Panache Events - Dhaka

Panache Events - Dhaka We will bring the biggest fashion Exhibition in town.

23/02/2024
25/02/2020

২০১৬ সাল থেকে দেশীয় পোশাক প্রদর্শনীর আয়োজন করে আসছে পানাশ। ক্রেতারা ভিন্ন কিছু পাবার জন্য আমাদের এক্সিবিশনে আসতেন। প্রতি মাসের দাওয়াত, ডেইলি ইউজের পোশাক তারা আমাদের শোগুলো থেকে কিনতেন।

এখন যখন কাউকে দেখি পার্টি, অফিস, স্কুলে আমাদের বানানো কুর্তা বা কামিজ পরছেন, তখন মনে মনে খুব গর্ব অনুভব করি। মনে হয় কিছুটা হলেও দেশীয় কাপড় পরার ট্রেন্ড আমরা ফিরিয়ে আনতে পেরেছি।

আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ আমি মনে করি অধিকাংশ পাকিস্হানী লনের গ্রাহকদের দেশীয় কাপড়ের গ্রাহকে রুপান্তর করা।

অনেকেই এখন দেশীয় ডিজাইনারদের কাপড় ডেইলি ইউজের জন্য পরতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন। এই কাপড় বেশ ইউনিকও। বড় করে, আড়ম্বরপূর্ন কাজ যেমন দরকার, তেমনি এভাবে - আমাদের মতো ছোট ছোট আয়োজনও অনেক প্রয়োজন। আমি মনে করি এটা ফ্যাশন লাইফ স্টাইল চেন্জের ছোট আকারে স্লো বাট ইফে্কটিভ মুভমেন্ট।

আগে বছরে ঈদ আর পহেলা বৈশাখে এক্সিবিশন হতো। সেই সময় প্রথম পানাশ প্রতি সিজনকে সামনে রেখে শো করা শুরু করে। স্প্রিং বা বসন্তকে সামনে রেখে তিরিশজন দেশীয় উঠতি ডিজাইনার বা ডিজাইন এনথুজিয়াস্টদের নিয়ে প্রথম বসন্ত প্রদর্শনীর আয়োজন করি আমরা। আমাদের দেশে বসন্ত বন্দনা পোশাকে কম। যাইহোক খুব দারুন সাড়া পেয়েছিলাম সেইসময়।

অনেকে বলেছেন এতো ঘন ঘন শো কেন করো? তাহলে তো চার্ম থাকবে না। আমি বলতাম এটা চার্মের ব্যাপার না, এটাকে একটা ইন্ডাস্ট্রিতে রুপান্তর করতে হবে। যারা পার্টিসিপেন্ট ছিলেন, তাদের জন্য প্লাটর্ফম ছিলো আমাদের এ শোগুলো। আসল কথা হচ্ছে যত আয়োজন হবে, ততো মানুষ আসবে এই প্রোফেশনে। ভালো আর বৈশিস্ট্যপুর্ন কাজ করবেন যারা, তারা লং রানে টিকে যাবেন। তারা এই ফিল্ডকে প্রোফেশন হিসেবে নিবেন। শুধু দু'একটা সিজনকে সামনে রেখে কাজ করলে হবেনা! চেন্জ কিন্তু একদিনে আসে না। লেগে থাকতে হয়।
গ্রাহকরাও সহজেই এক ছাদের নীচে তাদের খুজে পাবেন এই ধরনের আয়োজনে। নির্ভরতা তৈরি হবে। কাজ এক্সপিরিয়েন্স আর যাচাই করা অনেক সহজ হবে।

এম্পলয়মেন্ট ক্রিয়েট হবে। হাতের কাজ, সুতোর কাজ আবার ফিরবে। হয়েছেও তাই। অনেকেই খুব ভালো করছেন এখন। একটা জিনিস মনে রাখা দরকার, নিড ক্রিয়েট করতে পারলে গ্রাহক আসবেই। তার জন্য দরকার ইউনিকনেস। আর এমন কাজ বা ডিজাইন করতে হবে যা বিজনেস ভায়াবল আর কনটেমপোরারি। না হলে কাজের তাগিদ কমে যেতে বাধ্য। আর নিজেদের ঐতিহ্যকে ধারন করে নতুন কিছু তৈরি করলে আসবে ভিন্নতা।

আর প্রাইসিং নিয়ে অনেকে কম্পেলইন করেন। দেখুন, দেশীয় ডিজাইনাররা বা ডিজাইন এনথুজিয়াস্টরা কিন্তু বাল্ক সেল বা একই ডিজাইন ১০০ বা ১০০০ পিস বানাচ্ছেন না। ওভাবে বানালে পার প্রোডাক্টে প্রোডাকশন কস্ট কমে আসে। আমাদের দেশে ভালো প্রোডাক্টের বায়িং ক্যাপাসিটি অল্প মানুষের। যখন আপনি স্বতন্ত্র কিছু পরতে চাইবেন, সবার থেকে আলাদা, তার প্রাইসিং একটু বেশি হবেই। কারন এক ইউনিটের প্রোডাকশন কস্ট তখন অনেক বেশি হয়।

মাত্র চার বছরে আমরা অনেকটা এগিয়েছি। কাজ করেছি প্রায় চারশ উইমেন ওন্টপ্রনারের সাথে। অনেকে অনেক এগিয়ে গেছেন আবার অনেকে হারিয়ে গেছেন। কেউ কেউ ইন্সপায়ারড হয়ে কাজ শুরু করে এখন নিজের স্বতন্ত্রতা তৈরি করে ফেলেছেন৷ বলবোনা খুব বেশি এগিয়েছি। কিন্ত সিগনিফিকেন্ট একটা চেন্জ এসেছে এই ফিল্ডে।

একটা হাই স্ট্রিট ফ্যাশন ব্রান্ডের বড় অভাব আমাদের দেশে এখন। আড়ং পিছিয়ে পড়েছে। যুগের সাথে এগোতে পারছে না। হয়ত নতুন কেউ এগিয়ে আসবেন এই ধরনের ব্র্যান্ড ক্রিয়েশনে।

যাইহোক আরো প্লান অনুযায়ী, ফোকাসড কাজ করতে পারলে অনেক এগিয়ে যাবো আমরা। সবাইকে ধন্যবাদ দেশীয় ডিজাইনারদের কাপড় পড়ার জন্য। আর হ্যা সামনে বৈশাখ, ঈদে অনেক বেশি দেশীয় কাপড় কিনুন আর প্রিয় মানুষকে উপহার দিন।

The NY Premeir Show 24 and 25 January30 best local boutiques to show deshi karigari and festive collectionsDont Miss It
19/01/2020

The NY Premeir Show
24 and 25 January

30 best local boutiques to show deshi karigari and festive collections

Dont Miss It

13/01/2020
19/12/2019

End this year with a blast from Panache Year End Sale. Grab the chance to grace your home, wardrobe and ti**le with fine jewellery collection from various boutiques by Panache at Dhanmondi.

Rest in peace KL
20/02/2019

Rest in peace KL

12/02/2019
09/02/2019
Selection process will check1. If you are in financial hardship2. If you are the most creative among other applicants.
03/01/2019

Selection process will check
1. If you are in financial hardship
2. If you are the most creative among other applicants.

Address

Uttara
Dhaka
1230

Opening Hours

Monday 12:00 - 22:00
Tuesday 12:00 - 22:00
Wednesday 12:00 - 22:00
Thursday 12:00 - 22:00
Friday 12:00 - 22:00
Saturday 12:00 - 22:00
Sunday 12:00 - 22:00

Telephone

01822221844

Website

Alerts

Be the first to know and let us send you an email when Panache Events - Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category