IUBAT-Crush Point & confession

IUBAT-Crush Point & confession বিনা দিধায় আপনার ক্রাশ সম্পর্কে শেয়ার করুন, আমরা আছি আপনার পাশে

ক্রাশ নং: ০৪To : Shahed Alam Rifat আল্লাহর উপর আমার খুব রাগ হচ্ছে।আমাকে কষ্ট দিয়ে কি আনন্দ পাই বুঝতেই পারলামনা। আল্লাহ ও...
21/10/2023

ক্রাশ নং: ০৪
To : Shahed Alam Rifat

আল্লাহর উপর আমার খুব রাগ হচ্ছে।
আমাকে কষ্ট দিয়ে কি আনন্দ পাই বুঝতেই পারলামনা।
আল্লাহ ও মানুষের সাথে চিটিং করে এইটা আমার জানা ছিল না।এতগুলো বছর যার অপেক্ষায় চোখের জল ফেললাম।তার দেখা পেয়েও তাকে পাওয়া হলোনা।
সব প্রার্থনা কি বৃথা গেল?
ও যদি আমার না তাহলে ওকে দেখার জন্য এত বাসনা ছিল আমার মনে?
যাকে দেখেলে আমার হৃদয় জুড়িয়ে যায়। অন্তরে এক স্নিগ্ধ প্রশান্তি অনুভব করি। কেন তাকে পাওয়া হলোনা?
কেন এই ছলনা?
আমার এত বছরের অপেক্ষার এই প্রতিদান
আমি কি করব এখন
আমি তো একে ছাড়া বাঁচবো না।
আমার মন শুধু ওকেই চাই।

08/10/2023

where is your feelings guyz?? share with usssss

02/10/2023

যারা যারা ক্রাশ খাইতে থাকেন তারা পেইজে শেয়ার করতে থাকেন 🙂

পোস্ট : ০৩০২.১০.২৩ফ্রম: ভালোবাসার এক বিন্দুতুমি আমার দেখা প্রথম মেয়ে যাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগেছে।তুমি অনেক সুন্দ...
02/10/2023

পোস্ট : ০৩
০২.১০.২৩
ফ্রম: ভালোবাসার এক বিন্দু

তুমি আমার দেখা প্রথম মেয়ে যাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগেছে।তুমি অনেক সুন্দর মাশআল্লাহ। আমি সবার মতো সুন্দর করে গুছিয়ে লিখতে পারিনা।
মায়া ভরা মুখ নিয়ে অভিমান করে দাঁড়িয়ে আছে রাজকুমারী।
আমি কি আর তোমাকে ছেড়ে
কোথাও যেতে পারি??আমি খুব অল্প কিছু চাই। শুধু তোমাকে চাই আমি

পোস্ট : ০২০২.১০.২০২৩To:  NabidCSE Department. From: অজানা কেউপ্রথমে ই বলি আমি গুছিয়ে কথা বলতে পারি নাসোজা কথা বলি।আমি তু...
01/10/2023

পোস্ট : ০২
০২.১০.২০২৩

To: Nabid
CSE Department.
From: অজানা কেউ

প্রথমে ই বলি আমি গুছিয়ে কথা বলতে পারি না
সোজা কথা বলি।আমি তুমাকে কয়েকবার দেখেছি বিভিন্ন জায়গায়
আর প্রায়ই দেখি রাস্তায়। তুমি এমন কেনো?রাস্তায় হাটার
সময় একটু
আশেপাশে তাকালে কি হয়?হুমমম?
কেন জানি তুমার প্রতি ভালবাসা জন্মেছে।কিছুই জানি না
তবুও মনে হয় অনেকদিনের পরিচয়। তারপরও তোমার চেহারাটা
কিভাবে যেন মনে
থেকে যায়। তুমার জন্য ঘুম হারাম হয়ে গেছে বুঝলে। সব জায়গায়
শুধু তুমাকেই দেখি। এই ভাললাগা রোগের ওষুধ হলে তুমি।তবে
সাহস হয়নি কথা বলার, আমি একটু
লাজুক মেয়ে,
জানি না এসব বলে কি হবে কিন্তু কেন জানি অনেক জানাতে
ইচ্ছা করছে।
তারপর ফেবুতে অনেক
খোঁজার পর তোমাকে পেয়ে যাই...কিন্তু রিকু দেওয়ার সাহসটা
এখনো করে উঠতে পারিনি..একদিন হয়তো সাহস করে কথা
বলেই ফেলব তোমার সাথে..তুমি তো সেলিব্রেটি,আমাকে লক্ষ
করার সময় কি আর তোমার আছে??
আর কেন জানি তোমাকে দেখলে আমার অনেক ভয় করে।
আচ্ছা তোমার কোনো গফ নেই তো?২৫.০৯.২৩ তারিখে যেদিন প্রথম
তোমার চোখে চোখ
পরেছিল প্রথমবারের মতো।এরপর আরও কয়েকবার দেখা হয় তবে
আর
চোখে পরতে পারিনি। হয়তো তোমার mood off ছিলে।

আজও সেদিনে ফিরিয়ে নিয়ে যায় ।ভালো লাগা আর
ভালোবাসার মধ্যে পার্থক্য করতে পেরেছি কিনা জানিনা
তবে আমার সে ভালোলাগাটা ভালোবাসার চাইতে কম নয় ।
যাই হোক আশা করি কোনো একদিন তোমার চোখে চোখ রেখে
কথা বলতে পারব ।
বেশি ভালোবেসে
ফেলছি যে তুমাকে কি করব এখন আমি??
কতোটা ভালোবাসি কখনো
বলব না..বুঝে নিও.. ??
আমি তোমার চোখের অনন্ত
মায়ায় বাঁধা পড়েছি...চাইলেও আমি সেই মায়া থেকে বের হতে
পারব না..আর আমি চাইও না বের হতে..কেউ থাকুক আর না
থাকুক..কেউ একজন সবসময় তোমার পাশে থাকবে..সেটা
আমি
তুমাকে ভালবাসি অনেক বেশি
অনেক ভালোবাসি তোমাকে
ইতি
তোমার অচেনা কেউ

পোস্ট: ০১০২.১০.২৩From: কেউ একজন To: চকলেট বয়আপনাকে ফার্স্ট দেখেছিলাম ১ম সেমিস্টারে, এরপরে মাঝেমধ্যে দেখতাম,এরপর অনেকদিন ...
01/10/2023

পোস্ট: ০১
০২.১০.২৩

From: কেউ একজন
To: চকলেট বয়

আপনাকে ফার্স্ট দেখেছিলাম ১ম সেমিস্টারে, এরপরে মাঝেমধ্যে দেখতাম,এরপর অনেকদিন কেটে যায় আর দেখা হয় নি কখনো। সাহস হয় নি আপনার সাথে কথা বলার কখনো। নাম, ডিপার্টমেন্ট কিছুই জানি না যার জন্য আপনাকে আর খুঁজেও পাইনি। কি অদ্ভুত এক ব্যাপার ঘটল জানেন?
কনভোকেশন এর দুইদিন আগে হঠাৎ করেই আপনাকে দেখা প্রায় ১ বছর পর। অদ্ভুত ব্যাপারটা হলো এটাই যে,সেদিন আমি ভাবছিলাম যে আপনার সাথে কি আর কখনো দেখা হবে না? ঠিক তার কয়েক ঘন্টা পর ই দেখি আপনি এসেছেন রেজিস্ট্রারের রুমের সামনে। কয়েক মিনিটের জন্য আমি থমকে গিয়েছিলাম আপনাকে দেখে। বুজতে পারছিলাম আজকেই আপনার সাথে আমার শেষ দেখা কারন আপনার হাতে ছিল কনভোকেশন এর জন্য দেয়া ব্যাগ। অনেক সাহস যোগাচ্ছিলাম আপনার নামটা জানার জন্য,হয়ে উঠে নি।তাই যতক্ষণ আপনি ছিলেন আপনার পারমিশন ছাড়াই ভিডিও করতে থাকি ভয়ে ভয়ে এই বুঝি দেখে ফেললেন আপনি।
হয়তো আমাদের আবার দেখা হবে কোন একভাবে।

এন্ড লাস্ট কংগ্রাচুলেশনস ফর উর গ্রাজুয়েশন ❤️

Address

IUBAT
Dhaka
1218

Website

Alerts

Be the first to know and let us send you an email when IUBAT-Crush Point & confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share