দিলেন।

আনন্দে উদ্বেলিত মেয়ের বাবার নির্দেশে সেই মধ্যবয়সী ভদ্রলোক একে একে বাসযাত্রীদের মুখে রসগোল্লা পুরে দিলেন। ড্রাইভার আর কন্ডাক্টর যখন চোখ মেলে তাকাল, তখন ভোর ৫টা।

নববিবাহিত বর-বউ, দুই পিতা, কাজি আর মিষ্টি বিতরক বাদে বাসে সবাই আছে।
তবে হ্যাঁ, কারোরই মানিব্যাগ, হাতঘড়ি, গলার সোনার চেইন, হাতের বালা-চুড়ি, স্যুটকেস কোনো কিছুই আর জায়গা মতো নেই!!🤔🤔

>>সতর্কীকরণ : অপরিচিত কারো থেকে বাসে কেউ কিছু খাবেন না। জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন।



Collected

02/11/2020
বর-বধুর খাবার
20/09/2020

বর-বধুর খাবার

বাসর ঘর
20/09/2020

বাসর ঘর

বর-বধুর স্টেজ
20/09/2020

বর-বধুর স্টেজ

হলুদের স্টেজ
20/09/2020

হলুদের স্টেজ

মাত্র ৫৫ হাজার টাকায় বিয়ের কমপ্লিট প্যাকেজ!!!!প্যাকেজ অফারঃ১. ১০০ জন  মানুষের খাবার!( পোলাও, গরুর মাংস,মুরগির রোস্ট,ডিম...
10/09/2020

মাত্র ৫৫ হাজার টাকায় বিয়ের কমপ্লিট প্যাকেজ!!!!

প্যাকেজ অফারঃ
১. ১০০ জন মানুষের খাবার!( পোলাও, গরুর মাংস,মুরগির রোস্ট,ডিম,সালাদ,বুটের ডাল,দই ও মিস্টি)
২. বিয়ের গেইট সজ্জা! ৩. হলুদের স্টেইজ ৪.বর-বধুর স্টেইজ ৫.ফটোগ্রাফি ৬. জেনারেটর এর সু ব্যবস্থা ৭. খাবার পরিবেশন সুবিধা।

অনুষ্ঠান আপনার,দায়িত্ব আমাদের!

বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারে:01912463776,01984249038

যোগাযোগের ঠিকানা:
মাঝিড়া,শাজাহানপুর,বগুড়া!!

https://www.facebook.com/163059227060505/posts/3857722314260826/
08/09/2020

https://www.facebook.com/163059227060505/posts/3857722314260826/

বিয়ের আয়োজন দেখা যাচ্ছে। তবে তা তিন–চার দশক আগের মতো, বাড়িতে ছোট পরিসরে কিন্তু আন্তরিক পরিবেশে। কনের সাজ থেকে শুর....

আসসালামু আলাইকুম।বগুড়ায় আমরা আপনাদের জন্য নিয়ে এলামA to Z Event Management.এটি একটি সেবা মূলক প্রতিষ্ঠান। আমরা বিয়ে থেকে...
02/09/2020

আসসালামু আলাইকুম।
বগুড়ায় আমরা আপনাদের জন্য নিয়ে এলাম
A to Z Event Management.
এটি একটি সেবা মূলক প্রতিষ্ঠান। আমরা বিয়ে থেকে শুরু করে অফিস ইভেন্ট পর্যন্ত প্লান করে থাকি এবং সেটা অতি অল্প খরচে।আমাদের কাজ, একটি অনুষ্ঠান কি করলে ফুটে উঠবে,কি ভাবে করলে আপনার কিছু টাকা সেভ হবে,কি ভাবে অতি অল্প খরচে একটি লাক্সারি ইভেন্ট করা যাবে,এই সবই আমাদের চিন্তা ভাবনা।আমরা সাধারণত মেহেদী,হলুদ সন্ধ্যা,বিয়ে,বিবাহ বার্ষিকী,জন্মদিন,আকিকা,অফিস ইভেন্ট ইত্যাদি পোগ্রামের প্লানিং করে থাকি।তাই আপনিও চাইলে আপনার অনুষ্ঠানের দায়িত্ব আমাদের উপর দিন,আর আপনি নিজে অনুষ্ঠান ইনজয় করুন।
ইভেন্ট আপনার,দায়িত্ব A to Z Event Management এর।

26/08/2020
https://www.facebook.com/351757248257846/posts/2859894494110763/
25/08/2020

https://www.facebook.com/351757248257846/posts/2859894494110763/

বিয়ে হয়েছিল ২০১৭ সালে। বিয়ের তিন বছর পর গত ১৩ আগস্ট মোটরসাইকেল চালিয়ে ধুমধাম করে গায়ে হলুদের অনুষ্ঠান করে আলোচনা.....

24/08/2020

মাএ ৭,০০০ টাকায় মাঝিড়া, শাজাহানপুরের মধ্যে কমিউনিটি সেন্টার।
বিস্তারিত জানতে
যোগাযোগ করুন এই নাম্বারে:
01912463776
01984249038

আসসালামু আলাইকুম।বগুড়ায় আমরা আপনাদের জন্য নিয়ে এলামA to Z Event Management.এটি একটি সেবা মূলক প্রতিষ্ঠান। আমরা বিয়ে থেকে...
10/08/2020

আসসালামু আলাইকুম।
বগুড়ায় আমরা আপনাদের জন্য নিয়ে এলাম
A to Z Event Management.
এটি একটি সেবা মূলক প্রতিষ্ঠান। আমরা বিয়ে থেকে শুরু করে অফিস ইভেন্ট পর্যন্ত প্লান করে থাকি এবং সেটা অতি অল্প খরচে।আমাদের কাজ, একটি অনুষ্ঠান কি করলে ফুটে উঠবে,কি ভাবে করলে আপনার কিছু টাকা সেভ হবে,কি ভাবে অতি অল্প খরচে একটি লাক্সারি ইভেন্ট করা যাবে,এই সবই আমাদের চিন্তা ভাবনা।আমরা সাধারণত মেহেদী,হলুদ সন্ধ্যা,বিয়ে,বিবাহ বার্ষিকী,জন্মদিন,আকিকা,অফিস ইভেন্ট ইত্যাদি পোগ্রামের প্লানিং করে থাকি।তাই আপনিও চাইলে আপনার অনুষ্ঠানের দায়িত্ব আমাদের উপর দিন,আর আপনি নিজে অনুষ্ঠান ইনজয় করুন।
ইভেন্ট আপনার,দায়িত্ব A to Z Event Management এর।

Address

Majhira, Sajahanpur
Bogura
5801

Telephone

01912463776

Website

Alerts

Be the first to know and let us send you an email when A to Z Event Management,Bogura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A to Z Event Management,Bogura:

Share

Category


Other Event Planners in Bogura

Show All

You may also like