17/05/2022
- একটি ছেলের ছোট্ট গল্প💔
অটোর পেছনের সিটটায় বসে থাকাকালীন কোনো একজন মহীলা আসলে সিটটা ছেড়ে সামনে চলে আসতে জানি আমরা!
-রাস্তা পাড় হবার সময় আপনার হেফাজতের জন্য,গাড়ি আসার দিকটায় নিজেকে রেখে রাস্তাটা পাড় হতে জানি আমরা!
-ঠিক যতোটুকু কষ্ট পেলে আপনি কাঁদেন,তার চেয়ে ঠিক অনেক পরিমাণ কষ্ট মনে রেখে, আপনার চোখের সেই জল মুছে দিতে জানি আমরা!
-আপনার পছন্দের ২০০০ টাকার শাড়িটা কেনার পর নিজের পছন্দের ৬০০ টাকার পাঞ্জাবীটা 'পছন্দ হয়নি' বলে রেখে আসতে জানি আমরা!
-রোদের কারণে আপনার রিক্সার হুটটা তুলে আপনাকে বিদায় দেয়ার পর,এই রোদ দিয়েই নিজ গন্তব্যে হেটে হেটে রওনা দিতে জানি আমরা!
-রিক্সায় তুলে দিয়ে আপনাকে 'সাবধানে যেও' কথাটা না বললেও,রিক্সাওয়ালাকে 'মামা সাবধানে নিয়েন' কথাটা বলতে জানি আমরা!
-১০ টাকার গাড়িভাড়া বাঁচানোর জন্য রোদের মধ্যে হেটে গিয়ে যখন আমাদের শার্টটা ভিজে যায়,তখন আপনাদের মুখে ''ইয়াকককক!ছেলেটা কি নোংরা'' কথাটা শুনেও সহ্য করতে জানি আমরা!
-দোকানে গিয়ে ফুল খুজলে যখন দোকানদার জিজ্ঞেস করে 'এনিভার্সারি নাকি ডেট?' তখন জবাবে 'মায়ের জন্মদিন' বলে উত্তরটা দিতে জানি আমরা!
-বাবার টাকা দিতে কষ্ট হবে বলে,বন্ধুদের করা ঘুরতে যাওয়ার প্ল্যানিং থেকে 'নাহ রে,তোরা যা' বলে চলে আসতে জানি আমরা!
হ্যা আমরা ছেলে,আমরা খারাপ,আমরা কাওকে সম্মান করতে জানি না,আমরা কখনো কষ্ট পেতে পারি না,আমরা পাথর,আমাদের চোখে জল ফলে না! 😊
হ্যা আমরা ছেলে,আমরা খারাপ!আমাদের জন্মের পর থেকে আমাদের ভর একজন মেয়ের ভর থেকে বেশি হয়,কারণটা এই না যে আমাদের শরীরে মাংসের পরিমান বেশি,বরং কারণটা এই যে আমাদের কাধে দায়িত্বের পরিমান বেশি! 😊
হ্যা আমরা ছেলে,আমরা খারাপ!আপনি কাঁদলে আপনার চোখের জল মোছার জন্য হাজার মানুষের ভীড়,আর আমরা কাঁদলে ''এতো ঢং কিসের,ছেলে মানুষের কাঁদতে নেই'' 😊
হ্যা আমরা ছেলে,আমরা খারাপ!আমরা চাকরী না পেলে আপনার কাছে অযোগ্য,আপনার বাবার কাছে রাস্তার ছেলে,পরিবারের কাছে বোঝা,আর প্রতিবেশীর কাছে সমালোচনা 😊
হ্যা আমরা ছেলে আমরা খারাপ!আপনার কান্নাগুলো পোষ্ট হয়,পোষ্টে সেড রিয়েক্ট আসে,কমেন্ট আসে,স্বান্তনা আসে।আর আমাদের শুধু হাসিগুলোই পোষ্ট হয়,কান্নাগুলো সেই 'only me' তেই থাকে! 😊