NihaZ Floral Craft

NihaZ Floral Craft The eye that seeks innovation.NihaZ team work hard to provide best handmade jewelleries. Achieve Believe

কিছু জিনিস দেখলেই চোখ আটকে যায়✅সেট টার রং পরিবর্তন যোগ্য
26/06/2025

কিছু জিনিস দেখলেই চোখ আটকে যায়

✅সেট টার রং পরিবর্তন যোগ্য

আচ্ছা কোনো সম্পর্কের কি সুন্দর ইতি টানা যায় না?আমরা সবাই মানি,এই জগতে কিছুই চিরস্থায়ী নয়,এর মাঝে কিছু বন্ধন/সম্পর্ক থাকে...
26/06/2025

আচ্ছা কোনো সম্পর্কের কি সুন্দর ইতি টানা যায় না?

আমরা সবাই মানি,এই জগতে কিছুই চিরস্থায়ী নয়,এর মাঝে কিছু বন্ধন/সম্পর্ক থাকে যা আমৃত্য সাথে থাকে।আবার কিন্তু সম্পর্কের ও শেষ আছে।রক্তের সম্পর্ক থেকে দূরে থাকা যায়,শেষ করা মুশকিল।কিন্তু দেখা যায় খুবই ঘনিষ্ঠ কেউ রক্তের না হয়েও অনেক আপন,অনেক অনেক স্মৃতি ভালো কিছু রয়েছে তাদের সাথে। সেটা এক সময় ধূলো পরে।
আমি ভাবতাম যে সব সম্পর্কগুলো অনেক মধূর তবে একসময় আর থাকবে না,সেগুলোর এন্ডিং ও সুন্দর ই হয়।এই যেমন অনেক মাস/বছর পর দেখা হলেও অধিকার না খাটিয়ে,৫মিনিটের জন্য হলেও চিলতে হাসি মুখে নিয়ে খোঁজখবর নেওয়া যাবে।কিন্তু যখন ঠিক হয়ে যায় তার সাথে আমার আর যোগাযোগ রাখা সম্ভব না,তখন হয়তো চাইলেও সুন্দর এন্ডিং টা আর হয়ে উঠে না।মাঝে মাঝে হয়তো এতোটাই তিক্ত অভিজ্ঞতা থাকে,যেখানে চাইলেও দেখা হয়ে গেলে মুখ ফিরিয়ে নিতে হয়।

আমি কখনোই চাইতাম না,যারা আমার জীবনে "আপনজন" ট্যাগ প্রাপ্ত, তাদের সাথে দূরত্ব টা মনের হোক। ভাবতাম যত প্রকার দূরত্বই হোক মনের টান টা থেকে যাবে।
তবে আশ্চর্য রকম ব্যাপার হলো এরাই একসময় এমন ভাবে মন থেকে সরে যেতে উঠেপড়ে লাগে যে,তাদের সাথে দেখলেও আমার মুখ তুলো তাকাতে ইচ্ছে করে না। কেউ তখন সহজ হয়ে কথা বলতে চাইলেও,আমার দ্বারা ওই অভিনয় টা হয় না... কারণ আমি তো গল্পের মতো উপসংহার চাইতাম, তখন তো কেউ মনে রাখে নি তাকে কোন জায়গায় রেখেছিলাম, কেমন সম্মান দিয়েছিলাম।

এমন ঘনিষ্ঠতা কারো সাথেই কারো না হোক,যখন অবসর সময়ে ভাবলেও আফসোস লাগে🎭

✴️✴️✴️স্টক ক্লিয়ারেন্স সেল✴️✴️✴️📍কম্বো প্রিভিয়াস প্রাইজ ৭৮০/-✅✅বর্তমান মূল্য ৫৮০/-✅শুধুমাত্র ২৬ সাইজের ১ জন ও ২৪ সাইজের ...
26/06/2025

✴️✴️✴️স্টক ক্লিয়ারেন্স সেল✴️✴️✴️

📍কম্বো প্রিভিয়াস প্রাইজ ৭৮০/-
✅✅বর্তমান মূল্য ৫৮০/-
✅শুধুমাত্র ২৬ সাইজের ১ জন ও ২৪ সাইজের ৩জন পাবেন এটি🫣
✅ছবির রং গুলোই নিতে হবে

*৬ডজন ভেলভেট
*১জোড়া গাজরা
*১জোড়া কুন্দন
*২জোড়া পার্ল চুড়ি

🍂স্টক ফুরাবার আগে নিয়ে নিন আমাদের আরেকটি পেইজ পাঁচপাই

নাম রেখেছি "বনোলতা"
25/06/2025

নাম রেখেছি "বনোলতা"

আজকের আয়োজনে সব "হাতের গাজরা" 🥰
25/06/2025

আজকের আয়োজনে সব "হাতের গাজরা" 🥰

কোনো বৈষম্য খুজে পান?!-খেয়াল করে দেখুন তো🫣🍂বরমালা📍গন্তব্য: শ্রীমঙ্গল🫣আমার তো ইচ্ছে করছে প্যাকেট এর সাথে আমিও চলে যাই
24/06/2025

কোনো বৈষম্য খুজে পান?!
-খেয়াল করে দেখুন তো🫣

🍂বরমালা
📍গন্তব্য: শ্রীমঙ্গল🫣
আমার তো ইচ্ছে করছে প্যাকেট এর সাথে আমিও চলে যাই

নিজের জন্য চাচ্ছেন নাকি এমন রয়াল আর ইউনিক কিছু!?
24/06/2025

নিজের জন্য চাচ্ছেন নাকি এমন রয়াল আর ইউনিক কিছু!?

"সমুদ্র-বিলাস"🌊সমুদ্রে যাবেন আর এমন থিমের চুড়ি হাতে থাকবে না,তাহলে বেমানান😔✅সমুদ্রে যাচ্ছেন তবে চুড়িটি নিন✅না গেলেও নিন,...
23/06/2025

"সমুদ্র-বিলাস"🌊

সমুদ্রে যাবেন আর এমন থিমের চুড়ি হাতে থাকবে না,তাহলে বেমানান😔
✅সমুদ্রে যাচ্ছেন তবে চুড়িটি নিন
✅না গেলেও নিন,যাদের সব সময় সমুদ্র ডাকে

আমাদের আরেকটি সত্তা পাঁচপাই

"গাজরা সমগ্র"বাঙালি নারী আর সাজের সাথে চুলে ফুল থাকবে না?অসম্ভব ব্যাপার-স্যাপার🫥 যে ফুলের জুয়েলারি না পরে,সেও মনে করে চু...
23/06/2025

"গাজরা সমগ্র"

বাঙালি নারী আর সাজের সাথে চুলে ফুল থাকবে না?অসম্ভব ব্যাপার-স্যাপার🫥
যে ফুলের জুয়েলারি না পরে,সেও মনে করে চুলে ফুল পড়ে। আর সেই ফুল যদি থাকে সারা বছর সতেজ??

✅এটাই তো আকর্ষণ,যত দিন ইচ্ছে ব্যবহার করতে পারবেন
✅সময় বাঁচল তাজা ফুল কেনার জন্য
✅বেলির গাজরা প্রতিটা মেয়ের স্টকে থাকা উচিত

মারাত্মক সুন্দর এই বরমালা টি🫣এতোই eye-shooting যে আর কিছু বলে বর্ণনা করতে হবেনা🥰
23/06/2025

মারাত্মক সুন্দর এই বরমালা টি🫣

এতোই eye-shooting যে আর কিছু বলে বর্ণনা করতে হবেনা🥰

যদি আমাকে জীবনে হাজার বার লাইফ পার্টনার পছন্দ করার সুযোগ দেয়া হয় তাহলে ওই হাজার বার এই একটা মানুষ কেই পছন্দ করবো।পিরিয়ডে...
23/06/2025

যদি আমাকে জীবনে হাজার বার লাইফ পার্টনার পছন্দ করার সুযোগ দেয়া হয় তাহলে ওই হাজার বার এই একটা মানুষ কেই পছন্দ করবো।

পিরিয়ডের ব্যাথা তে অস্থির হয়ে শুয়ে আছি, ঘর গোছানো না থাকলে কেমন যেনো অশান্তি কাজ করে আমার। এই নিয়ে স্বামীর সাথে কত ফাটাফাটি হয়ে যায়, এত এলোমেলো একটা ছেলে। কালকেও ভেজা টাওয়েল আমার বাইরে পরার জামার উপর রেখে দিসে।

যে মানুষ টার একেবারেই গোছানোর অভ্যাস নাই, সে মানুষ আমাকে হট ব্যাগ টা এনে দিলো। কত্তগুলো কাপড় গুছিয়ে আলমারি তে তুললো। এইটা সেটা মুছে দেখলাম ওয়াশরুমের দরজা টাও মুছে রাখলো।
তারপর খেয়াল করলাম কিছুক্ষণ আগে স্টোরি দিয়েছি ঘর গোছানো দরকার।

বাইরে যাওয়ার আগে ১০০ বার জিজ্ঞেস করে করে বের করলো কি খেতে চাই, কি আনবে বাইরে থেকে।

এইসব কিছুর অনেক ক্রেডিট আমি আমার শাশুড়ী কে দিতে চাই, উনি ছেলেদের এমন ভাবে মানুষ করেছেন তাদের কারোর মধ্যে কোন মেল ইগো নেই..!
আমার বর বলে মা কখনো আমাদের গায়ে হাত তোলেনি। কোনদিন জোরে কথা বলেছে কিনা সন্দেহ, অথচ তার শিক্ষা ছেলেকে এভাবে গড়েছে দেখলে শান্তি লাগে।
©️

✅বেলির এই গাজরা টা পাবেন ৩৮০টাকা তে মাত্র

Title "ওয়েডিং সিরিজ"🫰বিয়ের দিনের জন্য স্মৃতিরক্ষক/ইউনিক/স্পেশাল,কিছু নিয়ে ভাবছেন?না ভাবলেও আমাদের ইউনিক সব কালেকশন দেখে ...
22/06/2025

Title "ওয়েডিং সিরিজ"🫰

বিয়ের দিনের জন্য স্মৃতিরক্ষক/ইউনিক/স্পেশাল,কিছু নিয়ে ভাবছেন?না ভাবলেও আমাদের ইউনিক সব কালেকশন দেখে ভাবতে বাধ্য।

আপনারা হয়তো এতো এতো গহনার পোস্টের ভিড়ে ভুলেও গেছেন আমরা ওয়েডিং এক্সেসরিজ নিয়েও কাজ করি🥰

Address

Jurain

Alerts

Be the first to know and let us send you an email when NihaZ Floral Craft posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category