20/12/2024
লাস্ট 11 ম্যাচে মাত্র একটা জয়। দলের পারফর্মেন্স এতই নড়বড়ে যে, যার সাথেই খেলা হোক কেউই ম্যানচেস্টার সিটিকে নিয়ে আশাবাদী হইতে পারতেছেনা। পুরা কোচিং ক্যারিয়ারে গার্দিওলা কখনো এত অসহায় অবস্থা ফেস করে নাই।
মিডিয়াতে তাকে স্যাক করা হবে কি না এটা নিয়েও তোলপাড় শুরু হয়েছে। অনেকেই দাবি তুলতেছে তার ট্যাকটিকস চেনা হয়ে গেছে, প্লেয়ার ছাড়া সে আসলে কোন হাতি ঘোড়া কোচ না। পুরাই খুল্লাম খুল্লা অবস্থা।
ফুটবল আসলে নির্মম। বিগত সাত সিজনের মধ্যে 6 টা লিগ জিতছে। তারা মাঝে টানা চারটা প্রিমিয়ার লিগ জেতা কোচ এখন কাঠগড়ায়। গার্দিওয়ালা সবসময়ই হাম্বল একজন মানুষ। সেই তাকেও নিজেকে ডিফেন্ড করার জন্য বলা লাগছে যে বিগত আট বছরের মধ্যে জাস্ট 40 থেকে 45 দিন সময় আমাদের বাজে গেছে।
নিতান্ত অসহায় না হইলে পেপ পুরাতন সাফল্যকে রেফার করার মানুষ না।সমস্যা হচ্ছে সমাধান আপাতত দেখা যাইতেছে না। আকাঞ্জি আর স্টোনস ট্রেনিংয়ে ফিরছে, কিন্তু এখনো স্টার্ট করার মতন অবস্থায় আসে নাই।
সামনেই অ্যাস্টন ভিলার সাথে ম্যাচ।হেরে গেলে চাপ বাড়া ছাড়া কমবে না। গার্দিওলার সামনে তাই চ্যালেঞ্জের উত্তাপ আপাতত কমতেছে না। লীগ মোটামুটি হাত ছাড়া, এখন মান সম্মান বাচলে হয়।