Event Creation,Cox's Bazar

Event Creation,Cox's Bazar Established in 2010, EVENT CREATION is an Events & Digital Advertising agency based in Cox's Bazar.

Our aim is to create an experience that goes beyond expectations.

13/04/2024
৩০% কম খরচে আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ করুন “কংক্রিট হলো ব্লক” দিয়ে । পরিবেশ বান্ধব ও দীর্ঘস্থায়ী । যোগাযোগ 01730043915...
29/03/2024

৩০% কম খরচে আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ করুন “কংক্রিট হলো ব্লক” দিয়ে । পরিবেশ বান্ধব ও দীর্ঘস্থায়ী । যোগাযোগ 01730043915 অথবা 01811900872

১৯২০ সালে সুইডিশ স্থপতিদের সম্মিলিত প্রচেষ্টায় এএসি ব্লক উদ্ভাবিত হয়। এরপর ১৯৯০ এর দশকে প্রযুক্তিটি চীনেস্থানান্তরিত হয়।...
21/03/2024

১৯২০ সালে সুইডিশ স্থপতিদের সম্মিলিত প্রচেষ্টায় এএসি ব্লক উদ্ভাবিত হয়। এরপর ১৯৯০ এর দশকে প্রযুক্তিটি চীনে
স্থানান্তরিত হয়। এএসি ব্লক উৎপাদনে মৌলিক উপাদান হিসাবে ব্যবহৃত হয় বালি, সিমেন্ট, চুনাপাথর এবং পানি।
এএসি ব্লক ওজনে হালকা, প্রিকাস্ট নির্মাণ সামগ্রী যা স্থাপনার ভেতরের এবং বাইরের দেয়াল তৈরির জন্য উপযুক্ত। এএসি
ব্লক স্থাপনাকে একযোগে তাপ নিরোধী, অগ্নি প্রতিরোধী এবং কাঠামোগত স্থিতিশীলতা প্রদান করে। ক্রমাগত চাহিদার
কারণে আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার মতো মহাদেশগুলোতে বর্তমানে আবাসিক এবং বাণিজ্যিক ভবন নির্মাণের জন্য
ব্যাপক পরিসরে এএসি ব্লক উৎপাদিত হচ্ছে।
এশিয়া এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে এই এএসি ব্লক। অনন্য গুনাবলীর কারণে অনেক উন্নত
এবং উনয়নশীল দেশ যেমন: জার্মানি, রাশিয়া, চায়না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড এবং আরও অনেক
দেশে এএসি ব্লক ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। আবাসিক ভবন, হোটেল, কারখানা, হাসপাতাল এবং বাণিজ্যিক কমপ্লেক্সের
দেয়াল নির্মাণের জন্য ইতিমধ্যেই প্রকৌশলীদের পছন্দের তালিকায় প্রথম স্থান অর্জন করে নিয়েছে এএসি ব্লক।

বাড়ি নির্মানে অধিক সাশ্রয়ী আধুনিক ও পরিবেশ বান্ধব এএসি ব্লক এখন কক্সবাজারে পাওয়া যাচ্ছে । সুইডিস প্রযুক্তির এএসি ব্লক অর...
14/03/2024

বাড়ি নির্মানে অধিক সাশ্রয়ী আধুনিক ও পরিবেশ বান্ধব এএসি ব্লক এখন কক্সবাজারে পাওয়া যাচ্ছে । সুইডিস প্রযুক্তির এএসি ব্লক অর্ডার করতে আজই যোগাযোগ করুন 01730043915 অথবা 0251060353
👉লেবার ও সময় সাশ্রয়ী
👉তাপ ও অগ্নি প্রতিরোধক
👉শব্দ প্রতিরোধক

09/03/2024
05/03/2024
29/02/2024
26/02/2024

হলো ব্লকে নির্মিত বাড়ি করতে খরচ কত নিজের মুখে শুনুন ।

01/02/2024

মাটির পোড়া ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব ইট । সনাতন ইটের চেয়ে খরচে ২০% অপচয় হতে রক্ষা । প্রতি পিছ মাত্র ১২ টাকা এবং হলো ব্লক মাত্র প্রতি পিছ ৬০ টাকা আজই যোগাযোগ করুন 01730043915 অথবা 0251060353

পরিবেশ বান্ধব ইট ও ব্লক পেতে আজই যোগাযোগ করুন : 01730043915 অথবা 0251060353

09/01/2024
28/10/2023

সাগরের নীল জলরাসি ভেসে ভেসে নীল আকাশের মাঝে
দৃষ্টির সীমানা পেরিয়ে পূর্নিমার চাঁদ হয়ে তুমি দেখবে আলোকিত
জোছনাকে । উপভোগ করতে আজই আসুন ফাইন ডাইনিং ইনানীতে ।

30/09/2023
22/09/2022
30/08/2022

জয়া আহসান কবে বিয়ে করছেন । Joya Ahsan Bangladeshi Actress । আসল বয়স কত । জয়া আহসান (বা জয়া মাসউদ) হলেন একজন বাংলাদেশী মডেল...

মাথায় নতুন কোনও আইডিয়া আসলেই সবার আগে চাই একটা ফেসবুক পেজ। পেজ খোলা তো মিনিট দুয়েকের কাজ। এরপর ফেসবুক পেজ জনপ্রিয় করবেন ...
30/08/2022

মাথায় নতুন কোনও আইডিয়া আসলেই সবার আগে চাই একটা ফেসবুক পেজ। পেজ খোলা তো মিনিট দুয়েকের কাজ। এরপর ফেসবুক পেজ জনপ্রিয় করবেন কী করে? হুড়মুড় করে সবাই লাইক বা ফলো করবে না নিশ্চয়ই। পেজে লাইক বাড়াতে থাকা চাই ধৈর্য, জানা চাই বিশেষ কিছু টিপস।
প্রোফাইল গুছিয়ে নিন
ফেসবুক পেজের জন্য অন্যরকম একটা নাম থাকলে নিজেকে আলাদা করতে পারবেন ঠিকই, তবে ব্যবহারকারীরা পেজটাকে সহজে খুঁজে পাবে না। মাথায় রাখতে হবে মানুষের খোঁজার অভ্যাস। অর্থাৎ মানুষ গুগল বা ফেসবুকে কী লিখে সার্চ করছে সেটা মাথায় রেখে পেজের নাম ও ইউআরএল ঠিক করুন। এক্ষেত্রে পরিচিত ব্র্যান্ড হলে সে নামেই পেজ খোলা যায়। আর যদি ব্র্যান্ডের চিন্তা মাথায় না থাকে, তবে পেজের নাম বা ইউআরএল যতটা সম্ভব সাধাসিধে রাখুন।
অনেকে আবার কোনোরকম পেজ খুলেই লাইক বাড়াতে ঝাঁপিয়ে পড়েন। ডেসক্রিপশন, স্লোগান, ঠিকানা, খোলা থাকার সময়, ওয়েবসাইট, ফোন নম্বর, লোকেশন এসব ঠিকঠাক না করলে সেই পেজের প্রচার করবে না ফেসবুক। তাই সময় নিয়ে এসব তথ্য পূরণ করুন। নিজের মতো করে একটি এনিমেটেড বা ভিডিও কাভার যোগ করতে পারলে বেশ ভালো। কোনও ছবি আপলোড করলে সেটার একটা সুন্দর বর্ণনা লিখতে ভুলবেন না। পেজের সবচেয়ে আকর্ষণীয় পোস্টটাকে ‘পিন’ করে রাখুন।
লাইক-কমেন্ট করুন
নিজের পেজে অন্যের লাইক কমেন্টের আশায় হা করে বসে না থেকে পেজের প্রোফাইল থেকে অন্যের পেজের ভালো পোস্টগুলোতে লাইক ও গঠনমূলক কমেন্ট করুন। শুধু শুধু নিজের পেজের নামটা দেখানোর জন্য এক শব্দে বা এলোমেলো কিছু লিখতে যাবেন না। এতে আপনার পেজের প্রতি কারও আগ্রহ থাকবে না। পেজের অর্গানিক গ্রোথ বাড়াতে শুরুতে আপনার পেজটি যেন ‘সবার বন্ধু’ হিসেবেই থাকে।
কল টু অ্যাকশন
বিজনেস সংক্রান্ত পেজ হলে অবশ্যই ওপরের দিকের বারে উপযুক্ত বাটন রাখবেন। কারও ক্ষেত্রে সেটা হতে পারে সেন্ড মেসেজ, কারও বেলায় সাইন-আপ। আবার পেজের ‘শপ’ সেকশনে যখন যথেষ্ট আইটেম থাকবে তখন ‘শপ নাও’ বাটনও যোগ করতে পারেন। এক্ষেত্রে সেন্ড মেসেজ বা কল বাটনের ব্যবহারই বেশি বলা যায়।
যোগ করুন গ্রুপ
পেজের ফ্যান-ফলোয়ার বাড়তে শুরু করলে তাদের সবাইকে এক ছাদের তলায় নিয়ে আসার চেষ্টা করুন। তাদের মতামত বা পোস্ট শেয়ার করার জন্য আলাদা করে একটা গ্রুপ বানিয়ে নিতে পারেন। ওই গ্রুপের কারণেও বাড়তে পারে অর্গানিক লাইক।
লাইভ
সাধারণ ভিডিও বা পোস্টের চেয়ে ১০ গুণ বেশি রিচ পাওয়া যাচ্ছে ফেসবুক লাইভ ভিডিওতে। তাই পেজের সঙ্গে মানানসই কোনও আইডিয়া পেলে সেটার লাইভ করার চেষ্টা করুন। ফেসবুক এখনও লাইভ ভিডিওগুলোকে তাদের নিউজ ফিডে সবার ওপরে রাখার চেষ্টা করে। এক্ষেত্রে কোনও পণ্য বা সেবার ডেমো কিংবা মজার কোনও টিউটোরিয়াল দেখাতে পারেন।
পোস্টের মাপ
একটি আদর্শ অর্গানিক ফেসবুক পোস্টের দৈর্ঘ্য হলো ৪০-৮০টি অক্ষর (ইংরেজিতে, স্পেসসহ)। অল্প কথায় বেশি তথ্য দিতে পারলেই সেটার ‘রিচ’ বাড়িয়ে দেয় ফেসবুক।
ভুল তথ্য নয়
পেজের এনগেজমেন্ট বাড়াতে উল্টোপাল্টা খবর বা ভুল কিছু পোস্ট করতে যাবেন না। ভুয়া তথ্য নিয়ে ফেসবুক এখন বেশ সরব। ভুল তথ্যের ‘রিপোর্ট’ পেলে দেখা যাবে আপনার পেজটা চলে যাবে লাল তালিকায়।
সময়জ্ঞান
আপনার গ্রাহক বা পেজের অনুসারীদের অভ্যাস বা রুটিন বুঝে নিন। সেই অনুযায়ী বেছে নিতে হবে পোস্ট করার সময়। একেক ধরনের পেজে ব্যবহারকারীদের এংগেজমেন্টের সময়টাও একেক রকম। যেমন খাবার ডেলিভারি সংক্রান্ত পেজ হলে সকাল বা বিকালের সময় পোস্ট করুন, মধ্যরাতে নয়।
ইনস্ট্যান্ট রিপ্লাই
আপনার বিজনেস পেজে ইনবক্স করা মাত্রই যেন ক্রেতারা কোনও না কোনও তথ্য পায়, সে জন্য অটোমেটিক রিপ্লাইয়ের ব্যবস্থা রাখুন। পেজের সেটিংস-এ গিয়ে বামপাশের মেসেজিং অপশনে যান। এরপর রেসপন্স অ্যাসিসট্যান্ট সিলেক্ট করে ‘সেন্ড ইনস্ট্যান্ট রিপ্লাইস’ সিলেক্ট করুন। চেঞ্জ-এ ক্লিক করে নিজের মতো করে বার্তাটি লিখুন। আপনার ক্রেতা বা গ্রাহক যদি শুধু এ দেশীয় হয়, তবে অভ্যর্থনার বার্তা বাংলাতেই লিখুন। সবশেষে ‘সেভ’ করুন।
ফেসবুক পিক্সেল
আপনার যদি আলাদা ওয়েবসাইট থাকে তবে সেই সাইটের ফেসবুক পেজের জন্য ‘ফেসবুক পিক্সেল’ অপশনটি ব্যবহার করুন। এর জন্য কিছুটা আইটি জ্ঞান থাকা চাই। পিক্সেল বলতে এখানে একটি ছোট কোডকে বোঝানো হচ্ছে যা আপনার ওয়েবসাইটে থাকবে। ওই কোডের মাধ্যমে আপনার ওয়েবসাইট ভিজিট করা গ্রাহকদের তথ্য পাবে ফেসবুক। সেই অনুযায়ী ঠিক করতে পারবেন ‘টার্গেট অডিয়েন্স’। অর্থাৎ যারা আপনার ওয়েবসাইটে মাঝে মধ্যে ঢুঁ মারে তারাই আপনার ফেসবুকের পোস্ট যেন বেশি বেশি দেখতে পায়, সেটার বন্দোবস্ত করে ফেসবুক পিক্সেল।

মাথায় নতুন কোনও আইডিয়া আসলেই সবার আগে চাই একটা ফেসবুক পেজ। পেজ খোলা তো মিনিট দুয়েকের কাজ। এরপর ফেসবুক পেজ জনপ্রিয় ...

Address

019, PARJATAN MARKET, LABONI BEACH POINT
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when Event Creation,Cox's Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

WElCOME TO OUR EVENT CREATION

শীতকাল মানেই যেন আনন্দ আর উৎসবের ছড়াছড়ি।😍😍চারদিকে বিয়ের ধুম পড়ে যায়।নতুন জীবনে পা বাড়াবার জন্য থাকে হরেক রকম আয়োজন। ঠিক তেমনি এই আয়োজন গুছিয়ে নেবার জন্য অনেক চিন্তা।😰😰 আয়োজনের সকল চিন্তাকে নিশ্চিন্তে তুলে দিন আমাদের হাতে আর উপভোগ করুন উৎসবের আনন্দ।আমাদের দক্ষ হাত রাঙিয়ে তুলবে আপনার অনুষ্ঠান। ফোন-০৩৪১৬৪০৯০ মোবাইল ০১৭৩০০৪৩৯১৫ EVENT OFFERS !!! 1. Wedding 2. Reception 3. Holud 4. Mehendi 5. Engagement / Akdth 6. Birthday 7. Corporate Event etc.

Our Service * Stage decor. * Walkway decor. * Hall Ceiling decor. * Photography, Cinematography. * Sound, Light, DJ. * Bridal mehdi * VIP/Head Table Decor. * Chair Bow. * Carpet. * Entry Gate Decor. * Photo booth. * Welcome Banner. * Birthday decor. * Palki, Dhol, Band Party. * Dolna. * Projector Rent.