27/10/2024
দেশের অন্যতম আর্কিটেকচারল ভিউ সমৃদ্ধ চট্টগ্রাম বিপনি বিতান। এক সময় এটাই ছিলো দেশের অত্যাধুনিক বিপনি কেন্দ্র। পরিচর্যার অভাবে এ'টি অনেক আগেই তার আকর্ষণ হারিয়ে ফেলেছে। শান্তিতে বসে এককাপ চা খাবেন তেমন ব্যবস্থাও নেই। অথচ অনেক দূর থেকে মানুষ ছুটে যেতো ডায়মন্ড রেস্টুরেন্টের বোম্বাই টোস্ট আর কাটলেট খেতে।
কী চমৎকার এস্কেলেটর ছিলো। আমরা স্কুল থেকে ছুটে যেতাম চড়ার জন্য। তখন কোন শপিং মলে এ ব্যবস্থা ছিলো না। ভ্যান্টিলেশনের জন্য রাখা অধিকাংশ স্পেস বিজ্ঞাপনে ঢেকে গেছে। জায়দিস, ফটোরমার মত স্টুডিওগুলো স্মৃতির খাতায় চলে গেছে। বইঘরের কথা মনে পড়লেই চোখ ভিজে যায়। মনিষার কথাও মনে পড়ে গেলো। গুলিস্তান লাইব্রেরি, বুকম্যান এসব বুক ফুলিয়ে সেবা দিয়ে গেছে অকাতরে। চামড়ার দোকানগুলোর কথা ভুলি কেমন করে!
মনে হয় লিবার্টি শুধুমাত্র তার ঐতিহ্য বজায় রেখেছে। স্বর্ণের দোকানগুলো বইয়ের দোকানগুলোকে যেভাবে গিলে খেয়েছে একদিন হয়তো লিবার্টিও তাদের পেটে চলে যাবে। সে'দিন আর বেশি দূরে নয়।
তবে সেই আদিম বিপনি বিতান এর জন্য আমার বুকের ভিতরে শূন্যতা থেকেই যাবে। কারণ বিপনি বিতান আমার শৈশবের ভালোবাসা।