Bridal Diary BD

Bridal Diary BD There are moments in your life, you would never let go. Let us bring color & happiness for you. Let us make it artistic & memorable to you forever.
(38)

হলুদ স্নান বিবাহের একটি অনন্য রীতি। তবে এইবার একটু আলাদা ধরনের। দুই বোনের একই সাথে হলুদ স্নান। কলা পাতায় সাজানো, হলুদ গা...
03/11/2024

হলুদ স্নান বিবাহের একটি অনন্য রীতি। তবে এইবার একটু আলাদা ধরনের। দুই বোনের একই সাথে হলুদ স্নান। কলা পাতায় সাজানো, হলুদ গাঁদায় সাজানো বাড়ি, পড়নে হলুদ শাড়ি। বাড়ির সকলকে নিয়ে আনন্দের হাসিতে এই অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছিলো।

লিখাঃ ঐশী
ছবিঃ দীপ্ত/মেহেদি
সম্পাদনাঃ জাহিদ

আজি সুপ্রভাতে মুখরিত হলো এই ভুবন। যেথায় তোমার ছায়া সেথায় আমার শান্তি। তোমার খোঁপার চন্দ্রমল্লিকায় ছড়িয়ে আছে তোমার কেশের ...
29/10/2024

আজি সুপ্রভাতে মুখরিত হলো এই ভুবন। যেথায় তোমার ছায়া সেথায় আমার শান্তি। তোমার খোঁপার চন্দ্রমল্লিকায় ছড়িয়ে আছে তোমার কেশের সুবাস। তোমার শাড়ির আচঁলে লুকিয়ে আছে আমার দিনের হিসাব-নিকাশ। আমি ছন্দ বানাই তোমার গানে, তোমার হাত ধরে। তোমার ধূসর নয়নে, তোমার ললাটের ফোঁটায় খুঁজে পাই আমারে। স্নিগ্ধ-সুন্দর এই জীবন আমাদের কেটে যাক এই আনন্দে।
লিখাঃ ঐশী
ছবি ও সম্পাদনাঃ ব্রাইডাল ডায়েরি

20/10/2024

আজি সুপ্রভাতে মুখরিত হলো এই ভুবন। যেথায় তোমার ছায়া সেথায় আমার শান্তি। তোমার খোঁপার চন্দ্রমল্লিকায় ছড়িয়ে আছে তোমার কেশের সুবাস। তোমার শাড়ির আচঁলে লুকিয়ে আছে আমার দিনের হিসাব-নিকাশ। আমি ছন্দ বানাই তোমার গানে,তোমার হাত ধরে। তোমার ধূসর নয়নে,তোমার ললাটের ফোঁটায় খুঁজে পাই আমারে। স্নিগ্ধ-সুন্দর এই জীবন আমাদের কেটে যাক এই আনন্দে।

লিখা : ঐশী

চিত্রগ্রহন - অনিক / সজল
সম্পাদনা - সজল
©ব্রাইডাল ডায়েরি বিডি - Bridal Diary BD
Follow us on Youtube: https://youtu.be/FJUdZcOBmjg
Contact us for booking related queries
✆8801675450399

গল্পের শুরু হয় ২০১৪ সালে। সেই প্রথম দেখা বহু কোলাহলের ভীড়ে। কলেজ দিকের শুরুতেই বন্ধুত্ব হয় আমাদের। কিন্তু কখন যে এই বন্ধ...
16/10/2024

গল্পের শুরু হয় ২০১৪ সালে। সেই প্রথম দেখা বহু কোলাহলের ভীড়ে। কলেজ দিকের শুরুতেই বন্ধুত্ব হয় আমাদের। কিন্তু কখন যে এই বন্ধু থেকে একটু একটু করে জীবনের সুখ-দুঃখের সাথী হয়ে গেলো তা বুঝে উঠতে পারিনি। একটু একটু করে বোঝা, সাথে থাকা, পাশে থাকা এই সব কিছুই হয়তো ভালোলাগাকে ভালোবাসায় এনেছে। সময় আসলো এইবার চার হাত এক করার। ১০ বছরের বন্ধুত্ব ও ৭ বছরের ভালোবাসার গল্পের পূর্ণতা পাবার পালা, আজ যা সুসম্পন্ন হলো।

লিখা : ঐশী

ছবি ও সম্পাদনা : জাহিদ

সুন্দর-উজ্জ্বল হলুদ সন্ধ্যেতে ছিল আলো-হাসির সমারোহ, ছিল পরিবারের মানুষের মিলনায়তন। রঙিন স্বপ্নের ছিল সব কিছু,ছিল কিছু আন...
10/10/2024

সুন্দর-উজ্জ্বল হলুদ সন্ধ্যেতে ছিল আলো-হাসির সমারোহ, ছিল পরিবারের মানুষের মিলনায়তন। রঙিন স্বপ্নের ছিল সব কিছু,ছিল কিছু আনন্দঘন মুহূর্ত। সেদিন ছিল নুপুর দিদির এবং বর্না দিদির রঙিন হলুদ সন্ধ্যে।
ছবি : দীপ্ত / মেহেদি
লিখা : ঐশী
সম্পাদনা : জাহিদ

ভালোবাসা হচ্ছে কোনো বিশেষ মানুষের প্রতি স্নেহ, আবেগ, অনুভূতি ও দুর্বলতার বহিঃপ্রকাশ। ভালোবাসার গল্প বলে আসলে শেষ করা যাব...
21/09/2024

ভালোবাসা হচ্ছে কোনো বিশেষ মানুষের প্রতি স্নেহ,
আবেগ, অনুভূতি ও দুর্বলতার বহিঃপ্রকাশ।
ভালোবাসার গল্প বলে আসলে শেষ করা যাবে না, ভালোবাসা অসীম। ভালোবাসার মানুষ গুলো যখন তাদের ভালোবাসা জয় করে এর থেকে আনন্দের আর কিছু থাকে না। ভালোবাসা হচ্ছে একটা আদর্শ ব্যাপার আর বিয়ে হচ্ছে বাস্তবতা।

ছবিঃ- দিপ্ত/জিসান/জাহিদ
সম্পাদনাঃ- জাহিদ

এ শহর জানে, ভেজা প্রেমিকের হাতে-হাত রেখে মন ছুঁতে।এ শহর শোনে,একশো কান্না কংক্রিট বুকে কান পেতে।শত কোলাহলে ভেজা পাতাদের র...
17/09/2024

এ শহর জানে, ভেজা প্রেমিকের হাতে-হাত রেখে মন ছুঁতে।
এ শহর শোনে,একশো কান্না কংক্রিট বুকে কান পেতে।
শত কোলাহলে ভেজা পাতাদের রঙ ছুঁয়ে গেছে কার্নিশে।
তবু শুয়ে আছে তিনশো বছর একশো রঙের অভ্যাসে।
©ব্রাইডাল ডায়েরি বিডি - Bridal Diary BD
ছবিয়াল - ভৌমিক দীপ্ত
সম্পাদনা : জাহিদ

ঐশী দিদির বিবাহোত্তর অনুষ্ঠানের কিছু ছবি৫ মিনিট সময় ছিলো হাতে তাই তারাহুরার ছবি ছবি- মেহেদিসম্পাদনা - মেহেদি
08/09/2024

ঐশী দিদির বিবাহোত্তর অনুষ্ঠানের কিছু ছবি
৫ মিনিট সময় ছিলো হাতে তাই তারাহুরার ছবি
ছবি- মেহেদি
সম্পাদনা - মেহেদি

Today marks the beginning of a beautiful journey for two souls becoming one.As we celebrate this blessed union, we are f...
30/08/2024

Today marks the beginning of a beautiful journey for two souls becoming one.
As we celebrate this blessed union, we are filled with joy and gratitude.
Surrounded by family and friends, we are honored to witness the love and commitment shared between Bride and Groom.
May your marriage be filled with endless love, laughter, and divine blessings.
As you walk this path together, may Allah guide and protect you, and may your bond grow stronger with each passing day.
Here’s to a lifetime of happiness, faith, and cherished moments.

Photo - Mahedi
Post Process - Dipta

আজ আকাশে বাতাসে লাগলো দোল, দোলের রঙ। তোরা এসে দেখে যা, আজ আমার বিয়ে।রাশি রাশি রাঙা হাসিতে ভরলো ভুবন, গাছের পলাশে, কৃষ্ণচ...
11/07/2024

আজ আকাশে বাতাসে লাগলো দোল,
দোলের রঙ। তোরা এসে দেখে যা, আজ আমার বিয়ে।
রাশি রাশি রাঙা হাসিতে ভরলো ভুবন, গাছের পলাশে, কৃষ্ণচূড়ায় আগুন জ্বলে উঠলো, দক্ষিণ হাওয়ার সনে গান বাঁধিলো। তুমি ঠিক সেই রজনীগন্ধা ফুলের মতোই, তোমার সৌরভ ছড়িয়ে যাচ্ছো।
আমার অর্ধাঙ্গ অপেক্ষায় রয়েছে যে, আর না হোক দেরি।
আমার সিঁথি ফুটিয়ে দেও কৃষ্ণচূড়ার মতো লালে।

লিখাঃ- ঐশী
ছবিঃ- দিপ্ত/জাহিদ
সম্পাদনাঃ- জাহিদ

তোমাকে ভালোবেসে তোমার এই দুটো হাত ধরেছি, মেঘের পরে ভাসবো ভেবেছি,গাছের কৃষ্ণচূড়ায় মালায় গাঁথবো ভেবেছি। আমার হাত ধরে নিয়ে ...
05/07/2024

তোমাকে ভালোবেসে তোমার এই দুটো হাত ধরেছি, মেঘের পরে ভাসবো ভেবেছি,গাছের কৃষ্ণচূড়ায় মালায় গাঁথবো ভেবেছি। আমার হাত ধরে নিয়ে যাবে অনন্ত পথের দিকে, হেসে আমিও ছুটবো তোমার পিছু পিছু।শ্যামলের মধ্যে রংবেরঙের পুষ্প যেমন ফুটে উঠে তেমনই আমিও ফুটে থাকবো সেই পুষ্পকাননে।
লিখা : ঐশী
ছবি ও সম্পাদনা : জাহিদ

ফুলের জলসায় বসে কন্যা হলুদ রঙে সাজে।পরন্ত বিকেল তার সাক্ষী, বাগানবিলাসের প্রতিটি ফুল তার সই, গাঁদার রঙ তার অঙ্গে মাখানো,...
26/06/2024

ফুলের জলসায় বসে কন্যা হলুদ রঙে সাজে।
পরন্ত বিকেল তার সাক্ষী, বাগানবিলাসের প্রতিটি ফুল তার সই, গাঁদার রঙ তার অঙ্গে মাখানো, ফুল ছুঁয়ে যায় তার কেশে।
আঙিনায় বসে আজ গল্প বাঁধে, হলুদ রঙ নিয়ে কবিতা বাঁধে।
আমি হলদে প্রজাপতির মতো ঘুরছি এই পুষ্পকাননে, যেখানে ডাকছে আমায়, রাঙাচ্ছে আমায় আর হাসিয়ে দুলিয়ে নিচ্ছে।
আজ যে হলুদ ফুলের বিকেল।

লিখাঃ- ঐশী

ছবিঃ- মেহেদি
সম্পাদনাঃ- জাহিদ

শুভ পরিণয়ের দিন, তোমার আমার সবচেয়ে বড় দিন, আজ ভালোবাসার দিন। আমি আজ যেমন গাঢ় রঙে আলতা পড়বো, গাঢ় রঙে কাজল পড়বো তুমিও তেমন...
08/06/2024

শুভ পরিণয়ের দিন, তোমার আমার সবচেয়ে বড় দিন, আজ ভালোবাসার দিন। আমি আজ যেমন গাঢ় রঙে আলতা পড়বো, গাঢ় রঙে কাজল পড়বো তুমিও তেমনই আজ আমায় সাজিয়ে তুলবে।
যে ভালোবাসার সবচেয়ে প্রাপ্তি আজ, আজ তোমার দেওয়া সিঁদুরের সাথে সাথে হাজার দায়িত্ব নেওয়ার দিন। আজ থেকেই শুরু আমাদের এক হয়ে শেষ অবধি পথচলা, একসাথে হেসে চলা, সুখে-দুঃখে পাশে থাকা।

লিখাঃ- ঐশী

ছবিঃ- মেহেদি / জিসান
সম্পাদনাঃ- জাহিদ

Address

Bridal Diary BD, 6MG5+M2G, Shahid Muktijoddha Road
Chandpur
3600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bridal Diary BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bridal Diary BD:

Videos

Share

Nearby event planning services