Chottogram Family Entertainment Hub

Chottogram Family Entertainment Hub Chottogram visit place information and upcoming update with restaurant update.

দেশের অন্যতম আর্কিটেকচারল ভিউ সমৃদ্ধ চট্টগ্রাম বিপনি বিতান। এক সময় এটাই ছিলো দেশের অত্যাধুনিক বিপনি কেন্দ্র। পরিচর্যার অ...
27/10/2024

দেশের অন্যতম আর্কিটেকচারল ভিউ সমৃদ্ধ চট্টগ্রাম বিপনি বিতান। এক সময় এটাই ছিলো দেশের অত্যাধুনিক বিপনি কেন্দ্র। পরিচর্যার অভাবে এ'টি অনেক আগেই তার আকর্ষণ হারিয়ে ফেলেছে। শান্তিতে বসে এককাপ চা খাবেন তেমন ব্যবস্থাও নেই। অথচ অনেক দূর থেকে মানুষ ছুটে যেতো ডায়মন্ড রেস্টুরেন্টের বোম্বাই টোস্ট আর কাটলেট খেতে।
কী চমৎকার এস্কেলেটর ছিলো। আমরা স্কুল থেকে ছুটে যেতাম চড়ার জন্য। তখন কোন শপিং মলে এ ব্যবস্থা ছিলো না। ভ্যান্টিলেশনের জন্য রাখা অধিকাংশ স্পেস বিজ্ঞাপনে ঢেকে গেছে। জায়দিস, ফটোরমার মত স্টুডিওগুলো স্মৃতির খাতায় চলে গেছে। বইঘরের কথা মনে পড়লেই চোখ ভিজে যায়। মনিষার কথাও মনে পড়ে গেলো। গুলিস্তান লাইব্রেরি, বুকম্যান এসব বুক ফুলিয়ে সেবা দিয়ে গেছে অকাতরে। চামড়ার দোকানগুলোর কথা ভুলি কেমন করে!
মনে হয় লিবার্টি শুধুমাত্র তার ঐতিহ্য বজায় রেখেছে। স্বর্ণের দোকানগুলো বইয়ের দোকানগুলোকে যেভাবে গিলে খেয়েছে একদিন হয়তো লিবার্টিও তাদের পেটে চলে যাবে। সে'দিন আর বেশি দূরে নয়।
তবে সেই আদিম বিপনি বিতান এর জন্য আমার বুকের ভিতরে শূন্যতা থেকেই যাবে। কারণ বিপনি বিতান আমার শৈশবের ভালোবাসা।

12/10/2024

#কৃষি

2021 সালে, আর্জেন্টাইন কৃষক জুয়ান ডি ডিওস সোটা রিঙ্কন দে ভ্যালের কাছে তার ক্ষেতের পরিচর্যা করার সময় একটি অত্যাশ্চর্য আ...
10/10/2024

2021 সালে, আর্জেন্টাইন কৃষক জুয়ান ডি ডিওস সোটা রিঙ্কন দে ভ্যালের কাছে তার ক্ষেতের পরিচর্যা করার সময় একটি অত্যাশ্চর্য আবিষ্কার করেছিলেন: চারটি বিশাল গ্লিপ্টোডন সাঁজোয়া শেল, 10,000 বছরেরও বেশি সময় ধরে সমাহিত। এই প্রাগৈতিহাসিক প্রাণী, দৈত্যাকার আর্মাডিলোর মতো, শেষ বরফ যুগে (প্লাইস্টোসিন যুগ) পৃথিবীতে বিচরণ করেছিল। একসাথে একাধিক সাঁজোয়া খোলের বিরল সন্ধান থেকে বোঝা যায় যে এই সাইটটি এই প্রাচীন দৈত্যদের জন্য একটি গুরুত্বপূর্ণ সমাবেশের স্থান হতে পারে।

গ্লিপ্টোডনসের চূড়ান্ত বিশ্রামের স্থানটি সম্ভবত একটি আকস্মিক, বিপর্যয়কর ঘটনার ফলে হয়েছিল - সম্ভবত একটি দ্রুত জলবায়ু পরিবর্তন, মারাত্মক বন্যা, বা পলির আবদ্ধতা (কাদা সমাধি) - যা পলির স্তরগুলির নীচে তাদের কবর দেয়। এই সাঁজোয়া শেলগুলির সংরক্ষণের ব্যতিক্রমী অবস্থা নির্দেশ করে যে তারা দ্রুত ঢেকে গিয়েছিল, তাদের ক্ষয় এবং ক্ষয় থেকে রক্ষা করেছিল। এই অসাধারণ আবিষ্কারটি কেবল এই বিশাল প্রাণীদের জীবনের নতুন অন্তর্দৃষ্টিই প্রকাশ করে না বরং তারা যে প্রাচীন বিশ্বে বসবাস করত, সেই একই প্রকৃতির ক্ষমাহীন শক্তি দ্বারা আকৃতির একটি শক্তিশালী আভাসও দেয়।

#সংগৃহীত
#

10/10/2024

বিস্তারিত লাইভ পাতায়

১০ পয়সার বিনিময়ে লালদিঘী বিক্রি!দিনটা আর অন্য দশ দিনের মত নয়। দেখা মিলেছে ই্ট পাথরের শহর ভেদ করে একটা সুন্দর সাজানো-গোছা...
23/08/2024

১০ পয়সার বিনিময়ে লালদিঘী বিক্রি!

দিনটা আর অন্য দশ দিনের মত নয়। দেখা মিলেছে ই্ট পাথরের শহর ভেদ করে একটা সুন্দর সাজানো-গোছানো প্রকৃতির।বলছি চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী ‘লালদিঘী’র’ কথা।এখানে সকাল হলেই শুরু হয় পাখির কলকাকলি।আশপাশের গাছগুলো থেকে বেড়াতে বেড়িয়ে পড়ে একদল হরেক প্রজাতির পাখি।শুরু হয় মানুষের আনাগোনা। কেউ আসে হাঁটতে আবার কেউবা আসে এক চিলতে মন ভালো করে দেয়া সকালের প্রকৃতিটুকু দেখতে।কারণ শ্বাসরুদ্ধকর এ শহরে সবুজ কিংবা গ্রাম্য পুকুর বা দিঘী সবই আছে এখানে।উপভোগ করা যায় ছুটিয়ে।

নগরীর জেল রোডের শেষ সীমানায় অবস্থিত কোতোয়ালী থানাধীন ‘লালদিঘী’। ২.৭০ একর জায়গা জুড়ে অবস্থিত এই লালদীঘি। এই লালদিঘীকে কেন লালদিঘী বলা হয়? অনেকেই বলে থাকেন এই দিঘীর পানি লাল কিংবা এইখানে যা ছিলো সবই লাল।কিন্তু ব্রিটিশ শাসনামলে লালদিঘীর পাশে অবস্থিত লালঘর(চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার) ও লালকুঠি(চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ হেড কোয়ার্টাস) লাল পাগড়ি পরিহিত পাহাড়াদাররা পাহাড়া দিত বলেই এটি লালদিঘী। তাছাড়া এই দিঘীর মালিক রায় বাহাদুর রাজকুমার ঘোষের কণিষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রলাল ঘোষের পুত্র অমরজিৎ ঘোষের সাথে কথা বলে জানা গেলো এখানকার অর্থাৎ এই লালদিঘীর পানি ছিলো হালকা লালচে।

ঠিক যখন চট্টগ্রামে ইংরেজ শাসনের সূচনা শুরু হয়, তখন এই পুকুরটিকে দীঘিত পরিণত করা হয়, আর পাশে দুটো লালকুটি আর লালঘর অবস্থিত বলে এটির নাম হয় লালদিঘী।

বিকাল হলেই নামে লালদিঘীতে নামে মানুষের ঢল। কেউ আসে অবসর যাপনে, কেউ আসে হাঁটতে ,আবার কেউ আসে সৌন্দর্য উপভোগ করতে।দিঘীর প্রবেশের পশ্চিম পাশের যে গেটটি রয়েছে সেটিতে ঢুকতেই চোখে পড়বে একটি সুসজ্জ্বিত বাগান। অবসর যাপনের জন্য এ যেন যথাযথ জায়গা।তার পাশেই রয়েছে লালদিঘী শাহী জামে মসজিদ।দিঘীর পশ্চিম পাড়ে ২ গম্বুজ বিশিষ্ট ৩ তলার এই মসজিদ খোলা থাকে সর্বসাধারণের জন্য। সাধারণ মানুষ,পথচারী ওয়া্ক্ত হলেই এখানে নামায আদায় করে।

আর বাগান পেরিয়ে ভেতরে গেলেই দেখা মিলবে লালদিঘী’র।চারপাশে দলবেধেঁ হাটছে সাধারণ মানুষ।সাধারণ মানুষের জন্য এ দিঘী ভোর ৬ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত এবং এরপর বন্ধ হয়ে দুপুর ৩ টা থেকে রাত ৯ টা অবধি খোলা থাকে।মজার বিষয় হলো এখানে হাঁটার সময় যদি কেউ আহত কিংবা অসুস্থ হয় তাহলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য দিঘীর একপাশে রয়েছে ভ্রাম্যমাণ ডাক্তার।ডায়বেটিকস পরীক্ষা, প্রেশার মাপা, ওজন মাপা সহ

23/08/2024

কালীদাহ,রশিদিয়া মাদ্রাসা, লস্করহাট।
কালীদাহ, ষ্টেশন এর সাথে প্রথম বাড়ি।

৩০জন আটকা পড়েছে।
contact -01811573193,01853429226

https://ctgpratidin.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6...
21/08/2024

https://ctgpratidin.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%ab%e0%a6%96%e0%a6%b0%e0%a7%81%e0%a6%9c%e0%a7%8d-2/

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানসহ ২৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জ.....

আত্মীয় হয়েও আপনি যা করলেন সম্পর্কের চাইতে দেশ ও দেশের জন্য মানুষ। অনেক ধন্যবাদ স্যার, বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কে না ন...
07/08/2024

আত্মীয় হয়েও আপনি যা করলেন সম্পর্কের চাইতে দেশ ও দেশের জন্য মানুষ। অনেক ধন্যবাদ স্যার, বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কে না নেওয়ার জন্য। দেশের মানুষের শেষ আশ্রয়স্থল ছিল বাংলাদেশ সেনাবাহিনী। জাতির এই ক্লান্তিলগ্নে অভিভাবক হিসেবে সঠিক সিদ্ধান্তের জন্য দেশবাসী আপনার কাছে আজীবন ঋণী থাকবে....

আপনার সুযোগ্য নেতৃত্বে আমরা গর্বিত। আমরা যেন সব সময় গর্বের সাথে পরিচয় দিতে পারি। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় মাতৃভূমি রক্ষার্থে দেশের জনগণের স্বার্থে সবসময় জনগণের সাথেই আছে এবং থাকবে। ইনশাআল্লাহ।

স্বাধীনতার প্রথম দিনেই কারওয়ান বাজারে কাঁচা বাজারের দাম কমে গিয়েছে, কারন হিসেবে বিক্রেতারা বলছেন, সিন্ডিকেট না থাকার বিষ...
07/08/2024

স্বাধীনতার প্রথম দিনেই কারওয়ান বাজারে কাঁচা বাজারের দাম কমে গিয়েছে, কারন হিসেবে বিক্রেতারা বলছেন, সিন্ডিকেট না থাকার বিষয়টা। আবার বিজয় সরনিতে সেই ২০১৮ সালে শিক্ষার্থীদের কর্তৃক ট্রাফিক ব্যবস্থা, কি সুন্দর দৃশ্য! এম্বুলেন্সের জন্য আলাদা ল্যান, আবার প্রাইভেট কার একপাশে আরেক পাশে লোকাল বাস। আবার এইদিকে সব শহরের ময়লা, আবর্জনা শিক্ষার্থীরাই সরিয়ে নিচ্ছেন। আসলে, এই দেশটা আমাদের হাতেই নিরাপদ। আপনারা কেউ ভুলেও আগের শাসনব্যবস্থার মতো দু:সাহস দেখাবেন না। পুরো রাষ্ট্রের সংস্কার হবে ইনশাআল্লাহ। সবে তো মাত্র শুরু।

07/08/2024
07/08/2024
05/08/2024

আলহামদুলিল্লাহ, সব অন্যায় এর নিশ্চিত শেষ আছে।

চট্টগ্রামের দর্শনীয় স্থান (টিকেট ছাড়া) যাদের প্রয়োজন তারা নোট রাখতে পারেন।চট্টগ্রাম শহরের ভিতর দর্শনীয় স্থান সমূহঃ(টিক...
11/06/2024

চট্টগ্রামের দর্শনীয় স্থান (টিকেট ছাড়া)

যাদের প্রয়োজন তারা নোট রাখতে পারেন।
চট্টগ্রাম শহরের ভিতর দর্শনীয় স্থান সমূহঃ(টিকেট ছাড়া)
১. পতেঙ্গা সমুদ্র সৈকত
২. গোল্ডেন বীচ পতেঙ্গা
৩. কাঠগড় সি-বীচ
৪. ১৫ নং নেভাল এভেন্যু
৫. চট্টগ্রাম বোট ক্লাব (শুধুমাত্র রেস্টুরেন্ট এর জন্য)
৬. বিমান বন্দর
৭. ফইল্লাতলী সাগরের পাড় ও ম্যানগ্রোভ বন (রানী রাসমনি বীচ)
৮. চৌচালা-বীচ (সীভিউ পার্ক)
৯. শুকতারা রিসোর্ট
১০. পোর্টের টোল সড়ক
১১. রেলওয়ে জাদুঘর
১২. ঝাউতলা আবহাওয়া ওফিস ও ব্র্যাক এর পাহাড়
১৩. বাটালী পাহাড় (বিজয় স্তম্ভ)
১৪. জিলাপী পাহাড়
১৫. সিআরবি পাহাড়
১৬. ডি সি হিল
১৭. কর্ণফুলী নতুন ব্রীজ
১৮. ফিরিঙ্গিবাজার ব্রীজ ঘাট/ফিসারী ঘাট (নৌ-ভ্রমন পিয়াসুদের জন্য)
১৯. জাতীয় সংঘ পার্ক (পাচলাইশ)
২০. বিপ্লব উদ্যান (২নং গেইট)
২১. সানসেট পয়েন্ট ভাটিয়ারী ও ভাটিয়ারী লেক
২২. ঠান্ডাছড়ি পার্ক ও পিকনিক স্পট
২৩. ওয়ার সিমেট্রি
২৪. অভয় মিত্রঁ ঘাট (প্রকাশ নেভাল ২)
২৫. আগ্রাবাদ জাম্বুরী পার্ক


চট্টগ্রাম শহরের ভিতর দর্শনীয় স্থান সমূহঃ(টিকেট/পারমিশন প্রয়োজন)
১. ফয়েজ লেক
২. চিড়িয়া খানা
৩. মিনি বাংলাদেশ
৪. আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্ক
৫. বাটারফ্লাই পার্ক
৬. ভাটিয়ারী গলফ ও কান্ট্রি ক্লাব (আর্মি পারমিশন প্রয়োজন)
৭. জাতিতাত্তিক জাদুঘর আগ্রাবাদ
৮. জিয়া সৃতি জাদুঘর, সার্কিট হাউস।
৯. ক্যাফে ২৪ ভাটিয়ারী
১০. ডিসি পার্ক

শহরের কাছাকাছি একদিনের ভ্রমন এ যাওয়া সম্ভব এমন দর্শনীয় স্থান সমূহঃ
১. কাপ্তাই
২. রাঙ্গামাটি
৩. বান্দরবন
৪. সীতাকুণ্ড
৫. মুহুরি প্রজেক্ট ফেনী
৬. মহামায়া রবার ডেম প্রকল্প মিরসরাই
৭. সহস্র ধারা ঝর্না ছোট দারোগাহাট, সীতাকুন্ড
৮. পারকি সমুদ্র সৈকত, আনোয়ারা
৯. বাশখালী বামের ছরা ইকোপার্ক
১০. চকোরিয়া ডুলাহাজরা সাফারী পার্ক

আমাদের যাদের বয়স এই ৪৪ থেকে ৪৮ বা পঞ্চাশের মধ্যে তাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ সময় ছিল ৯০ দশক। ৯০ দশক ছিল আমাদের জীবনের ...
23/03/2024

আমাদের যাদের বয়স এই ৪৪ থেকে ৪৮ বা পঞ্চাশের মধ্যে তাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ সময় ছিল ৯০ দশক। ৯০ দশক ছিল আমাদের জীবনের কৈশোর যৌবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সেই দশকে আমাদের ব্যক্তিগত এবং জাতীয় জীবনে জড়িয়ে আছে নানা ঘটনাবলী

আহা আমার কৈশোরের ব্যান্ড শো
গুরু আজম খান,মাইলস, সোলস, এল আর বি, ওয়ারফেইজ , ফিলিংস,ডিফারেন্ট টাচ, আর ফীডব্যাকের স্বর্ণযুগ। শীত আসলেই ঢাকাতে ওপেন এয়ার কনসার্টের মেলা। তিন টাকার সস্তা চিরুনি দিয়ে নিজস্ব স্টাইলে চুল আঁচড়াতে আঁচড়াতে মঞ্চে আজম খানের দরাজ গলায় ‘ওরে সালেকা, ওরে মালেকা’... আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’, সোলসের ‘মন শুধু মন ছুঁয়েছে’, ওয়ারফেইজের ‘অবাক ভালোবাসা’, জেমসের ঝাঁকড়া চুলে ভরাট গলায় ‘ওহে পাগলী’, খালিদের "নাতি খাতি বেলা গেলো"... বাঁশ বাগানে চাঁদ উঠতো যেন! ব্যান্ড সঙ্গীতের সে কি সমৃদ্ধ সময়! আহা! ডিফারেন্ট টাচ এর শ্রাবণের মেঘগুলো জড়ো হল আকাশে এখনো মনকে দোলা দিয়ে যায়.....

আহা আমার ৯০ দশকের কৈশোরের টেলিভিশন
শুক্রবার বিকেল মানেই থান্ডারক্যাটস। থান্ডারক্যাট দেখার জন্য পুরো সপ্তাহ জুড়ে কি অপেক্ষা!! সঙ্গে ছিলো ক্যাপ্টেন প্ল্যানেট, কেয়ার বেয়ার আর টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টেলস। ছিলো ভল্ট্রন আর গোবট। শুক্রবার মানেই মুভি অব দ্য উইকে দুর্দান্ত সব বিদেশী মুভি আর মনের মুকুরে। রবিবার রাত মানেই নাইট রাইডার, ম্যাক গাইভার, দ্য এটিম! বাংলা নাটকের সে কী উজ্জ্বল সময়! বহুব্রীহি, সংশপ্তক, লেকু পাগলা আর রমজান! বাকের ভাইয়ের ফাঁসির প্রতিবাদে রাজপথে মিছিল, মুনার অব্যক্ত ভালোবাসা। আহা! ঈদ আসলেই আনন্দমেলা, যদি কিছু মনে না করেন আর ইত্যাদি।

আহা আমার ৯০ দশক
খেলা মানেই ফুটবল।
আবাহনী- মোহামেডানের দ্বৈরথে দেশ ভাগ হয়ে যাওয়া। সাব্বিরের দুর্দান্ত ড্রিবলিং, আসলামের লক্ষ্যভেদী হেড, রক্ষণে ঝাকড়া চুলের কায়সার হামিদ আর সুদর্শন মুন্নার অটল হিমালয়ের মত দাঁড়িয়ে থাকা৷ গোলবারে মহসিন আর কাননের দুরন্ত ক্ষিপ্রতা। রক্ষণের ছয়জনকে কাটিয়ে রুমির চোখ ধাঁধানো গোল। শ্রীলংকার পাকির আলী, প্রেমলাল আর ইরানী সামির সাকিরের আমাদের একজন হয়ে উঠা। খেলা শেষে স্টোডিয়ামে মারামারি, পুলিশের কাঁদানী গ্যাস।

আহা আমাদের সেই স্বর্ণালী সময়

বর্ষায় কাদা পানিতে মাখামাখি শেষে বড় পুকুরে ডুব সাতার। এক ডুবে পুকুরের তলা থেকে মাটি উঠিয়ে আনার চ্যালেঞ্জ। দাপাদাপি শেষে চোখ লাল করে বাসায় ফেরা।

মোগল সুবেদার শায়েস্তা খানের সময় বাংলায় এক টাকায় পাওয়া যেত আট মণ চাল। য‌দিও এটা নি‌য়ে বেশ তর্ক-বিতর্ক আছে। তবুও অনেকে কো...
13/03/2024

মোগল সুবেদার শায়েস্তা খানের সময় বাংলায় এক টাকায় পাওয়া যেত আট মণ চাল। য‌দিও এটা নি‌য়ে বেশ তর্ক-বিতর্ক আছে। তবুও অনেকে
কোন জিনিসের সস্তায় বিক্রির অবস্থা বুঝানোর জন্য এটিকে প্রবাদ হিসেবে ব্যবহার করে থাকেন।
তিনি দুই মেয়াদে বাংলার সুবেদারির দায়িত্ব পালন করেন। প্রথমবার ১৬৬৪ থেকে ১৬৭৮ সাল পর্যন্ত। আর দ্বিতীয়বার ১৬৮০ থেকে ১৬৮৮ সাল পর্যন্ত।
সমসাময়িক ফরাসি পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ারের বিবরণী থেকে শায়েস্তা খানের আমলে বাংলার প্রাচুর্য, ঐশ্বর্য ও দ্রব্যমূল্যের সুলভতা সম্বন্ধে জানা যায়। এই সময়ে এক টাকায় আট মণ চাউল পাওয়া যেত। এই ঘটনা স্মরণীয় করার জন্য শায়েস্তা খান ঢাকা থেকে চলে যাওয়ার সময় একটি কাজ করেন। দুর্গের পশ্চিম তোরণদ্বার বন্ধ করে দেওয়ার আদেশ দেন এবং সেখানে টানিয়ে দেওয়া হয় সাইনবোর্ড। আর তা‌তে লেখা হয়, ভবিষ্যতে যে সুবাদারের আমলে টাকায় আট মণ চাউল পাওয়া যাবে, তিনি ছাড়া আর কেউ যেন এই তোরণদ্বার না খোলেন। এর ফলে এই তোরণদ্বার বহু বৎসর বন্ধ থাকে। প‌রে নবাব সুজাউদ্দিন খানের সময়ে (১৭২৭-১৭৩৯ সাল) আবার টাকায় আট মণ চাউল পাওয়া যায়। তখন মহাসমারোহে দুর্গের পশ্চিম তোরণদ্বার খোলা হয়।
#চটগ্রাম #মোঘল

কখনো কি মনে হয়েছে, আমাদের জাতীয় বীরেরা দেখতে কেমন ছিলেন?[ছবি কৃতজ্ঞতা - Hawk Eye Digital]▪️▪️এক নজরে সাতজন বীরশ্রেষ্ঠ।বা...
08/02/2024

কখনো কি মনে হয়েছে, আমাদের জাতীয় বীরেরা দেখতে কেমন ছিলেন?

[ছবি কৃতজ্ঞতা - Hawk Eye Digital]

▪️▪️এক নজরে সাতজন বীরশ্রেষ্ঠ।

বাংলাদেশে আয়রনম্যান, সুপারম্যান, ব্যাটম্যান, ক্যাপ্টেন আমেরিকার মত কমিকবুক সুপার হিরো নেই।

তবে আমাদের বাস্তবের সুপারহিরো মুক্তিযোদ্ধারা আছেন, অসীম সাহসীকতায় যারা ১৯৭১ সালে পরাক্রমশালী পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে এই দেশকে মুক্ত করেছেন।

মুক্তিযোদ্ধাদের মধ্যে ৭ জনকে দেয়া হয়েছে সর্বোচ্চ সম্মান 'বীরশ্রেষ্ঠ'।

চাকরির পরীক্ষায় প্রায় নিয়মিতই বীরশ্রেষ্ঠ দের নিয়ে বিভিন্ন প্রশ্ন থাকে। চলুন দেখে নেই পরীক্ষায় আসার মত কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

◾️ বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ

জন্মস্থান - সালামতপুর গ্রাম, মধুখালী, ফরিদপুর
কর্মস্থল - ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস)
১ নং সেক্টর
মৃত্যু - ৮ এপ্রিল, মহালছড়ি, রাঙামাটি। (বীরশ্রেষ্ঠ দের মধ্যে প্রথম শহীদ)
সমাধি - রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের কেন্দ্রীয় শহিদ মিনারের পাশে।
গেজেট নং- ৬
সালামতপুরের বর্তমান নাম রউফনগর

◾️ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল
জন্মস্থান - পশ্চিম হাজিপাড়া গ্রাম, দৌলতখান, ভোলা।
কর্মস্থল - সেনাবাহিনী
২ নং সেক্টর
মৃত্যু - ১৮ এপ্রিল, দরুইন গ্রাম, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
সমাধি - দরুইন গ্রাম
গেজেট নং- ৩
পশ্চিম হাজিপাড়ার বর্তমান নাম মোস্তফা কামাল নগর।

◾️বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান

জন্মস্থান - খদ্দখালিশপুর গ্রাম, মহেশপুর, ঝিনাইদহ।
কর্মস্থল - সেনাবাহিনী
৪ নং সেক্টর
মৃত্যু - ২৮ অক্টোবর, ধলই, শ্রীমঙ্গল, সিলেট।
সমাধি - ভারতের আম্বাসার হাতিমারাছড়া গ্রামে দাফন করা হয়।
২০০৭ সালের ১১ ডিসেম্বর রাষ্টীয় সম্মানে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে পুনঃসমাহিত করা হয়। তিনি সর্বকনিষ্ঠ বীরশ্রেষ্ঠ।
গেজেট নং - ২
খদ্দখালিশপুরের বর্তমান নাম হামিদ নগর।

◾️ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর

জন্মস্থান - রহিমগঞ্জ গ্রাম, বাবুগঞ্জ, বরিশাল।
কর্মস্থল - সেনাবাহিনী
৭ নং সেক্টর
মৃত্যু - ১৪ ডিসেম্বর, বারঘরিয়া, চাঁপাইনবয়াবগঞ্জ। বীরশ্রেষ্ঠ দের মধ্যে সর্বশেষ শহীদ।
সমাধি - চাঁপাইনবয়াবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গণ।
গেজেট নং- ০১
তাঁর ইউনিয়নের নাম 'আগরপুর' পরিবর্তন করে 'মহিউদ্দিন জাহাঙ্গীর' ইউনিয়ন করা হয়েছে।

◾️ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ

জন্মস্থান - মহেষখোলা গ্রাম, নড়াইল।
কর্মস্থল - ইপিআর (ইস

28/01/2024

🌸গল্পে গল্পে Parts of speech🌸

Noun আর তার ভাইয়েরা মোট ৮ জন । তাদের বাড়ির নাম হল Sentence ভিলা । সমাজের মানুষ তাদের Parts of speech বলে ডাকে । এক বাড়িতেই (Sentence) তারা ৮ ভাই থাকে । তবে তাদের কাজকর্ম এক না ।

১ম ভাইয়ের নাম হল Noun । তার কাজ হল সব কিছুর নাম বলা । বাড়িতে যা যা দরকার শাকসবজি, গোশত, মাছ সবকিছুর নাম বলা ।

২য় ভাইয়ের নাম হল Pronoun । Noun বাড়িতে না থাকলে সে noun এর কাজ করে দেয় । Noun এর অনুপস্থিতিতে Noun এর সব কাজ Pronoun ই করে ।

৩য় ভাইয়ের নাম হল Adjective । Noun ও Pronoun এর পিছনে গোয়েন্দাগিরি করা । তাদের দোষ-গুণ লিখে রাখাই হল Adjective এর কাজ ।

৪র্থ ভাইয়ের নাম হল Verb । তার কাজ হল সবার কাজ বলে দেওয়া । খাওয়া-দাওয়া, ঘুম, গোসল সব কাজ বলে দেওয়া ।

৫ম ভাইয়ের নাম হলো Adverb । তার কাজ হল ৩য় ও ৪র্থ ভাই (Verb, Adjective) এর নজরদারি করা । তাদের অবস্থা পর্যবেক্ষণ করা । মাঝেমধ্যে সে নিজের অবস্থাও পর্যবেক্ষণ করে ।

৬ষ্ঠ ভাইয়ের নাম হল Preposition । ভাইদের মাঝে সম্পর্কের বন্ধন তৈরি করাই তার কাজ ।
(Noun ➕ Verb➕Pronoun, Noun➕ Noun)

৭ম ভাইয়ের নাম হল Conjunction । তার কাজ Preposition এর কাজের চেয়ে বড় । সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে এবং তারা সবাই মিলে সেই বাড়িতে দাওয়াত খায় ।
(Sentence ➕ Sentence)

৮ম ভাইয়ের কাজটা খুবই দারুণ ! তার নাম Interjection । সে আনন্দে-দুঃখে সব সময় সবার পাশে থাকে । সবার আবেগ প্রকাশ করাই তার একমাত্র কাজ।

১৪নং ওয়ার্ড: লালখান বাজার ওয়ার্ডকাউন্সিলর: আবুল হাসনাত মোঃ বেলাল নির্বাচন সন: ২০২১লালখান বাজার বাংলাদেশের চট্টগ্রাম সি...
10/08/2021

১৪নং ওয়ার্ড: লালখান বাজার ওয়ার্ড
কাউন্সিলর: আবুল হাসনাত মোঃ বেলাল নির্বাচন সন: ২০২১

লালখান বাজার বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্ড।

আয়তন
লালখান বাজার ওয়ার্ডের আয়তন ১.২৪ বর্গ কিলোমিটার।

জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী লালখান বাজার ওয়ার্ডের মোট জনসংখ্যা ৭৫,৩৩৫ জন। এর মধ্যে পুরুষ ৪১,০৭৫ জন এবং মহিলা ৩৪,২৬০ জন। মোট পরিবার ১৬,৭৮৯টি।

অবস্থান ও সীমানা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যাংশে লালখান বাজার ওয়ার্ডের অবস্থান। এর পশ্চিমে ১৩নং পাহাড়তলী ওয়ার্ড; দক্ষিণে ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড; পূর্বে ১৫নং বাগমনিরাম ওয়ার্ড এবং উত্তরে ৮নং শুলকবহর ওয়ার্ড অবস্থিত।

প্রশাসনিক কাঠামো
লালখান বাজার ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ১৪নং ওয়ার্ড। এ ওয়ার্ডের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের খুলশী থানার আওতাধীন এবং এটি ২৮৭নং চট্টগ্রাম-১০ জাতীয় নির্বাচনী এলাকার অংশ। এ ওয়ার্ডের উল্লেখযোগ্য এলাকা হল:
• লালখান বাজার
• উত্তর লালখান
• দামপাড়া
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী লালখান বাজার ওয়ার্ডের সাক্ষরতার হার ৬৬.৭%।এ ওয়ার্ডে ১টি বিশ্ববিদ্যালয়, ১টি কলেজ, ১টি স্কুল এন্ড কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

বিশ্ববিদ্যালয়
• পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

কলেজ
• ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ

স্কুল এন্ড কলেজ
• ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম

মাধ্যমিক বিদ্যালয়
• চিটাগাং পুলিশ ইনস্টিটিউশন
• টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়
• শহীদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয়
• নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়
• পূর্ব টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়
• লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়

https://bn.wikipedia.org/ লালখান বাজার ওয়ার্ড

Address

Chittagong

Telephone

+8801714080579

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chottogram Family Entertainment Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chottogram Family Entertainment Hub:

Videos

Share