27/11/2024
অনেক চেষ্টা করেও ফুল টার সুন্দর আনতে পারছি না ছবি তে , এক একটা ফুল বানাতে যে সময় দিয়েছি , এই ক্লিপের দাম আমি কি দেবো … 😞 এইবার করা কাস্টমাইজড প্রতিটা ক্লিপ অনেক কষ্টের তবু যথারীতি দাম সবার কেনার সামর্থের মধ্যেই রেখেছি .. কিন্তু এই ভাবে কী এই কাজ গুলো করবো , মনে হয় না , নেশা কেটে গেলে অফ , এইগুলো পুরাই ব্যবসায়ীক দিক থেকে লস প্রজেক্ট ..
এই ফুলের নাম জানি না .. একটা বিদেশী ফুলের ছবি দেখে ভালো লাগল তাই বানালাম।
শেষে ঐ ফুলের ছবি দেয়া আছে।