BH Business Club

BH Business Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BH Business Club, Event Planner, Banasree Rampura Dhaka, Dhaka.

19/11/2023

চারিদিকে নানান ধরনের বিচ্ছিন্নতা, মানুষের ভীড়!এই ভয়ংকর সমাজ, জঙ্গলেরই মতো। দূর থেকে মনে হয় সবাই একে অন্যের পর নির্ভর করে এক জোট বেঁধে দাঁড়িয়ে আছে ;দারুণ ভালোবাসায় একতাবদ্ধ মানুষেরা সব!আসলে ,সবাই-ই আলাদা।
বাঁচার জন্যে, নিজের রস নিজেকেই শুষে নিতে হয় মাটি থেকে, অন্য কেউই সাহায্য করে না; নিজের সব ফুল ফোটাতে হয় নিজেকেই।একা একান্তেই। নিজের সুগন্ধও ছড়াতে হয় একাই,নিজ উদ‍্যোগে এবং
চেষ্টায়! যদি, সুগন্ধ বেঁচে থাকে তবে সকলের মাঝে তা সুবাসিত হয়।
আমরা সকলেই একা... মানুষ, গাছ, আকাশের তারারা!!

"আন্তর্জাতিক নারী উদ‍্যোক্তা দিবসের' শুভেচ্ছা সবাইকে।

আমরা নারী
আমরা তাই সব পারি।

সুমাইয়া আহমেদ জেরিন
live presenter of BH Business Club

৩০ টা স্টল নিয়ে বসেছিলো বনশ্রী এই  শীত মেলায়!!!!বনশ্রীতে উদ্যোক্তাদের মেলা, আসন্ন শীতকে সামনে রেখে এ রাজধানীর বনশ্রী এলা...
10/11/2023

৩০ টা স্টল নিয়ে বসেছিলো
বনশ্রী এই শীত মেলায়!!!!

বনশ্রীতে উদ্যোক্তাদের মেলা, আসন্ন শীতকে সামনে রেখে এ রাজধানীর বনশ্রী এলাকার ব্লক সি তে অবস্থিত ব্লু অলিভ রেস্টুরেন্টে "শীত" মেলা অনুষ্ঠিত হয়। মেলা ৪ নভেম্বর শুরু হয়ে ৬ নভেম্বর পর্যন্ত আয়োজিত হয়। মেলাটিতে বিভিন্ন উদ্যোক্তারা তাদের পন্য সমূহের স্টল নিয়ে উপস্থিত হোন। যার বেশিরভাগ ই ছিলেন নারী উদ্যোক্তা, অধিকাংশ ব্যাবসায়ীরা অনলাইন ভিত্তিক ব্যাবসা পরিচালনা করে। মেলার ফলে ক্রেতা ও উদ্যোক্তাদের এক মিলন মেলা ঘটে৷ মেলার আয়োজন করেন বিএইচ বিজনেস ক্লাব নামের একটি প্লাটফর্ম।
মেলায় প্রায় ৩০ জনের অধিক উদ্যোক্তা তাদের স্টল দেন। মেলাকে কেন্দ্র যাদের সকলের মাঝেই উদ্দীপনা দেখা গিয়েছে। উদ্যোক্তাদের সুযোগ দিতে এবং ভালো মানের পন্য দিয়ে সাধারণ মানুষদের সেবা দেওয়ার জন্যই এ আয়োজন। আয়োজনটি গত বছর হয়েছিলো, সেই ধারায় এবারও মেলাটি আয়োজিত হয়৷
মেলায় স্টল গুলোতে পাটজাত পণ্য, ব্লক, বাটিক, পুথি এবং কাঠের তৈরী কারুপণ্য, খাদ্যপণ্য, বিড়ালের খাবার ও অ্যাক্সেসরিজ, অথেন্টিক কসমেটিক, ও থ্রি পিসসহ প্রায় শতাধিত পণ্যের সমাহার ছিলো।নান্দনিক এসব পণ্য তুলনামূলক কম মূল্যে পেয়ে খুশি ক্রেতা এবং দর্শনার্থীরা।মেলা দেখতে ও কেনাকাটা করতে শত শত নারী-পুরুষ ও শিশুরা আসেন। তাছাড়া মেলাটিকে আরও বেশি জমজমাট করতে সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ব্রান্ড প্রমোটার দের অংশগ্রহণ ছিলো।

হাজারোও সমস্যায় গ্রাহকগণ কেনাকাটায় মগ্ন ছিলেন সবাই। প্রতি টা স্টলে ছিলো ৭০% ডিসকাউন্ট '

ইনশাআল্লাহ ৩ মাসে একবার হবে এই মেলা!!
সবাই সবসময় সাপোর্ট করবেন অবশ্যই!!!

#মেলা #ইভেন্টমেলা #নভেম্বরমেলা
#শীতকালেকশন #মেলারউৎসব
#শীতেরআয়োজন #শীতমেলা #বনশ্রীমেলা #দৈনিকজনপদবাংলাদেশনিউজ #মেলামেলা

বিজনেস টপিক ★ আমরা যারা বিজনেস করি তারা কতটা নিজে বিজনেস সম্পর্কে জানি?★ কোন পণ্য নিয়া কাজ করবেন?যেই কাজ সম্পর্কে আপনি অ...
10/11/2023

বিজনেস টপিক

★ আমরা যারা বিজনেস করি তারা কতটা নিজে
বিজনেস সম্পর্কে জানি?
★ কোন পণ্য নিয়া কাজ করবেন?
যেই কাজ সম্পর্কে আপনি অবগত।
★ পণ্যের মান কতটুকু ভালো এবং নিরাপদ?
তা আপনাকেই আগে যাচাই করতে হবে,প্রয়োজন লাগলে আপনি তা ব্যবহার করবেন।
★ ডেলিভারি সিস্টেম আপনাকেই যাচাই করতে হবে,এবং
সহিহ ভাবে তা আপডেট রাখতে হবে।
ডেলিভারি ডিলে হলে বহু পার্সেল কেনসেল হয়।
★ কাস্টমার হেন্ডেলিং আপনাকে আগে বুজতে হবে,কিভাবে কাস্টমারকে আপনি আপনার পণ্য নিয়া বুজাবেন।
কাস্টমার কে অবশ্যই প্রোপারলি বুজাতে হবে আপনার পণ্যের মান কতটুকু ভালো।

★ কাস্টমার এর সাথে কনটাক্ট বজায় রাখতে হবে।
পুরানো কাস্টমার এর সাথে আপনার এমন বন্ধুত্ব তৈরি করতে হবে
যেন একজন কাস্টমার আরও৫ জনকে সাজেস্ট করে
আপনার পণ্য সম্পর্কে।

★কাস্টমার গ্রিফ্ট
সবসময় চেষ্টা করবেন কাস্টমার কে কিছু না কিছু
দেওয়ার হোক তা একটা চকলেট😑
মনে রাখবেন আপনি আমিও উপহার দেখলে খুশী হয়ে থাকি। সেখানে কাস্টমার আপনার ধরাবাদা হয়ে যাবে সামান্য এই টেকনিকে।

★কাস্টমার খাতিরদারি ও আপনাকে জানতে হবে,এটাই আপনাকে আপনার বিজনেস এর ব্র‍্যান্ডিংবাড়াতে সাহায্য করে।

★ আপনার পণ্যের উপর আপনি ডিসকাউন্ট প্যাকেজ অবশ্যই রাখবেন তাতে সেল বাড়ে ফলে পাবলিশ হয় ভালো।

আরও অনেক হাজারো টপিক আছে
প্রতি দিন পাবেন এমন টপিক🌿
যা একজন উদ্যোক্তার জানা উচিত।

BH Business Club Fair
BH Fair
November Fair

Photographer :- Diya Ahsan Photography

মেহেদী উৎসব টা খুবই সুন্দর ছিলো!!আলহামদুলিল্লাহ এবার আমার প্রতি টা কাজ প্রতি টা সময়ে করতে পেরেছি।  আমার টিম ম্যানেজমেন্ট...
09/11/2023

মেহেদী উৎসব টা খুবই সুন্দর ছিলো!!
আলহামদুলিল্লাহ এবার আমার প্রতি টা কাজ প্রতি টা সময়ে করতে পেরেছি। আমার টিম ম্যানেজমেন্টের সবাই এতোটাই দ্বায়িত্বশীল তারা সবর্দা চেষ্টা করে

মেলার প্রত্যেকটা সেকশন কিভাবে পারফেক্ট করা যায়।

মেহেদীতে ছিলেন ৭ জন মেহেদী আর্টিস্ট!
যারা তাদের প্রফেশনকে কাজে লাগিয়েছেন সুন্দর ভাবে।

কৃতজ্ঞতা ❤️
#মেহেদীউৎসব
#উইন্টারমেলা

এমন রিভিউ দিতে মানসিকতা লাগে‼️আহামরি ওনার সেল হয়নি!কিন্তু শুকরিয়ার দাপট টা মাশা-আল্লাহ ‼️খাবার নিয়ে কাজ করেছেন।তার খাবার...
09/11/2023

এমন রিভিউ দিতে মানসিকতা লাগে‼️
আহামরি ওনার সেল হয়নি!
কিন্তু শুকরিয়ার দাপট টা মাশা-আল্লাহ ‼️

খাবার নিয়ে কাজ করেছেন।

তার খাবারে ছিলো _

মোমো " রং চা " দুধ চা! ঝাল মুড়ি " ভাত " বিরিয়ানির সমাহার!!!

নতুন উদ্যোক্তা ছিলেন তিনি
পলি আপুর আত্নবিশ্বাস দেখে নিজেও সাহস পেলাম।

ধন্যবাদ Poli Baroi

Poli Baroi

BH Business Club Fair

আলহামদুলিল্লাহ ❤️❤️❤️
08/11/2023

আলহামদুলিল্লাহ ❤️❤️❤️

আসন্ন শীতকে সামনে রেখে রাজধানীর বনশ্রী এলাকার ব্লক সি-তে অবস্থিত ব্লু অলিভ রেস্টুরেন্টে "শীত" মেলা অনুষ্ঠিত হয়। ম....

আলহামদুলিল্লাহ এমন উদ্যোক্তা দরকার আমাদের ❤️
08/11/2023

আলহামদুলিল্লাহ এমন উদ্যোক্তা দরকার আমাদের ❤️

জবাব টা সেই ছিলো Saiba Islam Saba আপু যদিও আমি দেখিনি!!  কিন্তু মন থেকে সম্মান আসে।আসলে মানুষ বলে ১০ টাকার পণ্য ব্যবসায...
08/11/2023

জবাব টা সেই ছিলো

Saiba Islam Saba আপু
যদিও আমি দেখিনি!! কিন্তু মন থেকে সম্মান আসে।

আসলে মানুষ বলে ১০ টাকার পণ্য ব্যবসায়িক রা ১০০ টাকা সেল করে! যা সে ২৫ টাকা নিতে পারে।

ডাকাতি বিজনেস করতে আসে আর বলে
আমার লস হচ্ছে??
১৫০ টাকার খাবার দিসে? ৪০ টাকার কস্টিং

তাহলে কিভাবে এই অসময়ে মানুষ কিনবে?
কেন কিনবে?
কারন এসব বাইরে যদি ৮০ টাকায় পায়!

এখন আসি স্টল ভাড়া!!
তারা ১৫০০০ টাকা স্টল ভাড়া দিয়ে আসে বিভিন্ন স্টেজে!
এখানে এসে ৫০০০/৬০০০/৪০০০/৩০০০ টাকা দিতে হাতে পায়ে ধরা লাগে?
হাস্যকর? এটা আসলে!

তাদের বিজনেস কেন চলে না?
এটাই একটা মেইন পয়েন্ট!

অথচ ৩০০০০ + করে সেল করে গেছে ৪০০০ টাকায় স্টল ভাড়া দিয়ে।

তারা চায় ১০০০০০ টাকা হতে হবে?
কিন্তু সেই ভাবে তারা ডিসকাউন্ট করবে না😅

ব্যবসা করার আগে ব্যবসায়িক এর সাথে ৩ মাস ঘুরেন

বুঝে যাবেন আসল বিজনেস কি!!!!

অফ টপিক‼️‼️১ টাকা থেকে যে চার আনা বের সেইফ করে রাখে তার নাম উদ্যোক্তা। চা হাতে নিয়ে কাজ করতে করতে চা খাওয়ার কথা  ভুলে যা...
08/11/2023

অফ টপিক‼️‼️

১ টাকা থেকে যে চার আনা বের সেইফ করে রাখে
তার নাম উদ্যোক্তা।

চা হাতে নিয়ে কাজ করতে করতে চা খাওয়ার কথা ভুলে যাওয়ার নাম ও উদ্যোক্তা 🙂

একই কাস্টমার ৫ বার একই ডিজাইন বদলানোর পরও সেই কাস্টমার কে ধরার চেষ্টা করার নাম উদ্যোক্তা 😐

নিজের সালামি বা বোনাস পাওয়া টাকা দিয়ে এক্সটা পণ্য কিনে স্টক করার নাম উদ্যোক্তা।

বাসার আশেপাশে হলে ডেলিভারি টা নিজে হেটে দেওয়ার নামও উদ্যোক্তা"

পুরোটাই আমার উক্তি আমার চিন্তাচেতনা "
বড় বড় সফল উদ্যোক্তাদের সাথে না মিললেও আমার উক্তি আমার জন্যই বিশেষ 🍁

উদ্যোক্তা জীবন'''''

মেলা গুলায় অংশগ্রহণ করে প্রতি টা উদ্যোক্তাদের কাছ থেকে ১ টাকার পণ্য হলেও কিনার চেষ্টা করবেন।
তারা তাদের স্বপ্নকে আপনার সামনে তুলে ধরেন।
তাদের প্রতি সহনীয় আচরণ করেন"
তারা নিজের নামে একটা নতুন পরিচয় তৈরি করতে চান‼️

ধন্যবাদ সবাইকে ‼️
স্থান শীত মেলার দিনগুলো!!
ব্লু অলিভ রেস্টুরেন্টে তৃতীয় তলায়
BH Business Club এর উদ্যোক্তা মেলায় উদ্যোক্তারা আছেন ছবিতে সাথে বনশ্রী বাসী❤️

BH Business Club
BH Business Club
BH Business Club Fair
BH Fair
Jannatul Ferdous Jannat

কি সুন্দর মাশা আল্লাহ্ ♥️BH Business Club
07/11/2023

কি সুন্দর মাশা আল্লাহ্ ♥️

BH Business Club

এমনি করে সবার প্রিয় হয়ে থেকো সব সময় এমনি করে আমাদেরকে ভালবেসো সবসময়BH Business Club আয়োজিত মেলার ২য় দিনের কাজের ফাঁকে...
06/11/2023

এমনি করে সবার প্রিয় হয়ে থেকো সব সময়

এমনি করে আমাদেরকে ভালবেসো সবসময়

BH Business Club আয়োজিত মেলার ২য় দিনের কাজের ফাঁকের সেলফি।

আজ কিন্তুু মেলার শেষ দিন
পাচ্ছে ন ধামাকা ডিসকাউন্ট

চলে আসেন
👇👇👇👇👇👇👇
ব্লু অলিভ রেস্টুরেন্টে তৃতীয় তলায়
রামপুরা বনশ্রী আইডিয়াল স্কুলের অপজিটের বিল্ডিংয়ে!

06/11/2023

আজকে থাকবে একটা কিনলে ২ টা ফ্রী
২ টা কিনলে একটা ফ্রী
সারপ্রাইজ
শেষ মেলায়‼️‼️

05/11/2023

আলহামদুলিল্লাহ

05/11/2023

আমাদের মেলায় অংশগ্রহণ করেছিলেন অসংখ্য
ইনফ্লয়েন্সার রা‼️ সবাই একেকজন উদ্যোক্তা
এবং পরিশ্রমী নিজের জন্য।

আগামীকাল শেষ মেলা
যারা এখনোও আসেননি তারা চলে আসুন সবাই
সবাইকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।

05/11/2023


BH Business Club
BH Business Club
BH Fair
Jannatul Ferdous Jannat

আমাদের মেলার আয়োজনে আমাদেরই প্রমোট চলছে

05/11/2023

BH Business Club Winter Fair

05/11/2023

আলহামদুলিল্লাহ ক্রেতা দের পদচারণে মুখরিত আমাদের মেলা।

সুমাইয়া আহমেদ জেরিন।

আজকের মেহেদী উৎসব ছিলো দারুণ ‼️দেখুন তো যারা ভাবছিলেন আমার মেলা কেমন কি!!তাদের বলবো কিনতে হবে না!শুধু এসে দেখে যাবেনএক ক...
04/11/2023

আজকের মেহেদী উৎসব ছিলো দারুণ ‼️

দেখুন তো যারা ভাবছিলেন আমার মেলা কেমন কি!!

তাদের বলবো কিনতে হবে না!

শুধু এসে দেখে যাবেন
এক কাপ চা খাবেন

তাতেও দেখবেন মেলা গুলাতে কেমন রেসপন্স থাকে।

আজকাল দ্রব্যমূল্যের উপর ভিত্তি করে
আমাদের বাজেট করা।

আসবেন সবাই অবশ্যই ❤️

#মেহেদীমেলা #ইভেন্টমেলা #উইন্টারমেলা #শীতেরআয়োজন #গহনামেলা #এলাকাভিত্তিকমেলা #মেলামেলা #বছরেরশেষমেলা #শীতমেলা

রয়েছে অনেক জন প্রফেশনাল মেহেদী আর্টিস্ট ,  চলে আশুন মেহেদি পরার জন্য 😍😍😍স্থান - ব্লু অলিভ রেস্টুরেন্ট তৃতীয় তলায়,  ব্লক ...
04/11/2023

রয়েছে অনেক জন প্রফেশনাল মেহেদী আর্টিস্ট , চলে আশুন মেহেদি পরার জন্য 😍😍😍

স্থান - ব্লু অলিভ রেস্টুরেন্ট তৃতীয় তলায়, ব্লক সি, মেইন রোড, রামপুরা বনশ্রী , ঢাকা

#উইন্টারমেলা #মেহেদীমেলা #শীতেরআয়োজন #বছরেরশেষমেলা #ইভেন্টমেলা #মেলামেলা #এলাকাভিত্তিকমেলা #গহনামেলা #শীতমেলা

Address

Banasree Rampura Dhaka
Dhaka
1219

Telephone

+8801782762921

Website

Alerts

Be the first to know and let us send you an email when BH Business Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BH Business Club:

Videos

Share

Category



You may also like