21/10/2023
ক্রাশ নং: ০৪
To : Shahed Alam Rifat
আল্লাহর উপর আমার খুব রাগ হচ্ছে।
আমাকে কষ্ট দিয়ে কি আনন্দ পাই বুঝতেই পারলামনা।
আল্লাহ ও মানুষের সাথে চিটিং করে এইটা আমার জানা ছিল না।এতগুলো বছর যার অপেক্ষায় চোখের জল ফেললাম।তার দেখা পেয়েও তাকে পাওয়া হলোনা।
সব প্রার্থনা কি বৃথা গেল?
ও যদি আমার না তাহলে ওকে দেখার জন্য এত বাসনা ছিল আমার মনে?
যাকে দেখেলে আমার হৃদয় জুড়িয়ে যায়। অন্তরে এক স্নিগ্ধ প্রশান্তি অনুভব করি। কেন তাকে পাওয়া হলোনা?
কেন এই ছলনা?
আমার এত বছরের অপেক্ষার এই প্রতিদান
আমি কি করব এখন
আমি তো একে ছাড়া বাঁচবো না।
আমার মন শুধু ওকেই চাই।