18/11/2025
✨ আমাদের ইন্টেরিয়র প্রজেক্টের গল্প — স্থান বদলে গেছে অভিজ্ঞতায়
প্রতিটি ঘরই নিজের একটা গল্প বলে। তবে এই জায়গাটা প্রথম দিন যখন দেখেছিলাম, তখন মনে হয়েছিল—
“এখানে শুধু ডিজাইন হবে না, এখানে একটা অনুভূতি তৈরি হবে।”
ধুলো জমা কোণ, আলোহীন স্পেস, অগোছালো লেআউট— সবকিছুই যেন অপেক্ষা করছিল নতুন প্রাণের স্পর্শের জন্য। ক্লায়েন্টের একটা লাইন আমাদের অনুপ্রেরণা হয়ে গিয়েছিল—
“আমি চাই আমার স্পেসটা দেখতে যেমন সুন্দর হবে, তেমনি থাকতেও যেন আরাম লাগে।”
তারপর শুরু হলো রূপান্তরের যাত্রা।
আমরা রঙের গল্প গড়েছি, কাঠের টেক্সচারে এনেছি উষ্ণতা, আর আলো দিয়ে তৈরি করেছি একটা শান্ত পরিবেশ। প্রতিটি শেলফ, প্রতিটি কর্নার, প্রতিটি লাইন— পরিকল্পিত ছিল ব্যবহার আর সৌন্দর্যের নিখুঁত সমন্বয়ে।
ধীরে ধীরে স্পেসটা বদলে যেতে লাগল।
যেখানে আগে ছিল শূন্যতা, সেখানে এখন আছে উদ্দেশ্য।
যেখানে ছিল এলোমেলো, সেখানে এখন আছে ব্যালেন্স।
আর যেখানে ছিল সাধারণ, সেখানে এখন আছে নিজস্ব একটি চরিত্র।
ফলাফল?
একটা স্পেস যেটা শুধু দেখতেই সুন্দর নয়—
বসবাসের জন্য আমন্ত্রণ জানায়।
এটাই আমাদের কাজের আসল সফলতা।