25/12/2024
আমরা যারা এন্ট্রারপ্রেনার তারা নিজেদের ব্র্যান্ড বানাইতে চাই,কিন্তু এর জন্য কস্ট করতে নারাজ।
কিন্তু সেল না আসলে গ্রুপের সেল ভালো নাহ,মেলার অর্গানাইজার রা বেটার না,এইসব বলি আমরা।।
গ্রুপ কিংবা মেলা কোনটায় আপনাকে সেল এনে দিবেনা,একটা প্লাটফর্ম দিবে শুধু।
সেল আসবে আপনার আমার এপ্রোচিং এ।
সামান্য একটা পার্সেল ডেলিভারির ক্ষেত্রে আমরা যে কি পরিমান গরিমষী করি..!!
কোনরকম করে একটা কাগজে নাম ঠিকানা ফোন নাম্বার লিখেই শেষ..!!
নিজের পেইজের নাম টাও লিখিনা।
তো রাইডার কি বলে এপ্রোচ করবে ক্লায়েন্ট কে??কোত্থেকে আসছে বললে কি বলবে??
আবার কাগজের টুকরো টা হয় তেরা বেকা করে আলাদা করা.!!!
আরে ভাই প্রথমে দর্শনধারী পরে গুন বিচারি..!!এইটা বুঝেন না??
এসব কারনে অনেক এন্ট্রারপ্রেনার অকালে ঝরে যায়..!!
তো এখন বলেন সেল না আসার ব্র্যান্ড রেডি না হওয়ার জন্য দোষ টা কার???