04/07/2021
বাংলাদেশে থাকা প্রবাসী ও বিদেশগামীদের করোনার টিকার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে টিকা নেওয়ার ক্ষেত্রে প্রবাসী কর্মীদের দুই দফা নিবন্ধন কার্যক্রমের মধ্যে দিয়ে যেতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রথমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) এবং পরে স্বাস্থ্য অধিদপ্তরের সুরক্ষায় গিয়ে নিবন্ধন করতে হবে। এরপর টিকা দেওয়ার মেসেজ আসবে।
এই মেসজ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এই সাত কেন্দ্রে গেলে সেখান থেকে টিকা নিতে হবে।
জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন পরিকল্পনার সদস্য সচিব শামসুল হক বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়ে বলেন, টিকাকেন্দ্রে গিয়ে ভিড় করলে টিকা পাওয়া যাবে না। অভিবাসী কর্মীদের ভ্যাকসিন নিতে গেলে অবশ্যই জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
বিএমইটি জানিয়েছে, 'আমি প্রবাসী'অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন করা যাবে। এছাড়া প্রবাসীদর নিবন্ধনে সহায়তা করতে আগামীকাল শুক্রবার (২ জুলাই) থেকে সারাদেশে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) জেলা ৫৩টি কেন্দ্রে টিকার রেজিস্ট্রেশন করতে পারবেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ জানিয়েছেন, নিবন্ধনের জন্য আগামীকাল ২ জুলাই থেকে (প্রতিদিন সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত) দেশের ৪২ টি জনশক্তি অফিস,৯ টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ১টি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটে যাওয়া যাবে। এছাড়া 'আমি প্রবাসী' অ্যাপে বিএমইটি'র এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, যেসকল কর্মীর বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধন ও স্মার্ট কার্ড নেই অথবা ০১ জানুয়ারি২১ এর আগের স্মার্ট কার্ড আছে সে সকল কর্মীর টিকার জন্য সুরক্ষা এ্যাপে নিবন্ধনের সুবিধার্থে বৈধ পাসপোর্ট দিয়ে ০২ জুলাই ২০২১ তারিখ হতে বিএমইটির ডাটাবেজে নিবন্ধন করতে হবে। তবে জানুয়ারি ২০২১ হতে নিবন্ধিত কর্মীদের নতুনভাবে নিবন্ধনের প্রয়োজন হবে না।
শামসুল হক বলেন, বিএমইটির নিবন্ধনের পর অভিবাসী কর্মীকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নিতে হবে। সুরক্ষা অ্যাপ থেকে পাওয়া ভ্যাকসিন কার্ড ছাড়া কেন্দ্রে গেলে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে না।
ইতোমধ্যে দুই লাখ প্রবাসীর তালিকা পেয়েছেন জানিয়ে শামসুল হক বলেন, রবিবারের মধ্যে সেই তালিকা যাচাই শেষ হবে। সোমবার রাত থেকে এসএমএস যাবে এবং মঙ্গলবার থেকে প্রবাসীরা টিকা নিতে পারবেন।
ডা. শামসুল হক জানিয়েছেন, করোনা প্রতিরোধে বিদেশগামী প্রবাসীকর্মীদের যুক্তরাষ্ট্রের ফাইজার এবং চীনের সিনোফার্মের দুই টিকাই দেওয়া হবে। এক্ষেত্রে সৌদি আরব-কুয়েতসহ যেসব দেশে সিনোফার্মের টিকা নিয়ে জটিলতা রয়েছে, শুধুমাত্র তাদেরকেই ফাইজারের টিকা দেওয়া হবে। আর বাকি সব প্রবাসীদের দেওয়া হবে সিনোফার্মের টিকা।
ডা. শামসুল হক বলেন, আমাদের কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে। আগামীকাল থেকে (১ জুলাই) ফাইজারের টিকা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। তিনি বলেন, সাতটি কেন্দ্রে এর আগে যারা টিকার জন্য নিবন্ধন করেছিলেন, যারা বিভিন্ন কারণে সে টিকা নিতে পারেননি, এখন তারা আগের নিবন্ধনের প্রেক্ষিতে যদি এসএমএস পেয়ে থাকেন টিকাকার্ড সঙ্গে এনে টিকা নিতে পারবেন। তবে অবশ্যই টিকা কেন্দ্রের এসএমএস থাকতে হবে।
সেসব প্রবাসী শ্রমিক এখনও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) নিবন্ধিত হননি তাদের দ্রুত নিবন্ধিত হওয়ার পরামর্শ দিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ বলেন, “টিকা নেওয়ার জন্য অবশ্যই নিবন্ধন করতে হবে, পাসপোর্ট নিয়ে আসলে হবে না। বিএমইটিতে রেজিস্ট্রেশন করলে নাম আর পাসপোর্ট নম্বর স্বয়ংক্রিয়ভাবে হেলথের কাছে চলে যাবে। তখন অ্যাপের (সুরক্ষা ওয়েবসাইট) মাধ্যমে রেজিস্ট্রেশনের সময় পাসপোর্ট নম্বর দিলেই রেজিস্ট্রেশন করা যাবে। টিকা নেওয়ার জন্য কোন হাসপাতালে যেতে হবে, অ্যাপ সেটাও বলে দিবে।