DeshiWedding.com

DeshiWedding.com We make wedding easy. Quality of service: Regular update of the information: just putting the inform

We are making the following promises to our users:

Accuracy of information: You can be sure that everything you see on our website has been verified.

06/08/2022


বিয়ে সংক্রান্ত যে কোনো সেবার পাশাপাশি "দেশী ওয়েডিং" নিয়ে এসেছে কার্ড ডেলিভারী সার্ভিস।
-> আপনি নিজে আপনার কার্ড দেশী ওয়েডিং সাইটের ভেন্ডার তালিকায় কার্ড ভেন্ডরকে কল করে স্যাম্পল দেখে বাচাই করে বানিয়ে নিতে পারবেন।

-> অতঃপর দেশী ওয়েডিং সাইটের কার্ড ডেলিভারী অপশনে আপনার দাওয়াত তালিকা দিয়ে আপনার পছন্দসই অপশন বাছাই করে একেবারে নিশ্চিন্ত থাকুন।

দেশী ওয়েডিং আপনার প্রিয়জনকে কার্ড পৌঁছে দেবার পাশাপাশি আপনার পছন্দসই গিফটও পৌঁছে দেবে। সেই গিফটের অপশনও সেই একই সাইটে আপনিই নিজে স্যম্পল দেখে বাছাই করে দেবেন।

আমাদের ডেলিভারী পার্সন আপনার কার্ড নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিয়ে আপনাকে নির্দিষ্ট ব্যাক্তির সাথে সেলফি তুলে পাঠিয়ে আপনাকে নির্ভার করবে ।
সেই সঙ্গে আমাদের দায়িত্বও সুসম্পন্ন করবে।

কাজেই দাওয়াতের ভাবনা , আপনার আর না!

আপনার অর্ডারের জন্য ইনবক্সে নক করুন। আমাদের প্রতিনিধি আপনাকে ফোন করে আপনার প্রদত্ত ঠিকানায় গিয়ে পরবর্তী ধাপে অগ্রসর হবে।

আরো বিস্তারিত নীচের লিঙ্কেঃ
https://deshiwedding.com/index.php?route=information/information&information_id=6

Weekly Update: deshwedding.com আমাদের দেশের একটি বিয়ের অনুষ্ঠানের যত রীতি রেওয়াজ, তার উৎস ও কারণ ঃhttps://deshiwedding.c...
25/07/2022

Weekly Update: deshwedding.com

আমাদের দেশের একটি বিয়ের অনুষ্ঠানের যত রীতি রেওয়াজ, তার উৎস ও কারণ ঃ

https://deshiwedding.com/index.php?route=journal3/blog/post&journal_blog_post_id=15

বাংলাদেশের একটি বিয়ের যত অনুষ্ঠান এই বঙ্গে সুপ্রাচীন কাল থেকেই সবকিছু ঐতিহ্যের ধারা ও প্রথা হিসেবেই প্রচলিত, বাং...

Weekly update: deshiwedding.com আমাদের লক্ষ্য বিয়ে সংক্রান্ত সকল তথ্য ও সুবিধাদি পৌঁছে দেয়া। সেই লক্ষ্যেই দেশের সকল কাজী...
11/06/2022

Weekly update: deshiwedding.com

আমাদের লক্ষ্য বিয়ে সংক্রান্ত সকল তথ্য ও সুবিধাদি পৌঁছে দেয়া। সেই লক্ষ্যেই দেশের সকল কাজীর তথ্য আমাদের সাইটে রাখছি । এ প্রত্যয়ে আমরা দেশের সব জেলারই কাজীদের তথ্য আমাদের সাইটে অন্তর্ভুক্ত করে চলেছি।
বর্তমানের হালনাগাদ এই...
https://deshiwedding.com/index.php?route=product/category&path=59_64

Officiant/registrar of the wedding

ম্যারেজ লোনঃ A very useful and essential blog from Deshiwedding.com শর্ত ও অংকভেদে মোটামুটি দেশের যেসকল ব্যাঙ্ক এখন ম্যা...
03/06/2022

ম্যারেজ লোনঃ A very useful and essential blog from Deshiwedding.com

শর্ত ও অংকভেদে মোটামুটি দেশের যেসকল ব্যাঙ্ক এখন ম্যারেজ লোন দিচ্ছে তাঁদের একটা প্রয়োজনীয় খসড়া নীচে আলোকপাত করা হলো । সংগে প্রয়োজনীয় সূত্র দিয়ে দেয়া হলো যাতে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন।

https://deshiwedding.com/index.php?route=journal3/blog/post&journal_blog_post_id=14

যদিও বলে জোড়া স্বর্গেই রচিত হয়, কিন্তু এই জুটির ঘর বাঁধার সকল আয়োজন, লৌকিকতা ও অনুঘটন সবই অনুষ্ঠিত হয় এই নশ্বর মর্ত....

****Urgent Recruitment: জনপ্রিয় ওয়েডিং পোর্টাল www.deshiwedding.com এ ডেলিভারীর জন্য বাইক রাইডার নিবন্ধন চলছে। আগ্রহী মো...
21/04/2022

****Urgent Recruitment:
জনপ্রিয় ওয়েডিং পোর্টাল www.deshiwedding.com এ ডেলিভারীর জন্য বাইক রাইডার নিবন্ধন চলছে। আগ্রহী মোটরবাইক চালকগন, যারা অবসর সময়ে ডেলিভারী দিয়ে অতিরিক্ত আয় করতে চান, তাদের সত্বর যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

ডেলিভারীর জন্য বিভিন্ন কোম্পানির ধার্যকৃত পারিশ্রমিক থেকে বেশী দেয়া হবে।

ডেলিভারীর এলাকা ঢাকা সিটির মধ্যে সীমাবদ্ধ।

কোন ধরাবাধা সময় নয়, আপনার সুবিধামত সময়ে আপনি কাজ নিতে পারবেন।

আগ্রহী জনকে সত্বর ০১৫৮০৫৬৫৭৫১ নম্বরে ফোন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

Bangladeshi Wedding Portal for all your wedding needs. We promise accuracy, quality and regular updates. We ensure all information is correct. And all the information is already there for you to see, need to contact us just to get the information. We make wedding easy.

Wedding Venues
07/04/2022

Wedding Venues

Wedding Venue

04/04/2022

বিয়ে সংক্রান্ত যে কোনো সেবার পাশাপাশি দেশী ওয়েডিং নিয়ে এসেছে কার্ড ডেলিভারী সার্ভিস।
আপনি নিজে আপনার কার্ড দেশী ওয়েডিং সাইটের ভেন্ডার তালিকায় কার্ড ভেন্ডরকে কল করে স্যাম্পল দেখে বাচাই করে বানিয়ে নিতে পারবেন।
অতঃপর দেশী ওয়েডিং সাইটের কার্ড ডেলিভারী অপশনে আপনার দাওয়াত তালিকা দিয়ে আপনার পছন্দসই অপশন বাছাই করে একেবারে নিশ্চিন্ত থাকুন।
দেশী ওয়েডিং আপনার প্রিয়জনকে কার্ড পৌঁছে দেবার পাশাপাশি আপনার পছন্দসই গিফটও পৌঁছে দেবে।
সেই গিফটের অপশনও সেই একই সাইটে আপনিই নিজে স্যম্পল দেখে বাছাই করে দেবেন।
আমাদের ডেলিভারী পার্সন আপনার কার্ড নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিয়ে আপনাকে নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট ব্যাক্তির সাথে সেলফি তুলে পাঠিয়ে আপনাকে নির্ভার করবে ।
সেই সঙ্গে আমাদের দায়িত্বও সুসম্পন্ন করবে।

কাজেই দাওয়াতের ভাবনা , আপনার আর না!

deshiwedding.com

13/03/2022
04/03/2022

***জব পোস্টিংঃ

জনপ্রিয় ওয়েডিং পোর্টাল "দেশী ওয়েডিং" এর খন্ডকালীন লোক নিয়োগ হচ্ছে ।
প্রার্থীর যোগ্যতাঃ বাংলা ও ইংরেজীতে google form এ শুদ্ধভাবে লিখতে জানতে হবে । গুছিয়ে কথা বলে তথ্য সংগ্রহের দক্ষতা থাকতে হবে।

দায়িত্বঃ বাংলাদেশী একটি বিয়ের যাবতীয় সেবায় জড়িতদের এই পোর্টালের সাথে সংযুক্তির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে তথ্য সংগ্রহ করা ।

কাজের বিস্তারিতঃ দেশী ওয়েডিং এর নির্দিষ্ট ক্যাটাগরির সেবা দানকারী প্রতিষ্ঠানে গিয়ে দেশী ওয়েডিং সাইটে নিবন্ধনের জন্য সম্মত করে, দেশী ওয়েডিং সাইটের ফর্ম অনুযায়ী তাদের তথ্য সংগ্রহ করে, তাদের প্রতিষ্ঠানের বা সেবার ছবি তুলে
ফর্ম পূরন করে ফর্মে ছবি আপ্লোড করতে হবে।

আমাদের নিবন্ধিত প্রতিষ্ঠানের ক্যাটাগরী,তথ্যের সংগ্রহের ব্যাপ্তি ইত্যাদি বিস্তারিত জানার জন্য www.deshiwedding.com ভিজিট করুন।

কর্মক্ষেত্রঃ নিন্মলিখিত সিটি কর্পোরেশনে পুরো এলাকার সকল প্রথম সারির বা মানসম্পন্ন ভেন্ডর বা সেবাদানকারী প্রতিষ্ঠান।
- কুমিল্লা
চাকরীর মেয়াদঃ ১ থেকে দুই মাস। নির্দিষ্ট সিটি কর্পোরেশনের তথ্য সংগ্রহ করে ফর্ম ফিল আপ করা অবধি।

বেতনঃ বিভিন্ন প্যাকেজে আকর্ষনীয় পেমেন্ট করা হবে।
১। ভেন্ডার তালিকাভুক্তি প্রতি বিল , অথবা ,
২। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট সংখ্যক ওয়েডিং সেবা দানকারী প্রতিষ্ঠানকে সংযুক্ত করার ভিত্তিতে।

আগ্রহী ও সুযোগ্য প্রার্থীগন নিম্নলিখিত ইমেইলে যোগাযোগ করবেনঃ
support+[email protected]

DeshiWedding.com Weekly Wedding story: বিয়ের যত আশ্চর্য রীতিঃ ২ https://deshiwedding.com/index.php?route=journal3/blog/p...
31/01/2022

DeshiWedding.com
Weekly Wedding story:
বিয়ের যত আশ্চর্য রীতিঃ ২

https://deshiwedding.com/index.php?route=journal3/blog/post&journal_blog_post_id=18

ভারত: যে ব্যক্তির উপর মঙ্গল গ্রহের প্রভাব আছে, তার মঙ্গলদোষ আছে বলে ধরা হয়ে থাকে। আর সেই ব্যক্তিকে বলা হয়ে থাকে ম....

30/01/2022

DeshiWedding.com - We Make Wedding Easy

DeshiWedding.com Weekly Highlight : Officers' club . One of our Honorable Venue Vendor.  Officers' Club Dhaka was establ...
25/01/2022

DeshiWedding.com
Weekly Highlight : Officers' club .
One of our Honorable Venue Vendor.

Officers' Club Dhaka was established in 1967 on 4.5 acres (18,000 m2) land in a picturesque setting at Ramna, Bailey Road, Dhaka, Bangladesh.
https://deshiwedding.com/index.php?route=product/product&path=59_61&product_id=906

Officers' Club Dhaka was established in 1967 on 4.5 acres (18,000 m2) land in a picturesque setting at Ramna, Bailey Road, Dhaka, Bangladesh. Its membership is open only to government officers and the officers of semi-government or autonomous bodies. The land with a colonial building was given to th

DeshiWedding.com Weekly Highlight : Dhaka Rosarium One of our Honorable Florist Vendor.  https://deshiwedding.com/index....
15/01/2022

DeshiWedding.com
Weekly Highlight : Dhaka Rosarium
One of our Honorable Florist Vendor.
https://deshiwedding.com/index.php?route=product/product&path=59_69&product_id=818

Dhaka Rosarium is an authentic flower shop with generations of floral expertise. It started its journey in 1986 with a vision to commercialise flower as a product to be used in decorating interiors in Bangladesh.The guidance and supervision of the former Director of National Botanical Garden of Bang

DeshiWedding.com Weekly Highlight : Photo Finder, One of our Honorable Vendor.  https://deshiwedding.com/index.php?route...
09/01/2022

DeshiWedding.com
Weekly Highlight : Photo Finder,
One of our Honorable Vendor.
https://deshiwedding.com/index.php?route=product/product&path=59_62&product_id=908

Creative Photography & Cinematography provides services for Personal, Baby Photo shoot, Wedding, Other Ceremony, Product, and Food Photography & All Corporate Events. We try our best to make any event more memorable. We provide outdoor shooting service and we are ready to travel outside, Photography

DeshiWedding.com Weekly Highlight : BOGURA BROTHERS PHOTOGRAPHY
02/01/2022

DeshiWedding.com Weekly Highlight : BOGURA BROTHERS PHOTOGRAPHY

We Provide Best Quality Photos and Videos. Shoot On Wedding, Birthday , Party and All Kind Of Events. 30-50% of the payment needs to be paid in advance.Rest of amount needs to be paid after the event.

21/12/2021

বিয়ের যত আশ্চর্য রীতি- ১।

বিয়ের কনেদের মোটাতাজাকরন ফার্ম
- স্থান= মৌরিতানিয়া , পশ্চিম আফ্রিকা।

সারাবিশ্বে যখন একহারা ছিপছিপে গড়নের জন্য তরুনীরা মরিয়া , যে কোনো ধরনের ডায়েট, ওয়ার্ক আউট, এমনকি পিল বা সার্জারীর শরনাপন্ন হচ্ছে বেশুমার, বিয়ের আগে চলছে ওয়েডিং প্যাকেজ- পাত্র পাত্রীকে ছিপছিপে জিরো ফিগার করে তোলার গ্যারান্টি - ঠিক সেই সমান্তলার সময়েই আছে এমন একটি দেশ যেখানে মেয়েদের বিয়ের উপযোগী হতে যথেষ্ট পরিমানে স্থুল হতে এখনো প্রচলিত আছে মোটা তাজাকরন ফার্ম!

কারন তাঁদের বিশ্বাস , একটি মেয়ের দৈহিক আকৃতিই নির্দেশ করে সে তাঁর স্বামীর হৃদয়ের কতখানি জায়গা দখল করে থাকবে।
(" মিন্ট এলি, অ্যাসোসিয়েশন অফ উইমেন হেডস অফ হাউসহোল্ডস-এর প্রধান)

বৃটিশ মেইনস্ট্রিম দৈনিক “দ্য গার্ডিয়েন”এর বরাত দিয়ে জানা যায়, প্রচলিত ধারায় এসব খামারে ছোট ছোট মেয়েদের সারাদিন ব্যাপি যথেষ্ট পরিমানে খাবার ও তরল গলধিকরন করানো হয়। এমনকি না খেতে পেয়ে বমি উগড়ে দিলে শাস্তিস্বরূপ তাদের সেই বমিই গিলতে বাধ্য করা হয়।
গ্রামীণ মৌরিতানিয়ায় হাজার হাজার তরুণী এখন তাঁদের ভবিষ্যত নিয়ে আতংকিত, যেখানে প্রচারকারীরা বলছেন যে পশ্চিম আফ্রিকার দেশটি সামরিক জান্তারা দখল করার পর থেকে বিয়ের জন্য অল্পবয়সী মেয়েদের জোর করে খাওয়ানোর নিষ্ঠুর অভ্যাসটি আশঙ্কাজনকভাবে ফুলে ফেঁপে উঠেছে।

“লেব্লুহ” নামক এই প্রথাটি বাল্যবিবাহের সাথেও ঘনিষ্ঠভাবে জড়িত । প্রায়শই পাঁচ, সাত বা নয় বছরের মেয়েদের রীতিমত মহিলাসুলভ স্থুলাকৃতি এবং দৈহিক গঠন অর্জনের জন্য অতিরিক্ত খেতে বাধ্য করা হয়, যাতে তাকে যতটা সম্ভব অল্প বয়সেই বিয়ে দিয়ে দেয়া যায়। গ্রামীণ পরিবারের এসব মেয়েদের লেবলুহ রীতির জন্য বিশেষ "মোটাতাজাকরন খামারে" নিয়ে যাওয়া হয় যেখানে বয়স্ক মহিলারা, বা মেয়েটির খালা / নানী তাদের সাথে তাদের সামগ্রীক মোটাকরন পদ্ধতি নিশ্চিত করতে একত্রে অবস্থান করে।

একজন ছয় বছর বয়সী মেয়ের জন্য এখানে একটি সাধারণ দৈনিক খাদ্যের মধ্যে থাকবে দুই কেজি ভুট্টার স্টার্চ - দুই কাপ মাখন মিশ্রিত, পাশাপাশি ২০ লিটার উটের দুধ।
স্থানীয় প্রতিনিধিরা জানা, স্কুলের ছুটির সময় বা বর্ষাকালে যখন প্রচুর দুধ থাকে, তখন মোটাতাজাকরণ করা হয় । মেয়েটিকে কিছু না বুঝিয়েই বাড়ি থেকে দূরে পাঠিয়ে দেওয়া হয়।
সে কষ্ট পায়, বিক্ষুব্ধ হয়। কিন্তু তাকে এই বলে নিরস্ত করা হয় যে মোটা হওয়া তার ভবিষ্যত জীবনে সুখ নিয়ে আসবে। এসব ফার্মের ম্যাট্রনরা এক্ষেত্রে লাঠিও ব্যবহার করে যা তারা মেয়েটির উরুতে গড়িয়ে দেয়, টিস্যু ভেঙ্গে এবং প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে।
একটি সফল মোটাতাজাকরণ প্রক্রিয়ার লক্ষ্য ১২ বছর বয়সী একজনের ওজন ৮০ কেজিতে পৌছনো ।
এর ফলে ১৫ বছর বয়সের মধ্যেই তাকে রীতিমতো ৩০ বছর বয়সী একজন মহিলারর মত দেখায়।

ইতিহাসবিদরা বলেছেন যে এই প্রথাটি শুরু হয়েছিল প্রাক-ঔপনিবেশিক সময় থেকে যখন মৌরিতানিয়ার সমস্ত অংশে সাদা মুর আরব যাযাবর ছিল।
এই প্রথামতে একজন ব্যাক্তি যত ধনী হবে, তার স্ত্রী তত কম কাজ করবে। স্ত্রীকে তারা চায় সে যেন সারাদিন তার তাঁবুতে বসে থাকে এবং তাঁর কালো দাসদের গৃহস্থালী কাজকর্ম তদারকি করে কেবল ।
এমনকি প্রাচীনকালে এদের স্ট্রেচমার্চ রত্ন বা গর্বের বিষয় হিসাবে প্রশংসা পেতো। । আজও তাদের নারীদের কোমরের চারপাশের চর্বি শৈল্পিক গৌরবের চিহ্ন হিসেবে সমাদৃত হয় এবং মেয়েদের মোটাতাজাকরণের জন্য পাঠানো বিশেষ মর্যাদা লাভ করে। এসব মেয়েদের বিয়ের পর পস্মাসনে বসতে, নরমভাবে কথা বলতে, খাবারে বিশেষ পাত্র ব্যবহার করতে এবং নবী মুহাম্মদ (সা ঃ ) এর স্ত্রীদের অনুকরণীয় জীবনকে অনুকরণ করতে শেখানো হয়।
মেয়েদের মোটাতাজাকরণের এই অনুশীলন মৌরিতানিয়ার বাইরে, উত্তর মালি এবং গ্রামীণ নাইজারে এবং এগার শতকে আলমোরাভিড রাজবংশ দ্বারা অধিকৃত বর্তমান স্পেন এবং পর্তুগালের অর্ধেক অঞ্চলে বিদ্যমান। নাইজেরিয়ার ক্যালাবার রাজ্য এবং উত্তর ক্যামেরুনেও মোটাতাজাকরণের অনুশীলন অব্যাহত রয়েছে।
-----------
এদিকে রাজনৈতিক বিজ্ঞানী মোহাম্মদ এল-মুনির দাবি করেছেন যে পশ্চিমা প্রভাব মেয়েলি চর্বির আকর্ষণকে মুছে দিয়েছে। তিনি বলেন
- মোটাতাজাকরণ ১৯৫০ এর দশকের একটি বিষয়। আজকাল মেয়েরা টেলিভিশনে ফ্যাশন শো দেখে। তাদের রোল মডেল হলেন আমেরিকান অভিনেত্রী বা আবেদনময় পোশাকে লেবানীজ গায়িকারা । মেয়েরা খেলাধুলা করে। হ্যাঁ, মৌরিতানীয় পুরুষরা সামান্য গোলাকার মেয়েদের পছন্দ করে। তবে আমরা এই মোটাতাজাকরন পদ্ধতি চাই না।

অন্যদিকে, মিন্ট এলি, অ্যাসোসিয়েশন অফ উইমেন হেডস অফ হাউসহোল্ডস-এর প্রধান বলেন, “গ্রামীণ মৌরিতানিয়ায় এই অনুশীলনের পুনরুত্থান একটি হতাশাজনক বিপর্যয় । কারন , অনেকাংশের মেয়েরাই গ্রামাঞ্চলে বাস করে এবং তাদের তথ্য পাবার কোনো সুযোগ নেই। “
কিছু প্রাপ্তবয়স্ক মহিলা তাদের এই প্রানঘাতি ওজন-বাড়ানোর অভিজ্ঞতাও তুলে ধরে বলেছেন,
- মোটা থাকার জন্য, প্রাপ্তবয়স্কদের মতো মোটা দেখানোর জন্য মেয়েরা পশুর হরমোন গ্রহণ করে। ক্ষুধা বাড়ায় এমন প্রেসক্রিপশনের ওষুধ কেনে যেগুলির পার্শ্বপ্রতিক্রিয়া প্রবল। এই সমস্যাটি এখনও আমাদের মধ্যে অনেক বেশি।
-------------------------------------
সুত্রঃ অ্যালেক্স ডুভাল স্মিথ, আফ্রিকা সংবাদদাতা, দ্য গার্ডিয়ান।

লেখাটা শিরোনামের মতোই, অর্থাৎ, বিয়ের বাজেট না । বাজেট বিয়ে। বাজেট এয়ারলাইন্স, বাজেট ট্রিপের মত। সাধ্যসীমার ভেতরে, সাশ্রয়...
13/11/2021

লেখাটা শিরোনামের মতোই, অর্থাৎ, বিয়ের বাজেট না । বাজেট বিয়ে। বাজেট এয়ারলাইন্স, বাজেট ট্রিপের মত।
সাধ্যসীমার ভেতরে, সাশ্রয়ী বিয়ে।

মনে পড়ে, ছোট বেলায় প্যারাগ্রাফ অনুবাদ? "গনি মিয়া একজন গরীব কৃষক"?
ঋণ করে সন্তানের বিয়ের ব্যয়ভার ঘুচিয়ে অতঃপর ঋণের বোঝায় বাকী জীবন নরকযন্ত্রণাময় , সেই গনি মিয়া ! গল্পের শেষ লাইনটা ছিল" এখন তাঁর দুঃখের সীমা নাই" !

কেন একটা আনন্দোৎসব ব্যায়ভারের বোঝা কিংবা অসন্মানের চাপ বয়ে আনবে?

https://deshiwedding.com/index.php?route=journal3/blog/post&journal_blog_post_id=13

লেখাটা শিরোনামের মতোই, অর্থাৎ, বিয়ের বাজেট না । বাজেট বিয়ে। বাজেট এয়ারলাইন্স, বাজেট ট্রিপের মত। সাধ্যসীমার ভেতরে, ...

DeshiWedding.com দেশব্যাপী মেক-আপ আর্টিস্টদের কে  তালিকাভুক্ত হবার আহবান জানাচ্ছে । - প্রথম ৬ মাস এই পোর্টালে বিনা মূল্য...
29/10/2021

DeshiWedding.com দেশব্যাপী মেক-আপ আর্টিস্টদের কে তালিকাভুক্ত হবার আহবান জানাচ্ছে ।
- প্রথম ৬ মাস এই পোর্টালে বিনা মূল্যে লিস্টিং এর সুযোগ।
- ক্লায়েন্ট যে কোন ভেন্ডরকে এই পোর্টাল থেকে সরাসরি কল করতে পারে।
- এখানে সকল ভেন্ডারকে সমান ভাবে প্রমোট করা হয়।
- আমাদের লক্ষ্য নির্ভুল তথ্য প্রকাশ, নিয়মিত আপডেট এবং বিশ্বমানের সেবার নিশ্চয়তা।
আরও জানার জন্য সরাসরি এই পেজে যোগাযোগ করুন : https://deshiwedding.com/index.php?route=information/contact

Bangladeshi Wedding Portal for all your wedding needs. We promise accuracy, quality and regular updates. We ensure all information is correct. And all the information is already there for you to see, need to contact us just to get the information. We make wedding easy.

DeshiWedding.com দেশব্যাপী ফটোগ্রাফারদের তালিকাভুক্ত হবার আহবান জানাচ্ছে । - প্রথম ৬ মাস এই পোর্টালে বিনা মূল্যে লিস্টিং...
22/10/2021

DeshiWedding.com দেশব্যাপী ফটোগ্রাফারদের তালিকাভুক্ত হবার আহবান জানাচ্ছে ।
- প্রথম ৬ মাস এই পোর্টালে বিনা মূল্যে লিস্টিং এর সুযোগ।
- ক্লায়েন্ট যে কোন ভেন্ডরকে এই পোর্টাল থেকে সরাসরি কল করতে পারে।
- এখানে সকল ভেন্ডারকে সমান ভাবে প্রমোট করা হয়।
- আমাদের লক্ষ্য নির্ভুল তথ্য প্রকাশ, নিয়মিত আপডেট এবং বিশ্বমানের সেবার নিশ্চয়তা।
আরও জানার জন্য সরাসরি এই পেজে যোগাযোগ করুন : https://deshiwedding.com/index.php?route=information/contact

Bangladeshi Wedding Portal for all your wedding needs. We promise accuracy, quality and regular updates. We ensure all information is correct. And all the information is already there for you to see, need to contact us just to get the information. We make wedding easy.

আইবুড়ো ভাত: একটি বিশেষ উৎসবএটি বিবাহিত জীবনের প্রবেশের আগে নিজের ঘরে আয়োজন করে  উপভোগ করা শেষ খাবারটিকে বোঝায়। এই ঘরোয়া...
14/10/2021

আইবুড়ো ভাত: একটি বিশেষ উৎসব
এটি বিবাহিত জীবনের প্রবেশের আগে নিজের ঘরে আয়োজন করে উপভোগ করা শেষ খাবারটিকে বোঝায়।

এই ঘরোয়া ভোজ উৎসবের জন্য আহ্বান জানানো হয় কনের বিস্তৃত পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের।

'আই বুড়ো ভাত' ভোজের মধ্যে সাধারণত বাঙালি খাবার যেমন ভাত, মাছ, লুচি, শাকসব্জি , তরকারী এবং মিষ্টি জাতীয় খাবারের ভেতর বিভিন্ন পিঠা পুলী, এছাড়াও অন্যান্য মুখরোচক ও কনের প্রিয় খাবার থাকে।
অপরপক্ষে , কখনও কখনও ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়স্বজনও হবু বঁধুকে তাদের বাড়িতে ভোজের জন্য আমন্ত্রণ জানায় এবং আয়োজন করে কনের পছন্দের সমস্ত খাবার প্রস্তুত করে কনেকে আপ্যায়ন করে।

ব্লগঃ বাংলাদেশের একটি বিয়ের যত অনুষ্ঠান
www.DeshiWedding.co

Bangladeshi Wedding Portal for all your wedding needs. We promise accuracy, quality and regular updates. We ensure all information is correct. And all the information is already there for you to see, need to contact us just to get the information. We make wedding easy.

DeshiWedding Tips. How to find a kazi office in your locality.While you are at https://deshiwedding.com using mobile bro...
12/10/2021

DeshiWedding Tips. How to find a kazi office in your locality.

While you are at https://deshiwedding.com using mobile browser, use the search bar to directly type in first few letters of your area where you are looking for Kazi office. Say for example, if you type "kazi mirpur" it will show you a list of all Kazi Offices in mirpur. Select the one you need and press the green call button on the details page.

যদিও বলে জুটি স্বর্গেই রচিত হয়, কিন্তু এই জুটির ঘর বাঁধার সকল আয়োজন, লৌকিকতা ও অনুঘটন সবই অনুষ্ঠিত হয় এই নশ্বর মর্তের বু...
09/10/2021

যদিও বলে জুটি স্বর্গেই রচিত হয়, কিন্তু এই জুটির ঘর বাঁধার সকল আয়োজন, লৌকিকতা ও অনুঘটন সবই অনুষ্ঠিত হয় এই নশ্বর মর্তের বুকেই।
এবং এর প্রধানতম উদ্বেগ ও শীরপীড়া হলো বিয়ে নামক বিশাল এক লৌকিকতার খরচ ।
সেই চাপ কমাতে দেশের ১৪ টি ব্যাঙ্কের মেরেজ লোনের বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেছি।
আমাদের সদ্যজাত ওয়েডিং পোর্টালের জন্য ব্লগটি লিখতে আমি বেশ কাঠখড় পুড়িয়েই এসব তথ্য যোগার করেছি।
তারপরেও অনিচ্ছাকৃত ভুলের জন্য অগ্রীম ক্ষমা চেয়ে নিচ্ছি এবং বিশেষ করে আমার ক্ষুদ্র বন্ধু তালিকায় থাকা বন্ধুদের এ বিষয়ে দৃষ্টি আকর্ষন করছি।
https://deshiwedding.com/index.php?route=journal3/blog/post&journal_blog_post_id=14

যদিও বলে জোড়া স্বর্গেই রচিত হয়, কিন্তু এই জুটির ঘর বাঁধার সকল আয়োজন, লৌকিকতা ও অনুঘটন সবই অনুষ্ঠিত হয় এই নশ্বর মর্ত....

সন ২০১৬। অতি আপনজনের বিয়েতে উপস্থিত হতে দেশে গিয়েছি। খুব ফ্লাশি কোনো বিয়ে না, তবু সব দেখে শুনে স্থির বুঝে গেলাম - এই মহা...
07/10/2021

সন ২০১৬। অতি আপনজনের বিয়েতে উপস্থিত হতে দেশে গিয়েছি। খুব ফ্লাশি কোনো বিয়ে না, তবু সব দেখে শুনে স্থির বুঝে গেলাম - এই মহাযজ্ঞ আমার অসাধ্য!
আমার পক্ষে নিজের কারো বিয়ের এমন আয়োজন সম্ভবই না।

আরও কিছু জিনিস আছে যে নিজের বিয়ের সময়েই খুব ব্যক্তিগত অভিজ্ঞতাতেই দেখেছি , অনাকাংখিত উপহারের অত্যাধিক্য , আবশ্যিক জিনিস অনুপস্থিতি !
মুখ ফুটে বর কনের তো আর বলা সম্ভব না, আমার এই চাই, আমায় এই দাও ।
শুধু এসবই না, বিয়ের খুটিনাটি যাবতীয় কিছু তথ্য, উপদেশ , টিপস যা বিয়ের সময়ে কেউ দেয়নি / খুঁজে পাইনা স্মরন করে ঢাউশ ঢাউশ দীর্ঘশ্বাস উঠে আসে।
এমন আরো আরো অনেক কিছুকে সামাল দিতেই আমাদের এই ওয়েডিং পোর্টাল।
এটা কেবলমাত্র ফার্স্ট । কিছুটা সুস্মপন্ন , কিন্তু অনেক অনেকটাই আসন্ন।
আমাদের স্লোগান ,
We make wedding easy

আমাদের তালিকায় থাকা না থাকা সবাইকেই সবিনয় নিবেদন, সাইটটার সদ্যজাত কচি কাঁচা অবস্থাটা একটু ঘুরে ফিরে দেখে মন্তব্য করবেন।

ভালো লাগলে জানাবেন, শেয়ার করে অন্যকে জানান দেবেন- কৃতজ্ঞ হবো ।

পুনশ্চঃ আপনাদের পরিচিতের তালিকায় কেউ এতদসংশ্লিষ্ট কাজে জড়িত আছে জানলে তাকেও জানাবেন , আমাদের ভেন্ডার হিসেবে তালিকাভুক্ত হতে ।

https://deshiwedding.com//

Wedding Vendors

07/10/2021

Address

70 Green Road 7th FL, Fattah Plaza
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when DeshiWedding.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DeshiWedding.com:

Videos

Share


Other Wedding planning in Dhaka

Show All