02/06/2022
প্রকৃতির অপরুপ সৌন্দর্য টেকনাফ সমুদ্র সৈকত।
মেরিন ড্রাইভ পশ্চিম পাশে লাগোয়া কয়েক কিলোমিটার পর পর বালুচরে পড়ে আছে অনেক গুলো রঙিন নৌকা। বিভিন্ন রঙে সাজানো এই নৌযানগুলোকে স্থানীয় ব্যক্তিরা বলেন ‘ডিঙি নৌকা’। গভীর সাগরে নয়, উপকূলের কাছাকাছি থেকে নৌকাগুলো মাছ ধরে আনে।
বর্তমানে সরকারের ৬৫ দিন সাগরে গিয়ে মাছ ধরা নিষেধাজ্ঞায় রয়েছে। তাই সকল নৌকা গুলো ঘাটে তুলে রেখেছে মাঝিমাল্লারা।
সমুদ্রের পাড়ে ছোট মাছ ধরার ডিঙি নৌকা আছে প্রায় দুই হাজার। এসব নৌকায় ধরা হয় লইট্যা, চিটকিরি, পোপা, ফাইষ্যা, চিংড়ি, সুন্দরী ইত্যাদি মাছ।
স্থান টেকনাফ সমুদ্র সৈকত
ছবি: Ayasul Sifat Photography