নৈঋত ‖ Noireet

নৈঋত ‖ Noireet We care your precious moments. Photography services countrywide.
(6)

প্রথম ছবিটা ২০১৯ সালের ডিসেম্বর মাসের ৪ তারিখ, চুয়েটের নর্থ হলে রাত আড়াইটায় তোলা। টিউশন থেকে ফিরে তানভিরের রুমে আড্ডা দি...
19/08/2022

প্রথম ছবিটা ২০১৯ সালের ডিসেম্বর মাসের ৪ তারিখ, চুয়েটের নর্থ হলে রাত আড়াইটায় তোলা। টিউশন থেকে ফিরে তানভিরের রুমে আড্ডা দিচ্ছিলাম।
তখনো নৈঋত নামের ফটোগ্রাফি পেইজটার জন্ম হয়নি। আমরা তিন ছবিপাগল মানুষ মিলে শখের বসেই সিদ্ধান্ত নিই ইভেন্ট কাভার করব। সেই থেকে যে শুরু হল! অনেক অনেক ভাল মানুষের সাথে পরিচয়, তাঁদের সুখের মুহূর্তগুলোর সাক্ষী হয়ে থাকা। আস্তে আস্তে পেইজের এলবাম সংখ্যা বাড়তে থাকা।

২০২১ সালে তানভির কর্মজীবনে ব্যস্ততার কারণে খুব একটা সময় বের করে উঠতে পারছিল না। বাকি রইলাম আমি আর পিয়াস। এর মাঝে পিয়াসও চট্টগ্রামে জবে ঢুকে পড়ে। তাও ইভেন্ট আসলে যেকোনভাবে ছুটি ম্যানেজ করে নিয়ে কাভার করতাম। এমন না যে ইভেন্ট করতেই হবে, নিতান্তই পাগলামি ছিল এটা আমাদের। ছবি তোলার প্রতি ভালোলাগা, অচেনা অজানা মানুষদের জীবনের স্মরণীয় মুহূর্তগুলো শেয়ার করা, এগুলো খুব আনন্দ দিত আমাদের। কত কত মানুষ আমাদের আপনজন হয়ে উঠলেন! ইভেন্ট করার আগে থাকতেন ক্লায়েন্ট আর ইভেন্ট করার পর হয়ে যেতেন ফ্যামিলি। ভালোই যাচ্ছিল দিনকাল। এরই মাঝে আরেকটা সুখবর। যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার ডাক আসে পিয়াসের।

দ্বিতীয় ছবিটা গত পরশুদিন এর। আজ পিয়াস পাড়ি দিল সুদূর যুক্তরাষ্ট্রে। বন্ধুর ভবিষ্যত জীবন সুখের হোক, সমৃদ্ধির হোক, এটাই আমাদের কামনা।

এত সুখের সাথে আসলে কিছু কষ্টও চলে আসে মনে। বন্ধু বাইরে যাচ্ছে এটাতে যতটা সুখ লাগছে, বন্ধুকে এখন চাইলেই বলতে পারব না আয় দেখা কর, চল কাপ্তাই যাই, চল কর্ণফুলী নদীর পাড়ে গিয়ে শীতের রাতে জীবনের গল্প করি- এটা আরো বেশি কষ্ট দিচ্ছে। তারপরও এটাই বোধ হয় জীবনের সৌন্দর্য, জীবনের উদ্দেশ্য।

বাকি রইলাম আমি। তবে ভগবান মনে হয় সবকিছু খুব সুন্দর করে গুছিয়ে রেখেছিলেন। আগামী ২১ তারিখ থেকে আমারও চাকরিজীবনের সূচনা হতে যাচ্ছে। সেদিন পিয়াস বলল, "মামা দেখ, আমি চলে যাচ্ছি। তোরও একটা লাইন হয়ে গেল। খুব শান্তি শান্তি লাগতেছে মনে।"
আমাদের তিনজনের বন্ধুত্বটা গভীর হতে থাকে ভার্সিটি লাইফের একদম শেষের সময় থেকে এবং আজ অবধি এই বন্ধুত্ব শুধু সুসময়ই এনেছে আমাদের জন্য। বন্ধু তানভিরের অনুপ্রেরণা আর সহযোগিতা ছাড়া আমি কখনোই পারতাম না সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং-এ আমার ক্যারিয়ার শুরু করতে। ঠিক তেমনি পিয়াসকে ছাড়া আমি অথবা তানভির পারতাম না নৈঋতকে আজকের এই অবস্থানে তুলে আনতে।

জীবনে অনেক অনেক ভালো সময় কাটিয়েছি আমরা একসাথে। আরো অনেকটা পথ বাকি। অনেকগুলো সুন্দর মুহূর্ত ঝুলিতে ভরা বাকি।

হাসলে সকাল আবার হবে দেখা।
ভালো থাকিস বন্ধু।
We will miss you.
We Love you. 💖

~ Heronmoy Tanchangya Emon

26/07/2022
একটি রাঙামাটি - বান্দরবান - রাঙামাটি বিয়ের গল্প 😁
27/03/2022

একটি রাঙামাটি - বান্দরবান - রাঙামাটি বিয়ের গল্প 😁

24/03/2022

তনয় দা ও প্রমা দির আশীর্বাদ 💖

সাবরিনা আপুর সাথে পরিচয়- উনি আমাদের ভার্সিটির জুনিয়র রাদিব এর বড় বোন। সেই সূত্রেই হয়ত আমাদের পেইজ তাঁর নজরে আসে। তবে আপু...
19/03/2022

সাবরিনা আপুর সাথে পরিচয়- উনি আমাদের ভার্সিটির জুনিয়র রাদিব এর বড় বোন। সেই সূত্রেই হয়ত আমাদের পেইজ তাঁর নজরে আসে। তবে আপু আমাদেরকে দিয়েই যে তাঁর বিয়ে কাভার করানোর জন্য এত বেশি উৎসাহী হবেন তা আমরা স্বপ্নেও ভাবিনি। ইভেন্ট নিয়ে কত আলাপ আলোচনা যে হল আমাদের আপুর সাথে! স্টেজ কেমন হবে, আপু কোন কালারের ড্রেস কিনছেন, ভাইয়া কবে ফ্রি আছেন, কবে আউটডোরে যাব, কোথায় যাব ইত্যাদি ইত্যাদি। 😁
আপুর সাথে সাথে আমরাও এক্সাইটেড আপুর বিয়ের জন্য। এমনটা আসলে কোন ক্লায়েন্ট এর সাথে হয়নি আমাদের।
শেষ মুহূর্তে এসে লকডাউন দেয় কিনা আবার এই টেনশনে ঘুম নাই হয়ে গেল আপুর। কিন্তু কপাল ভাল ছিল। সবকিছুই প্ল্যান মত আগাল আর আমাদেরও সুযোগ হয়ে এল আপুর ইভেন্ট কাভার করার।
সত্যি বলতে এত আন্তরিক আর এত ভাল মনের মানুষ কিভাবে হয় পুরো পরিবারের সদস্যরা তা আমাদের কল্পনার বাইরে। আমরা সত্যিই অভিভূত আপু আপনাদের আতিথেয়তায়। আপনাদের সকলের জীবন সুস্থ, সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় হোক এই কামনায়-
Team নৈঋত ‖ Noireet 💖

Congratulations to kalin da & Troyee di ❤️
04/03/2022

Congratulations to kalin da & Troyee di ❤️

চুয়েট এর যুগল তনয় দা ও প্রমা দির আউটডোরটা ইচ্ছা ছিল চুয়েটেই শ্যুট করার। কিন্তু বেরান্যের মুখরোচক খাবারের টানে দলবল নিয়ে ...
30/01/2022

চুয়েট এর যুগল তনয় দা ও প্রমা দির আউটডোরটা ইচ্ছা ছিল চুয়েটেই শ্যুট করার। কিন্তু বেরান্যের মুখরোচক খাবারের টানে দলবল নিয়ে সেখানেই হাজির সবাই। 😅
বাকি কাহিনী ছবিতেই।

আর এলবামের নামকরণের সার্থকতা জানতে হলে দেখতে হবে একদম শেষ পর্যন্ত। 💖

Congratulations on tying the knot Tonoy Da & Proma Di 😍 Just Engaged 💍
21/01/2022

Congratulations on tying the knot Tonoy Da & Proma Di 😍

Just Engaged 💍

Sneak peek from Riya apu's holud
20/01/2022

Sneak peek from Riya apu's holud

Sneak Peek from Prerona and Darmin da's wedding. 💖Heartiest Congratulations to both of you 😍😍😍 Stay with us for the full...
16/01/2022

Sneak Peek from Prerona and Darmin da's wedding. 💖
Heartiest Congratulations to both of you 😍😍😍

Stay with us for the full story...

২০২১ সালটা নৈঋত এর জন্য অসাধারণ একটা বছর ছিল। আপনাদের ভালোবাসায় খুবই অমায়িক আর আন্তরিক ক্লায়েন্ট এর কাজ দিয়ে ভরা ছিল বছর...
31/12/2021

২০২১ সালটা নৈঋত এর জন্য অসাধারণ একটা বছর ছিল। আপনাদের ভালোবাসায় খুবই অমায়িক আর আন্তরিক ক্লায়েন্ট এর কাজ দিয়ে ভরা ছিল বছরটি যার ইতি টেনেছে তান্তি দিদির বিয়ে।
এরই মাধ্যমে এই সুন্দর বছরটি বিদায় হল আমাদের। ২০২২ আপনাদের সকলের ভাল কাটুক এই প্রত্যাশায়...
~ Team Noireet 💖

শর্মিলা দিদির বিয়েতে প্রথমবারের মত ব্রাম্মণবাড়িয়া গিয়েছিলাম আমরা। এবং বিয়েটা ছিল আসলেই অন্যরকম। সচরাচর আমরা কণেকে লাল শা...
23/12/2021

শর্মিলা দিদির বিয়েতে প্রথমবারের মত ব্রাম্মণবাড়িয়া গিয়েছিলাম আমরা। এবং বিয়েটা ছিল আসলেই অন্যরকম।

সচরাচর আমরা কণেকে লাল শাড়িতে দেখে থাকলেও এবারই প্রথম সাদা শাড়িতে দেখা। দেখতে সাক্ষাৎ দেবীর মত দেখতে লাগছিল দিদিকে। 💖

তখন ঘড়িতে বাজে বিকাল ৩টা ৪৫ মিনিট। আবার নাকি ৪টা বাজে বউ নামানোর লগ্ন। মানে হাতে সময় মাত্র ১৫ মিনিট। এই ১৫ মিনিটে ভাগ্য ...
21/12/2021

তখন ঘড়িতে বাজে বিকাল ৩টা ৪৫ মিনিট। আবার নাকি ৪টা বাজে বউ নামানোর লগ্ন। মানে হাতে সময় মাত্র ১৫ মিনিট। এই ১৫ মিনিটে ভাগ্য যা সহায় হয়েছিল তারই ফলাফল এই এলবাম।

অনেকদিন ধরেই আউটডোরের কাজ খুঁজছিলাম আমরা। ইনডোরে কাজ করতে করতে দমবন্ধ হয়ে আসছিল। একদম পারফেক্ট টাইমে সৌভিক দাদা ও পূর্ণত...
23/11/2021

অনেকদিন ধরেই আউটডোরের কাজ খুঁজছিলাম আমরা। ইনডোরে কাজ করতে করতে দমবন্ধ হয়ে আসছিল। একদম পারফেক্ট টাইমে সৌভিক দাদা ও পূর্ণতা দিদির বিয়ের কাজটা হাতে এসে পড়ল। আউটডোর তো হবেই, তাও আবার রাঙামাটিতে। এরচেয়ে খুশির খবর আর কিছুই ছিল না আমাদের জন্য। বাকিটা ছবিতেই দেখুন। 💖

ভাগ্যকুলের মিষ্টির দেশে, অভিজিৎ দা ও অনন্যা দির বিয়ের নেমন্তন্নে, মুন্সীগঞ্জে নৈঋত 💖
02/11/2021

ভাগ্যকুলের মিষ্টির দেশে, অভিজিৎ দা ও অনন্যা দির বিয়ের নেমন্তন্নে, মুন্সীগঞ্জে নৈঋত 💖

Address

Chittagong

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801521204762

Website

Alerts

Be the first to know and let us send you an email when নৈঋত ‖ Noireet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share