19/08/2022
প্রথম ছবিটা ২০১৯ সালের ডিসেম্বর মাসের ৪ তারিখ, চুয়েটের নর্থ হলে রাত আড়াইটায় তোলা। টিউশন থেকে ফিরে তানভিরের রুমে আড্ডা দিচ্ছিলাম।
তখনো নৈঋত নামের ফটোগ্রাফি পেইজটার জন্ম হয়নি। আমরা তিন ছবিপাগল মানুষ মিলে শখের বসেই সিদ্ধান্ত নিই ইভেন্ট কাভার করব। সেই থেকে যে শুরু হল! অনেক অনেক ভাল মানুষের সাথে পরিচয়, তাঁদের সুখের মুহূর্তগুলোর সাক্ষী হয়ে থাকা। আস্তে আস্তে পেইজের এলবাম সংখ্যা বাড়তে থাকা।
২০২১ সালে তানভির কর্মজীবনে ব্যস্ততার কারণে খুব একটা সময় বের করে উঠতে পারছিল না। বাকি রইলাম আমি আর পিয়াস। এর মাঝে পিয়াসও চট্টগ্রামে জবে ঢুকে পড়ে। তাও ইভেন্ট আসলে যেকোনভাবে ছুটি ম্যানেজ করে নিয়ে কাভার করতাম। এমন না যে ইভেন্ট করতেই হবে, নিতান্তই পাগলামি ছিল এটা আমাদের। ছবি তোলার প্রতি ভালোলাগা, অচেনা অজানা মানুষদের জীবনের স্মরণীয় মুহূর্তগুলো শেয়ার করা, এগুলো খুব আনন্দ দিত আমাদের। কত কত মানুষ আমাদের আপনজন হয়ে উঠলেন! ইভেন্ট করার আগে থাকতেন ক্লায়েন্ট আর ইভেন্ট করার পর হয়ে যেতেন ফ্যামিলি। ভালোই যাচ্ছিল দিনকাল। এরই মাঝে আরেকটা সুখবর। যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার ডাক আসে পিয়াসের।
দ্বিতীয় ছবিটা গত পরশুদিন এর। আজ পিয়াস পাড়ি দিল সুদূর যুক্তরাষ্ট্রে। বন্ধুর ভবিষ্যত জীবন সুখের হোক, সমৃদ্ধির হোক, এটাই আমাদের কামনা।
এত সুখের সাথে আসলে কিছু কষ্টও চলে আসে মনে। বন্ধু বাইরে যাচ্ছে এটাতে যতটা সুখ লাগছে, বন্ধুকে এখন চাইলেই বলতে পারব না আয় দেখা কর, চল কাপ্তাই যাই, চল কর্ণফুলী নদীর পাড়ে গিয়ে শীতের রাতে জীবনের গল্প করি- এটা আরো বেশি কষ্ট দিচ্ছে। তারপরও এটাই বোধ হয় জীবনের সৌন্দর্য, জীবনের উদ্দেশ্য।
বাকি রইলাম আমি। তবে ভগবান মনে হয় সবকিছু খুব সুন্দর করে গুছিয়ে রেখেছিলেন। আগামী ২১ তারিখ থেকে আমারও চাকরিজীবনের সূচনা হতে যাচ্ছে। সেদিন পিয়াস বলল, "মামা দেখ, আমি চলে যাচ্ছি। তোরও একটা লাইন হয়ে গেল। খুব শান্তি শান্তি লাগতেছে মনে।"
আমাদের তিনজনের বন্ধুত্বটা গভীর হতে থাকে ভার্সিটি লাইফের একদম শেষের সময় থেকে এবং আজ অবধি এই বন্ধুত্ব শুধু সুসময়ই এনেছে আমাদের জন্য। বন্ধু তানভিরের অনুপ্রেরণা আর সহযোগিতা ছাড়া আমি কখনোই পারতাম না সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং-এ আমার ক্যারিয়ার শুরু করতে। ঠিক তেমনি পিয়াসকে ছাড়া আমি অথবা তানভির পারতাম না নৈঋতকে আজকের এই অবস্থানে তুলে আনতে।
জীবনে অনেক অনেক ভালো সময় কাটিয়েছি আমরা একসাথে। আরো অনেকটা পথ বাকি। অনেকগুলো সুন্দর মুহূর্ত ঝুলিতে ভরা বাকি।
হাসলে সকাল আবার হবে দেখা।
ভালো থাকিস বন্ধু।
We will miss you.
We Love you. 💖
~ Heronmoy Tanchangya Emon