11/06/2021
রেবেকা শাফী।
এক সময় ঢাকার ধানমিন্ডতে থাকতেন। তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম করা অধ্যাপক আর মা অধ্যাপিকা। রেবেকা এখন জেনেটিকস নিয়ে পোস্ট ডকটরাল রিসার্চ করছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে।
১৯৯৩-৯৪ সালে স্কুলের একটি বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে বক্তব্য রাখে রেবেকা। তার ছোট বেলার সেই ভিডিও নিয়ে রীতিমত হৈচৈ পড়ে গেছে।
সেই ১৫ বছরের শফি এখন অনেক বড়।২৬ বছর আগের সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রশংসায় ভাসছেন রেবেকা শফি।
এতোদিন Women Empowerment শুনেছেন, এখন দেখে নিন EMPOWERED Woman!
রেবেকা শাফীর ডিগ্রিসমূহঃ
✔ Physics Undergrad (GPA 4.00) - Cal Tech
✔ Master’s Astrophysics - Harvard
✔ PhD – Harvard (On Black hole Spin!)
✔ Teaching Assistant, Post Doc RA, Swartz Fellow in Comp Neuroscience – Harvard Center of Brain Science
✔ Post Doc Fellow – Broad Inst at MIT and Harvard
✔ Post Doc Fellow – Harvard Med School
✔ Winner of US$ 200,000 grant to study “Measure of Black hole Spin”
✔ Best TV Debater – Bangladesh Television (I just saw her debate in a video, one of the best!)
তিনি আগে Physics নিয়ে পড়তেন, এখন তার interest হচ্ছে Biology! কাজ করছেন neuroscience আর genetics এর intersection নিয়ে Harvard Medical School এ!তার কিছু আর্টিকেল ও Google scholer
এ প্রকাশিত হয়।
কে বলে মেয়েরা STEM field এ কাজ করতে পারে না, কে বলে বাংগালী মেয়েরা অন্য সবার চেয়ে কম!? অনেকে বলবেন ইনারা exceptional! হ্যা হতে পারে। কিন্তু মানুষ তো।
আজকে সে সফল 😍
হোক ছেলে কিংবা মেয়ে! নিজের প্রতি বিশ্বাস রাখুন ও চেষ্টা করে যান সফলতা আসবেই একদিন। সাথে মেয়েরা মেয়েদের উপরে তুলে ধরুন। সেটা হবে সত্যিকারের Women Empowerment
সোর্সঃ ইন্টারনেট