Taste of Khan's

Taste of Khan's We provide all kinds of foods including Bangladeshi Cuisines ;Chinese Items & Mughal Cuisines.. But You have to order at least the food of 2 persons.
(2)

29/07/2023
আসসালামু আলাইকুম, 👉ভর্তা মানে দলাইমলাই। চিপে চিড়েচ্যাপ্টা করে ফেলা। ভর্তার সঙ্গে বাঙালি জাতির সুদূর ঐতিহ্যগত সম্পর্ক। ঠি...
29/07/2023

আসসালামু আলাইকুম,
👉ভর্তা মানে দলাইমলাই। চিপে চিড়েচ্যাপ্টা করে ফেলা। ভর্তার সঙ্গে বাঙালি জাতির সুদূর ঐতিহ্যগত সম্পর্ক। ঠিক কবে থেকে বাঙালি জাতি ভর্তা খেতে শুরু করেছে তার কোনো নৃতাত্ত্বিক ইতিহাস রচিত হয়েছে কি না জানি না। তবে ধারণা করা যায়, হাজার বছর ধরেই বাঙালি ভর্তা খেয়ে আসছে।

👉ঠিক কতরকমের ভর্তা এখন বাংলাদেশের মানুষ খায় তার সঠিক তালিকা বের করাটা নিঃসন্দেহে একটু কঠিন। ভোজনরসিক বাঙালি জাতির জন্যে ভর্তার জ্ঞানকোষ চলে আসছে। আর চিন্তা নেই। এতদিন শুনে এসেছি ভাতে-মাছে বাঙালি, এখন থেকে ভর্তা-ভাতেও বাঙালি।’

👉আধুনিক মানুষ ভর্তার নানারকম আধুনিক সংস্করণ বের করেছে। এমন কিছু নেই যা বাঙালি ভর্তা বানায়নি।

👌এ কথা সত্য, একসময় ভর্তা ছিল একটু নিম্ন আয়ের লোকজনেরই খাবার। বাংলাদেশের গরিব জনপদে ভর্তা ছিল ঠেকে কাজ চালানো। ঘরে কিছু নেই, যা কিছু আছে তা ডলে একটু ভর্তা বানিয়ে ফেলা। এখন ভর্তা হচ্ছে ঐতিহ্যবাহী খাবার । স্বল্প ব্যয়ে সুস্বাদু খাবার।

অর্ডার করতে ইনবক্স অথবা কল করুন।
📞📞01923617424📞📞

❤️আসসালামু আলাইকুম❤️👉গতানুগতিক খাবার তো অনেক খেয়েছেন। এবার আপনার পরবর্তী অনুষ্ঠানে আমাদের সুপার ডেলিশিয়াস ফুড ট্রাই করতে...
28/11/2021

❤️আসসালামু আলাইকুম❤️
👉গতানুগতিক খাবার তো অনেক খেয়েছেন। এবার আপনার পরবর্তী অনুষ্ঠানে আমাদের সুপার ডেলিশিয়াস ফুড ট্রাই করতে পারেন।
👉আপনি অর্ডার করার পরই খাবার তৈরী হয় বলে খাবার থাকে ফ্রেশ।
👉হোমমেড খাবার মানেই স্বাস্থ্যকর খাবার এর নিশ্চয়তা। নিজের ঘরের মানুষের জন্য যে ভাবে যত্ন নিয়ে রাধি,আপনাদের ক্ষেত্রেও তার এক বিন্দু ব্যতিক্রম চিন্তা করিনা।
👌👌সুস্বাদু ও মজাদার এবং পর্যাপ্ত পরিমাণে ও বেস্ট রিজেনেবল প্রাইসে খাবার সরবরাহ করাই আমার মূল লক্ষ্য।
👉আর তাই অর্ডার করতে ইনবক্স অথবা কল করুন!
📞📞01923617424📞📞

❤️আসসালামু আলাইকুম❤️👍👍ঘরের খাবার স্বাস্থ্যকর খাবার। তাই হোমমেড খাবারে আস্থা রাখুন,নিজের ভালো নিজে বুঝুন।দৈনন্দিন কর্মব্য...
15/08/2021

❤️আসসালামু আলাইকুম❤️
👍👍ঘরের খাবার স্বাস্থ্যকর খাবার। তাই হোমমেড খাবারে আস্থা রাখুন,নিজের ভালো নিজে বুঝুন।
দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে আমাদের ৩ বেলা খাবার অবশ্যই খেতে হয়।
👍👍অর্ডার দিলে শতভাগ হালাল, ফ্রেশ এবং পরিছন্ন খাবার বানিয়ে আপনার কাছে পৌছে দিব সযত্নে।
👍👍 অফিস লাঞ্চ অথবা বাসার নিয়মিত খাবার এবং যে কোনো অনুষ্ঠান এর জন্য অর্ডার করতে পারেন নিশ্চিন্তে।
👌👌ভেজালমুক্ত পরিছন্ন খাবার সরবরাহের নিশ্চয়তা দিচ্ছি।
📞📞01923617424📞📞

Address

Jatrabari
Dhaka
1204

Telephone

+8801923617424

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taste of Khan's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Other Caterers in Dhaka

Show All