12/08/2022
রাতের সময়টা বড্ড অদ্ভুত! কেউ অতিরিক্ত চিন্তা করে! কেউ চোখের জল ফেলে! কেউ ভবিষ্যৎ চিন্তায় শেষ হয়! কেউ আদরের উষ্ণতায় নিস্তেজ হয়! কেউ আবার ভালোবাসার মানুষের উপর বিশ্বাস রেখে নিশ্চিন্তে ঘুমায়! কেউ প্রিয়জন হারায় কেউবা প্রিয়োজনকে কাছে পায়! আবার কেউবা সবকিছু থেকে দূরে একা বড্ড একা।