গ্রুপটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার সহযোগিতা প্রয়োজন এবং প্লিজ সবার ফেসবুক বন্ধুদের কে ইনভাইট করেন। মহৎ কাজে আপনাদের একে অপরের সাথে পরিচয় করে দেয়াই আমাদের লক্ষ্য। আপনি যদি আপনার সন্তান /ভাই/বোন অথবা পরিচিত কেউ #দ্বীনদার #পাত্র #পাত্রী খুঁজেন তাহলে আমাদের এই গ্রুপের মাধ্যমে আপনি আপনার চাহিদা অনুযায়ী #পাত্র/ #পাত্রী পেতে পারেন ইন শা আল্লাহ। আমরা আপনার জন্য সবসময় আপ্রাণ চেষ্টা চালিয়ে য
াব।
আপনি বিশ্বজুড়ে মানুষের যোগাযোগের বৈচিত্র্য পেতে পারেন যেমন Bangladesh, UK, USA, Canada, Europe, Middle East , Australia সহ অন্যান্য দেশ সমূহ।
আপনি যদি আপনার ফেসবুক আইডি থেকে পোস্ট করতে অনিহা বোধ করেন তাহলে আমরা আপনার পক্ষ থেকে পোস্ট করতে পারি এই জন্য আপনার বায়োডাটা এডমিন কে দিতে হবে।
১.বিয়ে আমাদের মূল বিষয়।বিয়ে সংক্রান্ত যে কোন কিছু আপনারা চাইলে শেয়ার করতে পারেন।তবে খেয়াল রাখবেন যাতে অশালীন ভাষা বা কোন বিষয় শেয়ার করা যাবে না। ২। ফান এবং সচেতনতামুলক পোষ্ট ও করবেন কিন্তু তা অবশ্যই যৌক্তিক, মার্জিত এবং প্রাঞ্জলতাপূর্ণ হতে হবে।
এটা যেহেতু পাত্র-পাত্রী খোজার প্লাটফর্ম তাই সবাই চেষ্টা করবেন বায়োডাটা সহ পোষ্ট করার জন্য। আপনার পছন্দের পাত্র-পাত্রী পেতে নাম, ছবি, বয়স not date of birth, শরীরের গঠন, মুখের রং,উচ্চতা, ,ধর্ম,লিঙ্গ, বিবাহিত/অবিবাহিত, পড়াশোনা , জব ডিটেইলস (যদি থাকে), জেলা, ইমেইল এড্রেস, পিতা মাতার পেশা, ভাই বোনের তথ্য। আপনি কি ধরনের #পাত্র- #পাত্রী চান তা জানিয়ে বিস্তারিত লিখুন। বাবা কি করে সেটা উল্লেখ করবেন। বাবা মা না থাকলে সেটা ও উল্লেখ করুন। ভাই-বোন কতজন, ভাই কি করে, বিবাহিত কিনা ইত্যাদি উল্লেখ করুন। তাহলে আর আপনারা অযাচিত কমেন্ট বা ম্যাসেজের সম্মূখীন হবেন না। কেউ কিছু জানতে চাইলে পোষ্ট টা ভাল ভাবে পড়ে তারপর ম্যাসেজ করতে বলবেন।
তাই সবাই মিলেমিশে ভালো একটা পরিবেশ বজায় রাখবেন/
ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম
****গরীব বিধবা মহিলা এবং এতিমদের কর্মসংস্থানের জন্য আমরা দ্বীন মেরিজ টিম মেম্বার সব সময় পাশে থাকব ইন শা আল্লাহ।******
marriage