23/08/2024
Salviaa এর আগের কিছু শিপমেন্টে ইন্ডিয়ান ড্রেস থাকলেও শেষবারের শিপমেন্ট গুলো বেশিরভাগই ছিল পাকিস্তানি অথবা আমাদের নিজস্ব বুটিকস এর। তবে আজ আমরা অফিসিয়ালি জানিয়ে দিচ্ছি যে, এখন থেকে ইন্ডিয়ান ড্রেস আর Salviaa তে আনা হবেনা।
এবং আমরা সবাইকে অনুরোধ করব যেনো সবাই নিজ নিজ জায়গা থেকে আমরা সকল ধরনের ইন্ডিয়ান পণ্য বর্জন করি।
আপাতত আমাদের সকল ডেলিভারি কার্যক্রম স্থগিত আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শুরু হবে।
দেশের বর্তমান বন্যা পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই অবগত। দেশের এই দুর্যোগপ্রবণ সময়ে সবাইকে একসাথে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে, সাহায্য করতে হবে। আমরা সবাই একত্রে আবার গড়ে তুলবো আমাদের সোনার বাংলা।