Md Shohidul Islam

Md Shohidul Islam জীবন সহজ নয় সহজ করে নিতে হয় কিছুটা অপেক্ষা করে, কিছুটা সাহ্য করে; অনেককিছুই বুঝেও না বোঝার চেষ্টা করে

হঠাৎ দাম বেড়ে গেলে এড়িয়ে চলুন, পঁচে গেলে আবার আগের অবস্থায় চলে আসবে। হোক সেটা  #ডিম   #টমেটো   #ডাব  অথবা  #মানুষ!
26/08/2023

হঠাৎ দাম বেড়ে গেলে এড়িয়ে চলুন, পঁচে গেলে আবার আগের অবস্থায় চলে আসবে। হোক সেটা #ডিম #টমেটো #ডাব অথবা #মানুষ!

22/08/2023
😲😲
14/08/2023

😲😲

কথা গুলো বর্তমান সময়ে বুঝতেছি
14/08/2023

কথা গুলো বর্তমান সময়ে বুঝতেছি

খাঁটি সোনা বিক্রি করে নকল কাগজের টাকা নিয়ে আসছে মানুষ কতটুকু বিবেক হারা হয়ে গেল 😔😔😭
27/07/2023

খাঁটি সোনা বিক্রি করে নকল কাগজের টাকা নিয়ে আসছে মানুষ কতটুকু বিবেক হারা হয়ে গেল 😔😔😭

বর্তমান সময়ে আমাদের এই নদীমাতৃক দেশ নদীর তীরবর্তী গ্রাম গুলোর সব থেকে বড় ভয়াবহ কারণ হচ্ছে নদী ভাঙন । বীরগাঁও ইউনিয়ন বাসী...
23/07/2023

বর্তমান সময়ে আমাদের এই নদীমাতৃক দেশ নদীর তীরবর্তী গ্রাম গুলোর সব থেকে বড় ভয়াবহ কারণ হচ্ছে নদী ভাঙন । বীরগাঁও ইউনিয়ন বাসী সবাই অবগত আছেন যে গত কয়েক মাস আগে আমাদের এই মেঘনায় অবৈধ ড্রেজিং রোধে আমরা এলাকাবাসির মিলিত লড়াইয়ে অবৈধ ড্রেজিং বন্ধ করা হয়েছে কিন্তু কিছু দিন পর আবারও এই অবৈধ ড্রেজিং শুরু হয়েছে এখন পূর্বের চেয়ে ভয়াবহ রুপে ড্রেজিং হচ্ছে আমরা বাধা দিতে গেলে কারো কোনো সাহায্য পাচ্ছি না। আমরা এলাকার সবার সুদৃষ্টি আকর্ষণ করছি সেই সাথে স্থানীয় সরকার এবং নবীনগর তথা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসককে বলবো আপনারা এই নদী খেকো রাগব বোয়ালদের হাত থেকে নদীর তীরবর্তী গ্রাম গুলো কে রহ্মায় এগিয়ে আসুন

আমাকে পছন্দ না হলে দূরত্ব বজায় রাখুন। কারণ আমি আলগা পিরিত পারি না।Md Shohidul Islam
11/12/2022

আমাকে পছন্দ না হলে দূরত্ব বজায় রাখুন।
কারণ আমি আলগা পিরিত পারি না।
Md Shohidul Islam

পেছনে নয়""সামনে এগিয়ে চলুন"""হরিণ এক লাফে ১৩ হাত পর্যন্ত যেতে পারে"""আর বাঘ এক লাফে যেতে পারে ১২ হাত পর্যন্ত"""এদের এক...
02/12/2022

পেছনে নয়""সামনে এগিয়ে চলুন"""হরিণ এক লাফে ১৩ হাত পর্যন্ত যেতে পারে"""আর বাঘ এক লাফে যেতে পারে ১২ হাত পর্যন্ত"""এদের এক সাথে দৌড়াঁতে দিলে বাঘ কখনোই হরিণকে ধরতে পারার কথা নয়"""কিন্তু হরিণ মাঝে মাঝে পিছনের দিকে তাকিয়ে বাঘের দূরত্ব দেখার চেষ্টা করে"""হরিণের সবচেয়ে বড় ভুল হলো""" পিছনের দিকে তাকিয়ে অন্যের অবস্থান জানতে চাওয়া"""তাই আমাদের কখনোই উচিত নয় হরিণের মত ভুল করা"""জীবনে আমাদের অনেক ভুল ও স্মৃতিময় গল্প থাকে"""এসব নিয়ে খুব বেশি চিন্তা অর্থহীন"""বারবার ভুলে ভরা স্মৃতি স্মরণ না করে"""নিজের লক্ষ্য নিয়ে সামনের দিনগুলো কাজে লাগানো বুদ্ধিমানের কাজ"""তবেই মিলবে সফলতা""""""""""""""""""""""""।

19/11/2022

পাচঁ বা ছয় মাসের একটা প্রেমকে আমি কখনোই ভালোবাসা বলবো না। এটা দুজন মানুষের মাঝে একধরনের বিষেশ সম্পর্ক মাত্র।
-একজন মানুষকে চিনতে বুঝতে অনেক সময় লাগে।হুট করে কাওকে চেনা-জানা যায় না।
আর নতুন একটা সম্গর্কের তিন - চার মাস আপনি শুধু অপর মানুষটার ভালো দিক গুলোই দেখতে পারবেন।
সময় যত যাবে তার আসল দিক গুলো আস্তে আস্তে প্রকাশ পাবে,কারন অভিনয় বেশিদিন করা যায় না
কপি পোস্ট #

I've just reached 700 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one...
17/11/2022

I've just reached 700 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

05/11/2022

ছেলেটির শেষ কথা ছিলো.... তোমাকে ছাড়া ভালোই থাকবো..😓❤
ছেলেটির লা/শ টাও ভালো আছে হয়তো আজো....!😶💔

মেয়েটি বলেছিলো আর রাত জাগবো না কখনও তোমার জন্যে...।😞💑
এখনও মেয়েটি রোজ সকালে কনসিলার দিয়ে চোখের নিচের কালি লুকায়...।😪🥀

মেয়েটা বলেছিলো , ভুলতে পারবে আমায়.....?🤗🙂
ফিকে হাসিতে এলোমেলো চুলের ছেলেটি জবাব দিয়েছিলো, কোনো ব্যাপার না..🙂😄

ছেলেটি আজ মানসিক হাসপাতালে...। হয়তো ভুলার চেষ্টা সফল হয়নি তার..।💔🥀

বয়স ২২ কি ২৩, তখনিই বিয়ে দিয়ে দিলো বাড়ি থেকে....।😐
প্রেমিকের কথা বাসায় বলায় বাবা বলেছিলো,
আমার সম্মান আগে নাকি তোমার প্রেম...?😡🖤

বাবার সম্মান রাখতে মেয়েটা এখনও আকাশের দিকে তাকিয়ে বলে, ক্ষমা করে দিয়ো ভালোবাসা....।😭❤

আর কখনো সিগারেট খাবো না বলে প্রমিজ করা ছেলেটির বুক ভরা নিকোটিনের ধোঁয়া, ক্যান্সার ধরা পরেছে বলে ডাক্তার খুব করে বারন করেছে সিগারেট খেতে....😏🚬

ছেলেটি বলে, সে কথা রাখেনি, অন্য কারো হয়ে গেছে, আমিও কথা রাখবো না...😅😶

কেউ ভালো থাকে না রে ভাই....😔😔

বিশ্বাস কর....
যারা মন থেকে সত্যিই ভালোবাসে তারা ভালোবাসা হারিয়ে কখনও ভালো থাকে না.😓💔

সব সামলে নেওয়া যায়,
বুকের বাম দিকের চিনচিনে ব্যাথা টা সামলানো যায় না কখনো... 😖😓

হারিয়ে যাওয়া মানুষ গুলো খুব করে চায় একটা সুযোগ ফিরে আসার, পাবে না জেনেও চায়, আর কষ্ট জমায়...😞😶

সবার সামলে নেওয়ার ক্ষমতা থাকে না,
কেউ ধীরে ধীরে শেষ হয়,কেউ বা তারাতারি.... 😥😑

কিন্তু আত্মার মৃ/ত্যু তো একসাথেই হয়.....💔🥀

😥খারাপ তখন লাগে যখন গল্প পড়ে কিছু না বলে চলে যান💔 🤦‍♂️🥀💔

03/11/2022

কি ভাবছো? এই যে রাগ করে কল মেসেজ বা
টেক্সট করছো না ,ওপাশের মানুষটা তোমায় খুব
মিস করছে?
তুমি একটা টেক্সট করলে সে হুমড়ি খেয়ে
পড়বে রিপ্লাই দেওয়ার জন্য?
কিংবা সে ফোনটা হাতে নিয়ে বসে আছে,তোমার
নাম্বার থেকে কলটা যাওয়ার সাথে সাথে রিসিভ করে
হ্যালো বলবে?
যদি তুমি এগুলো ভেবে থাকো তবে ভুল
ভাবছো।ওপাশের মানুষগুলো কখনো
তোমাদের মিস করে না! তোমার টেক্সটের
রিপ্লে দেওয়ার জন্য হুমড়ি খেয়েও পড়ে না! কিংবা
তোমার কলের জন্য ফোন হাতে নিয়ে
অপেক্ষাও করে না!
বিশ্বাস হচ্ছে না'তো? মনে মনে ভাবছো মেয়াদ
উর্তীর্ণ গঞ্জিকা সেবন করে এইসব বলছে?
না ভাই! গঞ্জিকা সেবন করে এসব বলছি না।এটাই
বাস্তবতা।
যদি বিশ্বাস না হয় তবে একটা টেক্সট করে
দেখো!
ঘন্টার পর ঘন্টা চলে যাবে তোমার মেসেজ
সীন হবে না।সীন হলেও রিপ্লাই আসবেনা।
কখনো কখনো ঘন্টা কয়েক অপেক্ষার পর যে
রিপ্লাই আসবে,সেটা দেখার চেয়ে না দেখা
তোমার জন্য ভালো হবে!
যে উল্লাস উদ্দীপনা নিয়ে তুমি টেক্সটা
করেছিলে মুহুর্তেই সেই উদ্দীপনায় কালবৈশাখি
ঝড় নামবে।
কল দেও একবার! রিং হতে হতে কলটা কেটে
যাবে।কখনো কখনো মধুর কন্ঠে
শুনবে,"আপনার কলটি এই মুহুর্তে ওয়েটিং এ
আছে....." সেই মধুর কন্ঠ আর তোমার কাছে
মধুর
লাগবে না।
তুমি আশা করবে ওপাশের মানুষটা কল ব্যাক করে
তোমাকে এক্সকিউজ শুনাবে ওমুক কল
দিছিলো,রাগ করো না ! বা বিজি ছিলাম ফোন ধরতে
পারিনি।
কিন্তু না! ওপাশের মানুষটা ধমক দিয়ে বলবে অযথা
ডিস্টার্ব করছো কেন? আর কখনো ফোন
দিয়ে বিরক্ত করবা না।
কি ব্যাপার অবাক হচ্ছেন? ভাবছেন, আমার দু'বছরের
ভালোবাসা,আমার তিন,আমার পাচঁ,আমার সাত!
এতোদিনের ভালোবাসার মানুষটা এমন কিভাবে
করতে পারে?
পারে ভাই! মানুষ সব পারে।তুমি যার জন্য চোখের
পানি ফেলছো,সে তোমার চোখের পানিতে
সুইমিং বানিয়ে আরেকজন কে নিয়ে সাঁতার কাটবে।
এই সবই মানুষের দ্বারা পসিবল।
মানুষ তো উপকারীর ঘাড়েও লাথি মারতে পারে।
আর তোমার এই আবেগের ভালোবাসা তার কাছে
ঢেড়ুয়া শাক!
এখনো সময় আছে,নিজের চোখের জলে
সুইমিং বানিয়ে অন্য কাউকে সাঁতার কাটতে দিও না।এই
নোনাজল কে নদী বানিয়ে সাগর ছুয়ে দেও।
চোখের পানির দাম অনেক।একে সস্তা করো না।
মনে রাখবে, "চোখের পানিকে সস্তা করা মানে
নিজেকে সস্তা করা।"
আর তুমি সস্তা কোনো বস্তু নও। তোমার মুল্য ও
পাশের মানুষরা না দিতে পারুক, গোটা পৃথিবী দিবে।
নিজেকে বিকশিত করো।আর এই ভুল ভাবনা গুলো
ঝেড়ে ফেলো।
এগিয়ে চলো গুটি গুটি পায়ে।একদিন এই পৃথিবীটা
তোমাদেরই হবে

02/11/2022

আইস‌ক্রিম কি‌নতে গে‌ছি। বি‌ক্রেতা লোক‌টি আইস‌ক্রিম দেওয়ার সময় বল‌লেন, `স্যার, স‌রি। কো‌ণের এক পাশ একটু ভে‌ঙে গে‌ছে, কো‌নো সমস‌্যা হ‌বে?`
বললাম, না ভাই, কো‌নো সমস‌্যা হ‌বে না। কতজন মন ভে‌ঙে দি‌য়ে চ‌লে গেল তা‌তেই কো‌নো সমস‌্যা হয় নাই আর এটা তো সামান‌্য কোণ আইস‌ক্রিম! :

শেষবারের মতো বিদায় জানাতে এভাবেই দৌড়াতে দৌড়াতে আসবে আমার কোন এক প্রিয়জন..!
01/11/2022

শেষবারের মতো বিদায় জানাতে এভাবেই দৌড়াতে
দৌড়াতে আসবে আমার কোন এক প্রিয়জন..!

29/10/2022

এই দুনিয়াটা বেঈমানে ভরা

👉 #মানুষ হাড়িয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু                           বদলে গেলে ফিরে পাওয়া যায় না!!👉  #ঘুমন্ত মানু...
15/10/2022

👉 #মানুষ হাড়িয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু
বদলে গেলে ফিরে পাওয়া যায় না!!

👉 #ঘুমন্ত মানুষ জাগানো যায় কিন্তু
জেগে থেকে ঘুমিয়ে থাকার
ভান করা মানুষকে জাগানো যায় না!!

অনলাইন ক্লাস চলার সময় যখন নেটওয়ার্ক 5G কাজ করে তখন ছাত্র আর শিক্ষক যা করে।
13/10/2022

অনলাইন ক্লাস চলার সময় যখন নেটওয়ার্ক 5G কাজ করে তখন ছাত্র আর শিক্ষক যা করে।

🚶🚶
13/10/2022

🚶🚶

☺️☺️
12/10/2022

☺️☺️

07/10/2022

আপনার বিয়ের গোসল অন্যদের দিয়ে করাতে হবে কেন-?
আপনি কী মরেছেন-?

গোসলের পর মেয়েকে কোলে করে আনতে হবে কেন-?
তার কি পা নেই-?

বর মুখে রুমাল দিবে কেন-?
কি! লজ্জা বেশি নাকি-?
পুরুষ হয়ে এতই লজ্জা!
আপনাকে বিয়ে করতে কে বলেছে?

বরকে হাত ধোয়াতে হবে কেন-?
সে নিজে হাত ধোয়ে কখনো খায়নি-?
নাকি তার হাতে প্যারালাইজড!!

বিয়ে-সাদীতে ছেলেকে এই দিতে হবে, সেই দিতে হবে কেন-?
আরে আপনার ছেলে বউ পালতে পারবে না তো বিয়ে করাচ্ছেন কেন-?
নাকি ছেলে বিক্রি করছেন-?
বিক্রি করা ছেলেতো বউয়ের কথাই শুনবে আর এটাই তো যৌক্তিক।

মেয়েকে বিয়ের দিন এতো মেকাপ করাতে হবে কেন-?
মেয়ের মুখের উপর কী ঠাডা পরছে নাকি-?

নতুন বউকে পর-পুরুষ কোলে নিবে কেন -?
তাঁর পায়ে কী গেঁজ আছে যে খোঁড়ায় হাটে!

দুলাভাইকে শালীদের সাথে ডলাডলি করতে হবে কেন-?
নিজের বউ থাকতে শালীর সাথে দুষ্টামী কেন-?
নাকি চরিত্রের দোষ আছে!!!!

দুলাভাইকে গেইট থেকে যুবতি মেয়েরা রিসিভ করবে কেন-?
বাড়ির ছেলেরা কী হিজড়া হয়ে গেছে-?

অনাচার গুলো আর কারো নয়, আমাদেরই তৈরী করা!

আমরা এর নাম দিয়েছি সামাজিক রীতি। তাই আসুন আমরা সবাই মিলে এসব শরিয়তবিরোধী ও ফালতু সামাজিক রীতি-নীতি সমাজ থেকে দূর করার প্রতিজ্ঞা করি।

#সংগৃহীত!

কেমনডা লাগে বুড়া বুড়া কাকাদের বিয়ে করতেছে তরুণী রা 🥹🥹কিরে বইন আমাদেরকে কি চুখে দেখিস না।😭😭
05/10/2022

কেমনডা লাগে বুড়া বুড়া কাকাদের বিয়ে করতেছে তরুণী রা 🥹🥹
কিরে বইন আমাদেরকে কি চুখে দেখিস না।😭😭

জঙ্গল ছোট হয়ে আসছিলো, কিন্তু তারপরেও গাছেরা কুড়ালকে তাদের দলের বড় বানিয়ে চ্ছিলো!কারণ কুড়ালের হাতল, কাঠের তৈরি। আর গাছেরা...
26/09/2022

জঙ্গল ছোট হয়ে আসছিলো, কিন্তু তারপরেও গাছেরা কুড়ালকে তাদের দলের বড় বানিয়ে চ্ছিলো!

কারণ কুড়ালের হাতল, কাঠের তৈরি।
আর গাছেরা ভেবেছিলো, কুড়াল বুঝি তাদের'ই একজন।

কিন্তু কালের বিবর্তনে, কুড়াল তার আসল পরিচয়ের জানান দেয়! একে একে সকল গাছ কেঁটে ফেলে!

তেমনি, আপনি আপনার আশে পাশে অনেককে'ই পাবেন, যাঁরা আপনার আপনজন সেজে আপনার প্রতি কথায় কথায় জ্বি ভাইয়া এবং হ্যাঁ ভাইয়া বলে আপনার পাশে'ই থাকবে!

অথচ গোপনে খোঁজ নিয়ে দেখবেন, আপনার ক্ষতি করা লোকদের তালিকায় ওদের নাম গুলোই শীর্ষে!

➤আপনি নিজে যদি নিজের কাছে মূল্যবান না হোন তাহলে অপর মানুষ আপনাকে মূল্যায়ন করবে এই আশা ছেড়ে দিন। নিজেকে আগে মূল্যায়ন করতে...
25/09/2022

➤আপনি নিজে যদি নিজের কাছে মূল্যবান না হোন তাহলে অপর মানুষ আপনাকে মূল্যায়ন করবে এই আশা ছেড়ে দিন। নিজেকে আগে মূল্যায়ন করতে শিখুন।

24/09/2022

কারো জীবনে আমি ........ থাকি...! 🙂🙂

কিংবা না থাকি,,,,
😔😔😔😔😔

কিন্তু একটা... জায়গায়..!
🥺🥺🥺🥺

আমি ঠিকই..."
থাকবো,,,, 😊😊😊

করবস্থানে,,,,,,,
😭😭😭

23/09/2022

সবাই আপন হয় না,
আপন হওয়া এত সোজা না।

আমরা অল্পতেই ভেবে বসি এই বুঝি আমরা আপন হয়ে গেছি।

কিন্তু কে আপন, কে পর তা বুঝা যাবে জীবনের কয়েকটা মোড়ে ।

22/09/2022

🖤চলতে চলতে কিছু কথা বলতে

বলা হলো না সে কথা,🖤

🖤শুনতে শুনতে কিছু কথা

শোনা হলো না সে কথা ।🖤

🖤কাছাকাছি আছি চোখে চোখ রাখছি

হলোনা চোখের ইশারা,🖤

🖤চিনতে চিনতে কিছু মানুষকে জানতে

হলাম শুধু দিশেহারা ।

21/09/2022

➤কিছু ভাবনার শেষ নেই,
➤কিছু কথার সমাপ্তি নেই,
➤কিছু ব্যথার ওষুধ নেই,
➤কিছু ইচ্ছার পূর্ণতা নেই,
➤কিছু চাওয়ার পাওয়া নেই,
➤কিছু অশ্রুর নিমেশ নেই,
➤কিছু আকাঙ্ক্ষার সম্পূর্ণতা নেই,
➤তবুও অবচেতন মনে আমরা সবাই স্বপ্ন বুনে যাই!
বেলা শেষে সেই স্বপ্নের পূর্ণতা কয়জনা আর পাই?
সেখানে হাহাকারে মিলিয়ে যাই,
তথাপিও স্বপ্নের স্বাদ খুঁজে বেড়াই।
#প্রত্যাশা

❣️❣️"জীবন এক বিরক্তিকর অধ্যায়"❣️❣️                  ⭐⭐তবুও পরবর্তী পরিচ্ছদে ⭐⭐  🖤🖤তুমি আছো ভেবে পাতা উল্টাই 🖤🖤
19/09/2022

❣️❣️"জীবন এক বিরক্তিকর অধ্যায়"❣️❣️
⭐⭐তবুও পরবর্তী পরিচ্ছদে ⭐⭐
🖤🖤তুমি আছো ভেবে পাতা উল্টাই 🖤🖤

চোখ নিয়ন্ত্রণ করুন।চোখ নিয়ন্ত্রণ ব্যতীত পাপ নিয়ন্ত্রণ অসম্ভব।(ইমাম গাজালী রহ.)"মু'মিনদের কে বলুনঃ তারা যেন তাদের দৃষ্টি ...
17/09/2022

চোখ নিয়ন্ত্রণ করুন।
চোখ নিয়ন্ত্রণ ব্যতীত পাপ নিয়ন্ত্রণ অসম্ভব।
(ইমাম গাজালী রহ.)
"মু'মিনদের কে বলুনঃ তারা যেন তাদের দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থান কে হেফাযত করে।”
[সূরা নূর : আয়াত : ৩০]

''চুখ দিয়ে জিনা করাকে এই প্রজন্ম নাম দিয়েছে খাওয়া,,

যদি কখনো হঠাৎ করে হারিয়ে যাই, কেউ কি খুঁজবে আমায়..? যদি কখনো হঠাৎ করে আমার I'd থেকে আর কোনো পোস্ট না করা হয়, কেউ কি m...
14/09/2022

যদি কখনো হঠাৎ করে হারিয়ে যাই, কেউ কি খুঁজবে আমায়..? যদি কখনো হঠাৎ করে আমার I'd থেকে আর কোনো পোস্ট না করা হয়, কেউ কি miss করবে..? inbox এ হয়তো মেসেজ আসবে seen হবেনা, reply হবেনা ওভাবেই পড়ে থাকবে! কেউ কেউ হয়তো অপেক্ষায় থাকবে এই বুঝি online এ আসলো! 😅 আর কেউ কেউ টেরও পাবে না কেউ একজন হারিয়ে গেছে! ধীরে ধীরে সবাই আমাকে ভুলে যাবে, ভুলে যাবে আমার সাথে কাটানো মুহূর্তগুলো! মাঝখানে অনেকটা সময় পার হয়ে যাবে! হঠাৎ হুট করে কারো মনে পড়বে, সে তো আর নেই! আবার কেউ কেউ কষ্ট করে হয়তো নামটা সার্চ করবে! প্রোফাইলে গিয়ে পুরোনো পোস্টগুলো দেখবে, পুরোনো ছবিগুলো দেখবে! হয়তো মনে পড়বে একসময় কথা হয়েছিলো তার সাথে! হয়তো আফসোস নিয়ে বলবে ইশশ্ আরেকবার কেনো কথা বললাম না! কেউ কেউ হয়তো নিস্তেজ account টাকে বন্ধুত্বের তালিকা থেকে মুছে দিবে! কেউ হয়তো online থেকে হারিয়ে যাওয়া মানুষটিকে offline এ খুঁজতে আসবে! কেউ কি হারিয়ে যাওয়া মানুষটির জন্য অপেক্ষা করে থাকবে..? যখন আমি থাকবো না তখন আমার সৃতিগুলো কি কাউকে কাঁদাবে..? seen হবেনা জেনেও কি কেউ বার বার message করবে..? হয়তো!, হয়তো না! তবে, হারাতে হবে! হারাতে হয়! হারিয়ে যাওয়াই নিয়ম! কেউ আয়োজন করে হারায় আর কেউ হুট করে! আমি নাহয় কোনো একদিন হুট করেই হারিয়ে যাবো! আর এভাবেই কোনো একটা সময় আমার অস্তিত্ব আর কারো মাঝেই থাকবে না! 🙂

09/09/2022

ধনী-গরিবের প্রকট বৈষম্য আর বিদ্বেষ ভরা পৃথিবীতে, অনাহারী গরিব-দুস্থদের মুখে খাবার তুলে দেওয়া আর একে অন্যের প্রতি শান্তি কামনার চেয়ে উত্তম কাজ আর কী হতে পারে? আসুন, অনাহারীর মুখে খাবার তুলে দেই এবং চেনা অচেনা সবাইকে আগে সালাম দেই।

অনেক দিন পর সেই স্কুল জীবনের বন্ধুর সাথে ঘুরাঘুরি। ❤️❤️অনেক ভালো সময় কাটলো❤️❤️
31/08/2022

অনেক দিন পর সেই স্কুল জীবনের বন্ধুর সাথে ঘুরাঘুরি। ❤️❤️অনেক ভালো সময় কাটলো❤️❤️

30/08/2022

পৃথিবীর নিয়ম বড় অদ্ভুদ, যাকে তুমি সবচেয়ে বেশী ভালবাস সেই তোমার দু:খের কারন হবে।

একবার চাকরীর ইন্টারভিউতে একজনকে কোম্পানির বস একটি অদ্ভুত প্রশ্ন করে সেই প্রশ্ন শুনে প্রায় ২০০ জন মানুষ চুপ হয়ে যায়!প্রশ্...
29/08/2022

একবার চাকরীর ইন্টারভিউতে একজনকে কোম্পানির বস একটি অদ্ভুত প্রশ্ন করে সেই প্রশ্ন শুনে প্রায় ২০০ জন মানুষ চুপ হয়ে যায়!

প্রশ্নটা এমন ছিল, মনে করুন- এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ী ড্রাইভিং করছেন আপনি একটি বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে ৩ জন লোক দাঁড়িয়ে আছে। প্রথমজন একজন সুন্দরী নারী যাকে আপনি মনপ্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান। দ্বিতীয়জন আপনার খুব পুরোনো এক বন্ধু যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল এবং তৃতীয়জন এক বৃদ্ধা মহিলা যাকে খুব অসুস্থ্য দেখাচ্ছিল। আপনার গাড়িতে মাত্র একজনকেই বসতে দেওয়া সম্ভব।

এমতবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন? বৃদ্ধাকে ? কারণ এটা নৈতিকতার প্রশ্ন এবং তিনজনের মধ্যে তার অবস্থা সবচেয়ে খারাপ। আপনি আপনার বন্ধুকে উঠাতে পারেন কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল। কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দু-জনকেই ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটি হারাতে না চান।

প্রায় ২০০ জন প্রার্থীকে এই একই প্রশ্ন করা হয়েছিল এবং তাদের মধ্যে একজনের উত্তর ছিল সম্পূর্ণ আলাদা আর তাকেই চাকরীটা দেওয়া হয়েছিল। জানেন, সেই ব্যতিক্রমী উত্তরটি কি ছিল? তিনি খুব সহজে বলেছিলে, “এ রকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটা পুরোনো বন্ধুর হাতে দিয়ে বলতাম, বৃদ্ধ মহিলাটিকে হাসপাতালে পৌছে দিতে এবং আমার প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষন না পরবর্তী বাস আসে।”

এই উত্তরটি আসলেই সবার দৃষ্টিভঙ্গী পালটে দিয়েছিল এবং সবাইকে এটা ভাবতে শিখিয়েছে যে, “ব্যতীক্রমী কিছু ভাবো।” প্রত্যেকেই সফলতা এবং সেটি করার ক্ষমতার প্রবৃতি নিয়ে জন্মায়। কিন্তু একজনই সফলতা পায় যে কিনা ব্যতিক্রম!! সুতরাং সব সময় নিজেকে ইউনিক করার চেষ্টা করবেন।
#সংগৃহীত

29/08/2022

প্রেম হলো জ্বলন্ত সিগারেটের মতো, জার আরাম্ভ হলো অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাইয়েতে।

শেক্সপিয়র বলেছিলেন, "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্খা আছে। "একই কথা বলে...
28/08/2022

শেক্সপিয়র বলেছিলেন, "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্খা আছে। "একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"
--
হুমায়ূন আহমেদ বলেছিলেন, "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে। হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে। কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই।"
--
সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ। কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে।
আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে, কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। আর এটাই স্বাভাবিক।

তবে তাদের এই মন্তব্য গুলোকে জোরালো ভাবে সমর্থন দিচ্ছে Flirtationship যার অর্থ হচ্ছে ছিনালি করা। কড়া ভাষায় বলতে গেলে নোংরামি করা বা সেক্স্যুয়াল এট্রাকশন। বিগত কয়েক বছর আগেও আমরা ছেলে-মেয়ের বন্ধুত্বকে শ্রদ্ধাবোধের জায়গা থেকে দেখতাম অনেকটা ভাই-বোনের মত। কিন্তু বর্তমান সময়ে তা অনেকটা এগিয়ে Friendship থেকে Flirtationship এ রূপ নিয়েছে আর এটা পাশ্চাত্য সংস্কৃতির দর্শন থেকে।

সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বর্তমান সময়ে গার্ল ফ্রেন্ড, বয় ফ্রেন্ড সম্পর্ক থেকে এটাই বেশী জনপ্রিয় এর কারন হচ্ছে এতে কারো প্রতি কারো কোনরূপ দায়বদ্ধতা থাকে না, কোন কমিটমেন্ট থাকে না। স্বাধীনভাবে উভয়ই দৈহিক আকাঙ্ক্ষা পূরণ করে নিচ্ছে। আর এটা সামাজিক এবং সংস্কৃতিক দ্বন্দ্ব সৃষ্টির কারন হতে পারে। যেহেতু বাংলাদেশ প্রথাগতভাবে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ। পাশ্চাত্য সংস্কৃতির আকর্শন আর নিজেকে আধুনিক হিসেবে জাহির করার মনোভাব এর হাতিয়ার। তাই অভিবাবকদের এখনি যদি সতর্ক না হয় তবে আমরা ওই সংস্কৃতির দিকে অগ্রসর হচ্ছি যখন একটা ছেলে কিংবা মেয়ে নিশ্চিতভাবে বলতে পারবে না তার বাবা-মা কে!

তাই লক্ষ্য রাখুন আপনার বোন কিংবা মেয়ে কাঁদের সাথে মিশছে! সঙ্গ এইখানে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ন।

"বর্তমানে একটি ট্রেন্ড চালু হয়েছে, মানুষ স্পষ্ট হারাম কাজে জড়িয়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে ও সাহায্য কামনা করে...
28/08/2022

"বর্তমানে একটি ট্রেন্ড চালু হয়েছে, মানুষ স্পষ্ট হারাম কাজে জড়িয়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে ও সাহায্য কামনা করে! "

যেমন:
০১. আলহামদুলিল্লাহ আমার মেয়ে বাংলাদেশী আইডলে চান্স পেয়েছে। "ইনশাআল্লাহ" এবার রিসিপশনের জব হয়ে যাবে।

০২. ফেসবুক, ইস্টাগ্রামে মেয়েরা নিজেদের হিজাব ওয়ালা/হিজাব বিহীন ছবি দিয়ে সাথে কুরআনের আয়াতও পোস্ট করে...আল্লাহ আমার জন্য যথেষ্ট/ তিনি তাকওয়াপূর্ণ ব্যক্তিদের পছন্দ করেন।

০৩. মাশাআল্লাহ আন্টি আপনার মেয়ে তো দারুন নাচতে পারে।

০৪. হ্যা "আলহামদুলিল্লাহ" স্কুলের ড্যান্স প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে।

০৫. এক ছেলে কলিগের স্ত্রীকে ইঙ্গিত করে ভাবি, আর বইলেন না আপনি যা সুন্দর "মাশাআল্লাহ।"

০৬. ইনশাআল্লাহ এবার যদি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে, তাহলে আমি নামায শুরু করবো।

০৭. মাশাআল্লাহ আপনার ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান দারুন হয়েছিলো। যা ড্যান্স করেছি জোয়ান বুড়ো সবাই। হ্যাঁ "দোআ" করবেন দ্বিতীয় ছেলেটার বিয়েও যেনো এমনভাবে পালন করতে পারি।

০৮. ছেলে মেয়ে মিক্স ফ্রেন্ড সার্কেল কে উদ্দেশ্য করে, আলহামদুলিল্লাহ আমরা ফ্রেন্ডসরা খুব হেল্পফুল।

০৯. মাশাআল্লাহ তোমাকে তো এমনেই সুন্দর দেখায়, দাড়ি রাখবে কেনো।

১১. মাশাআল্লাহ আমার মেয়ে এতটাই সুন্দরী যে, সব মানুষ ওর দিকে তাকিয়ে থাকে।

১২. আমাদের রিলেশনের ৬ বছর কেটে গেলো আলহামদুলিল্লাহ। দোআ করবেন যেনো আমরা বফ/গফ এভাবেই সবসময় পাশে থাকি।

১৩. এক আঙ্কেল এসে বললো, শুনছো অমুক ভাইয়ের ছেলের তো আল্লাহর রহমতে খ্রিষ্টান মিশনারিতে চাকরি হয়ে গেছে। গাড়ি এসে তাকে নিয়ে যায়।

দা-জ্জালের একপাশে থাকবে জান্নাত আরেকপাশে থাকবে জাহান্নাম। আমরা দা-জ্জালের জান্নাতকেই আল্লাহর নিয়ামত মনে করতেছি। এখনি আমাদের এই অবস্থা, না জানি দা-জ্জালের আগমনে কি হবে আমাদের।

আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক, আ-মীন🤲

 #ভেজালের  সুষম বন্টন 🙃 #দুধবিক্রেতা ভাবেআমি ৫ কেজি দুধে  ৩ কেজি পানি মিশিয়ে নেই,তারপর অতিরিক্ত দুধ বিক্রির টাকা দিয়া ...
27/08/2022

#ভেজালের সুষম বন্টন 🙃

#দুধবিক্রেতা ভাবে
আমি ৫ কেজি দুধে ৩ কেজি পানি মিশিয়ে নেই,
তারপর অতিরিক্ত দুধ বিক্রির টাকা দিয়া আমার
ছেলে মেয়েদের জন্য ফ্রেশ ফল কিনে আনব।

বিক্রেতা ভাবে
আমি আমে ক্যালসিয়াম কার্বনেট মিশাইয়া লই, সেই আম বিক্রি করে বাজার থেকে ফ্রেশ দুধ কিনে আমার সন্তানদের খাওয়াব।

#সবজি_ বিক্রেতা ভাবে আমি সবজি তাজা রাখতে সবজিতে ইথানল মিশাইয়া লই,তারপর সেই
সবজি বিক্রি করে বাজার থেকে ফ্রেশ মাছ
কিনে ছেলে মেয়েদের খাওয়াব।

#মাছ বিক্রেতা ভাবে আমি মাছে ফর্মালিন
দিয়া মাছ তাজা রাখি,তারপর সেই মাছ
বিক্রি করে বাজার থেকে মাংস
কিনে ছেলে মেয়েদের খাওয়াব।

#মাংস বিক্রেতা ভাবে
আমি তাজা মাংস,পঁচা মাংস মিক্স কইরা বেইচ্চা লই,সেই টেকা দিয়া বাজার থেইকা পোলা মাইয়ারে ফ্রেশ মাছ কিইন্না খাওয়ামু।

#সরকারি_ চাকুরীজিবি ভাবে এই ফাইলের জন্য অতিরিক্ত যা কিছু নিতে পারব তা দিয়ে ছেলে মেয়েদের জন্য শপিং করে দিব।

#কাপড়ের_ দোকানি ভাবে ভালো কোয়ালিটির মালের লগে কিছু রিজেক্ট কাপড় মিশাই রাখি,লাভের পরিমান একটু বাড়লে সন্তানদের ভালো স্কুলে পড়াতে পারব।

#এরকম প্রায় #প্রতিটি_ পেশাজিবি মানুষেরা শুধু মাত্র নিজেদের সন্তানদের কথা ভেবে অন্যের সন্তানদের ক্ষতি করে চলেছে।

অতঃপর এভাবেই বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে নিশ্চিত হয়ে চলছে #ভেজালের_সুষম_বন্টন !!

Address

Chittagong
Brahmanbaria
3402

Telephone

+8801610619893

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Shohidul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Shohidul Islam:

Videos

Share



You may also like