Alishaa Events Management

Alishaa Events Management আমরা আছি আপনাদের পাশে
যেকোনো সময়ে �
(1)

13/09/2024
🔥অবিশ্বাস্য ডিসকাউন্ট অফার🔥❣️❣️আসসালামু আলাইকুম❣️❣️আপনার বিশেষ মুহূর্তগুলোকে আরও সুন্দর ও স্মৃতিময় করে তুলি।  হল একটি স...
04/09/2024

🔥অবিশ্বাস্য ডিসকাউন্ট অফার🔥
❣️❣️আসসালামু আলাইকুম❣️❣️

আপনার বিশেষ মুহূর্তগুলোকে আরও সুন্দর ও স্মৃতিময় করে তুলি। হল একটি সম্পূর্ণ সেবাভিত্তিক https://www.facebook.com/alishaaEvents
ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। আমরা চট্টগ্রাম ও বিভাগের বিভিন্ন স্থানে অল্প বাজেটের মধ্যে বাসার ছাদে কিংবা রুমের মধ্যে প্রোগ্রাম পরিচালনা করে থাকি।

✳️আমাদের সেবা সমূহের মধ্যে রয়েছে:
⭐লাইটিং
⭐গায়ে হলুদ
⭐বিয়ে
⭐বৌভাত
⭐প্রোগ্রাম ডেকোরেশন
⭐স্টেইজ
⭐বাসর ঘর সাজানো
⭐কুঞ্জ
⭐জন্মদিন
⭐অফিসিয়াল ইভেন্ট

আমরা আপনার জীবনের বিশেষ মুহূর্তগুলোকে আরও সুন্দর ও স্মৃতিময় করে তুলতে চাই। আপনার চাহিদা অনুযায়ী আমরা আপনার অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনা করব। আমরা আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ কর্মীদের মাধ্যমে আপনার অনুষ্ঠানকে সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করব।

✳️আমাদের সেবাগুলি নিম্নলিখিত সুবিধাগুলি প্রদান করে:
⭐অল্প বাজেটে উচ্চমানের সেবা
⭐আপনার চাহিদা অনুযায়ী অনুষ্ঠানের পরিকল্পনা
⭐আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ কর্মী
⭐নির্ভরযোগ্য ও সময়োপযোগী সেবা

আপনার নতুন জীবন/ নতুন কাজ এর যাএা শুরু করার জন্য এখনই আলিশা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করুন এবং সূচনা করুন জীবন গল্পের এক নতুন অধ্যায়।

✳️বুকিং:
⭐কল করুন: 01641304099
⭐ঠিকানা: পূর্ব ফিরোজশাহ কলোনী আকবর শাহ থানা, চট্টগ্রাম।

#বিয়ে #লগ্ন #আলোকসজ্জা #মেহেদী #গায়ে #মেলা

মেসেঞ্জারে আপনার ফোন নাম্বার দিন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিন অথবা আমাদের দেয়া ঠিকানায় গিয়ে দেখে সরাসরি কথা বলুন। ৫০% #এডভান্সের মাধ্যমে আমরা কাজ করে থাকি কাজের শেষে পুরো পেমেন্ট নিয়ে থাকি। ধন্যবাদ।

04/09/2024
23/06/2024
দুই টুকরো কাপড় নিয়ে ভিক্ষুকের মত আপনার দরবারে দৌড়ে যাওয়ার, মনের সব দু:খ আকুলভাবে বলে আসার তৌফিক দিন ইয়া রব...রাসুলুল্লাহ...
15/06/2024

দুই টুকরো কাপড় নিয়ে ভিক্ষুকের মত আপনার দরবারে দৌড়ে যাওয়ার, মনের সব দু:খ আকুলভাবে বলে আসার তৌফিক দিন ইয়া রব...

রাসুলুল্লাহ (ﷺ) বলেন, নিশ্চয়ই আল্লাহ তা‘আলা আরাফায় অবস্থানকারীদের নিয়ে আসমানের ফেরেশতাদের সাথে গর্ব করেন। তিনি তাদের বলেন, ‘‘আমার এই বান্দাদের দিকে তাকিয়ে দেখো, তারা আমার কাছে এসেছে উশকোখুশকো ও ধূলিমলিন অবস্থায়।

[ইমাম ইবনু খুযাইমাহ, আস-সহিহ : ২৮৩৯; সহিহুত তারগিব : ১১৩২]

ঈদুল আযহা উপলক্ষেআপনাদের জন্য বিশেষ ছাড় % চলছে Alishaa Events Management এবিভিন্ন অনুষ্ঠানের জন্যে এ ধরণের প্রায় একশতাধ...
04/06/2024

ঈদুল আযহা উপলক্ষে
আপনাদের জন্য বিশেষ ছাড় % চলছে Alishaa Events Management এ

বিভিন্ন অনুষ্ঠানের জন্যে এ ধরণের প্রায় একশতাধিক ডিজাইন অপশন রয়েছে। এইবার আপনার পছন্দে সাজবে আপনার প্রিয় অনুষ্ঠান।

Our Services:
Photography, Cinematography, Welcome Banner, Stage Background or any equipment or furniture needed for decoration purposes
To place your booking:
Phone : 01641304099/ 01836119914
Address: east firoz shah colony,akborshah, Chittagong #বিয়ে

28/05/2023

শিশুকে শেখাবেন কারো বাসায় বেড়াতে গেলে দুনিয়ার জিনিস যেন না হাতায়।

দেয়ালে যেন না আকে।

সব খেলনা নিয়ে দখল করে যেন বসে না থাকে।

এসব এক বছর থেকেই একটু করে করে শিখাবেন দেখবেন well trained হয়ে যাবে।

পরদা ধরে ঝুলা একদম মানা করবেন। আপনি কারো বাসায় গেলে বিরক্তির কারন না হয়ে আনন্দের কারন হোন।

যাদের বাসায় যাবেন তারা অনেক শৌখিন তাদের জিনিস গুলা আপনার শিশুর কারনে নষ্ট হোক তা নিশ্চই আপনার কাম্য নয়।

সোফা থেকে যেন লাফ না দেয়।

না গেলে না যান তাদের সুন্দর জিনিস গুলা নষ্ট করবেন না।

এক জায়গায় আড্ডা দিতে থাকবেন না।

যাদের বাসায় গেছেন দেখবেন ওদের বাচ্চা খুব ডানপিঠে।

আপনার বাচ্চা শান্ত দেখে মাথায় বালি বা হাতে মারতে পারে। যদি দেখেন মায়ের কোন ভ্রুক্ষেপ নাই, অবস্থা বেগতিক দেখলে সোজা চলে আসবেন। কাউকে বলার দরকার নেই। আর যাবেন না।

সবাই বাচ্চা পছন্দ করে, অসহ্য বাচ্চা কেউ পছন্দ করে না।

তাই ঘর থেকেই শুরু হোক হাতে খড়ি।

আপনার বাচ্চা কারো বাসায় দেয়ালে আকলে সরি বলতে বলবেন।

উল্টা নিজে দোষ ডাকবেন না। পরে ঘোড়া বেয়াদব হবে।

মারামারি করলে নিজের সন্তানের পক্ষ না নিয়ে দুই পক্ষকেই শান্ত করুন।
আপনার ছোট ছোট এ গুন গুলোই আপনার শিশুকে খুব মিশুক ভদ্র করে গড়ে তুলবে।
খাবার ভালো বা বড় টুকরোটা নিজের শিশুকে দিবেন না। সবাইকে দিয়ে যা থাকবে সেটাই দিবেন।

চলাফেরায় আভিজাত্য গড়ে তুলবেন। ছুচো বানাবেন না।

কেউ খেতে দিলেও সব খেয়ে উজার করতে দিবেন না। কিছু চোখের খিদা মেটাতে হয় না।

কেউ টাকা গোনার সময় যেন না তাকায়,

কেউ খানা খাবার সময় যেন না তাকায় শিখাবেন।

না শিখলেও নরম গলায় বার বার বলবেন। সেট হয়ে যাবে একসময়।

আসসালামু আলাইকুম,,,বিয়ে সৃজন চলছে আপনার পছন্দের যেকোন স্টেজ করতে আমাদের কে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন,,,,কম খরচ...
27/11/2022

আসসালামু আলাইকুম,,,
বিয়ে সৃজন চলছে আপনার পছন্দের যেকোন স্টেজ করতে আমাদের কে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন,,,,
কম খরচে আপনাদের পাশে আছি আমরা 🙂

আলহমদুলিল্লাহঈদ এর প্রথম ইভেন্ট 🖤06-05-22
07/05/2022

আলহমদুলিল্লাহ
ঈদ এর প্রথম ইভেন্ট 🖤
06-05-22

05/05/2022

Eid mubarak 🌙

আলহামদুলিল্লাহ
17/03/2022

আলহামদুলিল্লাহ

27/01/2022

বিয়ে শাদী যে কোনো অনুষ্ঠানে আরো আকর্ষণীয় করতে আছে আপনাদের পাশে 😊

আলহমদুলিল্লাহ আমাদের  এর এক বছর পূরণ হলো ❤️আপনাদের দোয়ায় এবং ভালবাসায় এত অল্প সময়ে এতো দূর আসতে পেরেছি।প্রতি মাসে ৮/...
13/12/2021

আলহমদুলিল্লাহ আমাদের এর এক বছর পূরণ হলো ❤️

আপনাদের দোয়ায় এবং ভালবাসায় এত অল্প সময়ে এতো দূর আসতে পেরেছি।
প্রতি মাসে ৮/১০ প্রোগাম করা এত সহজ নয়
আমাদের টিম মেম্বার অনেক পরিশ্রম করে বিধায় সব কাজ সুন্দর সুষ্ঠ ভাবে আমরা ক্লাইন্ট দের কে বুঝিয়ে দিতে পারি,,,
ধন্যবাদ সকল কে
এভাবে পাশে থাকবেন, নিজেদের পছন্দ এবং বাজেট টা আমাদের কে বুঝিয়ে বললে আপনাদের বাজেটে কাজ করে দিতে আমদের সহজ হয়।
পেজ এ লাইক কমেন্ট করে পাশে থাকবেন
সামনে নতুন কিছু নিয়ে আসার ইচ্ছা আছে 🙂

Arafat hossain
01836119914

13/12/2021
13/12/2021
ঘরে বা যে কোনো কমিউনিটি সেন্টার এ আপনার বিয়ের আয়োজন হোক না কেন আমরা করে দিতে পারব আপনার পছন্দের স্টেজ সাথে লাইটিং সেলফ...
20/06/2021

ঘরে বা যে কোনো কমিউনিটি সেন্টার এ আপনার বিয়ের আয়োজন হোক না কেন আমরা করে দিতে পারব আপনার পছন্দের স্টেজ সাথে লাইটিং সেলফি স্ট্যান্ড সবকিছুই পাবেন আমাদের কাছে,,,,
অতএব লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন
ধন্যবাদ 😊

Address

East Firozshah Colony Akbarshah Chittagong
Chittagong
4207

Alerts

Be the first to know and let us send you an email when Alishaa Events Management posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alishaa Events Management:

Videos

Share

Category


Other Event Planners in Chittagong

Show All