
01/05/2025
মহান মে দিবস
রক্তে লেখা একটি দিনের নাম—মে দিবস।
১৮৮৬ সালের শিকাগোর সেই বীর শ্রমিকদের আত্মত্যাগে গড়ে উঠেছে আজকের শ্রমিকের অধিকার। তারা শুধু সময় চায়নি, চেয়েছিল সম্মান, মর্যাদা আর জীবনের নিরাপত্তা।
আজ ১ মে, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার দিন।
শ্রমই সভ্যতা গড়ে তোলে, শ্রমিকই জাতির হৃদয়।
চলো, কৃতজ্ঞ হই তাদের প্রতি—যারা ঘাম ঝরিয়ে আমাদের জন্য গড়ে তোলে একটি সুন্দর আগামী।
শুভ মে দিবস।
শ্রমের মর্যাদা হোক সবার অঙ্গীকার।
#মে_দিবস #শ্রমিক_অধিকার
#শ্রমের_মর্যাদা