Hasinur from Dugout

Hasinur from Dugout Your one-stop sports page for insight and opinion. Join & make the discussion lively.

লাস্ট 11 ম্যাচে মাত্র একটা জয়। দলের পারফর্মেন্স এতই নড়বড়ে যে, যার সাথেই খেলা হোক কেউই ম্যানচেস্টার সিটিকে নিয়ে আশাবা...
20/12/2024

লাস্ট 11 ম্যাচে মাত্র একটা জয়। দলের পারফর্মেন্স এতই নড়বড়ে যে, যার সাথেই খেলা হোক কেউই ম্যানচেস্টার সিটিকে নিয়ে আশাবাদী হইতে পারতেছেনা। পুরা কোচিং ক্যারিয়ারে গার্দিওলা কখনো এত অসহায় অবস্থা ফেস করে নাই।

মিডিয়াতে তাকে স্যাক করা হবে কি না এটা নিয়েও তোলপাড় শুরু হয়েছে। অনেকেই দাবি তুলতেছে তার ট্যাকটিকস চেনা হয়ে গেছে, প্লেয়ার ছাড়া সে আসলে কোন হাতি ঘোড়া কোচ না। পুরাই খুল্লাম খুল্লা অবস্থা।

ফুটবল আসলে নির্মম। বিগত সাত সিজনের মধ্যে 6 টা লিগ জিতছে। তারা মাঝে টানা চারটা প্রিমিয়ার লিগ জেতা কোচ এখন কাঠগড়ায়। গার্দিওয়ালা সবসময়ই হাম্বল একজন মানুষ। সেই তাকেও নিজেকে ডিফেন্ড করার জন্য বলা লাগছে যে বিগত আট বছরের মধ্যে জাস্ট 40 থেকে 45 দিন সময় আমাদের বাজে গেছে।

নিতান্ত অসহায় না হইলে পেপ পুরাতন সাফল্যকে রেফার করার মানুষ না।সমস্যা হচ্ছে সমাধান আপাতত দেখা যাইতেছে না। আকাঞ্জি আর স্টোনস ট্রেনিংয়ে ফিরছে, কিন্তু এখনো স্টার্ট করার মতন অবস্থায় আসে নাই।

সামনেই অ্যাস্টন ভিলার সাথে ম্যাচ।হেরে গেলে চাপ বাড়া ছাড়া কমবে না। গার্দিওলার সামনে তাই চ্যালেঞ্জের উত্তাপ আপাতত কমতেছে না। লীগ মোটামুটি হাত ছাড়া, এখন মান সম্মান বাচলে হয়।

কালকের ম্যাচে বার্সার জন্য আসলে ৬ পয়েন্টের খেলা।এটলেটিকো জিতে গেলে আম আর ছালা সব যাবে। এর মাঝে লামিন শিশুপার্ক যেহেতু না...
20/12/2024

কালকের ম্যাচে বার্সার জন্য আসলে ৬ পয়েন্টের খেলা।এটলেটিকো জিতে গেলে আম আর ছালা সব যাবে। এর মাঝে লামিন শিশুপার্ক যেহেতু নাই, হয়ত রাইট উইংয়ে সাতরে বেড়াবে শ্রদ্ধেয় হাংগর ফেরান ভাইয়া। ক্যাপ্টেন রাফা যদি দিনমজুরিরের মতো খাটাখাটি করে কাল পাড়ি করে দিতে পারে, তাহলে শান্তি পাওয়া যাবে।এই একজায়গাতে জাভি সেরা।যতোই ঘাস নিয়ে খোটা দেন, এটলেটিকোর সাথে সে সব ম্যাচ জিতছে। এমনকি আদামা ট্রায়াওরের মতো প্লেয়ার নিয়েও খেলে দিছে।এক ম্যাচের জন্য নিয়ে আসা যায় না?

মাত্র ৫ মিলিয়নে বার্সার কাছ থেকে কিনে নিছিলো চেলসি। এখন Marc Guiu, ৪ ম্যাচে ৬ গোল করছে, এর মাঝে গত ম্যাচে হ্যাট্রিক! বার...
20/12/2024

মাত্র ৫ মিলিয়নে বার্সার কাছ থেকে কিনে নিছিলো চেলসি। এখন Marc Guiu, ৪ ম্যাচে ৬ গোল করছে, এর মাঝে গত ম্যাচে হ্যাট্রিক! বার্সারও দোষ দেয়া যায় না। বেশি টাকার অফার পেয়ে, প্লেয়ার চলে যাইতে চাইলে কি করার।

কোলো মুয়ানিকে মনে আছে? এমি মার্টিনেজ যার শট ফাইনালে আটকে দিছিলো। লেভানডস্কির ব্যাক আপ হিসেবে বার্সার রাডারে আছে আপাতত।
20/12/2024

কোলো মুয়ানিকে মনে আছে? এমি মার্টিনেজ যার শট ফাইনালে আটকে দিছিলো। লেভানডস্কির ব্যাক আপ হিসেবে বার্সার রাডারে আছে আপাতত।

মাত্রই ২৪ সালের ডিসেম্বরের র‍্যাংকিং প্রকাশ করছে ফিফা।যথারীতি আর্জেন্টিনা ১ নম্বরে। দ্বিতীয় অবস্থানে ফ্রান্স আর আরেক লাত...
19/12/2024

মাত্রই ২৪ সালের ডিসেম্বরের র‍্যাংকিং প্রকাশ করছে ফিফা।যথারীতি আর্জেন্টিনা ১ নম্বরে। দ্বিতীয় অবস্থানে ফ্রান্স আর আরেক লাতিন জায়ান্ট ব্রাজিল আছে ৫ নম্বরে। পয়েন্ট টেবিল:

1. Argentina - 1867.25
2. France - 1859.78
3. Spain - 1853.27
4. England - 1813.81
5. Brazil - 1775.85

কনফার্মড: পরের বছরেও কোন স্ট্রাইকার আসতেছে না বার্সায়, কারন টাকা নাই। সর্বোচ্চ তারা লেওয়ার একটা ব্যাক আপ আনার ট্রাই করবে...
19/12/2024

কনফার্মড: পরের বছরেও কোন স্ট্রাইকার আসতেছে না বার্সায়, কারন টাকা নাই। সর্বোচ্চ তারা লেওয়ার একটা ব্যাক আপ আনার ট্রাই করবে।সাথে লেফট উইং আর ফুলব্যাক প্রায়োরিটি। নেক্সট সামার উইন্ডোতে এই স্পটের টার্গেটই ফাঁইনাল। যেহেতু লেভানডস্কির সাথে আরো এক বছরের কন্ট্রাক্ট আছে, ওইটাই শেষ করব বার্সা।

ইটস অফিশিয়াল! হামজা চৌধুরি বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়ে গেছে।মিডফিল্ডের নেতা হিসেবে স্বাগতম। বাংলাদেশ ফুটবলের সবচেয়ে...
19/12/2024

ইটস অফিশিয়াল! হামজা চৌধুরি বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়ে গেছে।মিডফিল্ডের নেতা হিসেবে স্বাগতম। বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় স্টার এখন হামজা।

মানুষ বার্সা-মাদ্রিদ নিয়ে ফাটাফাটি করতেছে।অথচ লীগে, দুই দলই নিয়মিত পয়েন্ট ড্রপ করতেছে।অন্যদিকে টানা ১১ ম্যাচ ধরে জিততেছে...
19/12/2024

মানুষ বার্সা-মাদ্রিদ নিয়ে ফাটাফাটি করতেছে।অথচ লীগে, দুই দলই নিয়মিত পয়েন্ট ড্রপ করতেছে।অন্যদিকে টানা ১১ ম্যাচ ধরে জিততেছে এটলেটিকো মাদ্রিদ। পরের ম্যাচটা জিতলেই এক নম্বরে চলে আসবে।

২০১৬ সালের অবসরের পর থেমে গেলে জীবনের অন্যতম সেরা সময়টা দেখা হতো না মেসির।১৪ র ফাইনাল হারের পর আরো দুইটা ফাইনাল হারছে।১৮...
19/12/2024

২০১৬ সালের অবসরের পর থেমে গেলে জীবনের অন্যতম সেরা সময়টা দেখা হতো না মেসির।১৪ র ফাইনাল হারের পর আরো দুইটা ফাইনাল হারছে।১৮ র বিশ্বকাপ জঘন্য গেলো, ১৯ এর কোপা এতোই বাজে গেলো যে নিজ দেশেই তার জার্সি পোড়ানো হইলো। মাঝে ক্লাবের হয়েও ভালো সময় যায় নাই। চ্যাম্পিয়নস লীগে সাফল্য আসে নাই।রোমা আর লিভারপুলের সাথে অবিশ্বাস্য হার! ক্লান্তি, হতাশা বহুবার তাকে ঘিরে ধরছে।জাস্ট থেমে যায় নাই। এইতো...বাকিটা ইতিহাস! জীবনে থামা যাব না...লেগে থাকলে প্রতিটা সেটব্যাক, কামব্যাকের গল্প হয়ে থাকবে।

যেই মুহূর্তে GOAT ডিবেট শেষ হয়ে গেছে১৮ ডিসেম্বর ,২২
18/12/2024

যেই মুহূর্তে GOAT ডিবেট শেষ হয়ে গেছে

১৮ ডিসেম্বর ,২২

বিশ্বকাপের ইতিহাসে মেসির আগে আর কোন প্লেয়ার এক টুর্নামেন্টে ৫ বার  ম্যান অফ দ্যা ম্যাচ হয় নাই। একই সাথে, মেসিই প্রথম প্ল...
18/12/2024

বিশ্বকাপের ইতিহাসে মেসির আগে আর কোন প্লেয়ার এক টুর্নামেন্টে ৫ বার ম্যান অফ দ্যা ম্যাচ হয় নাই। একই সাথে, মেসিই প্রথম প্লেয়ার যে গ্রুপ স্টেজ, রাউন্ড অফ সিক্সটিন, কোয়ার্টার, সেমি আর ফাইনালে গোল করছে। এইসব রেকর্ড করার সময় তার বয়স ছিলো ৩৫! অবিশ্বাস্য!

এই সিরিজের বড় প্রাপ্তি অবশ্যই শামীম।সবাই যেখানে ব্যাটে ছন্দ খুজতেছে, সেখানে দুই ম্যাচেই তার ইনিংস পার্থক্য গড়ে দিছে। সাথ...
18/12/2024

এই সিরিজের বড় প্রাপ্তি অবশ্যই শামীম।সবাই যেখানে ব্যাটে ছন্দ খুজতেছে, সেখানে দুই ম্যাচেই তার ইনিংস পার্থক্য গড়ে দিছে। সাথে সৌম্য হুট করে ধারাবাহিকতা দেখাচ্ছে, সেটাও নতুন আশা দিতেছে। শামীম ভাইকে একটি ভাতের হোটেল দেয়ার অনুরোধ রেখে গেলাম।

সিরিজ জয়!এই সিরিজের বোলিং একদম বাধাইয়া রাখার মতো ছিলো, সাথে ভাত শামীম ভাইয়ের ব্যাটিং 🔥
18/12/2024

সিরিজ জয়!এই সিরিজের বোলিং একদম বাধাইয়া রাখার মতো ছিলো, সাথে ভাত শামীম ভাইয়ের ব্যাটিং 🔥

ফিফা বেস্ট পুরস্কার হাতে ভিনি।অবশেষে বহু আকাংখার পুরস্কারটা হাতে ধরা দিছে।অভিনন্দন!
17/12/2024

ফিফা বেস্ট পুরস্কার হাতে ভিনি।অবশেষে বহু আকাংখার পুরস্কারটা হাতে ধরা দিছে।অভিনন্দন!

২০২৪ সালের সেরা গোল কিপার নির্বাচিত হইছে এমি মার্টিনেজ। এস্টন ভিলার মতো ক্লাবে খেলে সেরা গোল কিপার হওয়াটা, ভাবা যায়! এইট...
17/12/2024

২০২৪ সালের সেরা গোল কিপার নির্বাচিত হইছে এমি মার্টিনেজ। এস্টন ভিলার মতো ক্লাবে খেলে সেরা গোল কিপার হওয়াটা, ভাবা যায়! এইটা বিশ্বকাপের বছরও না। টপ ক্লাব না খেলেই সেরা কিপারের পুরস্কার জেতা জাস্ট অকল্পনীয় ব্যাপার।

গার্নাচোর গোল ২০২৪ সালের সেরা নির্বাচিত হওয়ায় পুস্কাস জিতে নিলো।অভিনন্দন!
17/12/2024

গার্নাচোর গোল ২০২৪ সালের সেরা নির্বাচিত হওয়ায় পুস্কাস জিতে নিলো।অভিনন্দন!

ঘরের মাঠে লেগানেসের কাছে হার!যারা পুরা সিজনে একটা এওয়ে ম্যাচ জেতে নাই আগে তাদের কাছে সিজনের মাঝে এসে ম্যাচ হারা লাগে! এর...
16/12/2024

ঘরের মাঠে লেগানেসের কাছে হার!যারা পুরা সিজনে একটা এওয়ে ম্যাচ জেতে নাই আগে তাদের কাছে সিজনের মাঝে এসে ম্যাচ হারা লাগে! এরপরে ট্রফির আশা করা কঠিন। এতো এতো চান্স ক্রিয়েট হইছে আজকে, কিন্তু কোন ফিনিশিং নাই।এর উপর লামিনের ইঞ্জুরি। জঘন্য ম্যাচ। লাস্ট কয়েক সপ্তাহ ধরে লেভানডস্কি আর অলমোকে অফ লাগে।

এইখানে কোচের দায় দেয়া কঠিন। ডিফেন্স ভালো হইছে, এটাকে চান্স ক্রিয়েট হইছে।গনহারে ইজি চান্স মিস হইলে আর কিভাবে আশা করা যায়। যেভাবে আগাইতেছে, ট্রফির বড় ক্যান্ডিডেট এবার এটলেটিকো মাদ্রিদ।

হাসান মাহমুদ থ্রিলার ম্যচটা জিতাইয়া দিলো।বিজয় দিবসের শুভেচ্ছা। বোলারদের পারফরম্যান্স অসাধারণ ছিলো। শুরুতেই চাপ দিয়ে ধরছে...
16/12/2024

হাসান মাহমুদ থ্রিলার ম্যচটা জিতাইয়া দিলো।বিজয় দিবসের শুভেচ্ছা।
বোলারদের পারফরম্যান্স অসাধারণ ছিলো। শুরুতেই চাপ দিয়ে ধরছে, যেকারনে এই রানেও জয় সম্ভব হইছে। যদিও ব্যাটিংয়ে শামীমের ইনিংসটা এক্স ফ্যাক্টর ছিলো।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasinur from Dugout posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasinur from Dugout:

Share