Bishwo Prantore

Bishwo Prantore Bishwo Prantore wants to bring those amazing facts around cities, countries or places to curious m
(5)

15/02/2023

আফগানিস্তান দেশটাই এমন যেখানকার সংস্কৃতি, জীবনযাপন, ইতিহাসের সঙ্গে অন্য কোনো দেশের তেমন মিল খুঁজে পাওয়া কঠিন। প্রায় ৫ হাজার বছর আগে আফগানিস্তানে মানুষের বসবাস শুরু। এরপর আলেকজান্ডার দ্য গ্রেট, মোঙ্গল, আরব, ব্রিটিশ, সোভিয়েত রাশিয়া, আমেরিকার মতো দেশ ও জাতি দেশটির উপর একের পর এক আগ্রাসন চালায়। ফলে ইতিহাসের বেশিরভাগ সময় কেবল অত্যাচারীত থেকেছে এই দরিদ্র দেশের মানুষেরা। আজকে আমরা আফগানিস্তান সম্পর্কে জানা অজানা নানা তথ্যই শুনবো।
#আফগানিস্তান #বিশ্ব_প্রান্তরে

14/02/2023

থাইল্যান্ড দেশটি আমাদের কাছে জাকজমকে পূর্ণ দেশ হিসেবেই পরিচিত। এর রাজধানী ব্যাংকক মানেই শপিং মল, বার রেস্টুরেন্ট, মেসেজ পার্লার, ক্যাসিনোসহ নানা আকর্ষণ তেমন পাতায়া বললেই মনে আসে সমুদ্র সৈকত আর নিষিদ্ধ আনন্দের লীলভূমি। আলোয়ভরা থাইল্যান্ড কেবল ভ্রমণতীর্থ হিসেবেই বিখ্যাত নয় বরং এর আছে হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি। আজকে আমরা থাইল্যান্ড সম্পর্কে জানা অজানা তথ্যই জানবো।

#থাইল্যান্ড #বিশ্ব_প্রান্তরে

13/02/2023

ঘানা পশ্চিম আফ্রিকার একটি শান্তিপুর্ণ ও অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ। আটলান্টিক অঞ্চলে অবস্থিত দেশটি অন্যান্য আফ্রিকান দেশ থেকে বেশ আলাদা। ১৯৫৭ সালে স্বাধীনতা লাভ করার পর থেকেই জাতিগত দ্বন্দ্ব বা গৃহযুদ্ধের অভিশাপ থেকে তারা নিজেদের মুক্ত রেখেছে। আজকে আমরা ঘানা সম্পর্কে জানা অজানা নানা তথ্যই জানবো।

#ঘানা #বিশ্ব_প্রান্তরে

12/02/2023

বলা হয়ে থাকে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক, যারা তাজমহল দেখেছে এবং দুই, যারা এখনও তাজমহল দেখেনি। মোঘলরা স্থাপত্য শিল্পের জন্য বিখ্যাত ছিলো। আর তাদের সবচেয়ে সুন্দর সৃষ্টি ছিলো তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান তার মৃত স্ত্রী মমতাজ মহলের স্মৃতি স্মারক হিসেবে তাজমহল বানিয়েছিলেন। প্রায় বিশ বছর ধরে নির্মিত এই সমাধিসৌধকে বলা হয়, ভালোবাসার প্রতীক। সারা বিশ্ব থেকে লাখ লাখ মানুষ ছুটে আসে তাজের সৌন্দর্য দেখতে। প্রতিবছর সত্তর থেকে আশি লাখ পর্যটক তাজমহল দর্শন করে। আজকে আমরা তাজমহল সম্পর্কে নানা জানা অজানা তথ্য জানবো।

#তাজমহল #বিশ্ব_প্রান্তরে

10/02/2023

আরব্য রজনীর বিখ্যাত শহর ইরাকের রাজধানী বাগদাদের নাম শোনেননি এমন মানুষ নেই বললেই চলে।বাগদাদ একটি ঐতিহাসিক নগরী। জ্ঞান-বিজ্ঞান, সংস্কৃতি, দর্শন ও ধর্মচর্চার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই শহরটি বিশ্ব-ইতিহাসে এক আলোচিত নাম। শহরটির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে ইসলামী স্বর্ণযুগের গৌরবোজ্জ্বল ইতিহাস।আজকে আমরা এই প্রাচীন নগরী সম্পর্কে জানা অজানা নানা তথ্য জানবো।
#বাগদাদ #বিশ্ব_প্রান্তরে

07/02/2023

আফ্রিকা মহাদেশের অন্যতম প্রধান দেশ ইথোওপিয়া। আফ্রিকান হর্ন বা সোমালি উপদ্বিপ অঞ্চলে অবস্থিত দেশটি সমগ্র ইতিহাস জুড়েই বিদেশী পরাশক্তির শাসন থেকে স্বাধীন ছিল। অতীতে আবিসিনিয়া নামে পরিচিত ছিলো ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ এই আফ্রিকান দেশ। আজকে এই দেশটি সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানবো।

#ইথিওপিয়া #বিশ্ব_প্রান্তরে

05/02/2023

আরব সাগর হল ভারত মহাসাগরের একটি অংশ। উত্তরে পাকিস্তান, ইরান দেশ এবং ওমান উপসাগর, পশ্চিমে এডেন উপসাগর ও আরব উপদ্বীপ দ্বারা, দক্ষিণ-পূর্বে ল্যাকাডিভ সাগর দ্বারা, দক্ষিণ-পশ্চিমে সোমালি সাগর দ্বারা ঘেরা। আর পূর্বে রয়েছে ভারত। আরব সাগরের তীরে গোয়া ও মুম্বাই শহরের কথা আমরা সবাই জানি। আজকে আমরা আরব সাগর সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানবো। াগর #বিশ্ব_প্রান্তরে

03/02/2023

সেনেগাল, আফ্রিকা মহাদেশের সর্বপশ্চিমের এক শান্তিময় দেশ। এই দেশের নাম রাখে হয়েছে সেনেগাল নদী নামের এক দীর্ঘ নদী থেকে। দারিদ্রতা, বেকারত্ব, শিক্ষা ব্যবস্থার করুণ হালের কারনে দেশটি নানা সমস্যায় জর্জরিত হলেও এটি ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক নানা সৌন্দর্যে ভরপুর। আজকে আমরা সেনেগাল সম্পর্কে জানা অজানা নানা তথ্যই জানবো।
#সেনেগাল #বিশ্ব_প্রান্তরে

02/02/2023

তিউনিসিয়া, উত্তর আফ্রিকার একটি দেশ যেটিকে ইসলামের চতুর্থ পবিত্র শহর বলে মনে করা হয়। দেশটির এক চতুর্থাংশ এলাকাজুড়ে রয়েছে সাহারা মরুভূমি।তবে অত্যন্ত সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের এই দেশে ছড়িয়ে রয়েছে অনেক প্রাচীন স্থাপনা। আজকে আমরা তিউনিসিয়া সম্পর্কে জানা অজানা নানা তথ্যই জানবো।

#তিউনিসিয়া #বিশ্ব_প্রান্তরে

01/02/2023

পৃথিবীতে মহাসাগর সাতটি। এর মধ্যে দ্বিতীয় বৃহত্তম এবং গভীরতম সাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর। ভূপৃষ্ঠের মোট আয়তনের পাচ ভাগের এক ভাগই দখল করে রেখেছে এই মহাসাগর। কেবল দীর্ঘতমই নয়, পৃথিবীর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহাসাগর। প্রায় সবকটি মহাদেশ ছুয়ে এই মহাসাগর কোটি কোটি বছর ধরে পৃথিবীর পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকে আমরা আটলান্টিক মহাসাগর সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানবো।

#আটলান্টিক #আটলান্টিক_মহাসাগর #বিশ্ব_প্রান্তরে

30/01/2023

দার্জিলিং ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত বিখ্যাত শৈলশহর। এর উত্তরাঞ্চলে নেপাল, ভুটান ও তিব্বত রাষ্ট্রের অবস্থান। এটি একটি হিল স্টেশন বা পাহাড়ের উপরে উঁচু শহর হিসেবে পরিচিত। যে পাহাড়গুলি এটিকে একটি হিল স্টেশন করে তুলেছে তা আসলে হিমালয় পর্বতের অংশ। চির সবুজ বন আর বন্যপ্রাণীর বাসস্থান, হিমালয়ের অসাধারণ সৌন্দর্য এবং নানা প্রাচীন স্থাপনার কারনে শহরটি ভ্রমণতীর্থ হয়ে উঠেছে। আজকে আমরা দার্জিলিং সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানবো।

#দার্জিলিং #বিশ্ব_প্রান্তরে

29/01/2023

পর্তুগাল, আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত, দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি সংস্কৃতিমনা দেশ। আয়তনের দিক দিয়ে খুব বড় না হলেও, এই রাষ্ট্রটির ভাষা ও সংস্কৃতির প্রভাব দেখা যায় সারা বিশ্বেই। আঙ্গুর ক্ষেত, ওয়াইন, আর ফুটবলের জন্য অঞ্চলটি বিখ্যাত। আজকে আমরা পর্তুগাল সম্পর্কে জানা অজানা নানা তথ্যই জানবো।
#পর্তুগাল #বিশ্ব_প্রান্তরে

28/01/2023

জাপান পুর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র যা প্রশান্ত মহাসাগরের এক কোণায় ৬৮৩২টি দ্বীপ নিয়ে গঠিত। জাপানীজ ভাষায় এই দেশের নাম নিহিপন বা নিপ্পন। এর অর্থ হচ্ছে, সুর্যদয়ের দেশ। ইংররজিতেও একে "ল্যান্ড অফ রাইজিং সান" বলা হয়। আজকে আমরা জাপান দেশ সম্পর্কে জানা অজানা তথ্যই জানবো। #জাপান #বিশ্ব_প্রান্তরে

27/01/2023

পৃথিবীর বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ। কতগুলো দ্বীপ নিয়ে এই রাষ্ট্র গঠিত তা আজও নির্নয় করা সম্ভব হয়নি। ধারণা করা হয়, ১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত। এর মধ্যে মাত্র ৬ হাজার দ্বীপে মানুষ বাস করে। আজকে আমরা এই সুন্দর দ্বীপ রাষ্ট্র নিয়ে নানা জানা অজানা তথ্য জানবো। #ইন্দোনেশিয়া #বিশ্ব_প্রান্তরে

26/01/2023

মধ্যপ্রাচ্যের একটি সমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাত। মুলত সাতটি আমিরাত বা রাজ্য একত্রে যুক্ত হয়ে দেশটি গঠন করেছে। এর অন্যতম প্রধান রাজ্য হচ্ছে আবুধাবী। দেশটির রাজধানীও আবুধাবীতে অবস্থিত। প্রকৃতপক্ষে, দুবাই এর পর এটি আরব আমিরাতের সবচেয়ে বড় রাজ্য। আজকে আমরা আবুধাবী সম্পর্কে জানবো।
#আবুধাবি #বিশ্ব_প্রান্তরে

25/01/2023

লিবিয়া | মুয়াম্মর গাদ্দাফির দেশ নামেই পরিচিত | বিশ্ব প্রান্তরে | Libya | Bishwo Prantore লিবিয়া আফ্রিকা মহাদেশের একটি দেশ। উত্তর আফ্রিকাতে ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত একটি মুসলিম রাষ্ট্র। দেশটি আমাদের কাছে মূয়াম্মার গাদ্দাফীর দেশ হিসেবেই বেশি পরিচিত। আজকে আমরা লিবিয়া সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানবো।
#লিবিয়া #বিশ্ব_প্রান্তরে

21/01/2023

সুন্দরবন, নোনা জলের উপকুলে গড়ে ওঠা এক বিশাল ও রহস্যময় বন। রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল এই বন অর্থনৈতিক ও প্রাকৃতিক কারনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। বনটিকে নিয়ে লিখা হয়েছে উপন্যাস, নির্মিত হয়েছে চলচিত্র। একটি বিশাল জনগোষ্ঠীর মানুষের সাথে মিশে থাকে সুন্দরবন সম্পর্কে জানা অজানা না তথ্যই জানবো আমরা।
#সুন্দরবন #বিশ্ব_প্রান্তরে

20/01/2023

বঙ্গোপসাগর জড়িয়ে আছে বাংলাদেশের দক্ষিণের সীমানা জুড়ে। এটি পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর যা বিস্তৃত হয়েছে ভারত, শ্রীলংকা, মায়ানমার, থাইলান্ড হয়ে ইন্দোনেশিয়ার সুমাত্রা পর্যন্ত। ত্রিভুজ আকৃতির এই বিশাল উপসাগর কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল বাণিজ্য অঞ্চল। আজকে আমরা বঙ্গপোসাগর সম্পর্কে নানা জানা অজানা গল্পই শুনবো।
#বঙ্গোপসাগর #বিশ্ব_প্রান্তরে

19/01/2023

মুম্বাই হল ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী শহর। ১৯৯৫ সাল পর্যন্ত এর অফিসিয়াল নাম ছিল বোম্বে। নামটি দিয়েছিলেন পর্তুগিজ লেখক গাসপার কোরিয়া। অবশ্য তার দেওয়া নামটি ছিলো "বোম বাইম"। যার অর্থ "সুন্দর উপসাগর"। ১৯৯৫ সালে নভেম্বরে মারাঠি সরকার আনুষ্ঠানিকভাবে শহরের পরিবর্তন করে মুম্বাই রাখে। মুম্বাই নামটি স্থানীয় দেবতা 'মুম্বা দেবী' থেকে নেওয়া হয়েছে। আজকে আমরা মুম্বাই সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানবো। #মুম্বাই #বিশ্ব_প্রান্তরে

18/01/2023

ভুটান বললেই আমাদের চোখে ভেসে ওঠে শান্তিময় এক পাহাড়ি দেশের কথা। হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত ভারত ও চীনের মাঝামাঝি অবস্থিত ছোট্ট এই দেশটি। ভূটান নামটি এসেছে সংস্কৃত শব্দ “ভূ-উত্থান” থেকে যার অর্থ ‘উঁচু ভূমি’। তারাই পৃথিবীর একমাত্র দেশ যারা অর্থনৈতিক সমৃদ্ধির চেয়ে মানসিক শান্তিকে বেশি গুরুত্ব দিয়েছে। ঐতিহ্যে ভরপুর ভুটান সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানবো আজকে।
#ভুটান #বিশ্ব_প্রান্তরে

16/01/2023

আজমির শরিফটি সারা বিশ্বের মুসলমানদের জন্য আকর্ষণীয় স্থান। ধর্মগগুরু খাজা মৈনুদ্দিন চিস্তি ১১৯২ খ্রিষ্টাব্দে মহম্মদ ঘোরীর সঙ্গে ভারতে আসেন। এই আজমীরেই আস্তানা করে বিভিন্ন স্থানে ইসলাম ধর্মের প্রচার করতে থাকেন। ১২৩৬ খ্রিষ্টাব্দে এই আজমীরেতই তার জীবনাবসান হয়। এখানেই তাকে সমাধিস্থ করা হয়। মুলত তার কবর ঘিরে গড়ে ওঠা কমপ্লেক্সই আজমীর শরিফ নামে পরিচিত। আজকে আমরা আজমীর শরীফ সম্পর্কে নানা জানা অজানা তথ্য জানবো।

#আজমীর_শরীফ #খাজা_মইনুদ্দিন_চিশতির_জীবনী #বিশ্ব_প্রান্তরে

15/01/2023

তুরস্ক দেশটি নিয়ে আমাদের কৌতুহলের শেষ নেই। দীর্ঘদিন মুসলিম উম্মতের শাসন পরিচালিত হয়েছে এখানকার শাসকদের দ্বারা। প্রায় ৯৫ ভাগ এশিয়াতে এবং মাত্র ৫ভাগ ইউরোপে অবস্থিত এই দেশ ইতিহাস, ঐতিহ্য এবং রাজনৈতিক নানা কারনেই গুরুত্বপূর্ণ। বলা হয়, সৃষ্টিকর্তা অতি নিপুণ যত্নে গড়েছেন তুরস্ককে। আজকে আমরা তুরস্ক সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানবো।

#তুরস্ক #তুর্কি #বিশ্ব_প্রান্তরে

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bishwo Prantore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby event planning services


Other Event Videographers in Dhaka

Show All

You may also like