![১৬নং চকবাজার ওয়ার্ডচকবাজার বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্ড।আয়তনচকবাজার ওয়ার্ডের আয়তন ২.০৪...](https://img4.evepla.com/943/460/862435349434600.jpg)
06/12/2024
১৬নং চকবাজার ওয়ার্ড
চকবাজার বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্ড।
আয়তন
চকবাজার ওয়ার্ডের আয়তন ২.০৪ বর্গ কিলোমিটার।
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চকবাজার ওয়ার্ডের মোট জনসংখ্যা ৫৩,২০৯ জন। এর মধ্যে পুরুষ ২৮,১৫৩ জন এবং মহিলা ২৫,০৫৬ জন। মোট পরিবার ১০,১৫৬টি।
অবস্থান ও সীমানা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যাংশে চকবাজার ওয়ার্ডের অবস্থান। এর পশ্চিমে ১৫নং বাগমনিরাম ওয়ার্ড, দক্ষিণে ২১নং জামালখান ওয়ার্ড ও ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড, পূর্বে ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড ও ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড এবং উত্তরে ৮নং শুলকবহর ওয়ার্ড অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
প্যারেড কর্নারচকবাজার এলাকাকাপাসগোলা সড়ক চকবাজার
চকবাজার ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ১৬নং ওয়ার্ড। এ ওয়ার্ডের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চকবাজার থানার আওতাধীন। এটি ২৮৬নং চট্টগ্রাম-৯ জাতীয় নির্বাচনী এলাকার অংশ। এ ওয়ার্ডের উল্লেখযোগ্য এলাকা হল:
• কাপাসগোলা
• কাতালগঞ্জ
• চকবাজার
• চন্দনপুরা
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চকবাজার ওয়ার্ডের সাক্ষরতার হার ৮১.৪৭%।[২] এ ওয়ার্ডে ৬টি কলেজ, ১টি কামিল মাদ্রাসা, ১টি স্কুল এন্ড কলেজ, ৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
কলেজ
• চট্টগ্রাম কলেজ
• সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ
• কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ
• চট্টগ্রাম বিজ্ঞান কলেজ
• চিটাগাং মেট্রোপলিটন কমার্স কলেজ
• মেট্রোপলিটন বিজ্ঞান কলেজ
মাদ্রাসা
• দারুল উলুম কামিল মাদ্রাসা
স্কুল এন্ড কলেজ
• কাজেম আলী স্কুল এন্ড কলেজ
মাধ্যমিক বিদ্যালয়
• কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
• গুল-এজার বেগম সিটি কর্পোরেশন মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়
• চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়
• সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম
• হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
• কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
• কাপাসগোলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
• কাপাসগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
• গুল-এ-জার বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়
• চন্দনপুুরা এমদাদ আালি সরকারি প্রাথমিক বিদ্যালয়
অর্থনীতি
ব্যাংক
বাংলাদেশের অর্থনীতির অন্যতম জীবনীশক্তি হলো ব্যাংক এবং এই ব্যাংকগুলো দেশের মুদ্রাবাজারকে রাখে গতিশীল ও বৈদেশিক বাণিজ্যকে করে পরিশীলিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬নং চকবাজার ওয়ার্ডে অবস্থিত ব্যাংকসমূহের তালিকা নিচে উল্লেখ করা হলো:
ক্রম নং ব্যাংকের ধরন ব্যাংকের নাম শাখা ব্যাংকিং পদ্ধতি ঠিকানা
০১ I রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ব্যাংক
কাপাসগোলা শাখা সাধারণ আরাকান সড়ক, কাপাসগোলা
০২ I মেডিকেল কলেজ শাখা[
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, প্রধান ভবন (নিচ তলা)
০৩ I জনতা ব্যাংক
চকবাজার শাখা রহমান মার্কেট (১ম তলা), চকবাজার
০৪ I রূপালী ব্যাংক
চকবাজার শাখা কাপাসগোলা রোড, চকবাজার
০৫ I সোনালী ব্যাংক
চকবাজার শাখা চকবাজার, চট্টগ্রাম
০৬ I চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা চট্টগ্রাম মেডিকেল কলেজ
০৭ I বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আইএফআইসি ব্যাংক
চকবাজার শাখা সাধারণ শাহজাদা মার্কেট, ৬৮, কলেজ রোড, চকবাজার, চট্টগ্রাম
০৮ I ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
চকবাজার শাখা ৩৭১, কাপাসগোলা রোড, চকবাজার, চট্টগ্রাম
০৯ I চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ১৯, ফজলুল কাদের রোড, চট্টগ্রাম
১০ I উত্তরা ব্যাংক
চকবাজার (চট্টগ্রাম) শাখা
হোসাইন কমপ্লেক্স (১ম তলা), ৪০৪, কাপাসগোলা রোড, চকবাজার, চট্টগ্রাম
১১ I আল-আরাফাহ ইসলামী ব্যাংক
চকবাজার শাখা ইসলামী শরিয়াহ্ ভিত্তিক
শাহজাদা মার্কেট (১ম তলা), ১৭৮/১৮২, কলেজ রোড, চকবাজার, চট্টগ্রাম
১২ I ইসলামী ব্যাংক বাংলাদেশ
চকবাজার শাখা ফয়েজ ম্যানসন, ১৯১-১৯২, লালচান্দ রোড, চকবাজার, চট্টগ্রাম
১৩ I পাঁচলাইশ শাখা এস এফ এ টাওয়ার, বাসা নং ১৩২, পাঁচলাইশ, চট্টগ্রাম
১৪ I গ্লোবাল ইসলামী ব্যাংক
চকবাজার শাখা চট্টগ্রাম মেঘনা টাওয়ার, বাসা নং ২২৫, কলেজ রোড, চকবাজার, চট্টগ্রাম
১৫ I ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
চকবাজার শাখা বি কে টাওয়ার, ১৮২/১৮৩ লালচান্দ রোড, চকবাজার, চট্টগ্রাম
১৬ I শাহ্জালাল ইসলামী ব্যাংক
চকবাজার শাখা রিদমা টাওয়ার (১ম তলা), ১৩ কাপাসগোলা রোড, চকবাজার, চট্টগ্রাম
মসজিদ ও দরগাহ
• কাপাসগোলা জামতলা শাহী জামে মসজিদ
• চকবাজার সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ
• ওয়ালী খাঁন বেগ মসজিদ
• মসজিদ-ই-সিরাজ উদ-দৌলা (চন্দনপুরা মসজিদ)
• মসজিদ বায়তুল বাসেত
• বকস আলী মসজিদ
• হযরত টাক শাহ মিয়া মসজিদ
• হযরত মিসকিন শাহ দরগাহ
• হযরত মৌলানা মোহাম্মদ আলী শাহ দরগাহ
• হযরত আবু শাহ দরগাহ
দর্শনীয় স্থান
• পর্তুগীজ কুঠি
• মুন্সী পুকুর