ARK Design Space

ARK Design Space Crafting chic and functional spaces, we redefine designs with style.

✨ আমাদের ইন্টেরিয়র প্রজেক্টের গল্প — স্থান বদলে গেছে অভিজ্ঞতায়প্রতিটি ঘরই নিজের একটা গল্প বলে। তবে এই জায়গাটা প্রথম দিন ...
18/11/2025

✨ আমাদের ইন্টেরিয়র প্রজেক্টের গল্প — স্থান বদলে গেছে অভিজ্ঞতায়
প্রতিটি ঘরই নিজের একটা গল্প বলে। তবে এই জায়গাটা প্রথম দিন যখন দেখেছিলাম, তখন মনে হয়েছিল—
“এখানে শুধু ডিজাইন হবে না, এখানে একটা অনুভূতি তৈরি হবে।”

ধুলো জমা কোণ, আলোহীন স্পেস, অগোছালো লেআউট— সবকিছুই যেন অপেক্ষা করছিল নতুন প্রাণের স্পর্শের জন্য। ক্লায়েন্টের একটা লাইন আমাদের অনুপ্রেরণা হয়ে গিয়েছিল—

“আমি চাই আমার স্পেসটা দেখতে যেমন সুন্দর হবে, তেমনি থাকতেও যেন আরাম লাগে।”

তারপর শুরু হলো রূপান্তরের যাত্রা।

আমরা রঙের গল্প গড়েছি, কাঠের টেক্সচারে এনেছি উষ্ণতা, আর আলো দিয়ে তৈরি করেছি একটা শান্ত পরিবেশ। প্রতিটি শেলফ, প্রতিটি কর্নার, প্রতিটি লাইন— পরিকল্পিত ছিল ব্যবহার আর সৌন্দর্যের নিখুঁত সমন্বয়ে।

ধীরে ধীরে স্পেসটা বদলে যেতে লাগল।
যেখানে আগে ছিল শূন্যতা, সেখানে এখন আছে উদ্দেশ্য।
যেখানে ছিল এলোমেলো, সেখানে এখন আছে ব্যালেন্স।
আর যেখানে ছিল সাধারণ, সেখানে এখন আছে নিজস্ব একটি চরিত্র।

ফলাফল?
একটা স্পেস যেটা শুধু দেখতেই সুন্দর নয়—
বসবাসের জন্য আমন্ত্রণ জানায়।

এটাই আমাদের কাজের আসল সফলতা।

10/11/2025

New project on!

01/10/2025

আমাদের অনেকের পছন্দ থাকে একদম সিম্পল কিছু। খুব হিজিবিজি পছন্দ না যাদের তাদের জন্যই রি ডিজাইন 🤍 আপনার শোভার ঘর হয়ে উঠুক আপনার প্রশান্তির স্থান।

19/09/2025

আমাদের সবার ই স্বপ্ন থাকে একটা সুন্দর ঘরের! একটা ঘর মানে শুধুই থাকার জায়গা না। একটা ঘর মানে প্রশান্তির জায়গা যেখানে ফিরে এলে সারাদিনের সব ক্লান্তি নিমিষে দূর হয়ে যায়। যেখানে পরিবারের মানুষজন মিলিমিশে দারুণ সময় কাটানো যায়। যেখানে প্রতিটা কোনা থাকে গোছানো। এমন ঘর গুলো বানানোর তৃপ্তিই অন্যরকম 🤍
01601-507507 or 01601113000

একটা সুন্দর, গুছানো আর মডার্ন কিচেন শুধু রান্নার জায়গাই নয়, এটা আপনার ঘরের সৌন্দর্য ও লাইফস্টাইলের প্রতিচ্ছবি।আমাদের এই ...
25/08/2025

একটা সুন্দর, গুছানো আর মডার্ন কিচেন শুধু রান্নার জায়গাই নয়, এটা আপনার ঘরের সৌন্দর্য ও লাইফস্টাইলের প্রতিচ্ছবি।
আমাদের এই ডিজাইন করা কিচেন ইন্টেরিয়র আপনাকে দিচ্ছে –
✅ আকর্ষণীয় মডার্ন লুক
✅ পর্যাপ্ত স্টোরেজ স্পেস
✅ হাই-গ্লসি ফিনিশিং ক্যাবিনেট
✅ সহজ পরিষ্কার ও দীর্ঘস্থায়ী ব্যবহার
✅ ব্যবহারবান্ধব লেআউট

👉 রান্নাঘরকে করুন স্টাইলিশ ও স্মার্ট, আপনার প্রতিদিনের সময়কে করে তুলুন আরও সহজ।

📞 যোগাযোগ: 01601507507
🌐 ভিজিট করুন: www.arkbd.xyz
📌 এখনই বুক করুন এবং আপনার কিচেনকে দিন নতুন রূপ!

22/08/2025

চলুন দেখে নেই দারুণ একটা হোম ট্রান্সফরমেশন ❤️

17/08/2025

Proud to showcase our newly designed fountain feature crafted with elegance and innovation at Shah Amanat International Airport, Chattogram

A heartfelt appreciation to the country’s renowned Mostafa Hakim Family for their trust and courtesy in making this project possible.

Creating iconic spaces — one design at a time.

\
&furniture

03/08/2025

The successful handover of a complete Model Pharmacy Interior & Branding to our valued client. From concept to ex*****on, we have transformed the space into a modern, functional, and welcoming pharmacy that ensures both professional service and customer comfort.

Our work included:
✅ Smart space planning for maximum efficiency
✅ Premium quality fixtures and display units
✅ Branded design elements for a professional look
✅ Lighting & color scheme to enhance visibility and trust

A heartfelt thanks to our client for trusting us with this project. Wishing them great success in their new journey ahead!

&furniture

আপনার স্বপ্নের ঘর এখন বাস্তব করার সময়!আমরা দিচ্ছি ১ রুমের সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইন সার্ভিস — স্টাইল, আরাম ও কার্যকারি...
03/08/2025

আপনার স্বপ্নের ঘর এখন বাস্তব করার সময়!

আমরা দিচ্ছি ১ রুমের সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইন সার্ভিস — স্টাইল, আরাম ও কার্যকারিতার নিখুঁত সমন্বয়ে।

আপনার রুচি ও বাজেট অনুযায়ী তৈরি করি কাস্টম ডিজাইন, যেখানে প্রতিটি কোণ হবে অনুপ্রেরণার উৎস।

প্রফেশনাল ডিজাইনার টিম, আধুনিক উপকরণ ও ফিনিশিং-এর নিখুঁত যত্ন নিয়ে সাজিয়ে দিই আপনার নিজস্ব স্পেস।

ঘর বদলাবে, অনুভূতিও বদলাবে — ARK Design Space এর সাথে।।

On going Project .
28/07/2025

On going Project .

20/07/2025

Open kitchen for your modern Home!
Call now : 01601-507507

Send a message to learn more

A simple entrance for your beautiful office ❤️
13/07/2025

A simple entrance for your beautiful office ❤️

Address

Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when ARK Design Space posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ARK Design Space:

Share

Category